হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷
আমি আজকে শেয়ার করতে চলতেছি আমার প্রিয় খেলা ক্রিকেট নিয়ে ৷ এই ক্রিকেট খেলাটি আমার ভিষণ প্রিয় ৷ যতটুকুই পারি না কেন আগে প্রতিদিন বিকেল বেলা করে খেলতাম সব ভাই বন্ধু মিলে ৷ কিন্তু এখন আর আগের মত করে এই ক্রিকেট খেলাটি খেলা হয় না ৷ যার যার মত করে সবাই এখন ব্যস্ত হয়ে পরেছি ৷
আপনার সর্বকালের প্রিয় খেলা কি এবং কেন ? |
---|
আমার সর্বকালের খেলা হচ্ছে ক্রিকেট খেলা ৷ এই খেলা অনেক জনপ্রিয় ৷ বাড়িতে দোকানে চা খেতে খেতে এই খেলা দেখার মজাই অন্যরকম ৷ সাধারনত এই ক্রিকেট খেলাটির জন্ম হয়ে থাকে ইংল্যান্ডে ৷ এই খেলাটি 'রাজার খেলা' নামে অভিহিত করা হয়েছিল তা আমরা জানতে পারি ৷ আর সাধারনত এই খেলাটি পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক এবং কি দুপুরের খাবার বিকেলের নাস্তা সব ধরনের নিয়ম কানুন বজায় রাখে এই ক্রিকেট খেলাটি ৷ তার সাথে ভদ্রতা আচরন এসব কিছু মিলে একে এক ধরনের অভিজাত খেলা হিসেবে প্রধান্য দেওয়া হয়েছিল ৷
এই সব নিয়ম কানুন প্রচার ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের জন্য আন্তর্জাতিক কমিটির প্রয়োজন অনুভূত করা হয়েছিল ৷
এই খেলাটিতে মোট সদস্য সংখা থাকে ১৪ জন এই ১৪ জন নিয়েই দল গঠন করা হয়ে থাকে ৷ এদের মধ্যে আবার ১১ জন খেলোয়ার মাঠে নেমে অংশগ্রহণে যোগ দিতে পারবে ৷ আর বাকি যে কয়জন থাকলো তারা ব্যাট বোলিং এবং উইকেট কিপং করতে পারবে না ৷ তার শুধু ফিল্ডিং এ যোগ দিতে পারবে ৷
তাছাড়াও এই ক্রিকেট খেলায় অনেক নিয়ম রয়েছে তা আমাদের বাধ্যতামূলক মেনে খেলাটি খেলতে হবে ৷
আপনি কি কখনও কোন খেলায় অংশ নিয়েছেন?যদি হ্যা, তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ৷ |
---|
আমি ১২ বছর বয়স থেকে কমবেশি এই ক্রিকেট খেলাটি খেলতাম আমাদের বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে ৷ প্রতিদিন বিকেল বেলা স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই মিলে এই ক্রিকেট খেলাটি খেলতাম ৷ অনেক সময় আমাদের মধ্যে মারামারিও লাগতো তবে সেটা তখনি আমরা মিটমাট করে নেই ৷ আমার সবচেয়ে ভালো লাগে ব্যাটিং করতে আর আমি বেশীরভাগে ব্যাটিং করে থাকি ৷
আমার একটি ম্যাচ এখনো স্বরনীয় হয়ে আছে ৷ আমাদের মাঠে আমাদের গ্রামের পাশের একটি গ্রামের ছেলে গুলো খেলতে এসেছে প্রথমে টচ হয়েছিল আমরা টচ এ জিতে যাই এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই ৷
তারপর তারা ১০ ওভারে আমাদের ৭৯ রানের টার্গেট দিয়েছিল ৷ আমরা ব্যাটিং এ উঠার পর আমাদের রান হয়েছিল ৯ ওভারে ৭০ রান ৮ উইকেট ৷ আমি তৃতীয় নাম্বারে ব্যাটিং এ উঠেছি আমার রান ছিল ৩২ তারপর যখন লাস্ট ওভার চলে আসে আমি ছিলাম ব্যাটিং এ আর রান আমাদের দরকার ছিল ৯ রান তাহলেই আমরা জিতে যাবো ৷
আমি বলারের প্রথম বলেই ছয় মেরে দিয়েছি ৷ সর্বশেষে রান আমাদের দরকার ছিল ৫ বলে ৪ রান তারপর এর বলে আমি ডড খেয়েছি ৷ এতে আমার টিম আমাকে উৎসাহিত করে বলতেছে কোন ব্যাপার না হয়ে যাবে ৷ আমি এই খুশিতে বলারের তৃতীয় নাম্বার বলটি হাকাতেই ব্যাটের সাইটে লেগে যায় এবং সেটি কিপার না ধরার ফলে ৪ রান আমরা পেয়ে যাই ৷ তারপর আমরা জিতে গেলাম ৷
আপনার সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব কে এবং কেন ? |
---|
আমার সবচেয়ে প্রিয় খেলোয়ার হলো সাকিব আল হাসান সাকিব আল হাসান একটি টি - টোয়েন্টি অলরাউন্ডার খেলোয়ার হিসেবে পরিচিতি ৷ তার অনেক ভক্ত রয়েছে আমাদের দেশে তার খেলার যে একটি সৌন্দর্য রয়েছে সেটা তিনি খেলার মাঠেই প্রকাশ করে দিয়েছে ৷ আমাদের তাকে নিয়ে গর্ব হয় আমাদের বাংলাদেশে এমন একটি খেলোয়ার রয়েছে ৷
সাকিব আল হাসান সাধারনত একজন বামহাতি ব্যাটসম্যান তিনি বাম হাতি ব্যাট করে এই ক্রিকেট খেলাটি খেলেন ৷ এবং সে তার বামহাতি স্পিনার বল করে থাকেন ৷ আর তিনি একজন আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়ার হিসেবে তাকে গন্য করা হয়েছিল ৷ তাছাড়াও তিনি দশ বছর ধরে আমাদের বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার হিসেবে রেকর্ড ধরে আছে ৷
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জানি না কেমন হয়েছে ৷ আর বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ৷ দেখা হবে আবার নতুন কিছু টপিক নিয়ে ৷
আরে বাহ আপনি দেখছি আমার মত ক্রিকেট খেলা খুবই পছন্দ করেন। আমার মতই আপনার সামনে একটা টার্গেট ছিল আপনি সেটা সম্পূর্ণ করেছেন। বিষয়টা দেখে খুব ভালো লাগলো। আপনার প্রিয় খেলোয়ার সাকিব আল হাসান আপনি সেটা উল্লেখ করেছেন,আপনার পোস্টে। অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের মাঝে আপনার খেলার বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিকেট খেলা আমাদের সবারই প্রিয় একটি খেলা বিশেষ করে ক্রিকেট খেলা আমারও খুব প্রিয় একটি খেলা আমি ক্রিকেট খেলতে পারি অল্প অল্প এবং দেখতে আমার আরো বেশি ভালো লাগে ক্রিকেট খেলার সম্পর্কে আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেক কথাই বলেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit