আমার বাংলা ব্লগের অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর অডিট রিপোর্ট (Audit report of official charity account of Amar Bangla Blog)

in hive-129948 •  3 years ago 

audit-charity.png

গত ২৬শে জুলাই ২০২১ আমাদের কমিউনিটির অফিসিয়াল চ্যারিটি একাউন্ট @abb-charity এর এনাউন্সমেন্ট করা হয় । এই একাউন্ট এর self governance বিষয়েও বিস্তারিত আলোকপাত করা হয় । সেই সাথে আমাদের ব্লগার @emranhasan এর শিশুপুত্রের উন্নত চিকিৎসার জন্য একটা fundraising event চালু করা হয় । সেই ফান্ডরাইসিং থেকে সংগৃহীত ফান্ড গত ০৪ অগাস্ট ২০২১ @emranhasan এর steemit ওয়ালেটে ট্রান্সফার করা হয় । এখন নিচে বিস্তারিত সকল রিপোর্ট তুলে ধরা হলো --

Verified Fundraising Event-01 : @emranhasan এর শিশুপুত্রের উন্নত চিকিৎসার জন্য । link : এখানে দেখুন

Raised Funds : ২৬শে জুলাই ২০২১ থেকে ০৪ অগাস্ট ২০২১

ক্রমিক নংডোনেটরএমাউন্ট
@hafizullah50.000 STEEM
@shuvo354.190 STEEM
@engrsayful1.300 STEEM
@partner-macro5.412 STEEM
@rajib8335.000 STEEM
@rupok5.000 STEEM
@rme1000.000 STEEM
@tangera4.000 STEEM
@blacks40.000 STEEM
১০@rasel725.000 STEEM
১১@steem-muksal7.005 STEEM
১২@rex-sumon50.000 STEEM
১৩@alsarzilsiam3.000 STEEM
১৪@masril10.000 STEEM
১৫@selinasathi12.533 STEEM
১৬@moh.arif50.000 STEEM
১৭@emon423.500 STEEM
১৮@hmetu5.000 STEEM
১৯@winkles45.000 STEEM
২০@tauhida5.000 STEEM
২১@simaroy10.000 STEEM
২২@green0155.000 STEEM
২৩@wahidasuma5.000 STEEM
২৪@shohana15.000 STEEM
২৫@sagor12334.048 STEEM
২৬@ytyeasin80.000 STEEM
২৭@greenphotoman5.000 STEEM
২৮@msharif10.000 STEEM
২৯@priyanarc10.000 STEEM
৩০@roy.sajib10.000 STEEM
৩১@engrsayful17.000 STEEM
৩২@isha.ish20.000 STEEM
৩৩@blacks77.800 STEEM
৩৪@kingporos5.000 STEEM

Total raised funds : 1564.788 STEEM

Funds Moved From @abb-charity to @emranhasan

1464.000 STEEM

Untitled.png

Percentage of @abb-charity cut fund : 6.40%

একাউন্টের কর্মপদ্ধতি :

১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।

কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন

১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।

Untitled2.png

Untitled.png

কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন

১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।

◁ ধন্যবাদ ▷

↜ মানুষ মানুষের জন্য ↝

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটি খুব একটি ভালো উদ্যোগ আমি মনে করি। এর জন্য আমাদের অনেকগুলো জীবন বেঁচে যেতে পারে এবং আমরা সময়মতো মানুষের পাশে দাঁড়াতে পারবো। এর সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

Loading...

অনেক সুন্দর একটা পোষ্ট। মানুষকেই মানুষের পাশে দাড়ানো উচিত। দাদার এই মহান উদ্দ্যোগে আমরা তার পাশে আছি। আশা করি আমরা সবাই কিছুটা করে হলেও মানুষের বিপদে সাহায্য করতে পারব। যার মাধ্যমে মানুষের মাধ্যমে ভালোবাসাটায় ভরে যাবে। সবাইকে ধন্যবাদ।

চমৎকার এই উদ্যোগের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরে বেশ ভালো লাগছে দাদা, কারো পাশে দাঁড়াতে পারা এবং কাউকে ভরসা দিয়ে পারা খুব ছোট বিষয় না, এটা সবাই পারে না। সত্যি আমার বাংলা ব্লগ পেরেছে এবং আমরা পাশে থাকার সুযোগ পেয়েছি। ধন্যবাদ আপনাকে।

খুবই ভালো উদ্যোগ এটি এবং "আমার বাংলা ব্লগ" এই উদ্যোগটি প্রথমে যার উদ্দেশ্যে নিয়েছিলেন সেই শিশুটি ঈশ্বরের কামনায় এখন সুস্থ।তাই আমরা সফল হয়েছি।আমি এই উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে আনন্দবোধ করছি।অশেষ ধন্যবাদ দাদা আপনাকে।

মানুষ মানুষের জন্য। পৃথিবীটা ভরে উঠুক ভালোবাসায় ।ধন্যবাদ সকলকেই।

খুব ভালো উদ্যোগ। দোয়া রইলো সামনের দিকে এগিয়ে জাক আমার বাংলা ব্লগ

সত্যিই অসাধারণ কাজ করেছেন। মন থেকে আপনাদের জন্য দোয়া রইল যারা এই কাজে সহযোগিতা করেছেন।

নিয়মগুলো বিস্তারিতভাবে আরো একবার তুলে ধরাতে সবারই বুঝতে সহজ হবে। এরকম উদ্যোগ আমাদের সবাইকে সবার বিপদে এগিয়ে আসতে অনেক সহযোগিতা করবে। এইরকম একটি উদ্যোগকে সব সময় সাধুবাদ জানাই

Thanks you brother

খুব সুন্দর একটি উদ্যোগ বলে আমি মনে করি ৷মানুষের বিপদে পাশে থেকে একটু সাহায্য করা একটি মহান কাজ ৷ মানুষ মানুষের জন্য ৷ বিপদে মানুষ হয়ে মানুষের পাশে দারা আমাদের সবার কর্তব্য ৷ধন্যবাদ দাদাকে এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ৷