বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি। ২০২২ সালের মার্চ মাসে স্টিমিটে যুক্ত হই।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
Diy পোস্ট - " ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি " by @shimulakter (date 15.12.2024 )
আজকাল শীতের কারণে অলসতা বেশ জড়িয়ে ধরেছে আমাকে । তাই ঘুম থেকে উঠতে প্রায় দুপুর হয়ে যায়, এই দুপুরবেলা যখন কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম তখন মুহূর্তেই অথরের এই পোস্টটি চোখে লেগেছিল। হয়তো মূল কারণ পোস্টের উপস্থাপনা।
ডাই পোস্টগুলো করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ, অথর যেভাবে ওয়ালমেটটি তৈরি করেছে, তাতে যেন তার নিজের দক্ষতা বেশ দারুণভাবে ফুটিয়ে উঠেছে । সৃজনশীল মানুষদের আমি এমনিতেই ভীষণ পছন্দ করি, কেননা তাদের চিন্তা-চেতনা ও মানসিকতা হয় সৃষ্টিশীল।
আর যারা সৃষ্টিশীল মানুষ তার সর্বদাই এগিয়ে যায় তাদের কাজকর্মের মাধ্যমে। আর তাছাড়া বাংলা ব্লগ দারুণ একটা কমিউনিটি যেখানে অথররা প্রতিনিয়ত নিজের সৃষ্টিশীল কাজকর্ম তুলে ধরার সুযোগ পায়।
অথর পুরো পোষ্টটি কিভাবে করেছে তা একদম ধাপে ধাপে খুব সাবলীল ভাবে দেখানোর চেষ্টা করেছে। তাই সবদিক মিলিয়ে আমার কাছেও বেশ ভালো লেগেছে, তাই আজকে ফিচার্ড পোস্ট হিসেবে অথরের পোস্টটিকে মনোনীত করলাম।
শিমুল আপুর করা ডাই ওয়ালমেট টি আসলেই নজর কেড়ে নিয়েছে! ডাই পোস্ট গুলোতে যেমন সময় ও ধৈর্য্য প্রয়োজন, তেমনি সৃজনশীলতাও প্রয়োজন। আপুর এই পোস্ট টিকে আজকের ফিচার্ড আর্টিকেল এ দেখে ভীষণ ভালো লাগলো। শিমুল আপূকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। শিমুল আপুর প্রতিটি পোস্ট আমার অনেক ভালো লাগে। আপু সবসময় নতুন কিছু তৈরি করতে পছন্দ করেন। অনেক ভালো লাগলো এই পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিমুল আক্তার আপুর করা এই ডাই প্রজেক্টটা এক কথায় অসাধারণ ছিল।এটা যখন চোখে পড়েছিল তখনই একদম অবাক হয়ে গিয়েছিলাম। কারণ ফেলনা জিনিস এবং ক্লে দিয়ে এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছে যেটা অভাবনীয়। এই পোস্টটা আসলেই ফিচার্ড আর্টিকেলে আসার যোগ্যতা রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিমুল আক্তার আপু অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছে। আর আপুর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। জাস্ট চমৎকার ছিল এই ওয়ালমেট। শিমুল আক্তার আপু অনেক ধৈর্য ধরে এটি তৈরি করেছে। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচারড আর্টিকেলে শিমুল আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। শিমুল আপুর তৈরি ওয়ালমেট দেখে মুগ্ধ হলাম। বেশ দারুনভাবে করেছে দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেলে শিমুল আক্তার আপুর ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে ওয়ালমেট তৈরির পোস্ট টি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপুর ডাই পোস্ট টি খুবই অসাধারণ হয়েছে। বেশ চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ভাইয়া আমার এই ডাই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের কাজগুলোর মাধ্যমে নিজের ভেতরে থাকা দক্ষতার প্রকাশ ঘটে। শিমুল আক্তার আপুর এই সুন্দর হাতের কাজটা আমার কাছে জাস্ট চমৎকার লেগেছে দেখতে। আপু অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছে। আর এই পোস্টটি ফিচার্ডে দেখে তো অসম্ভব ভালো লাগলো। পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit