FUN FACTS :: "দুনিয়ার সব চাইতে দামি ২০ টি বস্তু, দেখুন তো আগে জানা ছিল এগুলো আপনার ?" - পর্ব ০১

in hive-129948 •  9 months ago 

fractal-1147253_1280.jpg
Copyright Free Image - Source : Pixabay


মানব প্রবৃত্তির ধর্মই হলো দামি, রেয়ার জিনিসের প্রতি আসক্তি । মানুষ তার সারা জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করে দামি দামি বস্তু সংগ্রহের জন্য । পৃথিবীতে যে বস্তুর প্রাকৃতিক যোগান সব চাইতে কম সেই বস্তু তত বেশি দামি । তা না হলে সোনা আর তামার দাম সমান হতো । স্বর্ণ ও রৌপ্য থেকে শুরু করে হীরে, মণি-মুক্তো এগুলো মানুষের অনেক প্রিয় । কারণ এদের মূল্যমান আকাশ ছোঁয়া । তবে, আপনি জানেন কি পৃথিবীর সেরা কুড়িটি দামি বস্তুর মধ্যে শুধুমাত্র সোনা-দানা, হীরে-জহরত নেই এ ভিন্ন আরো এমন কিছু বস্তু আছে যার বাজারমূল্য আকাশ ছোঁয়া !

তো চলুন পৃথিবীর সব চাইতে দামি কুড়িটি বস্তুর সম্পর্কে কিছু অবাক করা তথ্য শেয়ার করবো আজ -


#২০ জাফরান (Saffron) : প্রতি গ্রাম জাফরানের দাম $১৫ ডলার

blossom-5056451_1280.jpg
Copyright Free Image - Source : Pixabay

জাফরান হলো আসলে এক জাতের ফুলের গর্ভ দন্ড । এটি মশলা হিসেবেই বেশি ব্যবহৃত হয়ে থাকে । তবে কিছু বিশেষ ওষুধ তৈরিতে জাফরান ব্যবহার করা হয়ে থাকে । জাফরানের স্বাদ অসাধারণ এবং স্বাস্থ্যের জন্যও সেরা । জাফরানের এতো দাম হওয়ার পিছনের আসল কারণটা হলো এর চাষাবাদ খুবই কঠিন আর ব্যয়বহুল । মাত্র প্রতি ১ গ্রাম জাফরানের জন্য প্রায় দেড়শো'টা জাফরান ফুলের গর্ভ দন্ড প্রয়োজন ।

#১৯ সাদা ট্রাফল (White Truffles) : প্রতি গ্রাম সাদা ট্রাফলের দাম $২০ ডলার

White-truffle-pic.jpg
Copyright Free Image - Source : Wikimedia Commons

সাদা ট্রাফল আসলে এক প্রকার মাশরুম । এই মাশরুমের স্বাদ আর গন্ধ দু'টোই অতুলনীয় । বিভিন্ন পাঁচ তারকা হোটেলের নানান স্বাদের রেসিপি যেমন পাস্তা, পিজ্জা, স্টেক, এগ ও রাইসের বিভিন্ন পদে সাদা ট্রাফল ব্যবহৃত হয় । সাদা ট্রাফলের এরকম আকাশ ছোঁয়া দামের কারণ হলো এই মাশরুমের চাষাবাদ করা খুবই কঠিন একটি কাজ এবং অত্যন্ত ব্যয়বহুলও বটে ।

#১৮ প্যালাডিয়াম (Palladium ) : প্রতি গ্রাম প্যালাডিয়ামের দাম $৩০ ডলার

Palladium_(46_Pd).jpg
Copyright Free Image - Source : Wikimedia Commons

প্যালাডিয়াম একটি মৌলিক পদার্থ । পর্যায় সারণিতে এই মৌলের অবস্থান ৪৬ । এটি একটি উজ্জ্বল রূপোলি বর্ণের ধাতু । প্যালাডিয়াম এর এতো বেশি দামি হওয়ার কারণ হলো প্রকৃতিতে এই ধাতু পাওয়া খুবই রেয়ার । বর্তমানে এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় catalytic converters হিসেবে । আর বাণিজ্যিক ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় জুয়েলারি কোম্পানিগুলোতে ।

#১৭ ইরানি বেলুগা ক্যাভিয়ার (Iranian Beluga Caviar) : প্রতি গ্রাম ইরানি বেলুগা ক্যাভিয়ারের দাম $৪০ ডলার

Caviar_and_spoon.jpg
Copyright Free Image - Source : Wikimedia Commons

দুনিয়ার সব চাইতে দামি বস্তুর তালিকায় সতেরো নম্বরে যে বস্তুটি রয়েছে সেটি আসলে মাছের ডিম ছাড়া আর কিছুই না । কাস্পিয়ান সাগরে স্টার্জন নামক এক প্রজাতির মাছ পাওয়া যায় । এই মাছের পেটে যে ডিম পাওয়া যায় তারই প্রসেসড ফর্ম হলো এই ইরানি বেলুগা ক্যাভিয়ার । বেলুগা ক্যাভিয়ার এপিটাইজার হিসেবে দুনিয়ার তাবৎ ধনীদের পছন্দের খাবার । আর কিছু না হোক আভিজাত্যের প্রতীক এই "রানি বেলুগা ক্যাভিয়ার" ।

#১৬ গোখরো সাপের বিষ (King Cobra Venom) : প্রতি গ্রাম গোখরো সাপের বিষের দাম $৮০ ডলার

line-4701589_1280.jpg
Copyright Free Image - Source : Pixabay

গোখরো সাপের বিষ দিয়ে বিশ্বের সব চাইতে দামি পেইনকিলার ওষুধ তৈরী করা হয় । আপনারা জানেন যে তীব্র যে কোনো যন্ত্রণা ইনস্ট্যান্ট কমাতে সারা বিশ্ব জুড়ে সব চাইতে বেশি ব্যবহৃত হয় মরফিন ইনজেকশন । কিন্তু, মরফিনের চাইতে ২০ গুণ শক্তিশালী হলো গোখরো সাপের বিষ । আবার গোখরো সাপের বিষ থেকে প্রস্তুতকৃত পেইনকিলারের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়াও নেই ।

#১৫ স্বর্ণ (Gold) : প্রতি গ্রাম স্বর্ণের দাম $৮৫ ডলার

gold-513062_1280.jpg
Copyright Free Image - Source : Pixabay

সোনা নিয়ে আর নতুন করে কি আর লিখবো ? সোনা হলো আমাদের সবারই সব চাইতে পরিচিত দামি ধাতু । সুপ্রাচীনকাল থেকে সোনা নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই । সোনা নিষ্ক্রিয় ধাতুদের মধ্যে অনেক উপরে অবস্থান করে, তাই সোনা সব সময় উজ্জ্বল বর্ণের থাকে ।

#১৪ রোডিয়াম (Rhodium) : প্রতি গ্রাম রোডিয়ামের দাম $১৯০ ডলার

Rhodium.png
Copyright Free Image - Source : chemistrylearner

রোডিয়াম একটি মৌলিক পদার্থ । পর্যায় সারণিতে এই মৌলের অবস্থান ৪৫ । এটি একটি উজ্জ্বল রূপোলি বর্ণের কঠিন ধাতু । রোডিয়াম এর এতো বেশি দাম হওয়ার কারণ হলো প্রকৃতিতে এই ধাতু পাওয়া খুবই বিরল। রোডিয়াম যেহেতু খুব উচ্চমাত্রার নিষ্ক্রিয় ধাতু তাই এটির আরেক নাম "White Gold" । প্ল্যাটিনাম গ্রূপের এই ধাতুর বাণিজ্যিক ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় জুয়েলারি কোম্পানিগুলোতে, নানান ধরণের অর্নামেন্টস তৈরিতে ।

#১৩ প্ল্যাটিনাম (Platinum) : প্রতি গ্রাম প্লাটিনামের দাম $১৯৫ ডলার

Platinum_crystals.jpg
Copyright Free Image - Source : Wikimedia Commons

প্ল্যাটিনাম ধাতুও রোডিয়ামের সমগোত্রীয় একটি ধাতু । রোডিয়ামের মতোই উজ্জ্বল রূপালী বর্ণের শক্ত, নিষ্ক্রিয় একটি ধাতু । তবে রোডিয়ামের চাইতে প্লাটিনামের ক্ষয় কম । তাই রোডিয়ামের চাইতে কিছুটা দাম বেশিই প্লাটিনামের । রোডিয়ামের মতোই প্লাটিনামেরও আরেক নাম "White Gold" । প্ল্যাটিনাম বেশি ব্যবহৃত হয় অলঙ্কার তৈরিতে আর বৈজ্ঞানিক যন্ত্রপাতি নির্মাণে ।

#১২ গন্ডারের শিং (Rhinoceros horn) : প্রতি গ্রাম গন্ডারের শিঙের দাম $৪০০ ডলার

rino_horn.jpeg
Copyright Free Image - Source : worldstopmost

গন্ডারের শিং শুধুমাত্র চোরাবাজারেই বিক্রি হয় । কালোবাজারে এর চাহিদা তুঙ্গে । গন্ডারের শিং কেনা-বেচা সম্পূর্ণরূপে অবৈধ । তা সত্ত্বেও চায়নায় ক্যান্সারের ওষুধ তৈরিতে গন্ডারের শিং ব্যবহৃত হয়, আর এ জন্যই এই শিঙের চাহিদা এতো । এছাড়াও চায়নাতে বহু প্রাচীন হার্বাল ওষুধ তৈরিতে গন্ডারের শিঙের গুঁড়ো ব্যবহৃত হয়ে আসছে । আফ্রিকান গন্ডারের শিঙের প্রায় দ্বিগুন দাম এশিয়ান গন্ডারের শিঙের ।

#১১ মেথামফেটামিন (Methamphetamine) : প্রতি গ্রাম মেথামফেটামিনের দাম $৫০০ ডলার

Methamphetamine-and-amphetamine.jpg
Copyright Free Image - Source : thecabinchiangmai

মেথামফেটামিন একটি ওষুধ যেটি একসময় ডাক্তাররা ওবেসিটি প্রব্লেম এর চিকিৎসার জন্য রোগীকে দিতেন । এটি একটি কেন্দ্রীয় স্নায়ু উত্তেজক ড্র্যাগ এবং অতিরিক্ত নেশা উদ্রেককারী বলে এখন চিকিৎসায় তেমন ব্যবহার নেই । তবে মাদক হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে বর্তমানে । এটি একটি নিষিদ্ধ মাদক । চোরাচালানকারী ও মাদককারবারীদের কাছে খুবই জনপ্রিয় এটি ।


পরের পর্বে ১০-০১ অব্দি দুনিয়ার সব চাইতে দামি বস্তু সম্পর্কে জানতে পারবেন । আজ এ পর্যন্তই। ...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এতদিন শুনতাম সাপের বিষ নাকী সোনার চেয়েও দামি। এখন দেখছি ঠিক কথা। গোখরো সাপের বিষের দাম তো অনেক। জাফরানের বিষয়টি আমি জানতাম তবে সঠিক দাম জানা ছিল না। প্লাটিনাম টাও শুনেছি আগে। তবে অন‍্যগুলো এই প্রথম দেখলাম। যা দামি এবং দূর্লোভ প্রাচীনকাল থেকেই মানুষের তার উপর একটা আসক্তি আছে লোভ আছে। সুন্দর তথ‍্যবহুল একটা পোস্ট ছিল।

Posted using SteemPro Mobile

টুকটাক ধারণা ছিল ,শুধুমাত্র জাফরান ও হোয়াইট গোল্ড, সোনা, কোবরা বিষ সম্পর্কে। বাকি অন্যান্য কিছু জেনে বেশ ভালো লাগলো। অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য ভাই, কেননা জানার আগ্রহ আরো বেড়ে গিয়েছে।

খুব সুন্দর একটি ব্লগ পড়লাম। আসলে এমন আজানা তথ্য কখনো জানা ছিল না। এগুলোর মধ্যে শুধু জাফরানটা দেখেছি ও খেয়েছি। আমাদের গ্রামের বাড়িতে এখনো জাফরান রয়েছে। দুধের সাথে মিশিয়ে খায়। গোখরো সাপের বিষের তথ্যটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।