Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in hive-120823 •  10 months ago 

20240115_120306_0000.png

edit by canvas

দারুন একটি প্রতিযোগীতার আয়োজন করেছেন আমাদের এডমিন মহোদয়া দিদি ৷ আর এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আমি সবাই অনেক আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি ৷

কারণ এই প্রতিযোগীতায় আমাদের উল্লেখ করতে হবে আমাদের গ্রামের পছন্দের পাঁচটি ছবি ৷ প্রতিটি গ্রামে প্রত্যেক টি ছেলের সেই বাল্যকাল থেকেই অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যেগুলো কখনই ভোলার নয় ৷ আমরা নিঃসন্দেহে আমাদের গ্রামের কিছু পছন্দের জায়গা গুলো শেয়ার করতে পারবো ৷

তাহলে চলুন বেশী বক বক না করে শুরু করা যাক

Why is your locality precious to you?

শুরুতেই বলতে চাই বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ ৷ আমার গ্রাম আমার কাছে গর্ব ৷ কারণ আমি আমার গ্রামেই সেই ছোট বেলা থেকে বড় হয়েছি ৷ যত প্রকারের ভালো মন্দ কাজ আমি আমার গ্রামেই করেছি ৷ আর গ্রামের মত সুন্দর কিছু জিনিস মনে হয় না আর দ্বিতীয় কোন কিছু আছে ৷ নিজের গ্রামে সেই ছোট বেলা থেকে মায়া মমতা স্মৃতি আবেগ অনুভূতি সব গুলো এক সাথে মিশে আছে ৷

আমার গ্রাম আমার কাছে উত্তম গ্রাম ৷ এটা আমার জীবন ও রক্তের সাথে সম্পর্কিত ৷ আমাদের পূর্বপুরুষরাও এই গ্রামে বসবাস করতেন ৷ আমি মনে করি এ গ্রাম আমার সামগ্রিক অস্তিত্ব ৷

আমরা একটি গ্রামে সব ধর্মের মানুষেরা একত্রে মিলেমিশে বসবাস করে থাকি ৷ কোন ধরনের হিংসা বিবাদ ঝগড়া মারামারি ছাড়াই ৷ সব ধর্মের মানুষেরা তাদের উৎসবে আমার সবাই মিলে একে অপরে অনেক আনন্দ করে থাকি ৷ তাছাড়াও গ্রামের চার পাশে সবুজ শস্য শ্যামল ৷ যার জন্য গ্রাম আমার কাছে অনেক মূল্যবান ৷

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

IMG_20240115_101041.jpg

প্রথম ছবি

আমাদের গ্রামে এই লোহার ব্রীজ টি এটি অনেক পুরনো ব্রীজ আর এই ব্রীজ লোহার ব্রীজ নামে পরিচিতি ৷ অনেক দুর দুরান্তের মানুষ এই ব্রীজ কে লোহার ব্রীজ নামে চিনে থাকে ৷ আর আমিও সেই ছোটকাল থেকেই এই ব্রীজ টি কে দেখে আসছি ৷

ব্রীজ টি এখনো অনেক শক্তিশালী হয়ে আছে আমার মনে হয় আরো ৫০ বছরেও কিছু হবে না ৷ কিন্তু মাপামাপি চলতেছে হয়তো বড় করে নতুন ব্রীজ গড়ে তুলবে ৷ বিশেষ করে আমরা গ্রীস্মকালে গরমের সময় এই ব্রীজে বসে আড্ডা বা শীতল বাতাস খেয়ে থাকি ৷

IMG_20240115_102206.jpg

দ্বিতীয় ছবি

এটা আসলে একটি নদী যেটা আমাদের গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলছে ৷ এই নদীতে আমরা ছোট বেলা থেকেই গোসল করা থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত অনেক সময় পার করেছি ৷ বর্নার সময় এই নদী চারদিকে ভরাট হয়ে যায় দেখতেও অসাধারণ লাগে ৷

তারপর আবার বর্ণার সময়ে এই ব্রীজ থেকে পানিতে লাফ দিতাম বেশ মজা করেছিলাম ৷ বিশেষ করে আমাদের এই নদীতে ধানের বীজ বপন করার উত্তম একটি জায়গা আমি বলে মনে করি ৷

IMG_20240115_102737.jpg

তৃতীয় ছবি

এটি আমাদের গ্রামের একটি ছোট কালী মন্দির ৷ এটি ছোট হলেও আমাদের গ্রামে অনেক পুরনো মন্দির যেই মন্দিরে আমাদের পূর্বপুরুষেরা পূজা করে আসছে ৷ আগে হয়তো ধুমধাম করে পূজা হয় নি কিন্তু বর্তমান সময়ে আমরা এই কালী মন্দিরে বেশ ধুম ধাম করে পূজা অর্চনা করে থাকি ৷

আমি মনে করি প্রতিটি গ্রামে এই ধরনের ছোট ছোট সব মন্দির মসজিদ থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷ যেন আমরা সবাই সব ধর্মের মানুষেরা নিজ নিজ জায়গা ধর্মীয় উৎসব গুলো পালন করতে পারি ৷

IMG_20240115_110640.jpg

চতুর্থ ছবি

আমাদের গ্রামেই একটি প্রাইমারি স্কুল রয়েছে আর এই প্রাইমারি স্কুল টি আমাদের গ্রামে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে ৷ ছোট ছোট বাচ্চাদের দুরে কোথাও যেতে হয় না পড়াশুনা করার জন্য বাড়ির কাছেই এই রকম একটি প্রাইমারি স্কুল থাকলে অনেক প্রকারের সুযোগ সুবিধা পাওয়া যায় ৷

কারন ছোট ছোট বাচ্চারা বেশি দুর হেঁটে যেতে পারে না যার জন্য বাড়ির কাছেই যদি এই ধরনের একটি প্রাইমারি স্কুল থাকে তাহলে বাচ্চাদের জন্য অনেক সুবিধা আমি বলে মনে করি ৷

IMG_20240115_120900.jpg

পঞ্চম ছবি

এটি আমাদের গ্রামের মাঝাখানে বিশাল জুরে ফসলের মাঠ যেখানে প্রতিদিন কৃষকেরা কাজ করতে যায় ৷ এবং নানা ধরনের ফসল চাষ করে থাকে ৷ যখন ধান চাষ করা হয়ে থাকে কয়েকদিনের ভিতরে পুরো মাঠ সবুজ বর্ণের রুপ ধারন করে থাকে ৷ আবার যখন পাকতে শুরু করে থাকে তখন পুরো মাঠ জুরে হলুদ এবং লালচে রুপ ধারন করে থাকে ৷

তখন এই দৃশ্য গুলো দেখেই মন ভরে যায় ৷ আসলেই আমাদের গ্রামে নানা জায়গায় কত কিছু অপরুপ সৌন্দর্য বিরাজমান করে আছে তা আমাদের কল্পনারও বাইরে ৷

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

হ্যা আমি বিশ্বাস করি যখন একটি জায়গায় আমরা ছোট থেকে বড় হয়ে থাকি তখন সেই জায়গাটি আমাদের হৃদয়ের কাছাকাছি হয়ে যায় ৷

কারণ গ্রাম মানেই সুন্দর একটি জায়গা সুন্দর একটি অনুভূতি ৷ বর্তমান সময়ে প্রতিটি গ্রামেই যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে ৷ আমাদের গ্রামের মধ্যে দিয়েও একটি ভালো রাস্তা আছে ৷ শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ব্যবস্থা রয়েছে ৷ তারপর আমাদের মূল কেন্দ্র স্থলে একটি বাজারের ব্যবস্থা রয়েছে যেখান গ্রামের মানুষেরা তাদের চাহিদা মেটাতে পারে ৷

তারপর আমাদের গ্রামের আবহাওয়া অনেক সুন্দর আমি মনে করি গ্রাম এলাকায় সবসময় শীতল ঠান্ডা বাতাস বয়ে থাকে ৷ আমাদের গ্রাম গুলো সবুজ গাছপালায় ঘেরা ৷ তারপর আমাদের গ্রামের চারপাশের প্রাকৃতিক দৃশ্য গুলো খুবই চমৎকার ৷ তারপর আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থাও সন্তোষজনক ৷

আমাদের গ্রামে খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে ৷ বিকেল বেলায় গ্রামের ছেলেমেয়েরা নানা ধরনের খেলায় অংশগ্রহণ করে থাকে ৷

উপসংহার

আমি মনে করি আমার গ্রাম একটি আদর্শ গ্রাম ৷ আমার কাছে এ গ্রামের মত আর কোন সুন্দর জায়গা নেই ৷ আমি মন থেকে আমি আমার গ্রামের ভালোবাসি তারপর আমি আমার গ্রামের উপভোগ করে থাকি ৷ এত কিছু বিবেচনা করার পর আমি মনে করি আমার গ্রাম আমার হৃদয়ের কাছাকাছি হয়ে যায় ৷

আমি এই প্রতিযোগীতায় আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি ,, @mukitsalafi @baizid123 @saha10

THE END
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের গ্রাম দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তাকিয়ে ছিলাম কিছু সময়। সকালে যেয়ে বিকেলে চলে আসা গেলে চলে আসতাম দ্রুতই।
আসলেই কোন দেশকে দেখতে হলে আর বুঝতে হলে সেই দেশের গ্রামে যেতে হবে। সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে আসতে চাই আপনার গ্রামে আর সেটা অবশ্যই শীতকালে।

ভালো লাগলো খুব আপনার গ্রামের ছবি আর বর্ননা পড়ে।
শুভকামনা রইল আপনার জন্য।

ভালো থাকবেন সবসময়

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ আসলে গ্রামের মত শান্তিময় পরিবেশ হয়তো আর কোন জায়াগায় পাওয়া যাবে না ৷

ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷

সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রিত করার জন্য, ইচ্ছা আছে আজকে আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং আপনার গ্রামের সাথে আপনার পোষ্টের মাধ্যমে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে।

আপনার জন্য শুভকামনা রইল খুবই সুন্দর করে আপনি পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ ভাই আশা করি আপনি ও এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন এবং আপনার গ্রামের কিছু মূল্যবান ছবি আমাদের সাথে শেয়ার করবেন ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ ভাই আপনাকে আমাকে এত সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে ইনভাইট করার জন্য। আপনার গ্রাম সম্পর্কে এ পোস্টের মাধ্যমে জানতে পারলাম।আপনার গ্রাম অনেক সুন্দর। আপনি প্রতিটি জায়গা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

হুম প্রতিযোগীতায় অংশগ্রহণ করিয়েন এবং আপনার গ্রামের কিছু মূল্যবান ছবি আমাদের সাথে শেয়ার করবেন ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷

Loading...

প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার গ্রামের সম্পর্কে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম অনেক সুন্দর একটি গ্রাম। আর আপনার পোষ্টের প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল এই পোষ্টটি খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন থ্যাঙ্ক ইউ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আপনার গ্রামের অনেক কিছু সম্পর্কে অবগত হলাম।। মাঠঘাট থেকে শুরু করে প্রাইমারি স্কুল ও মন্দির সহ একটি পুরনো লোহার ব্রিজের কথা বলেছেন।। সেই সাথে আমার পছন্দের নদীর কথাও তুলে ধরেছেন। যেখানে আপনি ছোটবেলায় মাছ ধরা থেকে শুরু করে গোসল ও আরো অনেক মজা করেছেন।।

খুবই ভালো লাগলো আপনার গ্রাম সম্পর্কে জেনে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় আমাকে অংশ নেয়ার জন্যে ইনভাইট জানানোর জন্য। আমি ও অংশ নিয়েছি।

আপনার ৫ টি ছবি অনেক সুন্দর হয়েছে। পাশাপাশি প্রশ্নের উত্তর গুলো গুছিয়ে দিয়েছেন। শুভকামনা আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ আর আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো ৷ দিনটি আপনার শুভ হোক ৷

প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার পোস্ট ওপেন করার পরেও কমেন্ট করতে পারেনি। সময়ের অভাবে আবার বের হয়ে যেতে হয়েছে। আসলে আপনার গ্রামের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কুয়াশা ঘেরা জমির ধান রোপন করা হয়েছে। এই ছবিটা মনে হয় আপনি ড্রোন দিয়ে নিয়েছেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...