Hello.
everyone,
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি আজকে আমাদের কমিউনিটির চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি ৷ তার পাশাপাশি ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন মহোদয়া দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগীতার আয়োজন করার জন্য ৷
তাহলে চল শুরু করা যাক, তার পূর্বে আমি আমার তিনজন বন্ধুকে এই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি , @mou.sumi @tomalroy @baizid123
কিভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি? |
---|
আমাদের সবার জীবনে স্বাধীনতা রয়েছে আর সেই স্বাধীনতার মাধ্যমে আমরা অনেকে অনেক আনন্দ উপভোগ করে থাকি ৷ আমাদের এই ছোট জীবনে আমাদের অনেক চাহিদা রয়েছে আর চাহিদা গুলো পুরণ করার নামই একটা আনন্দ উপভোগ করা ৷
এমনও অনেক মানুষ রয়েছে তারা তাদের জীবনের আনন্দ উপভোগ থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে ৷ তাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে যেই অবস্থানে আছেন আপনারা সেই অবস্থান থেকেই আনন্দ উপভোগ করবেন ৷
আমরা পৃথিবীতে এসেছি কে কতদিন থাকবো সেটা কেউ বলতে পারি না, আর ছোট জীবনে আর মূল্যবান সময় টুকু যেন আমরা আনন্দ উপভোগ করতে পারি সেভাবেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি ৷
টাকা থাকলেই যে আনন্দ উপভোগ করা যায় তেমন টা না, টাকা না থাকলেও মানুষ নানা ভাবে আনন্দ উপভোগ করতে পারে ৷ আমরা খুব সহজ ভাবে আমাদের জীবনকে উপভোগ দিতে পারি যেমন বন্ধু বান্ধব আত্নীয় স্বজন এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারি ৷
খুব সহজ ভাবে আমরা আমাদের নিজের একাকিত্ব অন্যদের মাঝে শেয়ার করেও আমরা আনন্দ উপভোগ করতে পারি ৷
আপনি কি মনে করেন দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের জীবন উপভোগ করা অপরিহার্য? আপনার বিন্দু ন্যায্যতা! |
---|
হ্যা অবশ্যই আমি মনে করি আমাদের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের জীবন কে একটু আনন্দ দেওয়া ৷ কারণ আমরা দায়িত্বের মধ্যে পরে নিজের জীবনের সুখ শান্তি ভূলেই যাই নিজের ভালো থাকা কে কখনই আমরা গুরুত্ব দিয়ে থাকি না ৷ এতে করে আমরা অনেক হতাশায় টেনশনে ভুগতে থাকি ৷
আর এই হতাশা টেনশন দুর করে স্বাভাবিক অবস্থায় থাকতে হলে অবশ্যই আমাদের সব ধরনের দায়িত্বের পাশাপাশি নিজেকে একটু আনন্দ এবং দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ এতে করে নিজের মন ও শরীর অনেক সুস্থ থাকবে ৷
এসব ভিত্তি করে আমি আবারো বলতে চাই দায়িত্বের পাশাপাশি আমাদের নিজের জীবন কে আনন্দ উপভোগ করা অতি জরুরি ৷
আপনি কি বিশ্বাস করেন যে আত্ম-ভোগ সম্পর্কে চিন্তা করা স্বার্থপরতা? আপনার উত্তর ব্যাখ্যা করুন। |
---|
আত্ন - ভোগ এটা কখনই স্বার্থপরতা হয় না , কারণ আমরা আমাদের জীবনের ভালো মন্দ বিচার করে আমরা আমাদের জীবন কে এগিয়ে নিয়ে যাইতে হয় ৷
নিজের জীবনের ভালো মন্দ নিজেকে বেছে নিতে হবে অন্যরা এসে নিজের জীবন কে কখনই এগিয়ে নিয়ে যেতে পারবে না ৷ যার কারণে আমি বলতেই পারি আত্ন - ভোগ কখনই স্বার্থপরতা হয় না ৷
শেষবার যখন সবচেয়ে বেশি উপভোগ করেছেন? আমাদের সাথে গল্প শেয়ার করুন. |
---|
আমি শেষবারের মত আমার বন্ধুদের সাথে সবচেয়ে বেশী উপভোগ করেছি ৷ গত কয়েক মাস পূর্বে আমি ও আমার বন্ধুদের সাথে সবচেয়ে বেশী সময় পার করেছি ৷
প্রতিদিন বিকেল হলেই আমার বন্ধুরা সহ ঘুরতে যাই আর ঘুরতে গিয়ে সবাই মিলে আমরা অনেক দুষ্টামি করতাম ৷ আর এই ঘুরাঘুরি আনন্দ এবং স্মৃতি আজও আমার চোখে ভেসে বেড়ায় ৷
ঘুরাঘুরির পাশাপাশি বন্ধুদের সাথে নদীতে মাছ ধরেছি ৷ টানা চার দিন ধরে আমরা নদীতে মাছ ধরেছি সেই আনন্দ গুলো আমার কাছে সবচেয়ে বেশী উপভোগ্য ছিলো ৷
তারপর এই গত কয়েক মাস ধরে বন্ধুরা সহ প্রায় সময় ধরে রাতের খাবার খাওয়ার জন্য বাইরে যেতাম ৷ রাতের খাবার হিসেবে সবার একটি প্রিয় খাবার ছিল হাঁসের ভূনা মাংস ৷
এর আগে এমন আনন্দ আমার জীবনে কখনই আসে নি ৷ তাই আমি অনেক উৎসাহিত হয়ে বলতে পারি শেষ বারের মত আমার জীবনে এই আনন্দ গুলোই হলো সবচাইতে বেশী মূল্যবান ৷
"conclusions" |
---|
জীবন কে কিভাবে উপভোগ করতে হয় , তা আমি আমার মতামত অনুযায়ী সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ৷ কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সকলে !!
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
প্রথমেই আপনার জন্য শুভকামনা, আপনি জুলাই মাসের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই মাসের প্রতিযোগিতার বিষয়বস্তুটি খুবই সুন্দর, জীবন উপভোগ করা, আমরা স্বাধীন হওয়ার কারণে বিভিন্নভাবে নিজের জীবনকে উপভোগ করতে পারি, আমাদের চাহিদাগুলো যখন পরিপূর্ণভাবে পূরণ হয় তখনই আমরা জীবনকে উপভোগ করতে পারি, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার এই কথাগুলো অসাধারণ ছিল । আমরা এই পৃথিবীটাকে দেখার একবার মাত্র সুযোগ পাবো আর সেই অল্প সময়ের সুযোগটাকে না হারিয়ে আনন্দ উপভোগ করে কাটিয়ে দেওয়াটাই ভালো।
আপনি প্রতিটি প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিয়েছেন ।শেষের বার আনন্দের স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের গ্রাম বাংলা অনেক সুন্দর আর যেহেতু আপনার এই বসয় হলো জীবনের সবথেকে সোনালীতম দিন। জীবনকে উপভোগ করার একমাত্র সময় হলো এখন ।
দায়িত্ব অতটা নিতে হয়নি এখনো আপনাকে ।সকলে মিলে মাছ ধরতে যান, যখন খুশি বন্ধুদের সাথে সময় কাটান । এই সুন্দর সময় গুলো একবার চলে গেলে আর পাওয়া যাবে না ।আমাদের আনন্দের যতটুকু সময় পাই আমরা হাসি মুখে সময় গুলো কাটিয়ে যেতে চাই ।আপনার জন্যশুভকামনা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit