বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rahimakhatun
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - রাহিমা খাতুন নেভি। ইউজার আইডি- @rahimakhatun । তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। তার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে। তিনি আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে আগ্রহী এবং নিজের সেরা দক্ষতার সাথে সৃজনশীলতা শেয়ার করার চেষ্টা করছেন। স্টিমিটে তার জার্নি শুরু হয়েছে ২০২১ সালের অক্টোবার মাস হতে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মজাদার স্বাদের পুডিং রেসিপি। by @rahimakhatun (27.03.2024 )
আজকের এবিবি ফিচার্ড এর পোস্টটি একটু ভিন্ন কারনে বাছাই করেছি। কারন এই রেসিপিটির সাথে আমার একটা ভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে আছে। সত্যি বলতে কোন কিছুই সহজ না আবার যদি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কোন কিছুই কঠিন না। কিন্তু দক্ষতা তো আর একদিনেই তৈরী হয় না বরং ক্রমাগত চেষ্টা এবং আগ্রহের মাধ্যমে সেটা তৈরী করতে হয়। তাই শুরুর দিকে আমাদের অনুভূতি কিংবা অভিজ্ঞতাগুলো খুব বেশী সুখকর হয় না। তবে তিক্ত অভিজ্ঞতা নিয়ে যারা গতিশীল থাকতে পারেন শেষ পর্যন্ত কিন্তু তারাই দক্ষতার সাথে সফলতার স্বাদ নিতে পারেন, এটাই বাস্তবতা।
পুডিং প্রথমবার আমি এবং আমার ওয়াইফ মানে আপনাদের ভাবী দুইজন মিলে চেষ্টা করেছিলাম। কিন্তু অনাকাংখিতভাবে আমরা সেবার সফল হতে পারি নাই, পুডিং অনেকটাই পুড়ে গিয়েছিলো। তারপর দ্বিতীয়ও বারও খুব একটা ভালো হয় নাই কেমন জানি হালুয়ার মতো হয়ে গিয়েছিলো। কিন্তু আমরা থেমে যাই নাই, বরং তৃতীয়বার ঠিক তৈরী করতে পেরেছিলাম। এটা সব সময়ের জন্য আমাদের স্মৃতিতে থেকে যাবে। বিশেষ করে পুডিং এর রেসিপি দেখলেই সেটা মনে হয়ে যায়। আসলে পুডিং আমার ভীষণ পছন্দ, তাই এই রেসিপিটিতে দক্ষতা অর্জনের চেষ্টা করেছিলাম, তবে সময় লাগলেও সেটায় সফল হয়েছিলাম।
ছবি গুলো @rahimakhatun আপুর ব্লগ থেকে নেওয়া
সেই অনুভূতির বিষয়টি সামনে রেখেই আজকের ফিচারর্ড পোষ্টটি বাছাই করেছি। সত্যি rahimakhatun আপু দারুণভাবে রেসিপিটি সুসম্পন্ন করেছেন এবং বেশ সুন্দরও হয়েছে। কিছু জিনিষ কিংবা কিছু রেসিপি সুন্দর না হলে সত্যি সেটার প্রতি আগ্রহ থাকে না। পুডিং সেই রকম একটা রেসিপি, যথাযথভাবে সেটা সম্পন্ন করা না গেলে তার প্রতিও আগ্রহ থাকে না। আশা করছি আপনাদের কাছেও পুডিং এর রেসিপি পোষ্টটি ভালো লাগবে।
ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে।পুডিং আমার অনেক প্রিয়।
অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে রাহিমা খাতুন আপুর নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক মজাদার পুডিং তৈরি করেছে, যেটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। আসলে প্রথমবার কোন কাজ করতে গেলেই হয়ে যাবে এটা কোন কথা না। চেষ্টা করতে থাকলে একসময় দেখা যাবে ভালো ভাবেই ওই কাজটা আমরা করতে পারছি। তৃতীয়বারের সময় আপনি এবং ভাবী পুডিং তৈরিতে সফল হয়েছিলেন শুনে ভালো লাগলো। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে রেসিপি পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। এই মজাদার পুডিংটা আমার খুবই পছন্দের। পুডিং খেতে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। রাহিমা খাতুন আপু কিন্তু অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন। ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু ইফতারের সময় অথবা ইফতারের পরে খেতেও অনেক ভালো লাগে। অনেক বেশি ভালো লেগেছে পোস্টটিকে ফিচারডে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit