FUN FACTS :: "দুনিয়ার সব চাইতে বিখ্যাত ১০ টি আর্ট "

in hive-129948 •  9 months ago 

আর্ট আমরা কে না ভালোবাসি । শিল্পের প্রতি খুব ছোটবেলা থেকেই আমাদের একটা বাড়তি টান তৈরী হয়ে যায় যেটি পরবর্তী সারা জীবন ধরেই রয়ে যায় । শিল্পকলার প্রতি মানুষের এই যে সহজাত ঝোঁক, এটি কিন্তু মানব সভ্যতার একদম আদিমতম নেশা, আদিমতম টান, আদিমতম শখ । মানব সভ্যতার একদম সূচনালগ্নে গুহাবাসী মানুষ শিকার থেকে ফিরে রাতের অন্ধকারে মশাল জ্বেলে সেই আলোয় গুহার দেওয়ালে চিত্র অঙ্কন করতো । বেশিরভাগ চিত্রই সেদিনের শিকারের একটা খন্ডচিত্র হতো । আর্টের জন্য তারা প্রয়োজনীয় রং সংগ্রহ করতো কাঠ কয়লা, চুনা পাথর, গ্রাফাইটের টুকরো, পোড়া মাটির টুকরো এবং বিভিন্ন বুনো লতাপাতার সংমিশ্রণে । এই সব উপকরণ দিয়েই দেওয়ালে তারা যেসব চিত্রাঙ্কন করেছে তা আজ লক্ষ বছর পরেও বর্তমান ।

আর্টের প্রতি এই ঝোঁক তাই আমাদের রক্তে । খুব ছোটবেলা থেকেই আমরা ছবি আঁকা শিখি, ছবি আঁকতে আমাদের ভালো লাগে । বিখ্যাত সব আর্টের দিকে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি । দুনিয়া জোড়া বিখ্যাত বিখ্যাত সব শিল্পীদের সমস্ত চিত্রকর্ম এখন পৃথিবীর নানান প্রান্তের জাদুঘরে সংরক্ষিত আছে । তবে, এসব চিত্রকর্মের একটা বড় অংশ এখনো ব্যক্তিগত সংগ্রহশালায় রয়ে গিয়েছে, যার বেশিরভাগই সাধারণের চক্ষুর অন্তরালে । এসব আর্টের মূল্য অপরিসীম, শিল্প দুনিয়ায় যেমন, বিত্তবানদের দুনিয়ায়ও তেমন । কোটি কোটি ডলার মূল্যের এসব আর্টের শিল্পগুণ আর নৈপুণ্য আকাশ ছোঁয়া ।

ঠিক তেমনই পৃথিবীর সেরা ১০ টি আর্টের ছবি আজ আপনাদের সামনে তুলে ধরবো আমি ।


# ১০. আর্টের নাম : The Son Of Man


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : René Magritte
অঙ্কনের সাল : ১৯৬৪
টাইপ : Oil painting
ক্যাটেগরি : Abstract
পিরিয়ড : Surrealism

# ০৯. আর্টের নাম : Garçon à la pipe


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Pablo Picasso
অঙ্কনের সাল : ১৯০৫
টাইপ : Oil painting
পিরিয়ড : Picasso’s Rose Period

# ০৮. আর্টের নাম : The Night Watch


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Rembrandt
অঙ্কনের সাল : ১৬৪২
ক্যাটেগরি : Portrait, History painting
পিরিয়ড : Baroque, Dutch Golden Age

# ০৭. আর্টের নাম : Girl with a pearl earring


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Johannes Vermeer
অঙ্কনের সাল : ১৬৬৫
ক্যাটেগরি : Portrait
পিরিয়ড : Baroque, Dutch Golden Age

# ০৬. আর্টের নাম : The persistence of memory


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Salvador Dali
অঙ্কনের সাল : ১৯৩১
ক্যাটেগরি : Allegory
পিরিয়ড : Surrealism

# ০৫. আর্টের নাম : Guernica


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Pablo Picasso
অঙ্কনের সাল : ১৯৩৭
ক্যাটেগরি : Narrative art
সাবজেক্ট : Spanish Civil War, Suffering, War

# ০৪. আর্টের নাম : Three musicians


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Pablo Picasso
অঙ্কনের সাল : ১৯২১
টাইপ : Oil Painting

# ০৩. আর্টের নাম : The Last Supper


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Leonardo da Vinci
অঙ্কনের সাল : ১৪৯৮
টাইপ : Gesso, Mastic, Tempera, Pitch
পিরিয়ড : Italian Renaissance, High Renaissance, Renaissance

# ০২. আর্টের নাম : The Starry Night by


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Vincent van Gogh
অঙ্কনের সাল : ১৮৮৯
টাইপ : Oil Painting
ক্যাটেগরি : Landscape painting
পিরিয়ড : Post-Impressionism

# ০১. আর্টের নাম : Mona Lisa


ক্রিয়েটিভ কমনস লাইসেন্স

আর্টিস্ট : Leonardo da Vinci
অঙ্কনের সাল : ১৫০৩
টাইপ : Oil Painting
ক্যাটেগরি : Portrait
পিরিয়ড : High Renaissance, Renaissance


শেষ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষের রুচির প্রমাণ যদি পাওয়া যায় সেটা এই চিএগুলোর মাধ্যমে। মাঝে মাঝে সত্যি অবাক লাগে ভেবে এই শিল্পীদের গুণ কী ছিল। কী অসাধারণ তাদের আর্ট কী অসাধারণ তাদের চিএকর্ম গুলো। লিওনার্দো দ‍্যা ভিঞ্চির মোনালিসা চিএ টা তো বিশ্ববিখ‍্যাত। ঐটা ছাড়া ডালি, পাবলো পিকাসো, এদের চিএগুলো বেশ দারুণ লাগছে। চমৎকার ছিল আপনার পোস্ট টা।

Posted using SteemPro Mobile

Mona Lisa

এই একটা আর্টই শুধুমাত্র দেখার সৌভাগ্য হয়েছে ছোটবেলা থেকে, বাকিগুলো আজকেই প্রথম দেখলাম। দারুণ উপভোগ করলাম ব্লগটি।

বিশ্বের ঐতিহাসিক সব আর্ট আজ একসাথে দেখার সৌভাগ্য হল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও ড্রয়িং বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে তবে এসব ড্রয়িং গুলো করতে অনেক ইচ্ছা হয়। তবে অনেকে চেষ্টার পরও এরকম কোন ড্রয়িং আজ পর্যন্ত তৈরি করতে পারিনি।

সব গুলোর মধ্যে এক মাত্র মুনালিসার আর্টটা বুঝতে পারলাম। এছাড়া বাকি আর্ট গুলোর উদ্যেশ্য বুঝতে পারি নাই। যদি কিছুটা বর্ণনা দিয়ে দিতের তাহলে বুঝতে সুবিধা হতো। আমার নলেজ খুবই কম। ধন্যবাদ দাদা।