এবিবি-ফান প্রশ্ন-৫৭ || পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ।

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা । কথাটির অর্থ কি দাঁড়ায় ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আপনি কি ভাবছেন এই কথার পরিপ্রেক্ষিতে তা জানতে চাই । মাথায় চিন্তাটা ঘুরপাক করলো , তাই লিখে ফেললাম ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ব্যাপারটা কিছুটা ঘুষের মত, অনেক সময় ঘুষ দিয়ে যেমন চুপ করিয়ে ফেলা যায় মুখ, তেমনি পেটকে শান্তি রাখলে বাকি সব কাজই শান্তিতে করা যায়।

মানুষ পেটকে সর্বশান্ত রাখার জন্য কাজ করে।আর সেই কাজের রোজগার দিয়ে বাজার করে আহারের ব্যবস্থা করে।সেটা ঠিকভাবে হলেই পেট ঠান্ডা হবে তখন দুনিয়ার কাজও নির্বিঘ্নে করা যাবে।

ক্ষুধার জ্বালা বড় জ্বালা ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, পেটে জ্বালা উঠে সেজন্যই তো পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

পেটের জন্য শান্তি আর
পেটে'ই অশান্তি,
পেটের জন্যই পৃথিবীতে
এত ভোগান্তি।

পেট হলো অলরাউন্ডার
দেহে বিচরণ,,
পেটই পারে শান্ত করতে
ভোগা ক্লান্ত মন।

পেট যদি ঠান্ডা থাকে
সতেজ থাকে দেহ,
সহজে আর অশান্ত করতে
পারে না তো কেহ।
♥♥

আপু আপনার কথাগুলোই কবিতা। পেট নিয়ে এত সুন্দর কথা বললেন সত্যিই অনেক মজা পেয়েছি

তাই বুঝি♥♥

অসম্ভব সুন্দর হয়েছে আপু।

ধন্যবাদ আপু মনি♥

ঘরের বউ যদি ঠান্ডা থাকে তাহলে পেটও ঠান্ডা হবে। কারণ বউ রান্না না করলে খাওয়া বন্ধ। 😃😃

একদম সত্য কথা বলেছেন রান্না না করলে কোন উপায় নেই জালা অন্তরে জ্বালা। 🤩🤩

কে বলেছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আমার পেটটা তো ঠান্ডা আছে কিন্তু বাইরে তো হেব্বি গরম পড়েছে। যাই হোক আমি মনে হয় সূর্যের দেশে আছি।

বিয়ের পর সবাই সূর্যের দেশে চলে যায়। এটা আর নতুন কি। হা হা হা...

পেটে টান পরলে , দুনিয়ার সব খাবার একাই খেতে মন চায় পক্ষান্তরে পেটে চাপ পরলে দুনিয়ার সব ভালো খাবার সামনে থাকলেও খেতে মন চায় না। তাই পেট শান্তিতে থাকলে দুনিয়া শান্তি লাগে...ক্ষুদা লেগেছে ,কাজে মন নেই -ভাবতেছি আজ কি রান্না হয়েছে বাসায়।

এই পেটের জন্যই তো এতো কিছু। কিছু না পেয়ে চুরি, ডাকাতি, রাহাজানি সবকিছুর মূলে যেন পেটের দায়। পেট ঠান্ডা থাকলে চুরি, ডাকাতি সব মুছে যেত।

আজকের প্রশ্নঃ
পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা । কথাটির অর্থ কি দাঁড়ায় ?

ভাইয়া এর দ্বারা বউকে বুঝানো হয়েছে। বউ ঠান্ডা তো সব ঠান্ডা। বউ গরম তো ঘর,বাহির,ইহকাল,পরকাল সবই গরম হা হা হা

সব শুধু বৌয়ের দোস। জামাইয়েরা একদম দোয়া তুলসি পাতা।

তাও আবার দুধে ধোয়া তুলসীপাতা। হা হা হা।

হ্যাঁ বউ যদি গরম হয়ে যায় তাহলে পেট এবং মাথা সবকিছু গরম হয়ে যাবে।

পেটে গ্যাস থাকলে পেট গরম থাকে। গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে পেট ঠান্ডা রাখবেন, তা না হলে কিছু খেতে পারবেন না। আর খেতে না পারলে দুনিয়ার কোন কিছু ভাল লাগবে না। হা হা।

অনেক ভালো যুক্তি ছিল অনেক মজা পেলাম।

স্টোর ফাঁকা থাকলে যেমন কারখানার কর্মীরা হইচই করে ঠিক তেমনি মানুষের স্টোর পেট। তাই পেটে খাবার থাকলে মানুষের মাথা ঠান্ডা থাকে।

ভোগে নয় ত্যাগেই সুখ জানেন তো😝।
এই জন্যে পেট ঠান্ডা করার জন্য আগে পেট খালি করতে হইবে।

কথা একদিকে সত্য আর একদিকে জ্বালা অন্তরে জ্বালা 🤩🤩

পেট শান্তি থাকলে দুনিয়া শান্তি থাকে , কারণ পেটের জন্যই তো এতো কষ্ট ৷ পেটে খাবার না থাকলে অশান্তি আর পেট ভরাট থাকলেই শান্তি ৷

খাওয়াই জীবন। খাওয়ার জন্য সব কিছু। টাইম মত খেতে না পেলে আমার মাথায় আগুন জ্বলে যায়।খিদের সময়ে আমার হাতের কাছে খাট, আলমারি টেবিল যা পাব সব খেয়ে নেব। খেয়ে নিলেই আমি ঠান্ডা, আমার দুনিয়া ঠান্ডা।

পেটে যদি ক্ষুধা থাকে তাহলে সবকিছুই জ্বালা মনে হয় ভালো লাগলো।

জীবনে প্রচুর খেতে হবে প্রচুর 😂😂

বউ ঠান্ডা তো ঘর ঠান্ডা।। রেসিপি ভালো তো পেট ঠান্ডা।। সবকিছুই মায়া।। আর বইয়ের রাগের উপর নির্ভর করে আবহাওয়া টা কেমন হবে।।

পৃথিবীর সকল মানুষ এবং জীবজন্তু এত ছুটেছুটি একমাত্র পেটের দায়ে। যেকোনো কর্মে আগেই চলে আসে সে পেটের ক্ষুধার কথা। তাই কর্ম করে যদি খাদ্যের অন্বেষণ না হয় তাহলে তার কর্ম বিফল। এজন্যই প্রবাদে আছে "পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।" অর্থাৎ আমরা সকলে ছুটছি একমাত্র পেটের দায়ে।

পেট ঠিক না থাকলে শৌচাগারে যেতে যেত বারোটা বেজে যাবে।তখন পৃথিবীতে এর চেয়ে অশান্তি আর কিছুই মনে হবে না।

পেট এর দায়ে হচ্ছে জীবনের সামনে দিকে এগিয়ে চলা, রোজগার করা। পেটের যদি খিদা না থাকত,মানুষ জড়পদার্থ হয়ে থাকত।তাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ।

পেটে ক্ষুধা থাকলে, পেট জ্বালা করে, মাথা কাজ করে না, আর সেই জ্বালায় ইচ্ছে করে দুনিয়াটাই জ্বালিয়ে দেই। আর পেট ভরা থাকলে থাকলে মাথা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে তাই দুনিয়াটাও ঠান্ডা থাকে।

যখন মানুষের ক্ষুধা লাগে তখন মাথার যত তার আছে সেগুলো ছিঁড়ে যায় তাই মাথা কাজ করে না কখন কি বলে কখন কি করে ঠিক নাই। পেটে কিছু দানাপানি পড়ার পর আবার মাথার তার গুলো ঠিক হয়ে যায় তখন সবকিছু স্বাভাবিক। তাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

খিদে লাগলে মাথার তারও ছিড়ে যায়। হা হা হা.. এটা মজার ছিল।

একটা ঘরের মাঝখানে আগুন লাগলে যেমন সারাঘর ছড়িয়ে পড়ে এর প্রভাব তেমনি পেটে খিদা লাগলে সারা শরীর অকেজো হয়ে যায়।তাইতো ছোটবেলায় খিদা লাগলে বলতাম মধ্যের বাড়িত আগুন লাগছে🤣🤣

পেট থেকে মানুষ শরীরে শক্তি পায়।পেট যদি গরম হয় তবে সব গরম হবে।তাই আগে ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

কথাটার অর্থ টাকাই সকল সুখের মুল নয়।পেটই সকল সুখের মূল।তাই বউকে সন্তুষ্ট রাখুন।বউ বেজার তো খাওয়া বন্ধ।আর খাওয়া বন্ধ মানে আপনার দুনিয়া গরম।তাই বউকে সন্তুষ্ট রাখুন,সুখে থাকুন।

পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা । কথাটির অর্থ কি দাঁড়ায় ?

যদি আমরা আমাদের পেটকেই দুনিয়া মনে করে নি তাহলে এই প্রশ্নের উত্তর খুব সহজেই হয়ে যাচ্ছে। যেহেতু পেট দুনিয়া তাই পেট ঠান্ডা করার সাথে দুনিয়াই ঠান্ডা হয়ে যাচ্ছে।

আসলে পেটের মধ্যে থাকাই ইঁদুরগুলো যদি শান্ত থাকে তাহলে তো দুনিয়া ঠান্ডা থাকবেই।

খাওয়ার জন্য জীবন, জীবনের জন্য খাওয়া, তাই পেট শান্তি তো দুনিয়া শান্তি।

পেট যেমন গোল দুনিয়াটাও ঠিক সেরকম গোল। দুজনের দারুণ মিল !! তাই পেট ঠান্ডা থাকলে দুনিয়াটাও ঠান্ডা থাকে হা হা হা।

পেটে নেই দানা দুনিয়া বেফানা।এই পেটের জন্য তো মারামারি কাটাকাটি।তাই তো আমি সব সময় খেয়ে খেয়ে মোটা হচ্ছি🤭🤭।

কথাটির অর্থ এই যে আমাদের বাঙ্গালীদের বেশি বেশি করে পান্তা ভাত খেতে হবে, আর ঘুম পাড়তে হবে।
কারণ,পান্তা ভাত খেলে পেট ঠান্ডা হয় আর পেট ঠান্ডা হলে তো ঘুম পায়, আর ঘুমিয়ে থাকলে কানে কিছুই শোনা যায় না, তাই সারা দুনিয়া ঠান্ডা হয়ে যায় 🙃 হিহিহি

পেটে যদি খাবা না থাকে পুরো দুনিয়াটাই অশান্তি লাগবে, আবার ধরুন উল্টাপাল্টা খেয়ে পেটের ভিতর অশান্তি, তাহলেও কিন্তু দুনিয়াটা অশান্তি লাগবে। তাই বলা হয়েছে পেট শান্তি তো দুনিয়া শান্তি।

পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এই কথাটা হচ্ছে ওল্ড ভার্সন এই কথার আপডেট ভার্সন হচ্ছে-“বউ ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা”। হা হা হা..

পেট হলো দুনিয়া নামক জামাই এর এক মাত্র সৎ দজ্জাল শাশুড়ি। পেট নামের ওই বিষাক্ত মহিলা যখন চিৎকার করতে থাকে তখন দুনিয়া উলট পালট হয়ে যায়। আবার যখন তার শাশুড়ি অর্থাৎ পেট শান্ত থাকে তখন দুনিয়া ও শান্ত হয়ে যায়। দুনিয়া তার নিজের কাজে ঠিকঠাক মন দিতে পারে। আসলে দুনিয়া ঘর জামাই থাকে তো তাই মাঝেমধ্যে পেট শাশুড়ির ঝাড়ি খেতে হয়।

আসলে পেটে যদি খাবার না থাকে তাহলে কিভাবে মন ভালো থাকবে। তাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা মানে হয়। পেটে যদি খাবার কেনার মতো ইনকাম থাকে তাহলে যে কোন কাজ করতে ভালো লাগে শান্তিতে করা যায়।