দুলফি ফুলের ফটোগ্রাফি (Dulfi Flower Photography)!!

in hive-120823 •  last year 

IMG_20231213_102912.jpg

নমষ্কার বন্ধুরা,,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ? আমি ও বেশ ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে দুলফি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত এই ফুলের নাম দুলফি ফুল এই ফুল গুলো শীতকালে খুব বেশী দেখা যায় ৷ তবে সারাবছরেই এই ফুল গুলোর দেখা মিলে ৷ বিশেষ করে এই ফুল গুলো কোন উচু জায়াগায় বা খোলা মাঠে এবং রাস্তার আশেপাশে বেশ দেখতে পাওয়া যায় ৷ এই দুলফি ফুলের রঙ দেখতে সাদা আর গাছ গুলো সবুজ রঙের হয়ে থাকে ৷

অন্যান্য দেশে এই দুলফি গাছের কচি গাছ গুলো শাক হিসেবে খেয়ে থাকে ৷ সাধারনত এই দুলফি গাছ গুলো বেশ একটা লম্বা হয়ে থাকে না বড় জোর দুই ফিট এর মত লম্বা হয়ে থাকে ৷ আর ডালপালা গুলো অনেক ছোট ছোট হয়ে থাকে ৷ এই দুলফি ফুল থেকে নানা ধরনের মাছি মৌমাছি ছোট বড় পোকা মাকড় মধু সংগ্রহ করে থাকে ৷

তাছাড়াও আমাদের সনাতন ধর্মের মানুষেরা এই দুলফি গাছের ফুল দিয়ে পূজা অর্চনা করে থাকে ৷ অনেক সময় দেখা যায় ফুল গাছে ফুল থাকে না বা কারো আশে পাশে তেমন কোন ফুলের গাছ নেই তখন তারা এই দুলফি গাছের ফুল দিয়েই পুজা অর্চনা করে থাকে ৷ তাছাড়াও এই দুলফি গাছের মধু অনেক উপকারিতায় আসে ৷ আমরা ছোট থাকতে এই দুলফি গাছের ফুল গুলো সংগ্রহ করে মধু খেতাম ৷

তারপর দেখা যায় যেখানে অনেক দুলফি গাছ রয়েছে সেগুলো মানুষজন তুলে খড়ি হিসেবে ব্যবহার করে থাকে ৷ কারন এই দুলফি গাছ গুলো শুকিয়ে বেশ জ্বালানি হিসেব ব্যবহার করা হয়ে থাকে ৷ এই দিক থেকে অনেক মানুষের সুযোগ সুবিধা রয়েছে আমরা বলতে পারি ৷

IMG_20231213_102950.jpg

IMG_20231213_102939.jpg

জেনে নেওয়া যাক দুলফি ফুলের উপকারিতা

👉 যদি আপনার শরীরের জ্বর বা কাশি ও শরীরের মধ্যে ব্যাথা দেখা দিয়ে থাকে তাহলে এই দুলফি গাছের পাতা গুলো পরিষ্কার ভাবে ধুয়ে নিয়ে সাথে কালোজিরা এবং রসুন নিয়ে ভালোভাবে বেটে দিনে দুই বার নিয়মিত খেতে হবে তাহলে দেখবেন এই সব রোগের সমস্যা থেকে খুব সহজেই উপকৃত হবেন ৷

👉 তারপর দেখা যায় অনেকের কানে ব্যাথা বা কান দিয়ে রস বের হয়ে থাকে তাহলে আপনারা এই দুলফি গাছের পাতা গুলো বেটে কানের ভিতরে দুই থেকে তিন ফোটা ঢেলে দিবেন দেখবেন কয়েকদিনের ভিতরে কান ব্যাথা এবং কানে রস পরা বন্ধ হয়ে গেছে ৷

👉 তারপর যদি শরীরের মধ্যে কোন ধরনের চুলকানি দেখা দেয় তাহলে এই দুলফি গাছের পাতা নিয়ে সাথে কাচা হলুদ এবং নারিকেল তৈল মিশ্রন করে বেশ সুন্দর ভাবে মালিশ করতে হবে ৷ তাহলেই দেখবেন চুলকানি খুব দ্রুত কমে যাবে ৷

অপকারিতা,

এই দুলফি গাছের কোন ধরনের অপকারিতা দিক নেই বললেই চলে ৷ তবে বয়স ভেদে এই গাছের তৈরি ঔষুধ সঠিক পরিমানে খেতে হবে ৷

IMG_20231213_103021.jpg

IMG_20231213_103004.jpg

আমার দুলফি গাছের ফুলের ফটোগ্রাফি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ আজকে আর লিখছি না, সবাই ভালো থাকবেন ৷

The essence of my writing is Dulfi Flower Photography
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি দুলফি ফুলের নাম এই প্রথমবার শুনলাম আর এর ছবিও প্রথমবার দেখলাম আপনার সৌজন্যে। দুলফি ফুল শুধু পূজা অর্চনার কাজে লাগে না, এর অনেক স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধেও আপনি লিখেছেন, যেগুলির ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম। এই ফুলের মধু যেমন উপকারে আসে তেমনি শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর দুলফি গাছের পাতাও অনেক স্বাস্থ্য উপকারিতার কাজে লাগে বলে আপনি লিখেছেন। তার মানে দেখা যাচ্ছে যে পুরো দুলফি গাছটাই মানুষের উপকারে আসে।

হুম দাদা দুলফি গাছের পুরো গাছটি আমাদের কাজে লাগে ৷ এর উপকারিতাও অনেক রয়েছে ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর দুলফি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই ফুল অনেক দেখেছি কিন্তু এই ফুলের নাম যে দুলফি ফুল তা আজকে জানতে পারলাম।
এবং আরো জানতে পারলাম এই ফুলের দ্বারা অনেক উপকার রয়েছে, যেমন আপনি বলেছেন জ্বর ঠান্ডা কাশি এবং ব্যথার জন্য এই গাছের পাতা ধুয়ে কালোজিরা ও রসুন এর সাথে মিস করে বেটে পরিমাণ মতো খেয়ে নিলে অনেক উপকার পাওয়া যায়।
ধন্যবাদ এই ফুল গাছের গুনাগুন সম্পর্কে আমাদের জানিয়ে দেওয়ার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখার আছে রইলাম।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে আজকে আপনি পোস্ট করেছেন। এই ফুলটি আমি দেখেছি তবে এর নাম জানতাম না এর উপকারিতা ও জানতাম না। আপনার মাধ্যমে আজকে একটি চমৎকার ফুলের বিভিন্ন উপকারিতা শিখলাম। একটা সময় যখন ঘরের পাশে ডাক্তার ছিল না তখন মানুষ গাছ-গাছালি থেকেই সমস্ত ঔষধি সেবা গ্রহণ করতো। আর এখন কালের বিবর্তনে এই ধরনের উপকারী গাছগুলো হারিয়ে যাচ্ছে। আপনি আরো জানিয়েছেন এই গাছটির তেমন কোন অপকারিতা নেই। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি করার জন্য।

আগেকার সময়ে এই ঔষুধি গাছগাছড়া দিয়েই মানুষ নানা ধরনের রোগের সমস্যার সমাধান করেছিল ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

খুবই সুন্দর করে ফটোগ্রাফি গুলো আপনি ধারণ করেছেন ভাই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুলটি আমি আগে কখনো দেখেছি বলে আমার মনে হয় না আর নাম তো দূরের কথা। তবে আপনার পোষ্টের মাধ্যমে এই ফুলের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলাম উপকারিতা ও অপকারিতা যা জেনে অনেক ভালো লাগছে আমার।

কারণ যদি ভবিষ্যতে চোখের সামনে এই ফুলটি পড়ে যায় তাহলে অবশ্যই তখন অনেক কাজে লাগবে। আপনার জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Loading...

আপনার ফটোগ্রাফি গুলো বের হয়েছে আর আজকে আপনি আমাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি করেছেন এটা আমার কাছে অনেকটা অজানা কখনো দেখেছি বলে মনে হয় না।।

এই অজানা ফুল ের বেশ কিছু উপকারিতা বলেছেন যেটা আমার জানা ছিল না।। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্টটি পড়ে অনেক অজানা কিছু জানতে পারলাম।।

ধন্যবাদ ভাই আমার পোস্ট টি পড়ে মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🌺

আপনার দুলফি ফুলের ফটোগ্রাফি সত্যই দুর্দান্ত হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

এই ফুলের আরেক নাম হচ্ছে দন্ডকলস। আমি এই ফুলের উপকারিতা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। একে শাক হিসাবে খাওয়া হয়। খুবই উপকারী একটা শাক বিশেষ করে ইউরিল এসিড বা বাথ ব্যথার জন্য যদি নিয়মিত এই শাক খাওয়া হয় এতে অনেক উপকার পাওয়া যায়। তবে আপনিও অনেক সুন্দর করে এই ফুলের পরিচিতি ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কোন কোন এলাকায় এই ফুলকে দন্ডকলস নামেও চিনে থাকে ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য তার পাশাপাশি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে।তবে আমি এর আগে এই দুফুলি ফুল কখনো দেনি।। আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখার সুযোগ হলো।
আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে এই ফুলের অনেক উপকারও রয়েছে।
ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এই ফুল আগে কখনও দেখেন নি আজকে দেখতে পেলেন ৷ আমার ও খুব ভালো লাগতেছে এই ফুল শেয়ার করাতে অনেক জনে দেখার সুযোগ পেয়েছে ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

এই ফুলের মিষ্টি জীবনে অসংখ্যবার খেয়েছি। তবে এর নাম আমি জানতাম না। দুলফি এই নামটা আজকেই প্রথম জানতে পারলাম। আগে স্কুলে যাবার সময় প্রায়ই রাস্তার পাশে এই গাছের ফুল তুলে মুখে দিয়ে মিষ্টি খেতাম।

আপনি দারুণ ক্যাপচার করেছেন এই ফুলের ছবি গুলো। পাশাপাশি

এই গাছের অনেক উপকারিতা নিয়েও আলোচনা করেছেন। ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

আপনার পোস্ট টি থেকে আমরা অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম।আমি বরাবরই বলে থাকি যে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন হয়।দুলফি ফুলের ফটোগ্রাফি দেখে আমি আবার ও অসাধারণ বলতে বাধ্য হলাম। আমাদের সাথে আপনার এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ৷ আশা করি আমার পরবর্তী পোস্ট গুলোও আপনার অনেক ভালো লাগবে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

খুব চমৎকার একটি পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হলেন। আসলে দুলফি ফুল কখনো নাম শুনিনি এবং দেখেও নি। আপনার পোস্টে দুলকি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি তো হা করে তাকিয়ে রয়েছে দেখতে বেশ সুন্দর ছিল। এবং এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্ক আমাদের সাথে শেয়ার করেছেন।

থ্যাংক ইউ খুব আশ্চর্যজনক একটি ফুল আমাদের সাথে শেয়ার করলেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...