বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@neelamsamanta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা। স্টিমিটে যুক্ত হই ২০২৪ সালের মে মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
2025 সংখ্যাকে কেন্দ্র করে ফিউশন ম্যান্ডেলা আর্ট। ভিন্ন উপায়ে নতুন বছরের প্রথম আঁকা। by @neelamsamanta (date 03.01.2025 )
এই সন্ধ্যা বেলার দিকে যখন কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম, তখন অথরের পোস্টটা কিছুটা দৃষ্টি কেড়েছিল। হয়তো তা পোস্টের উপস্থাপনার কারণে।
সবাই কোন না কোন ভাবে নতুন বছরকে স্বাগতম জানিয়ে ব্লগে পোস্ট করেছে, চেষ্টা করেছে মনের অনুভূতি পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য, এক্ষেত্রে অথর একটু ব্যতিক্রম ছিল। অথর মূলত চেষ্টা করেছে, সৃজনশীল কাজের মাধ্যমে নতুন বছরকে শুভেচ্ছা জানানোর।
ম্যান্ডেলা আর্ট এমনিতেই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও সেই কঠিন কাজটি অথর যেভাবে প্রতিটি ধাপে ধাপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তা বেশ নান্দনিক।
নতুন বছর সবার রঙিন হোক ও হাসি আনন্দে কাটুক, এই ভাবার্থ হয়তো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অথর তার আর্টের মাধ্যমে।
সেদিক থেকে বিবেচনা করলে, আমিও চাই সবার আগামী দিনগুলো রঙিন হোক এবং হাসি আনন্দে কাটুক। তাই সবদিক বিবেচনা করে, অথরের পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।
কী আনন্দ কী আনন্দ!! অনেকদিন পর ফিচার হল৷ আমার কাজ আপনার ভালো লেগেছে এটাই তো প্রাপ্তি৷ সৃষ্টি মানুষ আপন না করলে সে হেলায় হারিয়ে যায়৷
ভালো থাকুন। নতুন বছর আলো আনুক। আর অবশ্যই আমার আন্তরিক ধন্যবাদ নেবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি পোস্টকে ফিচার হিসেবে নির্বাচন করা হলো। ছবিটির মধ্যে একটি অদ্ভুত সুন্দর গঠনশৈলী আছে৷ আগেই দেখেছি কত আনকমন ভাবে ছবিটি পেন্টিং করা হয়েছে। তাই একদম যথাযোগ্য হল। এত সুন্দর একটি পেন্টিং উপহার দেওয়ার জন্য ও সেটি ফিচার নির্বাচন হওয়ার জন্য নীলমকে অনেক শুভেচ্ছা জানালাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit