Made by Canva
Are you for or against war? Explain your answer
যুদ্ধ নয় শান্তি চাই। আমি ব্যাক্তিগত ভাবে কখনোই যুদ্ধ পছন্দ করিনা। আমি যুদ্ধের বিপক্ষে। যুদ্ধ কখনো সুফল বয়ে আনে না। তবে কিছু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এর ব্যাতিক্রম আছে। আসলে যুদ্ধের পরিনতি ভয়াবহ, ধ্বংসাত্বক ও মৃত্যু বয়ে আনে। ইতিহাসের পাতায় পাতায় যুদ্ধ কেবলই কষ্ট দিয়েছে মানুষ কে। কোটি কোটি মানুষ একে অপরের হাতে নিহত হয়েছে যুদ্ধের কারনে। যুদ্ধের কারনে হাজারও পরিবার নিঃশেষ হয়েছে।হারিয়েছে তাদের আপন জন।
তাই যুদ্ধের পরিনতি ভয়াবহ নিঃসঙ্গতা ছাড়া আর হাজারো প্রানের বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছু দিতে পারেনা। একটা গোটা সমাজ ও রাষ্ট্রকে ধংস করে দিতে যুদ্ধই দায়ী। আমি দেখেছি পারমানবিক অস্ত্র দিয়ে যুদ্ধের ফলে পৃথিবীর পরিবেশগত ক্ষতি হতে। মানুষ মানুষকে বিনাকারনে নির্বিচারে হত্যা করে যুদ্ধের নামে।দিন শেষে যারা যুদ্ধ করে তারা কি খুব মূল্যবান কিছু পায়।মোটেই না তারা কিছু মূল্যবান সামগ্রী ও কিছু জমি ছাড়া কিছুই পায়না।প্রতিটা যুদ্ধই পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ করে ফেলে। বর্তমান সময়ে আমরা তারই কুফল ভোগ করছি। তাই একজন সুস্থ বিবেকবান মানুষ হিসেবে আমি কখনোই যুদ্ধকে সমর্থন করতে পারি না।
What is the meaning of the phrase "Peace & Love"?
শান্তি এবং ভালোবাসা কথাটি অনেক তাৎপর্যপূর্ন। আমরা ভালোবাসা দিয়ে এক জন অন্য জনকে জয় করতে পারি। যার ফলাফল শান্তি। আর ভালোবাসার অন্যতম শর্ত হচ্ছে একজন অন্যজনকে ছাড় দেয়া। নিজের স্বার্থ ভুলে গিয়ে অপরের ভালো চাওয়া। আর যার ফলে তেমন কোনে মতবিরোধ সৃষ্টি হয় না। সৃষ্টি হয়না ঘৃণার সংঘাতের। ঘৃনা ও সংঘাতের রাস্তা মানবজাতির জন্যে ভালো কিছু ফলাফল দেয় না। মানুষ সমাজে বাসকরে এক জন অন্যকে সহায়তা করবে এভাবেই স্রষ্ঠা মানুষের তৈরির নকশা তৈরি করেছেন। সেখানে মানুষ তার ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করার জন্যে একজন অন্যজনের ক্ষতি করছে। মানুষ হত্যা করছে। অথচ পৃথিবীর কোনো ধর্ম তা সমর্থন করেনা।
ক্ষমাই হওয়া উচিৎ মানুষের স্বভাব। একজন অন্যজনকে ভালোবাসবে।একটি রাষ্ট্র অন্যরাষ্ট্রকে বন্ধুর চোখে দেখবে। তাদের সহায়তা করবে। বরং আজকাল অস্ত্রব্যবসার সাফল্যের জন্যে বা দাম্ভিকতা প্রদর্শন ও অন্যকে নিজের ঠুনকো শক্তি প্রদর্শনের জন্যে রাষ্ট্রগুলো যুদ্ধ করে বেরাচ্ছে। অথচ একটা প্রাকৃতিক দুর্যোগে গোটা পৃথিবীর সব মানুষ এক সাথে মারা যেতে পারে এই ব্যাপারে কারো কোনো ক্ষমতাই কাজে আসবেনা এই বিচারবুদ্ধি মানুষ আজ হারিয়ে ফেলেছে। ভালোবাসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমার দেশ এর একটা উদাহরন। মাঝে মাঝেই আমার পাশের একটি দেশ সীমান্তে উস্কানীমূলক কাজ করলেও আমার দেশের সরকার তাদের সাথে আলোচনা করে ভালোবাসা প্রদর্শন করে শান্তিপূর্ন সম্পর্ক বজায় রেখেছে।আমার দেশের সরকার তার জনগনকে ভালোবাসে এবং আমারদেশ শান্তিচায়। এবং শান্তি ও ভালোবাসা দিয়ে আসলে সমগ্র মানবজাতি একসাথে উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
If you had to create a slogan for world peace, what would it be? Be creative.?
Made by Canva
"যুদ্ধ তোমাকে মৃত্যু দিবে - মানবতা দিবে শান্তি"
এটা আমার স্লোগান,বিশ্ব শান্তির জন্যে। যুদ্ধের পরিনতি মৃত্যু সে যুদ্ধের ময়দানে হোক কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনারে যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদন্ড পাওয়ার মাধ্যমে। মানবতার পথে চললে পাওয়া যাবে শান্তি। নিজের ও নিজের প্রিয়জনদের সাথে সুন্দর একটি জীবনকাল শেষে সুখী মৃত্যু। তাই যুদ্ধ নয় আমি শান্তি চাই।
আমি আমন্ত্রন জানাচ্ছি @memamun & @hasina78 & @promah কে অংশগ্রহন করার জন্য।
Nadie puede estar de acuerdo con la guerra, ya que sabemos que esta solo trae destrucción y miseria para las naciones. No podemos aprobar un proceso en el que se perderán miles de vida y tanto física como psicológicaente muchas personas resultarán afectadas.
Está excelente el lema que nos regala al final, ya que hace énfasis en lo inconveniente de la guerra y en lo importante que resulta nuestras más sentimentales manifestaciones de humanidad. Éxitos, amigo.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুদ্ধ কখনই আমাদের কাম্য নয়। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমার মা ৬ষ্ঠ শ্রেনীতে পড়তো। আমি তার কাছে তাদের গ্রামে গিয়ে লুকিয়ে থাকার কষ্টের কথা শুনেছি। আমার বাবা তখন ইন্টারমিডীয়েট পড়তেন। উনি মুক্তি যোদ্ধা ছিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ প্রিয় ভাই আমাকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে লিখেছেন। এটা সত্যিই কথা যে যুদ্ধ নয় মানবতাই আমাদেরকে শান্তি দিবে। যুদ্ধে কাউকে আঘাত করার চাইতে মানবতা দিয়ে সবাইকে প্রতিহত করা বেশি প্রয়োজন। তবে জীবনে এমন কিছু যুদ্ধ চলে গেছে এবং সামনে আসবে। যেগুলোতে যোগদান করা কর্তব্য। যুদ্ধ মানে এই নয় যে কাউকে আঘাত করতে হবে, যুদ্ধ মানে আমরা শিখেছি আমাদের নবী সাঃ এর বানিতে। কেউ আমাকে আঘাত করলে সেটাকে প্রতিঘাত করা। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন। এবং শান্তিতে জীবন উপভোগ করুন। শুভকামনা রইলো প্রিয় ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর লাগলো আপনার কথা গুলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for inviting me.
You have written a beautiful post where you described how war destroys everything. The Liberation War of Bangladesh could not be avoided because Bangladeshis were oppressed beyond measure. However, even though we won, we still carry the scars of war. May the world be a peaceful place in future where there is only humanity and no war.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for being an important part of the peace and love campaign.
Before we verify, we remind you to visit other contestants' posts and engage with relevant and meaningful comments. Best of luck, brother @aparajitoalamin
Determination of Club Status : https://steemworld.org/transfer-search
Kind regards,
Steem Entrepreneurs Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুদ্ধের অনেক গল্প শুনেছি. আর এখন চোখের সামনে যুদ্ধের কুফল দেখছি. কামনা করি আমাদের শিশুরা হানাহানি বিহীন সুন্দর পৃথিবীতে বেড়ে উঠুক.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit