এবিবি-ফান প্রশ্ন-৬৮ || আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

প্রথমেই টাকা গুলো গুনতে শুরু করে দিতাম। তারপর মাথার কি অবস্থা থাকে সেই ভাবে কাজ করতাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

তাইলে আর দেরি না করে চাঁদে জায়গা কিনতাম। সেখানে বৌটাকে পাঠিয়ে দিতাম এবং মনের আনন্দে এখানে বসবাস করতাম। যাক বৌটাকে তো খুশি মনে বিদায় করতে পারতাম।

বউ এর হাত থেকে বাঁচার জন্য ভালো একটা সিদ্ধান্ত ছিল হাহাহা

Loading...

লটারিতে ১ কোটি টাকা পেলে ওই টাকাগুলো জমিয়ে রেখে আরো চার-পাঁচটা টিকিট কেটে নিয়ে আসতাম তখন সব টাকা দিয়ে মনের আশা পূর্ণ করতাম, তারপর পায়ের উপর পা তুলে স্টিম এর আপ ডাউন দেখতাম। আহ কি শান্তি!

সত্যি কথা বলতে এরকম কিছু যদি আমার সাথে হয় তাহলে আমি সর্বপ্রথম আমার যে শখ গুলো আছে সেগুলো পূরণ করে বাকি টাকা দিয়ে স্টিম কিনতাম। এরপর পাওয়ার আপ করে সর্বপ্রথম এই পোস্টে একটা ভোট দিতাম। 😁😁

সুমন দা এই স্টিম কেনার কথা কিন্তু আমার মাথায়ও আসছে।

আপনি স্টিম কিনলে আমার অর্ধেক ভাগ দিয়েন। আমি পেলেও পাঠিয়ে দিবো। 😛

ডিল ফাইনাল সুমন দা। আমি রাজি।😁 তবে blacks দা এ কি লোভ দেখিয়ে গেলো, আমার তো রাতে ঘুমাতে সমস্যা হয়ে যাবে।😰

লটারি না পেলে blacks ভাইয়ের নামে মামলা করতে হবে😁

Blacks দার যে পাওয়ার এখানে আমাকেই তুলে নিয়ে যাবে পুলিশ, যদি কেস করি সুমন দা। হা হা হা...🤣🤣🤣

আমাকে খুঁজে পাবে না। 😋🫢🫢

আমি তো দাদার সাথেই থাকি সুমন দা। আমাকে তো ধরবে পুলিশ।🤣🤣

সাথে আমারেও কিছু ভোট দিয়েন কিন্তু 🤣🤣

আচ্ছা।।। 😁

পরে কিন্তু ভুলে যাবেন না ,আমি কিন্তু সিরিয়ালের প্রথমে 😜😜

অপেক্ষা করেন অনন্তকাল 😜

করলাম আরকি ,তারপর ও যদি কিছু ভোট পাই 😜😜,তারপর আপনার ভোট পেয়ে আমি অনেক গুলা স্টিম জমাবো ,তারপর সেগুলা বিক্রি করে চাঁদে জমি কিনবো। 😜

আমাদের এখানে যেহেতু জমির দাম বেশি তাই মাত্র ৩ কাঠা জমি কিনব। এবং এই তিন কাঠা জমির উপর চার তলা বিল্ডিং বানাবো। তারপর বছর খানেকের ভিতরেই চারখানা বিয়ে করব আর পড়াশোনাকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর সকাল বিকাল "একতলা টু চারতলা" আবার "চারতলা টু একতলা" করতে থাকবো। এতে করে আমার শরীর ও যেমন ফিট থাকবে তেমনি মন মেজাজও ফুরফুরে থাকবে। আর এইসব কিছু শেষ হলে যদি বাকি কিছু টাকা থাকে তাহলে তা দিয়ে পৃথিবী ভ্রমণে বেরোব।

এইসব না করে এক কোটি টাকা গরিব মানুষদের দান করে দিয়েন ভগবান আপনার মঙ্গল করবে।

আমি নিজেই গরীব। আমি আবার কাকে দেবো।

পকেটের দিক থেকে গরিব হলেও মনের দিক থেকে বড়লোক হওয়া প্রথম জরুরী কাজ।

বাপরে বাপ,চারখানা বিয়ে তাহলেই বছর খানেকের মধ্যে আরো চারজন বেড়ে যাবে পরিবারে ,আপনার আর পৃথিবী ভ্রমন করা হলো না।হি হি😁😁

তাতে তো সমস্যা নেই। যার হাতে কোটি টাকা আছে তার এই সব চিন্তা করার দরকার নেই।

হাতে আর থাকবে কই, সব তো বৌদিরা ভাগ করে নিয়ে নিবে,হি হি।

হায় হায় বলেন কি...😰😰 তাহলে বিয়ে ক্যান্সেল

না না দাদা,বিয়ে ক্যান্সেল করলে আমাদের এলাহী খাওয়া দাওয়া মিস হয়ে যাবে।😢

জায়গা কিনে বাড়ি করতে আর কিছু থাকবে না মনে হয়।
চারটে বিয়ে না করলে হয়তো কিছু আশা করা যেত হা হা হা।

যার যেটার অভাব সে তো সেটাই চিন্তা করবে। তাহলে বিয়ের প্ল্যান ক্যান্সেল করে দেই কি বলেন...

সেটার অত অভাব অনুভব করলে প্ল্যান ক্যান্সেল বা করে শর্ট করতে পারেন !!

যে নাকি এক খানাও বিয়ে করবে না বলে সারাদিন চেঁচায় ,সে নাকি চার চারটে বিয়ে করবে। কি সাংঘাতিক। এই জন্যই বলে টাকা থাকলে হাতির পাঁচ পা দেখে ,আর আপনি টাকা পাওয়ার আগেই হাতির ৭পা দেখছেন। 🤣🤣

আপনার ভয়ই পাচ্ছিলাম। আপনি কিছু একটা বলবেন এটা আমি জানতাম।

বিয়ে যদি করতেই হয় তাহলে একটা কেনো করবো। চার পাচটা করবো। 😁😁🤣

টাকার অভাবে শান্তি মত ঘুমাইতে পারি না, এক কোটি টাকা লটারিতে জিতলে প্রথমে একটা টাকার বালিশ বানাবো, সেই বালিশের নিচে টাকা রেখে নিশ্চিন্তে ঘুম দিব।😀😀

প্রথমেই একটি লিস্ট তৈরি করে নিতাম স্বপ্নগুলোর।তারপর কোন স্বপ্ন পূরণ করতে কত টাকা খরচ করবো তার একটি হিসাব কষে সেই মতো কাজ করতাম।

তাহলে আর দেরি না করে লটারি একটা কেটে ফেলেন। বেঁধে যেতে পারে কপালে। হা হা হা..

আমার তো ফুটি কপাল,ভাবছি অন্য কারো নামে কাটতে হবে☺️☺️..

আপনি কিনেছেন কয়টা?🤣

একবার রথের মেলায় কেটেছিলাম একটা টিকিট। পাঁচ টাকার একটা প্লাস্টিকের বাটি পেয়েছিলাম সবুজ রঙের।

আমি একবার ছোট বেলায় লটারিতে ডিম পেয়েছিলাম। 😜😜.

অন্য কোনো রং পেলেন না!

লাল রঙের ছিল মনে হয়, মনে নেই তো। অনেক আগের কথা।

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

কিছু টাকা দিয়ে বিটকয়েন কিনতাম। কিছু টাকা দিয়ে যত ভাল রেস্টুরেন্ট আছে সবগুলোতে খেতে যেতাম। কিছু টাকা দিয়ে একটি porsche 911 কিনতাম। কিছু টাকা দিয়ে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতাম। কিছু টাকা দিয়ে একটি স্টিমের গাছ কিনতাম। কিছু টাকা দিয়ে একটি ভাল রেস্টুরেন্ট দিতাম। আ্যহ টাকা কি শেষ হয়ে গেল নাকি?

হঠাৎ করে যদি লটারিতে এক কোটি টাকা পাই তাহলে সবার আগে নিজের স্বপ্ন পূরণ করতাম , তারপর বাকি টাকা দিয়ে কি যে করতাম ! পেলে ভাববো এখন তো ভেবে লাভ নেই 😅

আপনার ভাবতে দেরি হলে আমাকে দিয়ে দিয়েন এত টাকা দিয়ে আপনি কি বা করবেন😀😀

যদিও আমি বাস্তবে কোনদিন এক কোটি টাকা পাবো না। তবুও যদি আমি এক কোটি টাকা পাই তাহলে সবার আগে আমি আমার চাকুরিটা ছেড়ে দিব। তারপর একটা গাড়ি কিনব, বাকি টাকা দিয়ে কতগুলো স্টিম কিনবো। এরপর স্টিমগুলো আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় প্রিয় বন্ধু-বান্ধবদের কিছু কিছু গিফট করবো। তারপরও যদি আমার কাছে টাকা থেকে যায় তাহলে সে টাকা দিয়ে আমি একবার সুইজারল্যান্ডে ঘুরে আসব।

হুদাই স্বপ্ন👓🤣🤣🤣🤣🤣🤣🤣

বাহ আপনার স্বপ্ন তো ডিজিটাল স্বপ্ন ধরা যায়।স্টিম কিনবেন আবার গাড়িও কিনবেন। যাইহোক কিছু টাকা আমাদের জন্য বরাদ্দ রাখবেন😀😀

লটারিতে ১ কোটি টাকা পেলে প্রথমে চিমটি কেটে দেখতাম স্বপ্ন দেখছি নাকি বাস্তবতায় আছি। চিমটি কাটার পর মনে পড়তো আমি তো কোনদিন লটারিই কিনিনি।😅😅

আমার পছন্দের মানুষের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতাম। বলতাম আমি এখন কোটিপতি। আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন 😁😁😁😁😁।।

মেয়ের বাবা যদি বলে তুমি লটারি পেতে পেতে আমার মেয়ের বিয়ে আগেই দিয়ে দিয়েছি তখন কি করবেন

যে মেয়ে গুলোকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরেও রাজি হয়নি তাদের নিয়ে একটা লম্বা টুর দিবো 😁

টুর শেষ করে একটারে বিয়ে করে সেটেল হয়ে যাবো 🙂

দাদা এত টাকা তো কখনও একসাথে দেখিনি। তাই টাকা তুলে আগে মন ভরে দেখবো।এর চিন্তা করবো কি করা যায়।একগুলো টাকার বিষয় হুট করে তো আর বললে হবে না। হা হা হা।

খানিকক্ষণের জন্য সুখ খোজেঁ নিতাম 🙂। এই টাকার জন্যই এতো কিছু।

বাস্তব মুখি একটি মমন্তব্য করেছেন ধন্যবাদ,অনেক ভালো লাগলো।

জি ভাইয়া 🌼

লটারিতে এক কোটি টাকা পেলে সর্বপ্রথম পত্রিকায় বিজ্ঞাপন দিব যে কেউ মঙ্গল গ্রহে জমি বিক্রি করবে কিনা এইটা লিখে। দ্বিতীয়ত আমার টাকা বলে যে সকল বান্ধবিরা আমাকে ছেড়ে গেছে তাদেরকে হোটেল সোনারগাঁ এ দাওয়াত দিয়ে খাওয়াতাম।

দ্বিতীয় টা ভালো না লাগলেও প্রথমটা কিন্তু জোস বলেছেন ভাই আমারও মঙ্গল গ্রহে জায়গা কেনার খুবই শখ।

লটারিতে এক কোটি টাকা জেতার পরে সবার আগে নিজের ইচ্ছা গুলো পূরণ করার চেষ্টা করতাম, পরিবারের যে দায়িত্ব গুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করতাম।

আমাদের সিয়াম ভাই দেখছি খুব দায়িত্ববান ছেলে। তবে আপনি কি কি ইচ্ছা পূরণ করতেন তার দুই একটা লিখলে মনে হয় ভালো হতো। 😁

সর্ব প্রথমে একটি ল্যাব তৈরি করতাম এবং সেই ল্যাবে ফিজিক্সের সকল প্রকার গবেষণার জিনিসপত্র কিনে রাখতাম, আর বিয়েটা করেই নিতাম হাহাহা।

আমার তো পড়াশোনার থেকে প্রায় মন উঠেই গেছে। আমি তো টাকা পেলে পৃথিবী ভ্রমণ করে আসতাম একবার।

কাকে ভাই টুম্পাকে নাকি,?,মজা করে বললাম😀😀😀

আমি হঠাৎ লটারিতে এক কোটি টাকা পেলে প্রথমে পার্লারে যেয়ে মুখ ফেসিয়াল করাবো😜।তারপর যাব শপিং মলে কসমেটিক আর সুন্দর সুন্দর ড্রেস সেলাই করবো😂😂। বাকি টাকা গুলো জমা রাখবো আর মাসে মাসে এভাবে পরিকল্পনা করে খরচ করবো😍😍।

আমার যদি এক কোটি টাকা থাকতো তাহলে আপনাকে আমি দিতাম। এক কোটি টাকার মুখ ফেসিয়াল করা দেখার খুব ইচ্ছা ছিল আমার।

আমি যদি লটারিতে এক কোটি টাকা পাই প্রথমে আমি আমার স্বপ্নপূরণ করব। তারপরে পরিবারের ইচ্ছে মেটাবো। তারপরে কিছু টাকা দিয়ে স্টিম কিনে পাওয়ার আপ করে দিবো।

আমি কোটি টাকা পেলে এই গরমে মন ভরে আইসক্রিম খেতে থাকতাম। একা খেতাম না সবাইকে শেয়ার করতাম 😋।সব রকমের আইসক্রিম ই টেস্ট করতাম। বাকি টাকা ডাক্তারের জন্য রেখে দিতাম। 😂😥

এই জীবনের একবার ও লটারিতে একটা পায় না।যদি এক কোটি টাকা লটারিতে পেতাম খুশিতে আত্মহারা হয়ে কান্না করতে করতে বেহুশ হতাম।

এই সুযোগে আপনার টাকা অন্য কেউ নিয়ে চলে যেত।

হাহাহা।নিয়ে গেলে তো আমি শেষ।

এক কোটি টাকা ব্যাংকে রেখে আরো ১০০০ কোটি টাকার লোন নিয়ে, খাইভেলি সাইট খুলতাম। আর মানুষকে শেখাতাম ক্যালকুলেটর দিয়ে কিভাবে ফ্রিলেন্সিং করতে হয়।

প্রথমেই ঘুম থেকে উঠতাম,তারপর এগুলা উল্টাপাল্টা স্বপ্ন দেখার জন্য নিজের গালে নিজেই ২টা চড় লাগাতাম।তারপর যদি দেখি, না আমি আসলে ঘুমিয়ে নেই। এক কোটি টাকা বাস্তবেই পেয়েছি তাহলে প্রথমে একটা সুন্দর আরমদায়ক খাট কিনতাম তারপর একটু সরিষার তেল কিনে, নাকে তেল দিয়ে ঘুমাতাম।যার এক কোটি টাকা আছে সে আরামে ঘুম দেওয়া ছাড়া বাকি সব করতে পারে।তাই আগে শান্তিতে ঘুমাব।

যাদের টাকা বেশি আছে তাদেরই ঘুম হয় না রে ভাই। আপনি সরিষার তেল কিনে ঘুমাতে পারতেন কিনা জানিনা তবে ইলিশ মাছ ভেজে খেতে পারতেন এইটুকু জানি।

দাদা সেটাই তো বলেছি।যাদের এক কোটি টাকা আছে তারা শান্তিতে ঘুমানো বাদ দিয়ে সব করতে পারে।তাই আগে ঘুমিয়ে নেব।হাহাহাহহা।আর দাদা আমি মাছ খাইনা।

দাদা কোনদিন লটারিতে একটি চকলেট ও পায়নি। আর এক কোটি টাকা তো দুরের কথা। শুধু শুধু এত টাকার স্বপ্ন দেখতে চাই না হা হা হা....

যদি পেয়ে যান তাহলে একটা চকলেটের ফ্যাক্টরি দিয়ে দিয়েন, তাহলে আর চকলেট পেতে হবে না উৎপাদন করতে পারবেন।

গুনে দেখতাম কম দিয়েছে কিনা বা কোনো ছেঁড়া নোট ঢুকিয়ে দিয়েছে কিনা। জাল নোটও চেক করে নেওয়া প্রয়োজন। :)

আমি হঠাৎ কোটি টাকা পেলে হয়ত খুশিতে হার্ট ফেইল করতে পারি।😂😂

খুশিতে হার্টফেল করে মরতে হবে না আপনাকে আপু। লটারি কেনার কথা ভুলেও ভাবার কোন প্রয়োজন নেই আপনার। এক কোটি টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। 🥳🥳

এমন লটারী কপালে লাগলে ভাই ,আমার খুশিতে বুক ব্যাথা বেড়ে যেতে পারে ।

তাহলে দাদা এখন থেকেই অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার ডাইরিতে লিখে রাখেন। 🌞🌞

যদি বুকে ব্যাথা হয় তাহলে দরকার নেই শুভ দা। আমরা আপনাকে কোনো মতে হারাতে চাইনা।

আমি যদি এক কোটি টাকার লটারি পাই তাহলে আমি সবার আগে একটা কাজ করব যত অসহায় গরীব মানুষ রয়েছে তাদেরকে টাকা দান করব বাকি টাকা দিয়ে জন্য একটা মোবাইল আর একটা ল্যাপটপ কিনবো

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

দাদা এই টাকা দিয়ে আমি অনেক স্টিম পাওয়ার কিনে রাখবো আর পাঁচ বছর পর আমি অনেক বড়লোক হয়ে যাব।

এই চিন্তা আমার মাথায় প্রথমে আসছিলো।

চিন্তা মাথায় আসা গুরুত্বপূর্ণ না, চিন্তা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কাজ।

আমি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে সেই টাকা দিয়ে স্টিম কিনে আমার আইডিতে পাওয়ারআপ করতাম 😌 তারপর আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যের পোস্টগুলোতে ১০০% ভোট দিতাম।

তাই না কি আপনার ইচ্ছে পূরন হোক

আমি যদি লটারিতে এক কোটি টাকা লাগে ৷ আমি তো শুনেই আগে জ্ঞান হারিয়ে ফেলতাম ৷ তারপর না জানি মেডিক্যাল ভর্তি হয়ে যাবো ৷

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 10th Oct 2022 – Win 650+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

আমি যদি এক কোটি টাকার লটারি পায় তাহলে আর বাংলাদেশেই থাকবো না, 😅 ডিরেক্ট দুবাই চলে যাব। বড় বড় হোটেলে থেকে খেয়েদেয়ে একদম চম্পট মেরে আসবো। আর সব থেকে বেশি ভালো লাগবে যে বিষয়টা সবাই আমাকে ম্যাম ম্যাম ম্যাডাম ম্যাডাম কোটিপতি ডাকবে। যেই না কোটি টাকা শেষ আমার পাওয়ার শেষ 🤣

কেনো আপু কোটিপতিরা বাংলাদেশ থাকে না....? 🤣🤣 আপনার মনের ইচ্ছাকে সন্মান করে আমি ঘুমাতে গেলাম।

যদি এরকমটি আমার সাথে হতো তাহলে আমার পাশে থাকা কোন লোককে প্রথমে বলতাম আমাকে একটা চিমটি কাটতে আমি ঘুমিয়ে আছি না জেগে আছে।।

সত্য কথা বলতে আমার এত বড়লোক হওয়ার কোন ইচ্ছা নাই দুবেলা দুমুঠো ডাল ভাতে চললেই হল।।

আমার এলাকায় যত গরিব মানুষ আছে তাদের লিস্ট করতাম এবং টাকাগুলো তাদের মধ্যে বিলিয়ে দিতাম।।

লটারি জেতার ভাগ্য আমার নাই। যেখানে লাটারি যেতাই আমার ভাগ্যে নাই সেখানে এক কোটি টাকা পেলে কি করতাম তা চিন্তা করে মাথা নস্ট করার কোন মানে হয় না।

আমি যদি লটারিতে ১ কোটি টাকা পাই তাহলে সাথে সাথে সব টাকা দিয়ে স্টিম কিনে পাওয়ার আপ করে ফেলব।

আমার কাছের বড় ভাই টাকার অভাবে খুবই খারাপ পরিস্থিতিতে আছে কিন্তু মানুষ এতটাই ভালো যে তার কোন তুলনা হয় না তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতাম। 😎😎

এক কোটি টাকা পেলে আমি ২৫% দিয়ে আগে মেকাপ, জামাকাপড় সব কিনতাম,২৫% দিয়ে বিজনেস শুরু করতাম, ২৫% ফিক্সড করে রাখতাম ,শেষ ২৫% হাতে রাখতাম।

প্রথমেই গোসল করে আসবো দেখতে হবে জেগে আছি কিনা। তারপর আগে ব্যাংকের ঋণ শোধ করবো।
বাকি পরিকল্পনা লটারি জেতার পর করা যাবে।

প্রথমে তো আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। তারপরে ২৫℅গরীবকে দিতাম বাকি টাকা টা স্টিম ক্রয় করে ডেলিগেশন করতাম।

একদম সহজ হিসেব, প্রথমে সবগুলো জিএফ এর তালিকা তৈরী করবো, তারপর তাদের জন্য আলাদা আলাদা বাজেট করবো আর টাকাগুলো দিয়ে সুখ কিনবো, হি হি হি।

এই ব্যাপারটা বাসায় জানে। জি এফ লিস্ট করতে কয়টা পৃষ্টা লাগতো শুনি 🤣🤣.আর সুখ কোথায় কিনতে পাওয়া যায় ,ঠিকানাটা একটু দিয়েন তো

নিজেকে আগে ডাক্তার দেখাবো আমি লটারিতে এক কোটি টাকা পেয়ে ঠিক আছি কিনা 😜😜 .বলা তো যায় না ,এত টাকা এক সাথে দেখে যদি হার্ট এট্যাক হয়।

হঠাৎ এতগুলো টাকার মালিক হলে সবগুলো টাকা দিয়ে স্টিম টোকেন কিনে পাওয়ার আপ করতাম এবং আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে একটু খুশি করতে ভোট দিতাম।

আমি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে।

আমার বাংলা ব্লক পরিবারের সকল সদস্যদের মাঝে বিলিয়ে দেবো তারা সকলে নিজের মতোন করে খরচ করবে।

কিছুদিন ধরে নিজেকে বুঝাইতাম আমি এক কোটি টাকার মালিক।

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

প্রথমেই ডাক্তারের কাছে গিয়ে হার্টবিট এবং ব্লাড প্রেসার ঠিক আছে কিনা পরীক্ষা করাবো কারন আনন্দের চোটে হয়তো হার্ট অ্যাটাক হতে পারে।

বেঁচে আছি শিওর হবার পর টাকা দিয়ে কি কি করবো লিষ্ট করতে বসে যাবো। 😄

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 11th Oct 2022 – Win 550+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem