এবিবি-ফান প্রশ্ন- ৫২ || ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

in hive-129948 •  2 years ago 

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

তাহলে সবাই ভালোবাসতে চাইতো। যত ভালোবাসা উৎপাদন তত পয়সা আগমন। 🤓

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তাহলে ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলতো। কারণ টাকা দিয়ে কেউ আপদ কিনতে চায় না। 😅😅😅

তাহলে ভালো মানের ভালোবাসাগুলি বিদেশে বেশি দামে রপ্তানি হতো আর পড়ে থাকা ভালোবাসাগুলি ফরমালিন দিয়ে এই দেশে পড়ে থাকতো বিক্রির জন্য।😅😅

ভালোবাসা বাজারে কিনতে পাওয়া গেলে লোকে কিনতো ঠিকই কিন্তু পুরাতন হলে আবার এসে বিক্রি করে দিয়ে যেত। 😂

সবমিলিয়ে ভালোই হতো। লোকে কিনতে পারুক আর না পারুক বাজারে গিয়ে নেড়েচেড়ে দেখে আসতো।😜

বাঙালিরা খুব কমই কিনতো ভাই, ফ্রিতে নেড়েচেড়ে মজা নিতো হি হি হি

হু ভাই, তাহলে মাঝেমধ্যেই বাজারে যেতাম। চা খেতে আরকি।।।। 😌

হুম, নাম হতো চা কিন্তু নাড়াচাড়া খেতো অন্য কিছু হি হি হি

আরিফ ভাইকে বাজারের মধ্যে ছেড়ে আমরা দৌড় মারতাম। যা খাওয়ার আরিফ ভাই খেতো। 😜

🤣🤣🤣

ফ্রিতে নেড়েচেড়ে দেখার কি সুযোগ থাকছে মামু?? হাহাহা

বাজারে বিক্রি হলে তো সুযোগ থাকার কথা 😜

বাঙালি যেমন, তাহলে ভালোবাসা কিনতো না। প্রতিদিন নেড়েচেড়ে আসতো🤣

নেড়েচেড়ে দেখার বিষয়টা বেশ চমৎকার ছিল নতুন নতুন মডেলের ভালোবাসা দেখে আসতাম

ভালোবাসা বাজারে কিনতে পাওয়া গেলে তো খুবই ভালো হতো। যদি কেউ ভালোবাসার কথা বলতে আসতো তাহলে তাকে দশ টাকা দিয়ে বলতাম যে বাজার থেকে ভালোবাসা কিনে নাও। আমাকে মাফ করো।

তাহলে আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিতো। কারণ আমি ভালোবাসা কিনতে কিনতে আমার দান করতে করতে ফকির হয়ে যেতাম।

তাহলে পাইকারি দরে অনেকগুলো কিনে রেখে পরে দাম বাড়িলে আস্তে আস্তে বিক্রি করতাম। আর ব্যবসায় মালামাল হয়ে যেতাম😋😀😋

এখনো তো তাই হচ্ছে মানুষ টাকার পেছনে ঘুরছে, টাকা দিয়ে কেনা যায় এই সমাজের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, ভালোবাসার মানুষের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা। তাই যদি বাজারে ভালোবাসা বিক্রি করা হতো সেইটাও মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই থাকতো।

ভালই হতো,কেনা জিনিস খারাপ হলে ফেরত দেওয়ার ব্যবস্থা থাকতো।

হুম, পাল্টে নেয়া যেতো, আবার ভালো না হলে বিক্রিও করা যেতো হি হি হি

খাসা বলেছেন মশাই

এইটা ভালো ছিল কারণ বাজে কিছু স্মৃতি মানুষকে সারাজীবন বহন করতে হত না।

ভালবাসা যদি বাজারে কিনে পাওয়া যেত ।

তাহলে প্রকৃত ভালবাসা অভাব হত বেশি পরিমাণে
আর টাকা ওলা রা সস্তা দামে ভালবাসা কিনে মজুদ করে রেখে দিত
পরে তেল মত যখন দাম বাড়বে তখন বেশি দামে বিক্রি করে দিত ।হাহাহা......

টাকা দিয়ে কিনে ভালোবাসা করার মতো প্রেমিক- প্রেমিকা তখন খুঁজে পাওয়া যেত না, ভালোবাসা তখন ভালোবাসার দোকানেই আজীবন সুন্দর করে সাজানো গুছানো থাকতো।

তখন বাবা-মা বলতো এত বড় হয়েছিস একটা প্রেম করতে পারলিনা তোকে দিয়ে কিচ্ছু হবে না।

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেতো তাহলে আমি আমার ভালোবাসা গুলো বেশি দামে বিদেশে রপ্তানি করতাম, আর সস্তায় বাজার থেকে ভালোবাসা কিনে নিজের মনের গোডাউন লোড করে রাখতাম😊

তাহলে বিশ্বের ধনী দেশের তালিকায় এক নাম্বারে বাংলাদেশের নাম থাকতো আর বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় এক নাম্বারে জনি ভাইয়ের নাম থাকতো। হি হি হি হা হা হা....
যারা টেলেন্ট তারা ঠিকই বুঝবে হু হু হু...

IMG_20220912_140345.jpg

ভাইয়া আমি আমার @joniprins এই নামটা মেনশন দিছিলাম । হয়তো আমার বুঝতে ভুল হয়েগেছে। ধন্যবাদ।

তখন সেটা ভালবাসা হত না, আলু,পটল হত। 🤣🤣

তারপর সাথে একটু নুন মরিচ দিলেই তরকারি হয়ে যেতো হি হি হি

হিহিহি 🤣🤣🤣🤣

হাহাহা 😀😀অনেক মজা পেলাম, খুব চমৎকার উত্তর দিয়েছেন, আসলেই তখন আলু পটলই হত😀😀

ঠিক বলেছেন তখন ভালোবাসারও দিন দিন দাম বৃদ্ধি পেত

ভালোবাসা বাজারে কিনতে পাওয়া গেলে যে যার প্রয়োজন মতো কিনে নিয়ে আসতো ।বিক্রির ব্যবস্থা থাকলে পুরাতনটা বিক্রি করে নতুন কিনে নিয়ে আসত ১০০গ্রাম ,২৫০ গ্রাম বা কেজি হিসাবে।

ভালোবাসা যদি বাজারে কিনে পাওয়া যেতো তাহলে ভালোই হতো ৷ ছেলেরা ছ্যাকা খেয়ে বিড়ি না কিনে নতুন ভালোবাসা কিনতো ৷

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

নেহাত মন্দ হতো না । হাত ভরে কিনতাম আর চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখতাম। এর ঝাল বের করে ছেড়ে দিতাম ।

বড়লোক রা কিনে মজুদ করত পরে বেশি দামে বেচত। আর আমার মত গরীব রা বেচাকেনা দেখেই মজা নিত।এখন তাও এক আধটা জোটে তখন তাও জুটত না।সোজা কথায় যত যাই হোক আমার সিংগেল ই মরা লাগবে।

এটা সত্য কথা মধ্যবিত্তরা তখনও বঞ্চিতই থাকবে।

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

তাহলে দুইটা জিনিস হতো একটা ভালো আরেকটা খারাপ।

প্রথমত তাহলে টাকা থাকলেই ভালোবাসা পাওয়া যেত। ভালোবাসার অভাবে কেউ আত্মহত্যা করতো না।।

দ্বিতীয় ভালোবাসার কোনো গুরুত্বই থাকত না। একটা পণ‍্যের মতো হয়ে যেত ভালোবাসা।

ভালোবাসা হবে এমন অনূভব করা যাবে কিন্তু অর্জন করা যাবে না।।

তাহলে ভালোবাসা বিক্রেতারা ইলন মাস্কে টিককা পারতো😂

অর্থাৎ পৃথিবীতে ধনী লোক ভালোবাসা বিক্রেতারাই হত। কারণ খাঁটি ভালবাসার বেশ অভাব 🙂

আর গরীবরা বাজারে দিয়ে ফ্রিতে নেড়েচেড়ে দেখে আসতো, ভালোবাসা কিনতে না পারলেও ফ্রিতে দেখতে পারতো।

ভাই বড়লোক এবং নেতাদের ভিড়ে গরীবরা বাজারেই যেতে পারত না।ফ্রি দেখা তো দূরের কথা নিজের খাবারের জন্য বাজারটাও করতে পারতো না।

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসা নিয়ে এত গান, কবিতা, গল্প, সাহিত্য, কোন কিছুই আবিষ্কার হতো না। যে জিনিস সহজে পাওয়া যায় না তাই নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি থাকে তাই ভালোবাসা নিয়ে এত কিছু দুনিয়াদারিতে চলে। যদি এটি বাজারে পাওয়া যেত তাহলে ভালোবাসার মূল্য কেউই বুঝতো না ।

ভালোবাসা বাজারে পাওয়া গেলে , ছ্যাকা আর কেউ খেত না । প্রেমিক প্রেমিকাকে সত্যিকারের ভালোবাসত আর প্রেমিকা প্রেমিককে বেশি ভালোবাসতে-কারন দুজন দুজনাকে হারানোর ভয় থাকত মন।

ভালোবাসা বাজারে কিনতে পাওয়া গেলে একবারে এক বস্তা ভালোবাসা কিনে নিয়ে আসতাম। ভালোবাসার জন্য এত কষ্ট করা লাগতো না। 🤩🤩

কি মজা !! তাহলে আর ভালোবাসার জন্য এত কাঠ খড় পুড়াতে হতো না। প্রতিদিন বাজারে গিয়ে দুই কেজি করে ভালোবাসা কিনে আনতাম।

এমনিই প্রকৃত প্রেমিক বা প্রমইকা ভালোবাসার মূল্য পায় না। তার উপর যদি পুঁইশাকের মত বাজারে কিনতে পাওয়া যেত তাইলে কিছু মানুষ কিনত আর কাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে নিত।

হুম, মাঝে মাঝে চিংড়ি দিয়ে আবার মাঝে মাঝে ইলিশ দিয়ে, ভালোই স্বাদ হতো হি হি হি।

হ্যাঁ। জমে ক্ষীর হয়ে যেতো। 😄

সাথে চিতল মাছের কোস্তার সাথে দিলে ও খুবই অসাধারণ রেসিপি হতো।হা হা হা।

তাহলে তো ভালই হতো, ভালোবাসা খেতে কিরকম সেটাও বুঝা যেত।

এখনও কিছু মানুষ থাকে যারা দিব্যি ভালোবাসা খেয়ে নিজের পেট ভরে। তখন আরো বেশী হত।

হাহাহা। ভালবাসা খাবার জিনিস হলে পৃথিবীর আর থাকবে না ভাইয়া ।

লবণ পরিমাণমতো দিয়ে ভালোবাসাটি কেও খেয়ে ফেলা যেত হাহাহা

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে অন্তত কোনটা খাঁটি ভালবাসা এক বার হলেও মানুষ দেখতে পেত।

বাজারে যদি পাওয়া যেত
ভালোবাসা কিনতে,
ভালোভাবে দেখেশুনে
তবেই পেতাম কিনতে,,,,
♥♥

কি আবার হতো বড়লোকেরা প্রতিনিয়ত কিন্তু আর পাল্টাতো।আর গরিবেরা শুধু চেয়ে চেয়ে দেখতো। কারণ তারা তো টাকার জন্য কিনতেই পারতো না।

আজকের প্রশ্নঃ-
ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

উত্তর-
*সত্যি কথা বলতে কি ভাই ঢাকা শহর সহ দেশের বিভিন্ন সিটি শহরগুলোর বিনোদন পার্ক ও বিশেষ বিশেষ কিছু স্থানে ভাড়ায় টাইম পাস করার জন্য ভালোবাসা পাওয়া যায়। যা কয়েকদিন আগেই কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশ হয়েছিল। কিন্তু টাকা দিয়ে ভালোবাসা হয় ক্ষনিকের জন্য।

তাহলে বাজারে গিয়ে সবার আগে একটি ভালোবাসার শো-রুম দিতাম। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হতো।

এক.সবচেয়ে বেশি ক্রেতা পাওয়া যেতো।আর দ্রুত নাম্বার ওয়ান ব্যবসায়ি হয়ে যেতাম।

দুই.যেহেতু বেচা-কেনা নিজেই করতাম তাই সবচেয়ে বেশি ভালোবাসাটা নিজের জন্য রেখে দিতাম।আর "আমার বাংলা ব্লগ " পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডেলিগেশন এর মতো ফ্রি ভালোবাসার সার্ভিস চালু করতাম। হা হা হা।

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে ভালবাসার কোন মূল্যই থাকতো না,কারণ বর্তমান সময়ে ভালোবাসা পাওয়ার যে একটি আগ্রহ ও ব্যকুলতা রয়েছে তা থাকতো না। তখন বাজারে ভালোবাসা পাওয়া যাওয়ার কারণেই সে আগ্রহ ও ভালবাসার প্রতি ব্যাকুলতা হাড়িয়ে যেত আর ভালোবাসা নামে একটি শব্দই থাকতো যার মধ্যে কোনো ভালোবাসার অর্থ থাকত না।

ভালোবাসা বাজারে বিক্রি হলে গরু,ছাগলের ব্যবসায়ীদের লাল বাতি জ্বলতো। কারণ তখন গরু,ছাগলের হাটে ভালোবাসার বিক্রি হত। হাটে গরু-ছাগলের মান নির্ণয় করার জন্য ক্রেতা-বিক্রেতারা লেজ ধরে টানে, চামড়া ধরে টানে আবার খোঁচাও মারে। ভালোবাসার হাটেও যারা ভালোবাসা কেনাবেচা করতে যেত তাদের সাথে এমনটাই হতো। হি হি হি

হুম মন্দ হতো না ভালোবাসার সাথে কিছু ফরমালিন পেয়ে যেতাম ফ্রিতে, হি হি হি। আর মুখোশের আড়ালে ভালোবাসার অভিনয় দেখতে হতো না।

তবে একটি জিনিস অনেক ভালো হতো, পুরনো ভালোবাসা দিয়ে নতুন ভালোবাসা কেনা যেত।

পুরনো ভালোবাসার মূল্য কিন্তু কমে যেত সে দিকেও খেয়াল রাখতে হবে 😁😄

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

ভালোবাসা যদি বাজারে কিনতে পারতাম তাহলে ভালোবাসার ওয়ারেন্টি ও গ্যারান্টি দুটোই পেতাম। সাথে ভালোবাসার ডিসকাউন্টও পেতাম।

ভালোবাসা যদি কিনতে পাওয়া যেত তবে দাম এত আকাশ চুম্বি হতো যে কিনতেই পারতাম না।শেষমেষ আমার অবস্থা হইতো "যেই লাউ সেই কদু"।😐

একদম ঠিক আমরা এখনো যেমন আছি তখন ও তেমনি থাকতাম।

বাজার থেকে ভালোবাসা কিনতে পাওয়া গেলে ভালবাসা আর ভালোবাসা থাকতো না। তাহলে সেটা একটা পণ্য হয়ে যেতো। বর্তমানে ভালোবাসা পেতে হলে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, তখন এর ডিমান্ড আরো বেড়ে যেত।

তাহলে আর টুম্পাকে পাওয়া যেতো না, বেশী দামে চায়নীজরা নিয়ে যেতো হি হি হি

তখন তো অনেক টুম্পাকে কিনতে পারতাম ভাই। টুম্পা পুরাতন হয়ে গেলে আবার নতুন টুম্পা নিয়ে আসতাম, মোবাইল ফোনের মত। হাহাহা

আমাদের সিয়াম ভাই টুম্পাকে ভুলে গিয়ে টুম্পির দিকে এগিয়ে গেছেন। খিক খিক

হি হি হি এইডা জোস বলেছেন।

মধ্যবিত্তরা হা করে তাকিয়ে থাকতো ভালোবাসা তাদের হাতের নাগালে আসতো না

আমার মতে ভালবাসা তখন বিক্রি না হয়ে পঁচে যেত😜😜।কারণ বেশি লাভের আশায় সব জমা করে রাখতো আর সময় শেষ হলে সব ভালবাসার এক্সপেয়ার ডেট শেষ হয়ে যেত😂😂।আর পঁচা জিনিস ত কেউ নিতে চাই না।সবাই নতুন নতুন চাই।এছাড়াও ভালবাসা বাজারে বিক্রি হলে ধনিরা বেশি লাভবান হতো আর গরিবেরা ভাতে,ভালবাসায় সব কিছুতে মরতো।এখন ভালবাসা স্বাধীন তখন পরাধীন থাকত।এখন ভালবাসা ভাল আছে🤣🤣🤣

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত, কেমন হতো?

এ ব্যবস্থা চালু করা হলে আমরা যারা সিঙ্গেল আছি তাদের জন্য খুব উপকার হত।তাও বলতে পারতাম যে আমাদেরও ভালোবাসার মানুষ আছে। 😞😞

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেতো আমি এক ডোল ভালোবাসা কিনে ডোলের মুখ সুন্দর করে মাটি দিয়ে আবদ্ধ করে রাখতাম।

তারপর যখন মুখ খুলতেন খালি পঁচা গন্ধ পেতেন, পঁচে সব নষ্ট হয়ে যেতো।

না ভাই ভালোবাসার বয়স যত বারে তত আকর্ষণ বাড়ে।

ভালবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে আমি ভালবাসার দোকান দিতাম। আর আমার দোকানের স্লোগান থাকত এই দোকান শুধুমাত্র রমনীদের জন্য। ☠️🧔

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে ফরমালিনমুক্ত এক কেজি ভালোবাসা কিনে নিয়ে বাড়ি আসতাম। তারপর সেটাকে ভালো করে নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে মেখে একটা সুন্দর রেসিপি বানাতাম। তারপর সেটা "আমার বাংলা ব্লগে" শেয়ার করতাম। ভালো অ্যামাউন্টের একটা আপ ভোট পাওয়া যেত। কারণ ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে সেটা ফিলিংস এর পর্যায়ে থাকতো না, নিত্য বাবহার্য পণ্য হয়ে যেত।

টাকা পয়সার বড়ই অভাব।
তাই বাজারে কিনতে পাওয়া গেলেও, ভালোবাসা কিনতে পারতাম না। দূর থেকেই দেখতে হতো।

এটা হাজারও সিঙ্গেল মানুষের কষ্ট 🤣😁

তাহলে আমি বাকিতে কিছু ভালোবাসা কিনতাম

হিহিহিহি

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে সেটা বাড়িতে এনে টমেটো,বেগুন, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যেত। পেটও ভরে যেত সেই সাথে ভালোবাসার ক্ষধাটাও 😁

ভালোই হতো, আমি প্রতিদিন এক ব্যাগ করে ভালোবাসা কিনতাম আর কয়েকদিন পর সেটা বাজারে বিক্রি করে আবার নতুন ভালোবাসা কিনে আনতাম 😆

কি চালাক কিডনি বিক্রি করে ভালোবাসা কেনা লাগতো, বাজারে ভালোবাসার ডিমান্ড অনেক বেশি

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে কোন প্রেমিক প্রেমিকার মন ভাঙতো না। আসলে ভালোবাসা বাজারে কিনতে পাওয়া গেলে মন বলেই কিছু থাকতো না।

ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে তো ভালোই হত তাহলে আর ভালবাসা কোনদিন পুরাতন হতো প্রতিদিন নিত্যনতুন ভালোবাসা পাওয়া যেত। একটা পছন্দ না হলে আর একটা কেনা যেত।