HELLO▶
everyone
প্রতিদিন তো সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করে থাকি তাই আজকে ভাবলাম কিছু একটা ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো ৷ কিন্তু ভেবে পাচ্ছি না কি ফটোগ্রাফি শেয়ার করবো হঠাৎ করেই মনে পরে গেল গাঁদা ফুলের কথা আর এই গাঁদা ফুল গুলো তো এই সময়ে ব্যাপক পাওয়া যায় ৷
তারপর খোজ নিতে নিতে একজনের পুকুর পাড়ের ধারে গাদা ফুলের গাছের খোজ পাই তারপর সেখানে গিয়ে গাঁদা ফুলের বেশ কয়েকদিন ছবি আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিলাম ৷
সাধারনত গাঁদা ফুল গুলো দেখতে হলুদ রঙের হয়ে থাকে এবং এই ফুলের পাতা গুলো সবুজ রঙের হয়ে থাকে ৷ লম্বায় গাছটি বেশ মাঝারি আকারের হয়ে থাকে ৷ তবে মজার বিষয় হলো এই গাঁদা ফুল বাড়িতে এবং বাড়ির বাইরে বা বাড়ির ছাদে বা টবে চাষ করা যায় খুব সহজেই ৷
তাছাড়াও এই গাঁদা ফুলের চাহিদা রয়েছে ব্যাপক যেমন বিয়ে বাড়ির জন্য অন্যতম ফুল গাঁদা ফুলকে ধরা হয় বেশীর ভাগে বিয়েতে বা প্রত্যেকটা বিয়ে বাড়িতে আমরা লক্ষ্য করে থাকি গাঁদা ফুলের মালা ব্যবহার করা হয়েছে ৷
তাছাড়াও আমি শুনেছি ভারতে এই গাঁদা ফুল দিয়ে মন্দিরের সাসজ্জা এবং পূষ্পান্জলি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং অন্যান্য উৎসবের জন্যেও ব্যবহার করা হয়ে থাকে ৷
সাধারনত এই গাঁদা ফুল শীতকালীন ফুল হলেও বর্তমান সময়ে গ্রীস্মকালে ও বর্ষাকালেও চাষ করতে দেখা যায় ৷ তবে শীতকালীন ফুল গুলো অনেক টাজা হয়ে থাকে ৷ তাছাড়াও এই গাঁদা ফুলের বেশ কয়েকটি জাত রয়েছে তার মধ্যে এটি আমাদের দেশে অন্যতম ৷ আমরা এই গাঁদা ফুল কে বিয়ে বাড়ির জন্য এবং পূজা অর্চনার জন্য বেশীরভাগে ব্যবহার করে থাকি ৷
সবকিছুর পাশাপাশি এই গাঁদা ফুলের বেশ কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যেগুলো আমরা কিছু কিছু ব্যবহার ও করেছি ৷ যেমন :
কোন ছোট বা বড় ধরনের আঘাত লাগলে বা কাটা গেলে এই গাদা ফুলের পাতা গুলো বেটে সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলে বা প্রলেপ দিলে খুব তারাতারি ক্ষত স্থানে রক্ত পরা বন্ধ হয়ে যায় ৷
তাছাড়াও এই গাঁদা ফুল গাছের ঔষুধ থেকে টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ এবং এই গাছের শুকনো পাতা ও ডালপালা গুলো থেকেও বেশ ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী করে তুলতে সাহায্য করে থাকে ৷
তারপর এই গাঁদা ফুল থেকে বিভিন্ন ধরনের তেল ও সুগন্ধি জাতীয় জিনিস তৈরি করা হয়ে থাকে ৷ আসলে ফুল আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরো অনেক কিছু উপকারে আসে যেটা আমরা এখনো অনেকে জানি না ৷ তাই আসুন আমরা ফুল কে ভালোবাসি এবং কি তার পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল বাড়ির আশেপাশে রোপণ করি ৷
তো বন্ধুরা কেমন লাগলো গাঁদাফুলের ফটোগ্রাফি !! আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
এই সময়টা তে গাঁদা ফুল খুব সুন্দর ফোটে, ছোটবেলা কত মালা গেঁথেছি এই ফুল দিয়ে। অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল আজ আপনার ফটোগ্রাফি দেখে,, খুবই সুন্দর হয়েছে।
তবে গাধা কলেজে ওষুধে গুণাগুণ রয়েছে সেগুলো আমার একদমই জানা ছিল না তাই পোস্টটা পড়ে বেশ উপকৃত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বছরের এই সময়ে সকল ধরনের ফুলের কম বেশি দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে গাদা ফুল তো সব জায়গাতেই দেখা যায়। বাড়ির আঙ্গিনায় সৌন্দর্য বৃদ্ধিতে গাদা ফুল লাগানো হয় আর তাছাড়া আমাদের ধর্মে পূজার কাজেও গাদা ফুলের প্রয়োজন হয়। আপনার ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই গাঁদা ফুল আমারো অনেক ভালো লাগে তাছাড়ও গাঁদা ফুল প্রায় কম বেশী সব জায়গায় ব্যবহার করা হয় ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি আমার বরাবরের খুব পছন্দ। আজও আপনি খুব সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে গাঁদা ফুল কেবলমাত্র হলুদ রঙের হয়, এটা একেবারে সঠিক নয়। কারণ হলুদ রঙ ছাড়াও, কমলা রঙ এবং রক্ত গাঁদা যেটা কিছুটা খয়েরী রঙের হয়, সেটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই দেখতে পাওয়া যায়।
এছাড়াও এক প্রকারের গাঁদা ফুল আছে যাকে প্যাঁচা গাঁদা বলে আমরা চিনি। যাইহোক সব মিলিয়ে মোটামুটি বেশ কয়েক রকমের গাঁদা ফুল আছে। হয়তো বা আপনাদের ওখানে হলুদ রঙের গাঁদ বেশি দেখা যায়।
ফটোগ্রাফির মাধ্যমে যে ফুলগুলোর ছবি আপনি শেয়ার করেছেন, সেগুলো এখনও সম্পূর্ণরূপে ফোটেনি। যদি সম্পূর্ণটা ফোটে তাহলে ফুলটা আরো অনেকটাই বড় হবে বলে আমার মনে হয়।তবে বরাবরের মতন ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দিদি গাঁদা ফুল অনেক রঙের হয় তবে আমাদের দেশে হলুদ টাই সবচেয়ে বেশী দেখা যায় ৷ মাঝে মধ্যে সাদা রঙের টা দেখতে পাওয়া যায় ৷
ফুল গুলো অনেক বড় হয় তবে এই ফুল গুলো সবেমাত্র ফুটতে শুরু করেছে তাই হয়তো একটু মাঝারি আকারের হয়েছে ৷
যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন 🤍🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ। এই ফুলগুলো বাংলাদেশে বেশিরভাগ গ্রামগঞ্জে দেখা যায়। এবং মালয়েশিয়াতেও অনেক জায়গায় গাঁদা ফুল আছে। এবং এই ফুল সবাই কম বেশি পছন্দ করে। আপনি ধারণ করেছেন যে ফটোগ্রাফি গুলো সত্যিই সব গুলো অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাক অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit