বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @afrinkhanupoma
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রেসিপি || মুরগির রোস্ট by @afrinkhanupoma ( ১৯.০৬.২০২৪ )
প্রতিদিনের মতো আজও যখন কমিউনিটি পোস্ট গুলো দেখছিলাম। আফরিন খান উপমা আপুর এই পোস্টটি হঠাৎ চোখে পড়ল। সাধারণত মুরগির রোস্ট আমার খুবই প্রিয়। আর আপুর মুরগির রোস্টের রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছিল। উনি ওনার রেসিপি পোস্টটিতে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যাতে যে কেউ উনার পোস্টটি দেখে খুব সহজে রোস্ট তৈরি করতে পারেন ।
তাই সবদিক বিবেচনা করে আপুর এ পোষ্টটিকে ফিচারড পোস্ট হিসেবে নির্বাচিত করা হলো।
মুরগির রোস্ট রেসিপি অসাধারণ হয়েছে
উপমা আপুর রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপমা আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। আমার নিজের কাছেও ওনার এই পোস্ট অনেক বেশি ভালো লেগেছিল। চিকেন রোস্ট খেতে আমি অনেক পছন্দ করি। আর উনি অনেক মজাদার ভাবে চিকেন রোস্ট তৈরি করেছিলেন। এটা দেখলে যে কারো লোভ লেগে যাবে। আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এটি মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই @afrinkhanupoma আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। উপমা আপু খুব মজাদার এবং লোভনীয়ভাবে মুরগির রোস্ট রেসিপিটা তৈরি করেছেন। আপুর তৈরি করা রেসিপিটা দেখেই তো কোন রকমে লোভ সামলানো যাচ্ছে না। সাদা পোলাও দিয়ে মুরগির রোস্ট কিন্তু বেশ জমিয়ে খাওয়া যাবে। আমার তো এই কথাটা ভাবতেই জিভে জল চলে আসতেছে। উপমা আপুর আজকের ব্লগটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ ফিচারড আর্টিকেলে নিজের নামটি দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। আসলে আমার আম্মু সব সময় এভাবেই রোস্ট রান্না করে থাকে। এবারও ঈদের পরের দিন আম্মু পোলাও রোস্ট সঙ্গে ডিম ভুনা করেছিল। খেতে দারুণ হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব নতুন একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit