Flowers photography

in hive-120823 •  2 years ago 

IMG_20230504_080259.jpg

Hello Everyone

শুভ সকাল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ ইশ্বেরর কৃপায় আমিও ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ আজকে ফটোগ্রাফি পোস্ট হলো অজানা ফুলের ফটোগ্রাফি ৷

সাধারনত এই ফুলটির নাম কি তা আমি জানি না ৷ তবে আমি কয়েকদিন ধরে রাস্তার ধারে বেশিরভাগে এই ফুল গুলো দেখতে পাই বা দেখে থাকি ৷ বাইকে থাকার কারনে আর ব্রেক দেওয়া হয় না ৷

হঠাৎ একদিন সাইকেল এ যাওয়ার সময় ফুল গুলো টোখে পড়ে তাই আমি সাইকেল টি থামিয়ে এই অজানা সাদা ফুল গুলোর কয়েকটি ছবি আমার ফোনে ক্যামেরা বন্দি করে নেই ৷

নিচে ফুলটির সম্পর্কে কিছু বর্ণনা:

IMG_20230504_080407.jpg

IMG_20230504_080351.jpg

  • এই ফুল টি সাদা রঙের এই ফুলের মাঝখানে হলুদ র়ঙের একটি শীষক রয়েছে ৷ এই ফুল জংলী বলা যায় ৷ কারন এই ফুল আমরা কোথাও চাষ বা কোথায় রোপন দেখি নি ৷

  • এই ফুলের গাছে ডালে বা পাতায় অনেক কাটা দিয়ে ভর্তি রয়েছে ৷ গাছ থেকে ফুল ছিড়লেই কাটা লাগবেই হাতে ৷ আমি লক্ষ্য করে দেখেছি এই জংলী ফুল গুলো দেখতে কিছু টা বেগুন ফুলের মত ৷

  • এই ফুল আমাদের কোন কাজে আসে না যতটা আমরা জানি ৷ তবে এই ফুলের গুনাগুন থাকতে পারে ৷ প্রায় আমরা জানি প্রতিটি গাছের কোন না কোন গুনাগুন থাকেই ৷

  • এই ফুলের গাছে যে বিচি গুলো রয়েছে সেগুতে কাটা দিয়ে ভর্তি হয়ে আছে ৷ তাই ভয়ে এই ফুলের গাছে কোন ছোট বাচ্চা যেতে পারে না ৷ কাটা গুলো অনেক বড় বড় আকাড়ের ৷

IMG_20230504_080337.jpg

IMG_20230504_080512.jpg

সাধারনত আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্যের আধার ৷ নানা রঙের বাহারি ফুলে বাংলাদেশ ফুটে থাকে ৷ এবং সারাবছরে দেখা যায় ৷ বাংলাদেশে এমন কিছু ফুল রয়েছে যেগুলো সাধারন মানুষের সাথে পরিচিত নয় ৷

তারপর অধিকাংশ মানুষের কাছে ফুল একটি সৌন্দর্য বর্ধক জিনিস বলা যায় ৷ আমরা সাধারনত জানি একটি ফুল বিভিন্ন সাজসজ্জায় ফুলের ব্যবহার হয়ে থাকে ৷

তাছাড়াও আমরা যতটা জানি ফুল বাণিজ্যিক খাতে প্রয়োগ করা হচ্ছে ৷ ফুল আমাদের অনেক কাজে লাগে ফুলের ব্যবহার পারফিউম থেকে শুরু করা নানা ধরনের সাজসজ্জায় এবং আমাদের শরীরের জন্য নানা ধরনের তৈল এর ব্যবহার একমাত্র ফুলের ব্যবহার দারাই সম্ভব ৷

IMG_20230504_080455.jpg

IMG_20230504_080442.jpg

IMG_20230504_080427.jpg

ফুল নিয়ে দুই লাইন গুরুত্বপূর্ণ কিছু কথা:

  • সাধারনত ফুল বাগান ও পরিবেশের রঙ গঠনের জীববৈচিত্র যোগ করে না ৷ সাধারনত তারা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কাঠামো ৷ এবং অনেক জীবের জন্য খাবার হিসেবে ভূমিকা রাখে ৷

  • অনেক পোকা মাকড় এই ফুলের মধু সংগ্রহ করে তাদের জীবনজাপন চলে ৷ হয়তো এগুলো আমরা কখনই ভাবার সময় মনে করি না ৷ আসলে প্রতিটি জিনিসের কোন না কোন ভূমিকা অবশ্যই রয়েছে ৷

IMG_20230504_080612.jpg

IMG_20230504_080526.jpg

এই ফুলের ডালে ও পাতায় কাটা দিয়ে ভর্তি ৷ এই কাটা গুলো অনেক শক্ত কারো শরীরে একবার লাগলে অনকে ব্যাথা পাওয়া যায় ৷ যদিও এই ফুলটি তেমন সচরাচর দেখতে পাওয়া যায় না ৷ তবে এই ফুলটি নাম আমার অজানা ৷

আর বিশেষ করে এই ফুলের ব্যাবহার তেমন আমিও জানি না ৷ যতটুক পেরেছি এই অজানা ফুলের তথ্য সংক্রান্ত আপনাদের সাথে শেয়ার করলাম ৷ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ৷ আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার এই ফুলটির নাম আমিও জানেনা কিন্তু ছোটবেলায় এই গাছের ফল নিয়ে অনেক খেলা করতাম এই ফলে গায়ে অনেক কাটা আছে এবং এই ফুল আমি অনেক দেখেছি আমাদের মাঠে ঘাটে সত্যিই খুবই অসাধারণ ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন যেগুলো দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে।

সত্যিই আপনি মুগ্ধ করে দেন এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন যেগুলো দেখলে মনটা ভরে যায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

আপনি কয়েকটি ফটোগ্রাফি করেছেন তারা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো হয়েছে আসলে আপনি শেষে যে ফল গাছটির কথা বলেছেন এটা আসলে আমাদের গ্রামে ধুতুরটা ফল বলে ধুতুরা ফুল দেখতে সুন্দর লাগে কিন্তু এই গাছে অনেক কাটা থাকে এবং এই ফলের কিছু ক্ষতিকর দিক আছে যেমন এই গাছের ফল যদি কেউ খায় তাহলে সে পাগল হয়ে যেতে পারে তাই আমাদের এই গাছের ফল হতে সাবধানে থাকতে হবে। কিন্তু অনেকে না বুঝে ছোটবেলায় এই ফলটি দিয়ে খেলাধুলা করে থাকে কিন্তু তা ঠিক নয়। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

যে কোন ফুল একবার চোখে পড়লেই,, সেই ফুলের ফটোগ্রাফি করাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেটা আপনার হোক কিংবা আমার। আমিও ফুল অনেক পছন্দ করি। আপনিও দেখি প্রায় সময়ই ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেন। আজকে ও আপনি অজানা একটা ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

তবে আমি যেটা দেখলাম ফুলটি নাম না জানা থাকলেও,,, অসম্ভব সুন্দর সাদা মধ্যে হলদেটে রঙের দেখতে খুব ভালো লাগছে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। সেই কামনাটাই করছি ভালো থাকবেন।

ধন্যবাদ আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বাহ ভাই আপনি তো বেশ গুরুত্বপূর্ণ একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন,,, এই ফুল আমাদের এলাকায় টাপার ফুল নামে সবাই চেনে,,,,এগুলো দেখতে যেমন সুন্দর তেমন ঔষুধী গাছ হিসেবে আমাদের এলাকায় ব্যবহার করা হয়ে থাকে,,,,

আর সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দিন যতই যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো ততই সুন্দর হচ্চে,,,বেস চমৎকার লাগে,,,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি।

অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে শেয়ার করেছেন এবং এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

প্রিয় ভাই, ফুলগুলো আমাদের এলাকাতেও মাঝে মধ্যে দেখা যায়। রাস্তার ধারে কিংবা কোন পরিত্যক্ত জংগলে এই ফুল হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি অসাধারণ ছিলো। আশারাখি এমন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন।