"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - #৫৫৩ [ তারিখ : ২৩-০১- ২০২৫ ]

in hive-129948 •  11 days ago 


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মহিন আহমেদ। আইডি - @mohinahmed। তিনি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করেন এবং বিবাহিত। এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলেন।তিনি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলেন এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছেন। উনি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২২ সালের জুন মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৭ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2025-01-23-17-56-16-053-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpmU1NCqrb7GFrhRQUyTB45x8Ueg11sDqPKu4NL71Ai2q6GPAuPcsWEYx5VjDzZtHZEYyYsqjM2ALZJf892fpnNJjxxrSYVjgKnsw2MC.jpeg

জেনারেল রাইটিং পোস্ট || সুপার ওয়াক অ্যাপের মাধ্যমে আমার বিগত ৭ দিনের অ্যাক্টিভিটিস ... @mohinahmed (23-01-2025 )

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। আমি সুপার ওয়াক অ্যাপ থেকে এনএফটি সু কিনে,নিয়মিত হাঁটাহাঁটি করার মাধ্যমে ওয়াক টোকেন ইনকাম করছি। ..


আজকের এবিবি ফিচার্ড আর্টিকেল হিসেবে পোস্ট বাছাই করার সময় উনার এই পোস্টটি নজরে আসে। এবং এই পোস্টটিকে আজকে এবিবি ফিচার্ড হিসেবে মনোনীত করার বিশেষ একটি কারণ রয়েছে। আমি সেটা একটু বিস্তারিতভাবে বলছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যখন কোনো কিছুর কোলাবোরেশন করা হয়। তখন কিন্তু তারা এটা দেখেই আসে যে এতো বড় কমিউনিটি এবং কমিউনিটির ইউজারদের এতো বেশি এক্টিভিটিস যেহেতু রয়েছে। সেক্ষেত্রে এই কমিউনিটিতে যদি কোনো কিছুর প্রচারণা করা হয়। তাহলে তার প্রচারণা অনেক বেশি হবে এবং অনেক বেশি ভালো হবে। তো সেই ব্যাপার অনুযায়ী কিন্তু সুপার ওয়াক এপ্স আমাদের সাথে কোলাবোরেশন এ এসেছিলো এবং বেশ অনেক বেশি পরিমাণ এর একটি প্রাইজ তারা ধার্য করেছিলো।কিন্তু দুঃখের বিষয় হলো,আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশিরভাগ ইউজার এটাতে পার্টিসিপেট করেনি এবং সকলকে শু কিনতে বলা হয়েছিলো। যার কারণে কিন্তু আবার এক্সট্রা ভোট ও দেওয়া হচ্ছিলো। কিন্তু তাতেও অনেকেই অসম্মতি জানিয়েছে।

এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তো উনার এই পোস্টটি দেখার পরে মনে হলো যে উনার এই অ্যাক্টিভিটিস অবশ্যই সকলের সামনে তুলে ধরা উচিত। শুধু উনি নয় আরো অনেকেই আসলে পার্টিসিপেট করেছে। যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু এটাই দুঃখের ব্যাপার যে বেশিরভাগই পার্টিসিপেট করেনি। আশা করছি এই ব্যাপারে উনার বক্তব্য আমরা শুনতে পারবো নেক্সট কোনো আড্ডাতে।আর উনার এই অ্যাক্টিভিটিস এর জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং সকলে যারা এই এক্টিভিটিস বজায় রেখেছিলো এবং যা করতে বলা হয়েছিলো, তা করেছিলো তাদের সকলকে জানাই শুভ কামনা এবং ধন্যবাদ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpmU1NCqrb7GFrhRQUyTB45x8Ueg11sDqPKu4NL71Ai2q6GPAuPcsWEYx5VjDzZtHZEYyYsqjM2ALZJf892fpnNJjxxrSYVjgKnsw2MC.jpeg

ছবিগুলো @mohinahmed এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আসলে আমাদের কমিউনিটির প্রতিটি ইউজারের উচিত ছিলো এনএফটি সু কিনে ইউজ করা। তবে বেশিরভাগ ইউজার এটা করেনি। সত্যি বলতে এটা আমার কাছেও খুব খারাপ লেগেছে। এমনকি আমি নিজেও অনেকের পোস্টে কমেন্ট করে বলেছিলাম এনএফটি সু কেনার জন্য।

আপনি ঠিকই বলেছেন আসলেই এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে এসেছিল যেটাতে বারবার আমাদের অ্যালার্ট করার পরেও অনেকেই পার্টিসিপেট করিনি। তবে আমি চেষ্টা করেছি আমাকে যখন যে ডিরেক্টশন গুলো দিয়েছিল এডমিন এবং মডারেটর প্যানেল থেকে সেগুলো অনুযায়ী কাজ করার জন্য। আমিও সু কিনে নিয়েছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মুহিন আহমেদ ভাই কে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

আজকের ফিচারড আর্টিকেলে মুহিন আহমেদ ভাইয়ার নাম দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের কমিউনিটির প্রতিটি ইউজারের উচিত ছিলো এনএফটি সু কিনে ইউজ করা। কিন্তু আমরা অনেকেই সু কিনে ইউজ করি নি। আপনি আমার পোষ্টে ও মনে হয় কমেন্ট করেছিলেন ভাই। আপনার কথা শুনে আমি সু কিনেছিলাম।

আজকের এই ফিচার্ড আর্টিকেলে এই পোস্টটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। মহিন আহমেদ ভাইয়া অনেক সুন্দর করে এই পোস্টটা আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছে। এই পোস্টটাতে ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আজকের এই ফিচার্ড আর্টিকেলে এই পোস্টটা দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। যেই পোস্টটা মহিন আহমেদ ভাইয়া অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছে। উনার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত হয়েছে দেখে অসম্ভব ভালো লাগলো।

মোহিন আহমেদ ভাইয়া কে অভিনন্দন জানাই ফিচার্ড আর্টিকেল এ স্থান পাওয়ার জন্য। ভাইয়ার এক্টিভিটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই, ভাইয়ার কাজ আমাদের অনেকের জন্যই ফলো করার মতো।