এবিবি-ফান প্রশ্ন- ৫৬ || মেয়েদের হাত কেন রাজহাঁসের পালকের মতো কোমল ... ... .... ?

in hive-129948 •  2 years ago  (edited)

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েদের হাত এতো নরম হয় যে মনেই হয় না কোন মানুষের হাত। আবার ছেলেদের হাত এতো কর্কশ আর শক্ত হয় যে ওটাও মনে হয় না কোন মানুষের হাত। বরং বানরের হাতই মনে হয়। আমার প্রশ্ন হলো মেয়েদের হাত কেন রাজহাঁসের পালকের মতো কোমল আর ছেলেদের হাত কেন বানরের মতো কর্কশ?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

উত্তর জানা নেই। তবে একবার গ্রামের এক ছেলের হাতে হ্যান্ড শেক করে মনে হয়েছিলো কোন বাচ্চা গরিলার হাত ধরেছি। বাপ রে এতো শক্ত!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কারণ রাজহাঁস যেমন সারাদিন জলে ডুব দিয়ে পালকগুলি কোমল থাকে তেমনি মেয়েদের ও সারাজীবন অন্যের বাড়িতে ডুব দিয়ে থাকতে হয়।একবার বাপের বাড়ি তো একবার শ্বশুরবাড়ির গামলা মাজার জন্য হাত কোমল থাকে।তাছাড়া সমাজটা পুরুষশাসিত তাই ছেলেদের হাত ছোটবেলা থেকেই বানর/রোবটের মতো কর্কশ করে ঘষে তৈরি করা হয়,বউ পিটানোর জন্য।

হুম সত্যিটা অবলিলায় বলে দিলেন, এই জন্যই ছেলেদের হাত কোমল হয় না, আফসুস।

আফসুস করে লাভ নেই ভাইয়া, শক্ত হাত নিয়েই থাকতে হবে।হি হি 😅😅

কিভাবে বলি কোন দিন তো মেয়েদের হাত ধরি নি।তবে আন্দাজ করি মেয়েদের হাত ধরার জন্য ছেলেদের প্রচুর পরিশ্রম করতে হয় কারন বেকার ছেলের হাত মেয়েরা ধরে না।তাই পরিশ্রমে ছেলেদের হাত হয় ওরকম।আর মেয়েদের একমাত্র পরিশ্রম যা করা লাগে তা হল সাজগোজ তাই মেয়েদের হাত নরম।ছেলেদের হাত রুক্ষ না হলে কেউ ধরে না তেমনি মেয়েদের হাত নরম না হলে ধরে না।

প্রশ্নটা যখন পেলাম তখন বাজারে ছিলাম। পাশ দিয়ে তখন এক সুন্দরী এক রমণী হেটে যাচ্ছিলো। চিন্তা করলাম তার হাতটা ধরে পরখ করে দেখি আসলেই হাতটা রাজহাঁসের পালকের মত নরম কিনা? তারপর থেকে দৌড়ের উপর আছি।

ভাইয়া,ভাবী জানে?
না জানলে আমাকে নাম্বারটা দেন,জানিয়ে আসি😜😜

রূপক দা জলদি পাসপোর্ট করে দেশের বাইরে চলে যান। পরিবেশ ঠিক হলে আবার চলে এসেন। কি হয় বলা তো যায় না। হা হা হা...

এই খবরটা বাড়িতে কে দিলো ভাই?

আপনি না দিলেই হল 😃😃

সেটাই এখন খোঁজার চেষ্টা করছি। সর্বনাশটা কে করলো?

বাজারে গিয়ে আজকাল দেখি রাজহাঁসের পালক খোঁজা হচ্ছে। 😅😅😅😅

এখন তাহলে এমন চিন্তাও হয় 😜😜

তাহলে আমার বউকে আজই বলবো রাতে ঘুমানোর সময় আমার মুখে চড়াতে, যতক্ষন না আমার ঘুম আসে। আর ঘুম ভালো হলে সকালে বউয়ের জন্য গাছে গাছে ঘুরে ঘুরে ফল পেরে আনব। কারণ আমাদের হাত তো বানরের মতো। যাই হোক এখন বউয়ের তারা খেয়ে গাছে উঠে আছি।

এত কিছু রেখে এখন এখন কি তোমার বউয়ের হাতে চড় খাওয়ার ইচ্ছা হলো নাকি। হাঃ হাঃ হাঃ... তুমি বাপু একটা জিনিষ।

কারণ বউয়ের হাত তো পালকের মতো নরম।

মেয়েদের হাত রাজহাঁসের পালকের মত কোমল কারণ মেয়েদের হাতে শুধু ভালোবাসা ছড়ায়। আর ছেলেদের হাত বানরের মত কর্কশ কারণ তারা বউ পিটায় তাই হাত শক্ত হয়ে গেছে পিটাতে পিটাতে।😂😂

জাতি আগে জানতে চায় কয়টা মেয়ের হাত,ধরে এই কথাটা কনফার্ম হয়েছেন😜😜।যাই মেয়েরা তো ফুলের মত তাই তো হাতও ফুলের মত নরম কোমল🫣।ছেলেরা তো ইটের মত তাই তো হতচ্ছাড়া হাত ও পাথরের মত শক্ত😝😝।তাছাড়া মেয়েদের কসমেটিক আছে না🤪🤪

মেয়েদের আর কাজ কি, ঘরের খুঁটিনাটি অল্পস্বল্প কাজ করা। তাই তাদের হাত কোমল ও নরম হয়ে থাকে। কিন্তু ছেলেরা তো বুঝ হওয়ার পর থেকেই ক্রিকেট বল থেকে শুরু করে অনেক ভারি ভারি কাজও করে। যার কারণে পুরুষদের হাত শক্ত ও কর্কশ হয়ে থাকে।

নারী হলো মমতাময়ী মা।আর সন্তানদের লালন-পালন যত্ন মায়েরাই করে থাকেন। শিশুরা তো অনেক কোমলমতি হয়,শিশুদের সঠিকভাবে যত্ন করার জন্য মহান বিধাতা নারীদেরকে অনেক কমল করে তৈরি করেছেন।
এবং স্বামীদের মনকে আরো বেশি প্রশান্তি দিতে স্ত্রীর কোমল হাতের পরশ অনেকটাই তৃপ্তিদায়ক।মহান সৃষ্টিকর্তা নারীকে তার সন্তান এবং স্বামীর জন্যই তার হাত এত বেশি কোমল নরম করে তৈরি করেছেন।♥♥

মেয়েদের হাত ধরার স্বপ্ন দেখা যায়। তবে ধরতে গেলেই বুঝতে পারবেন গালের উপর কি পড়লো রাজহাঁসের পালক নাকি ভূমিকম্প।😅😅

ভূমিকম্প হলেও হাত ছাড়বো না, যা হবার হবেই হি হি হি।

তাহলে কিন্তু ভূমিকম্পের চেয়েও বড় কিছু হয়ে যেতে পারে। আগেই সতর্ক করে দিলাম ভাইয়া। মেয়েদের হাত দেখলেই সাবধান। 😅😅

😂😂😂🤣🤣আপু!!!

সে না হয় একটু ভূমিকম্প হল, তাতে দোষ কি। তবে সেই ভয়ে তো আর হাতছাড়া যাবে না। আমি তো চিন্তা করেছি আজকের পর থেকে রাজহাঁসের পালক ধরবো।

দেখবেন ভাইয়া রাজহাঁসের পালক ধরতে গিয়ে আবার যেন বিচুটি পাতা না ধরতে হয়। 😅😅

এমনিতে বোধহয় নরম থাকে সময় বুঝে ভূমিকম্প হতে পারে মেয়েদের হাত তো বোঝা যায় না। 😁

প্রশ্ন যখন পড়লাম হা করে বন্ধুর দিকে তাকিয়ে থাকলাম , বন্ধু মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে প্রশ্নটা দেখে আমাকে মনে করিয়ে দিল, চাপ নিস না তুই তো সিঙ্গেল।

মেয়েদের হাতে ত হাড় নেই। শুধু মাংস আর মাংস। তাই ত তারা কাজকর্ম ঠিকমত করতে পারে না। শুধু নরম হাত নিয়ে বসে বসে খায়। আর পুরুষদের হাত না হাতুড়া। কাজ করে খায়। হি হি।

কি বলেন হাড় নেই। আপনি মনে হয় তাহলে কোনো পেত্নীর হাত ধরেছেন ভাই। হা হা হা...

আপনি যে মেয়েদের আসল নামটা এভাবে পাবলিকলি বলে দিবেন আমি বুঝিনি।😆

ভাই পেত্নীর হাতে তো মাংস নাই সেখানে তো বেশি হাড় আরো শক্ত

গড গিফটেড।

মেকাপ করা হাততো ঐ রকম হবেই, আর পরিশ্রমের হাত একটু শক্ত থাকবেই। মেয়েদের হাত হলো স্বপ্ন আর ছেলেদের হাত হলো বাস্তব। এবার পালাই হি হি হি।

😂😂😂🤣 একটু দাঁড়ান বলতেছি🏃‍♂️⛹️‍♂️🏃‍♂️

দাাঁড়ালে বিপদ বেড়ে যাবে, টা টা টা

কত দূর যাবেন!!!মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত🐶🐶😂😂

সবকিছু মেকআপ দিয়েই তৈরি মেয়েদের তাইনা ভাইয়া?

যা বলার বলেছি, আর কিছু বলে রিস্ক বাড়াতে চাই না।

দাড়ান দাড়ান,এত তারাতারি পালালে তো হবে না।এক্ষুনি বিচার বসবে😆😜

ধুর তাড়াতাড়ি না গেলে জিলাপি পুড়ে নষ্ট হয়ে যাবে।

সে যাই হোক,আজ বিচার বসবেই😆😜

নিজের হাত কোমল রাখার জন্য আজকাল দেখি হাতেও মেকআপ করে। এমন কারো হাত ধরেছিলেন নাকি ভাইয়া?

হুম ধরেছিলাম তো বউ এর হাত হি হি হি

(হুম ধরেছিলাম) এটা হয়তো সত্য কথা। কিন্তু কার হাত সেটা হয়তো মিথ্যা কথা। 😃😃

(হুম ধরেছিলাম) এটা হয়তো সত্য কথা। কিন্তু কার হাত সেটা হয়তো মিথ্যা কথা। 😃😃

যত দোষ সবকিছু ওই মেকাপের, এখন আমি কিভাবে মানবো মেয়েদের হাত নরম? 🙄

ধুর এতো চিন্তা করেন ক্যা, পার্লার এ চলে যান হি হি হি

কারন মেয়েরা তো অলস সব সময় শুধু খাওয়ার ধান্দা, আর মেকাপ করার ধান্দায় থাকে, কোন কাজ করে না। আর ছেলেরা তো পরিশ্রমী। সব সময় পরিশ্রম করে।

সব কেয়া লন্ড্রি সাবানের কামাল, কাপড় ধুলেও হাতের তক বা কোমলতা যায় না।হিহিহিহি.....

কারণ তারা সারাদিন সাবান সুনো পাউডার লাগাতেই থাকে এই জন্য মেয়েদের হাত রাজহাঁসের পালকের মতো কোমল হয়।

বর্তমানে মেয়েরা রান্নাঘরে যায় না একদম ফাঁকিবাজ, তাই তোদের হাত নরম। আর ছেলেরা বাজারের ব্যাগ টানতে টানতে হাত শক্ত হয়ে যায়।
আমরা খুব কর্মঠ তো তাই....!!!

এটা নিউটনের তৃতীয় সূত্রের মতো । আকর্ষণের বিকর্ষণ আর বিকর্ষণের আকর্ষণ।

ভাই আকর্ষণ আর বিকর্ষণের পর আর কিছু নাই, সেটাও বলেন হি হি হি।

মেয়েদের কথা চিন্তা করেই মনে হয় নিউটন তার তৃতীয় সূত্র আবিষ্কার করেছিল। হা হা হা...

মেয়েদের হাত আবার কবে থেকে রাজহাঁসের পালকের মতো কোমল হলো। কই কোনোদিন তেমন কিছু অনুভব করলামনা তো। রাজহাঁসের পালক যথেষ্ট শক্ত এবং তাদের নিজেদের পায়খানা মাখানো। মেয়েদের প্রশংসা করতে করতে শেষ পর্যন্ত রাজহাঁসের পালকে গিয়ে ঠেকেছে, আরো যে কোথায় যাবে স্বয়ং ভগবান জানে। আমার তো মনে হয় মেয়েদের হাত প্রেসার কুকারে ১০ টা সিটি দেওয়া রাজহাঁসের মাংসের মতো, যথেষ্ট নরম এবং মুখে দিলেই গলে যায়। তবে স্বামীকে ধরে পেটানো কিছু কিছু মেয়ে মানুষের হাত বাচ্চা গরিলার মত শক্ত।এইটুকু আমি বলতে পারি।

এমনিতেই ভরসা পাই না এখন তো আরও সতর্ক হয়ে গেলাম নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ধন্যবাদ আপনাকে আগে থেকে হুঁশিয়ারি জানানোর জন্য 😆

আমি তো হুশিয়ার করে দিলাম, এইবার আপনি কত সময় হুশে থাকবেন সেটা হলো ব্যাপার। যদি হুশে থাকতে পারেন তাহলে সুস্থ থাকবেন। হাঃ হাঃ হাঃ...

দাদা মোটেও কোমল না,, এটা মনে যখন ভালেবাসা ফুটন্ত পানির মতো ফুটতে থাকে তখন নরম মনে হয়। 😆😆

মেয়েরা কথায় কথায় বর কে চড়থাপ্পড় মারে না তাই মেয়েদের হাত রাজহাঁসের পালকের মতো নরম কোমল হয়ে থাকে।😃
ছেলেরা কথায় কথায় বউকে চড়থাপ্পড় মারে তাই বউ এর অভিশাপে তাদের হাত বানরের মতো কর্কশ আর শক্ত হয়।🤣🤣

কারন হচ্ছে মেয়েদের কাজ হচ্ছে দিন রাত চব্বিশ ঘণ্টা শুধু চুলোচুলি করা, আর চুলোচুলি যেহেতু চুল ধরেই করতে হয় এই জন্যই মেয়েদের হাত রাজ হাঁসের পালকের মতো নরম। কারণ চুল হচ্ছে নরম জিনিস, সেক্ষেত্রে এখানে হাত শক্ত হওয়ার কোন সুযোগ নাই।

ছেলেরা নিজের শরীরের ম্যায়া ত্যাগ করে কঠোর পরিশ্রম করে আর মেয়েদের ক্ষেত্রে তারা নিজের শরীর কোমল রাখা এবং সৌন্দর্যতা বজায় রাখার মাধ্যমে যতটুকু সাধ্য কাজ করে থাকে সেজন্য মেয়েদের শরীর ও হাত কোমল।🤩🤩

মেয়েদের হাত নরম এই জন্য যে ছেলেদের হাত গরম বলে🤪🤪।সারাদিন পরিশ্রম করেন ত তাই বিধাতা এভাবে মেয়েদের হাত তৈরি করেছে যাতে সারাদিনের কষ্ট ঐ নরম হাতের স্পর্শে বিলিন হয়ে যায়।এই নরম হাত থেকে কারও উদ্দার নেই😂😂

এই নরম হাত যখন গরম হয়ে যায় তখন আবার পুরুষ মানুষের রক্ষে নেই। হা হা হা...

হি হি হি তাই নাকি?

এত সুন্দর ভাবে বললেন এখনই বিয়ে করতে ইচ্ছে করছে কিন্তু লাস্টের লাইনটা আবার সতর্ক করে দিল বাবা সিঙ্গেলই ভালো আছো 🙄

সতর্কের কিছু নেই ভাইয়া, বলছিলাম মেয়েদের কোমল হাত ছেড়ে যেতে মন চাইবেনা। তাড়াতাড়ি করে ফেলা সুন্নত ভাইয়া বিয়ে।আপনার গুনাহ কম হবে😂🤣😍।

মেয়েরা রাজ্যের ক্রিম, লোশন হাবি জাবি মাখতেই থাকে সেই কারনে, হাতের জন্যই আলাদা হ্যান্ড ক্রিম হয়। ছেলেরা তো জীবনে এসবের নামই শোনে নি। সুতরাং কোন চান্স নেই নরম হওয়ার।আর মেয়েরা রান্না করে হাতে তেল লাগে।তাই নরম। ছেলেরা রান্নাও করে না তেলও লাগে না। তাই শক্ত লোহা।

সারাদিন শুয়ে বসে খায় তো এই জন্যে😁।আর ছেলেরা তো পরিশ্রমী এই জন্যে ছেলেদের হাত একটু শক্ত বেশি।😬

মেয়েদের তুলনায় ছেলেদের কঠোর পরিশ্রম করতে হয় তাই ছেলেদের হাত শক্ত হয়। তবে আবার সব ছেলেদের হাত শক্ত হয় না। কিছু এ ক্ষেত্রে ভিন্নতা আছে।পরিশ্রমের তারতম্যের কারণে ছেলেদের হাত শক্ত ও নরম হয়।

যথার্থ উত্তর দিয়েছেন বৌদি, আমিতো দুষ্টমি করে উত্তর দিয়েছিলাম মজার জন্য।

নারীরা হলো কন্যা, জায়া ও জননী। এই তিন ক্ষেত্রেই তাদের কে নরম ও কমল মনের অধিকারী হতে হয়। আর এ কারনে নারীদের হাত রাজ হাঁসের পাখের মত নরম ও কোমল হয়।
পুরুষ জাত হয় শাসক, শোষক আর ক্ষমতা ধর। তারা ক্ষমতার জোরে শাসন করতে পছন্দ করেন। এ কারনে পুরুষ জাতি বানরের মত কর্কশ হয়।

কথায় আছে, ‘মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না’ আসলে মেয়েদের মন হাসের পালকের মত নরম তাই তাদের হাতও পালকের নরম।

সৃষ্টিকর্তা সম্ভবত রাজহাঁসের পালক ও মেয়েদের হাত একসাথে বানিয়েছেন। তাই এক করে বানিয়েছেন। হা হা হা।

যার যার মন যেমন তার তার শরীরেও তো তেমনি প্রতিফলন হবে। মেয়েদের মন যেমন রাজহাঁসের পালকের মতো নরম সেজন্য হাতেও তার প্রতিচ্ছবি পরে। আর ছেলেদের মন বানরের মতো জন্যই হাত ও বানরের মতো কর্কশ।

মেয়েরা মা,স্ত্রী ও প্রেয়সি , তাই মেয়েদের হাত রাজহাসের মত নরম আর ছেলেদের হত শাসনের তাই তাদের হাত শক্ত।

মেয়েদের হাত কেন রাজহাঁসের পালকের মতো কোমল আর ছেলেদের হাত কেন বানরের মতো কর্কশ?

এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে মেয়েরা খুবই ফাঁকিবাজ, দাদা । ভারী কোন কাজ করে না এই জন্য হাত শক্ত হয়ে যাওয়ার সুযোগ হয় না। অন্যদিকে ছেলেদের দিনরাত পরিশ্রম করতে হয়। ভারি ভারি কাজকর্ম করতে করতে কোমল হাতটাও পাথরের মত শক্ত হয়ে যায়। আমার এক বন্ধু আছে তন্ময় নামে তার হাত ধরলে মাঝে মাঝে মনে হয় পাথরের খন্ডের সাথে হাত লাগাচ্ছি।

সৃষ্টিকর্তা মেয়েদেরকে নরম ও কোমল প্রকৃতির করেই সৃষ্টি করেছেন, যেন এই কোমল প্রকৃতির নারীদেরকে নিষ্ঠুর পুরুষেরা কষ্ট না দিয়ে আদর ভালোবাসা দিয়ে ভরে রাখে।

সবই হলো হরমোনের কামাল। টেস্টোস্টেরন যেখানে হাত শক্ত ও পেশীবহুল বানিয়ে দেয় সেখানে ইস্ট্রজেন হাত নরম ও কোমল রাখে।

ফিলিং বৈজ্ঞানিক 🤣