বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
মধ্যবিত্তের সাশ্রয়.. by @tithyrani
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- তিথী রানী বকসী। স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করেন।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছেন। ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা তার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করেন নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পান, তিনি সে সুযোগ লুফে নিতে চান৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মধ্যবিত্তের সাশ্রয়.. by @tithyrani (১৯/১২/২০২৪ )
আমাদের পুরো জীবনকে বলা হয় শিক্ষার ধাপ, একেক বয়সে একেক ধাপ পার হতে হয়। জীবনের একেকটা ধাপে ভিন্ন ভিন্ন অধ্যায় পার করতে হয়। প্রতিটি অধ্যায় যেমন এক না ঠিক তেমনি প্রতিটি অধ্যায়ের অভিজ্ঞতাও একই রকমের হয় না। তবে হ্যা, একটা বিষয়ের অভিজ্ঞতা প্রায় একই রকম বলা যায়, আর সেটা হলো মধ্যবিত্ত জীবনের শিক্ষার অধ্যায়। এই অধ্যায়টা ব্যাপকভাবে বিস্তৃত, যার শুরু আছে কিন্তু শেষ নেই। জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের এই অধ্যায়ে থাকতে হয় এবং নানাভাবে সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে হয়।
সত্যি বলতে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা নিদারুণভাবে এই অধ্যায়ের অভিজ্ঞতাগুলোকে লালন করি, সময়ে কিংবা অসময়ে সেগুলোকে সযত্নে আগলে রাখি। কারন জীবনটা সত্যি অনেক বেশী কঠিন, তারচেয়েও বেশী কঠিন মধ্যবিত্ত পরিবারের কাহিনী। মাঝে মাঝে নির্মম অভিজ্ঞতাগুলোর অনুভূতি দিয়ে সেগুলোকে আমরা আড়াল করার চেষ্টা করি, আবার মাঝে মাঝে নিদারুণভাবে সেগুলো প্রকাশিত হয়ে যায়, একটু অন্য মনস্ক হয়ে আমরাও সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারন আমাদের অনুভূতি কিংবা হৃদয়ের ভেতরে থাকা ক্ষতটা কেউ দেখার চেষ্টা করেন না কখনো।
ছবিটি @tithyrani আপুর ব্লগ থেকে নেওয়া।
যাইহোক, যেহেতু আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই সেই শৈশব জীবন হতেই একটা লড়াই করে যাচ্ছি, নানাভাবে নানা সময়ে নিজেকে লড়াইয়ে ধরে রাখার এবং টিকে থাকার চেষ্টা করে যাচ্ছি। মাসের শুরুতে মাঝে মাঝে আমিও মিনা বাজারে যাই, নতুন কোন অফার থাকলে, খুব হিসেব নিকেশ করে সেটাকে লুফে নেয়ার চেষ্টা করি। ঐ যে কথায় বলে না বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে না পারলে জীবন থমকে যাবে। তাই হিসাব-নিকাশটা আমাদের ঠিক রাখতে হয়। মধ্যবিত্ত পরিবারের অনুভুতির আড়ালে থাকা বাস্তবতার প্রকাশ ছিলো আজকের এই পোষ্টটি, তাই ফিচার্ড হিসেবে এটাকেই আমি নির্বাচিত করেছি।
সাধ ও সাধ্যের মিলবন্ধন করার অদ্ভুত এক শিক্ষালয় হচ্ছে মধ্যবিত্তের সংসার! কত কিছু যে শেখার আছে প্রতিনিয়ত এখান থেকে, আমি নতুন নতুন শিখছি, আয়ত্ব করার চেষ্টা করছি। সেই অনুভূতি নিয়েই করা পোস্ট টি আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টিকে আজকের ফিচার্ড আর্টিকেল এ নির্বাচন করার জন্য। 😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিথি রানী আপুর অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। তিথি রাণী আপুর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ এই পোস্টটা টি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচারড আর্টিকেলে তিথি আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো।তিথি রানী আপুর অনেক সুন্দর একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। সংসারে জীবনেও শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার কোন শেষ নেই। বেশ দারুন লিখেছেন আপু। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা পোস্ট দেখেছি আজকের এই ফিচারড আর্টিকেলে। তিথি দিদি সব সময় অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকে। তবে ওনার এই পোস্টটা ছিল অনেক বেশি সুন্দর। যেটা পড়া না হলেও ফিচারডে দেখে খুব ভালো লেগেছে। দিদির পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন সুন্দর একটি পোস্টকে আজকের ফিচার পোস্ট হিসেবে সিলেক্ট করা হলো। একটি মধ্যবিত্ত পরিবারে সাশ্রয় একটি বড় বিষয়। আর যেটুকু সাশ্রয় করা যায় সেটাই লাভ। সেই দিক থেকে বোনের পোস্ট টি দারুন সুন্দর লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit