গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৮৭ তম রাউন্ড শেষে আজ ২ অক্টোবর ২০২৩, ৮৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@joniprins
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@joniprins
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোহাম্মাদ রেজাউল করিম। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ভ্রমন করা। শিক্ষাগত যোগ্যতা-বিএ অনার্স কমপ্লিট। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০১৮ সালে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স সাড়ে ৫ বছর।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
আমাদের খাদ্যাভ্যাসের জন্য যে সমস্ত রোগ সমূহ হয়ে থাকে ( Publish- 01.10.2023 )
খাদ্যাভ্যাসের জন্য আমাদের মানব শরীরে আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের রোগের বাসা বাঁধতে পারে, সেটা অনেক সময় কারো শরীরে দ্রুত ইফেক্ট পড়ে আবার কারো শরীরে অনেক দেরিতে হয়ে থাকে। অনেক সময় এটা দেখা যায় যে, আমাদের শরীরে অনেকদিন ধীরে ধীরে সাধারণ কোনো বিষয়ের থেকে বড়ো কোনো রোগের বাসা বাঁধছে, কিন্তু আমরা সেটা সময় মতো টের পাইনা, যার ফলে অনেক ক্ষেত্রে জটিল পর্যায়ে চলে যায় বিষয়টা। জনিপ্রিনস ভাই এখানে খাদ্যাভ্যাসের ফলে আসলে যেসব বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলো আসলেই বিভিন্ন খাদ্যের মাধ্যমে ছড়িয়ে থাকে। আর এই বদহজমের ব্যাপারটা আমাদের মানব শরীরে নরমালি প্রায় বিভিন্ন কারণে ঘটতে দেখা যায়, যার ফলে আমাদের প্রধান যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো, ক্ষুধা মন্দ। এই সমস্যাটা বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে হতে পারে আবার জনিপ্রিন্স ভাই যে কারণগুলো তুলে ধরেছেন সেইগুলো থেকেও হয়ে থাকে। বদহজম বিষয়টা আসলে যতটা আমরা সহজ ভাবে নেই না কেন, এটা হলে আমাদের কষ্টেরও সীমা নেই, বিশেষ করে ব্যাথার অনুভবটা জটিল আকার ধারণ করে।
তারপর আরো কিছু বিষয় তুলে ধরেছেন যেমন পাকস্থলী সম্বন্ধিত বিষয়গুলো, পাকস্থলীর এই সমস্যাগুলো খুবই ক্ষতিকর একটা সমস্যা। নরমালি আমরা বিভিন্ন সময়ে গ্যাস্ট্রিক এর সমস্যার কথা বলে থাকি যেটা কিন্তু এই পাকস্থলীর অভ্যন্তরে সৃষ্ট সমস্যাগুলো থেকে হয়ে থাকে। এর যেমন বিভিন্ন আলসারের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এইগুলো বিশেষ করে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ফলে হতে পারে বা হয়ে থাকে। এখানে তিনি একটি যেমন উল্লেখ করেছেন 'হেলিকোব্যাকটোর পাইলোরি' নামের এই ব্যাকটেরিয়া সংক্রমণ ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া বমি বা পায়খানা এইসব ক্ষেত্রে অস্বাভাবিক অনেক লক্ষণ দেখা দিয়ে থাকে। যাইহোক, জনিপ্রিন্স ভাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্টিকেল লিখেছেন এবং এটি শিক্ষণীয় বিষয়ও। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো উপকারে আসবে নিঃসন্দেহে। বিষয়গুলো তিনি কারণ, চিকিৎসা সবকিছুই উপস্থাপন করেছেন। এইধরণের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লেখার জন্য জনিপ্রিন্স ভাইকে ধন্যবাদ জানাই।
জনি প্রিন্স ভাইয়ের এই পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমি। কারণ খাদ্যাভ্যাসে একজন মানুষকে কতটুকু সুস্থ রাখতে পারে সেটা খাবারের তালিকার উপর অনেকটা নির্ভর করে। যত বেশি স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় তত বেশি শরীর এবং মন ভালো থাকে। কথা হচ্ছে শরীর ভালো না থাকলে মন কিভাবে ভালো থাকবে। তাই আমাদের সকলের উচিত স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা। আর্টিকেলটি অনেক ইউনিক ছিল। ফিচারড আর্টিকেল হিসাবে দেখতে পাওয়াই অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পোস্টটি কিছুক্ষণ আগে পড়ে কমেন্ট করেছিলাম। এককথায় দুর্দান্ত লিখেছেন জনি ভাই। সুস্থভাবে বাঁচতে হলে সঠিক খাবার খেতে হবে। যদিও এখন খাবারের মধ্যে শুধু ভেজাল আর ভেজাল। অনেকে আবার সময়মতো খাবার খায় না। এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে -@joniprins ভাইকে দেখে খুব ভালো লাগলো।উনার পোষ্ট গুলো আমার ভালো লাগে।আর কোয়ালিটি পোষ্ট করাতে উনার পোষ্ট আজকে ফিচারড আর্টিকেল দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে এই আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৮ এ জনি প্রিন্স ভাইকে দেখে খুব ভালো লাগলো। আর তিনি প্রতিনিয়ত কোয়ালিটিফুল পোস্ট করেন এবং এটার ফলস্বরূপ তিনি আজকে এই পজিশন পেয়েছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জনি ভাইয়ের পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। যদি ও এই পোস্টটি আমি আগে পড়িনি। এখন পরে যতটুকু বুঝতে পারলাম ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। আসলে আমাদের খাবারের বিষয়গুলো সকলের জানা দরকার। খাদ্যের মাধ্যমে আমাদের হতে পারে নানান ধরনের রোগ। ফিচার্ড আর্টিকেল হিসেবে ভাইয়ার পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেল হিসাবে জনিপ্রিন্স ভাই এর পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। বেশ গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে লিখেছেন। খাদ্যাভাস ও সময় অনুযায়ী খাবার না খাওয়ার কারনেই আমরা বেশি অসুস্থ হই। একটু সচেতন হলে তা থেকে রক্ষা পাওয়া সম্ভব। সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit