নমষ্কার বন্ধুরা ,,
শুরুতেই জানাতে চাই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি এডমিন মহোদয়া দিদি কে অসংখ্য ধন্যবাদ ৷ তিনি একটি বেশ সুন্দর প্রতিযোগীতার আয়োজন করেছেন ৷ যেই কনটেস্ট প্রতিযোগীতায় আমি এখন অংশগ্রহণ করতে যাচ্ছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷
Which is your all-time favorite season and why? |
---|
আমার সবচেয়ে পছন্দের ঋতু হলো শীতকাল ৷ কারন আমি সব ৠতুর চাইতে শীতকাল ঋতু টা অনেক উপভোগ করে থাকি ৷ শীতের কুয়াশাচ্ছন্ন সকাল আমার দেখতে বেশ ভালো লাগে ৷ তারপর দেখা যায় শীতের সকালে সবখানে ঘন কুয়াশায় ঢেকে পড়ে ৷ তারপর শীতের সকালে গাছের পাতায় বা চারাগাছে এবং ঘাসে শিশির পড়তে দেখা যায় সে সব দৃশ্য গুলো উপভোগ করতে পারি আমরা ৷
শীতকালীন সময়ে হরেক রকমের ফুল ফুটতে দেখা যায় ৷ তারপর শীতের সকালে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়ে থাকে ৷ মানুষ এই খাবার খেয়ে সন্তুষ্ট হতে তাদের নিযুক্ত করে ৷ এই সব মিলিয়ে শীতকালীন ঋতু টা আমার বেশ ভালো লাগে ৷
How do you enjoy that season? Describe. |
---|
আমি সবঋতু মধ্যে শীতকালীন ঋতুতে বেশ আনন্দময় কিছু মুহূর্ত উপভোগ করে থাকি ৷ যেমন , শীতের সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাহাটি করি ৷ তারপর হাঁটতে হাঁটতে প্রাকৃতিক কিছু সৌন্দর্য উপভোগ করে থাকি ৷ গাছের পাতা থেকে শিশির পরতে দেখি ৷ শরীরের মধ্যে মোটা মোটা জামা কাপর পড়ে চলাফেরা করে থাকি ৷ শীতের সকালে গরম চা তারপর গরম খেচুরি খেতে বেশ মজা লাগে ৷
শীতের সকালে আগুন জ্বালিয়ে সবাই মিলে গোল করে আগুন তাপাতে থাকি ৷ বিশেষ করে শীতকালীন সময়ে হরেক রকমের পিঠা পুলির উৎসব এবং আয়োজন করা হয়ে থাকে ৷ যত হরেক রকমের পিঠা রয়েছে তা মানুষজন শীতকালে তৈরি করে খেয়ে থাকে ৷ তারপর শীতের সকালে খেজুরের রস পান করে থাকি ৷
এই সব কিছু মিলিয়ে আমি শীতকালীন ঋতু টা বেশী উপভোগ করে থাকি ৷
Which things make the season unique to you? |
---|
শীতকালীন সময়ে যে সব জিনিস গুলো আমাদের আকর্ষণীয় করে তোলে সেগুলো হলো : শীতকালে কিছু ফুল ফোটে যেগুলো আমাদের নজর কারে ৷ তারপর শীতকালে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়ে থাকে ৷ তারপর বাজারে গরম গরম চটপটি পাওয়া যায় ৷ আর বেশীরভাগ বাজারে গেলে গরম গরম চটপটি খাওয়া হয় ৷ তারপর শিশুরা তাদের মায়ের কোলে নিজেদেরকে উষ্ণ রাখে ৷
অতিথি পাখিদের আগমন ঘটে আমাদের দেশে অনেক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় শীতকালে ৷
To maintain our favorite season, do you think we should take the initiative to keep the balance on our planet? Explain. |
---|
আমাদের প্রিয় ঋতুকে বজায় রাখার জন্য আমাদের গ্রহে অবশ্যই ভারসাম্য রক্ষায় উদ্দোগ নেওয়া উচিত ৷ কারন পরিবেশ ভারসাম্য বজায় না রাখতে পারলে সামনে হয়তো আমরা আবারো এই ধরনের শীত দেখতে পারবো না সব কিছু ঋতু একেক টি ভয়ানক রুপ সৃষ্টি করতে পারে ৷ যার আমাদের অবশ্যই সব ঋতুকে বজায় রাখতে হলে ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে ৷
প্রথমত , আমাদের বন নিধন বন্ধ করতে হবে ৷ আমাদের প্রচুর পরিমাণে গাছপালা রোপণ করতে হবে ৷ বায়ু দূষণ থেকে শুরু করে সব ধরনের দূষণ বন্ধ করে দিতে হবে ৷ তারপর বিশেষ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অতিথি পাখি সুরক্ষা বিশেষ জুরুরি ৷ কারন তারা অন্যান্য দেশ থেকে হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে আসে ৷ কারন অন্যান্য দেশে শীতের সময়ে বরফ পরে জমতে থাকে যার জন্য তারা নিজেকে উষ্ণ রাখতে আমাদের দেশে অতিথি হয়ে চলে আসে ৷
আগের তুলনায় বর্তমান সময়ে দিন দিন ৠতুর পরিবর্তন দেখা যায় ৷ এই ঋতুদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের অবশ্যই এই সকল উদ্দ্যেগ খুবই গুরুত্বপূর্ণ ৷
আমি এই প্রতিযোগীতায় আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি , @tanay123 @shuhad @sayeedasultana 🙏
THE END |
---|
শুরুতেই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনার লেখা পড়ে জানতে পারলাম যে শীত আপনার প্রিয় ঋতু।ব্যক্তিগতভাবে এটা আমারও পছন্দের ঋতু।
এই সময়ের কুয়াশা, শীতের পিঠা,নতুন গুড়,খেজুরের রস সবই খুব প্রিয় জিনিস আমার।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। সেই সাথে আমাকে মেনশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি সময় পাই তাহলে অবশ্যই অংশ নিবো।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আকর্ষণীয় এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার শীতকাল খুবই পছন্দ শীতের সময় রসের পিঠা আরো বেশি পছন্দ।
বেশ ভালো লাগলো আপনার পছন্দের ঋতু বর্ণনার লেখাগুলো। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদাভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। দোয়া রইল সর্বদা যেন সুস্থ থাকতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আর আজকে প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে লিখেছেন ।। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার প্রিয় ঋতু সম্পর্কে জানতে পারলাম।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit