বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
(এসো নিজে করি) আর্ট :- নাস্তার প্লেটের নতুন রূপ। অসাধারণ একটি দৃশ্য পেইন্টিং by @bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আকলিমা আক্তার মুনিয়া। আর ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত বোধ করেন। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। নিজে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে ছবি তুলতে খুবই ভালোবাসেন। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও করার চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
(এসো নিজে করি) আর্ট :- নাস্তার প্লেটের নতুন রূপ। অসাধারণ একটি দৃশ্য পেইন্টিং by @bdwomen (২৪/০১/২০২৫ )
সৃজনশীলতা একটা আর্ট আর যাদের মাঝে এই আর্ট এর দক্ষতাটি থাকে তাদের মাঝেও কিন্তু একটা অস্থিরতা কাজ করে, কখন কোন জিনিষের উপর কি ধরণের আর্ট করবেন এমন একটা চিন্তা নিয়ে। আমরা যারা কবিতা লিখতে পছন্দ করি, ভিবিন্ন সময় ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে আমাদের মাঝেও একটা আগ্রহ থাকে, সে ইস্যুগুলো নিয়ে কবিতা লিখার। আমি মাঝে মাঝে এমন কিছু বিষয় সাথে সাথে মোবাইলে নোট করে রাখি এবং পরবর্তীতে যখন সময় পাই, তখন সেই কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করি। এই কথাটি মনে হয় আমি অনেক বারই আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
যাইহোক, আজকে আকলিমা আক্তার মুনিয়া আপু পোষ্টের ভেতরের কথাগুলো পড়ে আমারও বেশ হাসি পেয়েছিলো, কারন সত্যিই তো ঘরের জিনিষপত্রগুলো অনেকটাই আতংকে ভোগের কখন তাদের উপর রং তুলির খড়গ এসে হাজির হয়, হি হি হি। আমি যখন প্রথম বার দেয়াল লিখন এর বিষয়টি শেখার চেষ্টা করি যেটাকে বলা হয় চিকা মারা, তখন বাড়ির প্রায় সবগুলো দেয়ালই ভরে ফেলেছিলাম ভিবিন্ন ধরনের বাণী লিখে লিখে, কোন দেয়াল আর ফাঁকা ছিলো না হি হি হি। আসলে প্র্যাকটিস এর একটা ব্যাপার আছে সেটাকে যেভাবেই হোক ধরে রাখতে হয়।
ছবিটি @bdwomen আপুর ব্লগ থেকে নেওয়া।
আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে অনেকগুলো পোস্টই পেয়েছিলাম আমি, তবে প্রাথমিকভাবে কয়েকটি আর্টের পোস্ট বাছাই করেছিলাম কিন্তু সেগুলোর মাঝে এই পোস্টটাকে আমার বেশী আকর্ষণীয় মনে হয়েছে, তাই শেষ পর্যন্ত এটাকে নির্বাচিত করি। ড্রয়িং যে কোনভাবেই করা যায় কিন্তু সেটাকে ফুটিয়ে তোলা কিংবা আকর্ষণীয় করে তোলাটা মোটেও সহজ কিছু নয়। কিন্তু আকলিমা আক্তার মুনিয়া আপু সেই কাজটা বেশ নিখূঁত ভাবেই সম্পন্ন করেছেন। আশা করছি আজকের ফিচারড পোস্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।
আজকের ফিচার আর্টিকেল হিসেবে আপুর পোস্টটি মনোনীত হয়েছে দেখে অনেক আনন্দিত হলাম।কারণ আপুর আইডিয়াটা সত্যিই অসাধারণ ছিল প্লেটের উপর একদম নিখুঁতভাবে চমৎকার আর্ট করেছেন। এটি সত্যি ফিচার্ড আর্টিকেল হিসাবে পারফেক্ট পোস্ট বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচারড পোস্ট দেখার সাথে সাথে পোস্টের ভিতর ঢুকে দেখতেছিলাম কার পোস্ট এসেছে। পরবর্তীতে যখন নিজের নাম দেখলাম তখন ভীষণ ভালো লাগলো। আমিও আপনার মত কখন কোন জিনিসের উপরে আর্ট করব বুঝে পাইনা। তাই যখনই চোখের সামনে কিছু পরে সেই জিনিসগুলো কে জড়ো করে একসাথে থাকার চেষ্টা করি। কারণ মন কখন কোথায় বসে যায় বলা যায় না। সত্যি বলতে আজকে আমার পোস্টটি ফিচারড এ আসবে আমি আশা করিনি। আমার পোস্টটি আপনার ভালো লেগেছে দেখে সিলেক্ট করলেন তার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্টটি বেশ চমৎকার ছিল। আর চমৎকার এই আর্টটি ফিচারড পোষ্ট এ দেখে খুব ভালো লাগলো। আসলে এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিডি আপুর পেইন্টিংটি গতকালকে দেখেছিলাম আমি। একদম মন জুড়ানো প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ছিল। তার পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আগামীতে বিডি আপু আরো চমৎকার পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা পেইন্টিং পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। মুনিয়া আপু অনেক সুন্দর করে এই পেইন্টিং টা করেছে। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আকলিমা আপুর পোস্ট গুলো বরাবরই অসাধারণ হয়।অসাধারণ পেইন্টিং করেন আপু। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা পোস্ট দেখেছি আজকের এই ফিচার্ড আর্টিকেলে। যে পোস্টটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। নাস্তার ফ্রিজের উপর করা পেইন্টিং টা খুবই দারুণ ছিল। এই পেইন্টিংটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচার্ড পোস্টে এত সুন্দর একটা পোস্ট এনেছেন দেখে খুবই ভালো লাগছে। আসলে সৃজনশীলতা যখন রং তুলিতে প্রকাশ পায় তখন দেখতেও ভালো লাগে। মুনিয়া আপুর পোস্টটা কে ফিচার্ড আর্টিকেলে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit