বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jibon47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ জীবন মাহমুদ । জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ধোকড়াকোল গ্রামের বাসিন্দা।আমি একজন ছাত্র। তিনি সুখী অবিবাহিত। তার পরিবারে মা, বাবা, ভাই ও বোন রয়েছে ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ফিরে দেখা//স্মৃতিচারন মূলক পোস্ট by @jibon47 (তারিখ ১৮.০৯.২০২৩ )
আজকে যে পোস্টটি ফিচার করা হচ্ছে এটি একটি সচেতন মূলক পোস্ট হতে পারে। পোস্টটিতে অথর তার অতীতের একটি ঘটনা বর্ণনা করেছেন। অথরের বাড়ির পাশে একটি খেলার মাঠ রয়েছে যেটি গার্লস স্কুলের। স্কুলের মাঠে তারা প্রায় প্রত্যেকদিন বিকেলে খেলতে যায়। এমনই একদিন বিকেলের গল্পই শেয়ার করেছেন আজকের ফিচার পোস্টের অথর।
একজন মহিলা অসাবধানতাবশত গাছের পাতা ভাঙতে যায় একটি কাঁচা বাঁশ দিয়ে। সেখান দিয়ে বৈদ্যুতিক লাইন টানানো ছিল। অপ্রত্যাশিতভাবে কাঁচা বাঁশটি বৈদ্যদিকে তারের সাথে লেগে মহিলাটির শরীরে বৈদ্যুতিক শক লাগে। জীবন মাহমুদ সেদিন সেখানেই খেলাধুলা করছিলেন। সৌভাগ্যবশত সেদিন তারা মহিলাটাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে তাৎক্ষণিক সেখানে গিয়ে একটি শুকনা স্ট্যাম্প দ্বারা বৈদ্যুতিক তার থেকে মহিলাটাকে আলাদা করে। জীবন মাহমুদ এবং তার সাথে যারা ছিলেন তারা খুবই বুদ্ধিমানের মতো একটি কাজ করে। এটি সত্যিই প্রশংসনীয়।
এমন মহৎ কাজ প্রত্যেকেরই করা উচিত। এখান থেকে আমরা শিখতে পারি কেউ বিপদে পড়লে তাৎক্ষণিক সেখানে গিয়ে আমাদের উচিত সাহায্য করা। সাধ্যের মধ্যে সব সময় আমাদের অন্যের উপকার করার চেষ্টা করা উচিত। এমন মহৎ একটা কাজ করে সেটি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন জীবন মাহমুদ। আর এই কারণেই আজকে তার পোস্টটি সেরা বলে মনে হয়েছে আমার কাছে এবং ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়েছে।
নিজেকে অনেক বেশি সম্মানিত মনে করছি যে,আমার আজকের এই পোস্ট ফিচার আর্টিকেলে জায়গা করে নিয়েছে। সত্যি নিজের লেখা পোস্ট যখন একটা নির্দিষ্ট জায়গায় স্থান করে নেয় তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং এডমিন সহ মডারেটরদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করে যাব সুন্দর সুন্দর আর্টিকেল আপনাদের মাঝে তুলে ধরার যাতে করে ভবিষ্যতেও আরো এরকম কয়েকশো বার ফিচার আর্টিকেলে নিজের নাম দেখতে পারি। শেষমেষ আবারো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল যুক্ত করা হয়েছে।।তার স্মৃতিচারণমূলক পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড পোস্টে জীবন ভাইয়ার পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। ভাইয়ার পোস্টগুলো অনেক সুন্দর হয় সব সময়। তিনি সবসময় ভালো কিছু করার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন ভাইয়ের পোস্টগুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ভালো লাগে। যদিও ওনার এই স্মৃতিচারণ মূলক পোস্টটা আমার দেখা হয়নি, তবে এই পোস্টটির মাধ্যমে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এরকম দুর্ঘটনাগুলো বড় আকারে ধারণ করে। ওনারা বুদ্ধিমানের মত কাজ করে মহিলাটিকে ছাড়িয়ে নিয়েছিল সেই বৈদ্যুতিক তার থেকে। এ বিষয়টা সত্যি অনেক ভালো লেগেছে। ফিচারড আর্টিকেলে ভাইয়ের পোস্ট দেখে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for the sharing
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন ভাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভালো ইউজার।ভাইয়ার পোস্টগুলো অনেক সুন্দর হয়। অনেক সুন্দর করে গুছিয়ে লেখেন। ফিচার্ড আর্টিকেল হিসেবে জীবন ভাইয়ের পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন ভাই বেশ ভালো মানের একজন ইউজার । উনার পোস্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশ ভালো লিখেন উনি। আর আজকের যে পোস্টটি উনি লিখেছেন তা কিন্তু দূর্দান্ত ছিল। সব মিলিয়ে উনার পোস্ট ফিচারড অব আর্টিকেলের অন্তভুক্ত করায় দাদা কে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit