SFS Contest Week 10 |Drawing Contest | Draw A Flower.

in hive-126193 •  last year  (edited)
Hello Everyone. I am @monikarmakar
I am from Bangladesh

শ্রদ্ধেয় সকল স্টিমিয়ান বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। এই ড্রয়িং প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি এই প্রতিযোগিতায় তিনজনকে আমন্ত্রণ জানাতে চাই- @muktaseo,@hasnahenaএবং @rubina203আপু কে।

IMG_20231015_143951.jpg

IMG_20231013_202409.jpg

🌼Welcome, everyone, to my today's topic. My topic today is Water lily.
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের বাংলাদেশ। আমাদের দেশে ছয়টি ঋতু প্রতি দুই মাস অন্তর অন্তর আমাদের দেশের প্রকৃতির নতুন রূপে সজ্জিত হয়।বর্ষাকালে বিলে ঝিলে যখন এই শাপলা ফুল ফুটে থাকে তখন বিলের প্রাকৃতিক পরিবেশ অপরূপ সাজে সজ্জিত হয়।শাপলা ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে।শাপলা আমাদের দেশে জাতীয় ফুল। এছাড়া শাপলা শ্রীলংকার ও জাতীয় ফুল ।বাংলাদেশের মর্যাদা প্রাপ্ত একমাত্র ফুল হচ্ছে শাপলা ফুল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এই ফুল পাওয়া যায় বলে এই ফুল জাতীয় ফুল হিসেবে মর্যাদা পেয়েছে। ১৯৭১ সালের মার্চের ১২ তম দিনে শিল্পী কামরুল হাসান বিভিন্ন শিল্পীদের আয়োজিত এক সভায় শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে ঘোষিত করা হয়েছিল।

অংকনটি তৈরি করতে আমার যা যা লেগেছে

রং পেন্সিল, সার্পনার, ইরেজার, পেন্সিল, মার্কার প্যান।এখানে আমি বারোটি কালারের রং পেন্সিল নিয়েছি।

প্রথম ধাপ

IMG_20231013_190243.jpg

প্রথমে শাপলা ফুলের পাপড়ি গুলো অংকন করলাম।

দ্বিতীয় ধাপ

IMG_20231015_010058.jpg

তৃতীয় ধাপ

IMG_20231013_202409.jpg
এ পর্যায়ে দিগন্ত, সূর্য এবং আকাশ অংকন করে নিলাম।এখন আমার অংকন টি সম্পূর্ণ শেষ হয়ে গেল।এখন রং করার পালা।

চতুর্থ ধাপ

IMG_20231015_010519.jpg

প্রথমে ফুলটির রং করলাম। তারপর দিগন্ত , সূর্য এবং আকাশ রং করে নিলাম।

পঞ্চম ধাপ

IMG_20231015_143858.jpg
অংকনটি রং করা সম্পূর্ণ শেষ হলো।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন।

IMG_20231015_183649.jpg


◦•●◉✿ ধন্যবাদ সকলকে, ✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello dear friend, welcome to our "Steem Fashion&Style" community. We are really happy to see your excellent publication. We always support such quality and plagiarism free publications. We look forward to more such publications from you. Best wishes to you from our community.

Evaluation of
@monikarmakar
Criteria
Status
Status Club
#club5050
#Steemexclusive
Plagiarism Free
BOTFree
Voting CSI >5%
Verification date:
15-10-2023

You drawing of the water Lilly (Shapla) flower is indeed amazing and very beautiful. All the best in the contest dear friend.

Thank you.

Qué bello arte el que nos Comparte el día de hoy te felicito todos los colores y el paso a paso que compartiste está ideal para realizarlo.

éxitos.

এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আপনাকে ধন্যবাদ ।আপনার অঙ্কন করা শাপলা ফুলের দৃশ্যটি খুব সুন্দর হয়েছে ।
শাপলা আমাদের জাতিয় ফুল । বরিশাল জেলায় শাপলার বিশাল একটি বিল আছে ।যার নাম শাতলার বিল ।কিছু দিন আগে ফুটন্ত শাপলায় ভড়ে গিয়েছিল এই বিল । এই সুন্দর দৃশ্য দেখতে দূর দেশ থেকে অনেক পর্যটক আসে ।
আপনার জন্য রইল শুভকামনা ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।