আমরা যে কোন ধরনের স্টিমিট প্লাটফর্মে কাজ করি না কেন অবশ্যই তাদের নিয়ম নীতি অনুসারে আমাদের কাজ করতে হবে ৷ আর যারা অনৈতিক ভাবে কাজ করে যাবে তাদের জন্য অবশ্যই স্টিমিট প্লাটফর্মের নিয়ম নীতি অনুসারে শাস্তি ব্যবস্থা গ্রহন করা হবে ৷
আমি আমার এডমিন মহোদয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন ৷ সেই সুবিধার্থে আমারা যারা পুরাতন ও নতুন মেম্বার রয়েছি ৷ এই কনটেস্টের মাধ্যমে আবারো নতুন করে শিক্ষা অর্জন করতে পারতেছি ৷
1.ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন। |
---|
সাধারনত ডাউনভোট বলতে আমরা বুঝি ! আমরা যখন কোন সোস্যাল মিডিয়ায় বা অনলাইন জগতে যে কোন খানে কাজ করি না কেন আমরা যদি কোন ধরনের আজে বাজে বা খারাপ মন্তব্য আলোচনা করে থাকি সেক্ষেত্রে আমাদের সেই একাউন্ট গুলোতে ডাউনভোট এর প্রভাব পরে থাকে ৷
তাছাড়াও এই ডাউনভোট কোন ধরনের পোষ্ট কে ভালো চোখে দেখে না ৷ সাধারনত আমরা যখন কোন ধরনের চুরি করা ছবি বা লেখা এবং অন্যের লেখাকে কিছু টা মোডিফাই করে নিজের লেখা বলে চালিয়ে দেই সেক্ষেত্রে ডাউনভোট তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷
যেই একাউন্টে বার ডাউনভোট পরবে সেই একাউন্ট কখনও শক্তিশালী হয়ে উঠতে পারবে না ৷ সাধারনত যারা নানা ধরনের প্লাটফর্মে বার বার চুরি করা লেখা ও ছবি অনৈতিক ভাবে পোস্ট করে থাকবে সাধারনত তাদের জন্যই এই ডাউনভোট এর ব্যবস্থা করা হয়েছে ৷ যেন তারা এই সব অনৈতিক কাজ গুলো থেকে বিরত থাকতে পারে ৷
2.ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে? বর্ণনা করুন। |
---|
ডাউনভোট আমাদের অ্যাকাউন্ট গুলো নানা ভাবে প্রভাবিত করতে পারবে ৷ তার আগে আমি একটি কথা বলতে চাই আমাদের উচিত আমরা যেই প্লাটফর্মে বা কমিউনিটি তে কাজ করার আগে সেই জায়গার সব ধরনের নিয়ম নীতি বেশ সুন্দর ভাবে জানিয়ে ও বুঝিয়ে নেওয়া দরকার ৷ তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলোতে কখনও কোন ধরনের ডাউনভোট এর প্রভাব ফেলতে পারবে না ৷
আর যদিও আমরা সব নিয়ম নীতি জানা ও বুঝা সত্বেও যদি আমরা নানা ধরনের অনৈতিক কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট গুলোতে ডাউনভোট এর প্রভাব ফেলতে আর দেরী করবে না ৷
আর ডাউনভোট এর ফলে আমাদের অ্যাকাউন্ট সব ধরনের ব্যালেন্স জিরো হয়ে চলে আসবে অ্যাকাউন্ট এর রিপুটেশন দিন দিন কমতে থাকবে ৷ আর আস্তে আস্তে তখন সবাই সেই অ্যাকাউন্ট গুলোতে ডাউনভোট দেওয়া শুরু করবে ৷ যার ফলে একসময় দেখা যাবে আমরা আর কোন কমিউনিটিতে কাজ করতে পারবে না ৷
3.আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন! |
---|
হ্যা, আমি অবশ্যই মনে করি ডাউনভোট এর মাধ্যমে চুরির অপব্যবহার. এবং স্প্যামিং কমাতে সাহায্য করবে ৷ কারন ডাউনভোট এমন একটি জিনিস যেই অ্যাকাউন্টে একবার ডাউনভোট পরবে সেই অ্যাকাউন্টে নিয়মিত সবার নজর থাকবে যেই নজর গুলো কখনও এড়ানো সম্ভব না ৷
অনেকেই রয়েছে যারা কিনা দুইটি তিনটি অ্যাকাউন্ট করে নানা ধরনের প্লাটফর্মে কমিউনিটিতে কাজ করে বেড়াচ্ছে ৷ সেই সব অ্যাকাউন্ট গুলোকে ধরতে অবশ্যই ডাউনভোট এর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তারপর যারা প্রতিনিয়ত চুরি করা ছবি লেখা নিয়মিত পোষ্ট করে যাচ্ছে সেই সব অ্যাকাউন্ট গুলোকে নিচে নামাতে এই ডাউনভোট ভূমিকা রয়েছে ৷
তাছাড়াও অনেকেই আছে লোভের আশায় তারা সঠিকভাবে পরিশ্রম না করে অন্য মানুষের পোস্ট কপি করে এনে নিজের অ্যাকাউন্টে পেস্ট করে দেয় ৷ এভাবে অনেকেই অনেক টাকা ইনকাম করে থাকে ৷ আর এই সব বাজে কাজ এবং স্টিমিট প্লাটফর্মের নিয়ম নীতির আওতার বাইরে পরে ৷ যার কারনে এই সব বাজে অনৈতিক কাজ এড়াতে ডাউনভোট বেশ গুরুত্বপূর্ণ সরকারে কমাতে সাহায্য করে থাকবে ৷
যারা এভাবে অনৈতিক কাজ করে বেড়ায় তাদের জন্য এই ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি ৷ তাহলেই যে কেউ এই ধরনের প্লাটফর্মে অনৈতিক কাজ গুলো করার সাহস পাবে না ৷
আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি ,, @sabbir-raj @rasidaakter @sanaula
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
ডাউনভোট নিয়ে দিদি যে প্রতিযোগিতার আয়োজন করেছে। সেটা আসলেই অসম্ভব সুন্দর কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। প্লাটফর্মের মধ্যে অনৈতিক কাজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সেই অনৈতিক কাজ কমানোর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক নিয়ম মেনে কাজ করা। এবং প্লাটফর্মের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে,,, তারা অবশ্যই যারা অনৈতিক কাজ করছে। তাদের একাউন্টে ডাউনভোট দেয়া। এতে করে অন্যরা সতর্ক হয়ে যাবে।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit