Hello Everyone,,,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ইশ্বরের কৃপায় ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা আজকে কিছু পাতার ফটোগ্রাফি ৷
আমাদের প্রকৃতিতে থাকা সব কিছুই সুন্দর আর সবকিছুর কিছু না কিছু নিজস্ব সৌন্দর্য রয়েছে ৷ যেমন এই গাছের পাতা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে৷ সবচেয়ে ভালো লাগে যখন কোন গাছে নতুন পাতা গজিয়ে থাকে বা কচি পাতা জন্মে থাকে তখন পাতা গুলো দেখতে অনেক সুন্দর লাগে ৷ তারপর আমরা অনেক সময় দেখি খুব হাওয়া বাতাসে পাতা গুলো দুলতে থাকে এই ধরনের দৃশ্য উপভোগ করার মজাই অন্যরকম ৷
তারপর আমরা দেখি বৃষ্টি আসার পরে পাতা গুলোর উপরে হালকা ফোট ফোটা বৃষ্টি জমে থাকে সেই সাথে পাতা গুলোর সৌন্দর্য টা অনেক গুন বেড়ে যায় ৷ সবচেয়ে সুন্দর লাগে সবুজ পাতা যখন গাছের মধ্যে গজিয়ে থাকে ৷ আর সাধারনত গাছের কান্ড থেকে যে চ্যাপ্টা সবুজ রঙের অংশ থাকে সাধারনত তাকেই আমরা পাতা বলে থাকি ৷
পাতার কাজ কী? |
---|
সাধারনত যে কোন গাছের পাতা হোক সেই পাতা থেকে গাছ খাদ্য গ্রহন করে থাকে ৷
তারপর পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঠিক ভাবে ভারসাম্য রক্ষা করতে সহযোগিতা করে থাকে ৷ তারপর আমরা জানি পত্র রন্ধ্রের মাধ্যমে শ্বাসকার্য চালানো হয়ে থাকে ৷
তারপর দেখা যায় খাদ্য ও জলের আধার হিসেবেও কাজ করে থাকে ৷ একটি গাছের পাতার ভূমিকা অনেক রয়েছে ৷
তাছাড়াও গাছের পাতা থেকে আরো অনেক সুবিধা রয়েছিল ৷ কতগুলো গাছের পাতা থেকে মানুষজন ঘরের ছাউনি পর্যন্ত দিয়েছিল ৷ তারপর নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে নানা ধরনের সামগ্রী সেখানে রেখেছিল ৷
তারপর আমাদের চারপাশে এমন কোন গাছের পাতা নেই যে যার কোন ঔষুধি গুন নেই ৷ প্রায় দেখা যায় সবগাছের পাতায় কোন না কোন ঔষুধি গুনাগুন রয়েছে ৷
সাধারনত আমরা লক্ষ্য করে থাকি সব গাছের পাতায় অনেক প্রজাতির পোঁকা মাকড় বসতে পছন্দ করে থাকে ৷ এবং কিছু কিছু পোঁকা মাকড় পাতার মধ্যেই বংশবিস্তার করতে পছন্দ করে থাকে ৷ সেক্ষেত্রে বলাই যায় গাছের পাতা প্রায় সব দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ৷
পাতার বৈশিষ্ট্য |
---|
সাধারনত পাতা ও কান্ড বা শাখা প্রশাখা পর্ব থেকে উৎপন্ন হয়ে থাকে ৷
তারপর বলা যায় পাতা কান্ড বা প্রশাখার পাশ্বীয় অসদৃশ্য অঙ্গ বলা যায় ৷
সাধারনত পাতার বৃদ্ধী সীমা খুবেই সীমিত ৷ তারপর পাতার কক্ষে সর্বদা কাক্ষিক মুকুল থাকে ৷
বিশেষ করে পাতা হচ্ছে সালোকসংশ্লেষ প্রধান স্থান ৷
তারপর একটি আদর্শ পাতার তিনটি অংশ থাকে ৷ যেমন: পত্রমূল , বোঁটা , পত্রফলক ৷
পরিশেষে আমরা নির্ধিধায় বলতে পারি পাতা হচ্ছে একটি গাছের অংশ ৷ সাধারনত একটি গাছে পাতা না থাকলে সেই গাছ সঠিক ভাবে বাচতে পারবে না ৷ কারন গাছ পাতা থেকে খাদ্য সংগ্রহ করে থাকে ৷ গাছের পাতা যেমন ঔষুধি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ সেই সাথে গাছের পাতা প্রাকৃতিক হাওয়া বাতাসে আমাদের সহায়তা করে থাকে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আজকের আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো,, আপনি প্রকৃতির মাঝে থাকা বেসকিছু গাছের পাতার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বেস ভালো লাগলো।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছু পাতা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন পাশাপাশি পাতা কি কি কাজে লাগে সেই বিষয়ে অনেক তথ্য আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit