SFS Contest Picture of the Day Week 24

in hive-126193 •  5 days ago  (edited)

সকল স্টেমিট ও স্টেম ফ্যাশন ও স্টাইল বন্ধুদের জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা।

1000013481.jpg

একুশ শতকের গোড়ায় মানুষের হাতে এলো মোবাইল ফোন তারপর ইন্টারনেট। এই দুটির ব্যবহার আমাদের মানব সমাজে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটালো, সেটাই আমি আমার গল্পে এখানে ব্যক্ত করতে চেয়েছি।

" সময়ের স্রোত ও জীবন প্রবাহ'' তার প্রক্ষিতেই আমি আমার ভাবনাটা তৈরী করেছি।

মোবাইল এবং ইন্টারনেটর প্রাক ও পরবর্তী এই দুই সময়ের মধ্যে একটা মেলবন্ধন আমি ঘটতে দেখেছি।

বেহালায় একটি খুব পুরনো বাড়ির নীচে দুটি পাশাপাশি দোকান, আর এই দুটো দোকান কে কেন্দ্র করেই আমার গল্পটা গড়ে উঠেছে।

বাড়িটির নাম অন্নপূর্ণা, বাড়িটির নামানুসারে সেখানে একটি 'অন্নপূর্ণা হোটেল' চলে এবং অপরটি 'আরমবাগ স্টোর'।

নয়ের দশকের মাঝামাঝি দূরদর্শনে 'এসেছে আরমাবাগ আপনারই পাড়াতে...' বিজ্ঞাপনী গান শুনিয়ে বাজারে এসেছিলো ফ্রোজেন চিকেন- 'আরামবাগের তাজা মুরগীর মজা'। তবে বর্তমানে আরামবাগের দোকানে আর ফ্রোজেন চিকেন পাওয়া যায় না, সেখানে এখন বিক্রি হয় নানাবিধ ফাস্ট ফুড ও ফ্রজেন চটজলডি রান্নার বিভিন্ন আমিস উপাদান সাথে চাল ডাল তেল নুন মসলার পুরো মার্ট সপ।

আজ থেকে ২৫-৩০ বছর আগেও যখন আমাদের জীবনে মোবাইল ফোন ছিলোনা অথবা দোকানে বড় রেফ্রিজারেটরে ফ্রোজেন প্যাকেজিং খাবার কেনার কথা আমরা জানতাম না সেই সময়টার প্রেক্ষাপট এবং বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়েই আমার গল্প।

প্রাক মোবাইল যুগেও আমরা বন্ধুদের সাথে পূর্ব কথা মাফিক দেখা করতাম, একমাস আগে ঠিক করে রাখা দিনে সব বন্ধু একজোট হয়ে দূরে কোথাও বেড়াতে যেতাম।

আজকের দিনে আমরা এটা ভাবতেই পারি না একসপ্তাহ আগে ঠিক করে রাখা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দুজন বন্ধু এসে ঠিক দেখা করবো। কোন রকম মধ্যবর্তী যোগাযোগ ছাড়া।

বর্তমান সময়ে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক কথোপকথন ও যেন কমে যাচ্ছে।

চিরবন্ধু একজোট হয়েও দেখি যে যার ফোন ঘাটছে।

আমাদের মধ্যে আত্মিক সম্পর্কটা হয়তো সত্যিই কমে যাচ্ছে।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আমি আমার তিনজন বন্ধুকে অনুরোধ করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়।
@sabbirakib
@eveetim
@chiagoziee

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার এই বাংলায় পোস্টটি দেখে ভালো লাগলো এবং পড়েও ভালো লাগলো। বর্তমান সময়ে ফ্রোজেন ফুড অনেক বেশী এভেলএবল। বাসার কাছের যেকোন দোকানে তা পাওয়া যায়। এটা আমারো মনে হয় যে আমাদের মাঝে পারস্পরিক আত্মীক সম্পর্ক টা বর্তমানে কমে যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

পোস্টটি পড়ে আপনার সহমর্মিতার প্রকাশ করার জন্য ধন্যবাদ। আপনার শুভকামনা আমাকে অনুপ্রাণিত করেছে।