আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বেদনার রং নীল । লাল নয় কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো জানি না। আপনাদের কাছ থেকে জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বেদনার রং কি নীল না লাল সেটা কি কেউ দেখেছে? আমি তো মনে করি বেদনার রং নীল বা লাল নয়। সে যখন যার মনে বসবাস করে তার রং এ রঙিন হয়ে উঠে। লাল হলো প্রেমের রং। নীল হলো আবেগের রং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নীল আবেগের রং এটা জানা ছিল না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু বেদনার রং আসলে কি আমরা কেউ জানিনা। তবে আমরা কল্পনায় নীল রং কে খুঁজে নিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন আপু প্রেমের রং লাল হয় আর বেদনার রঙ নীল হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নীলের মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। যেটা সবকিছুর থেকে একেবারে আলাদা। আসলে বেদনার স্ত্রীর পছন্দের কালার হচ্ছে নীল😃। আর তার এক্স গার্লফ্রেন্ডের কালার হচ্ছে লাল😂। স্ত্রীর মন রক্ষা করার জন্যই তার রং নীল 😁🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার রং যদি লাল হতো তাহলে দেহের রক্তের সাথে মিশে যেতো তাই বেদনার রং নীল। নীল হওয়ার কারণে দূর থেকে সহজে বুঝা যায় বেদনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই বেদনার রং নীল হওয়ার কারণে দূর থেকে অনেক সহজেই বোঝা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার রং লাল হলে সবাই বেদনাকে ভয় পেতো। যেহেতো বেদনার রং নীল তাই সবাইকে বেদনাকে আপন করে নিয়ে বিরহ পালন করে,হা হা হা। 😂🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই। হা হা হা 🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাগ্যিস বেদনার রং লাল নয়। না হলে তো প্রেমে ছ্যাকা খাওয়ার পর রক্ত টাই বদলে ফেলতে হতো।😃
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা 🤣🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো আঘাতপ্রাপ্ত জায়গা যখন নীল হয়, তখন ব্যথা বেশি অনুভূত হয়।আর এই বেশি ব্যথার অপর নাম বেদনার অভিজ্ঞতা।এই অভিজ্ঞতাগুলি স্মরণ করিয়ে দিতেই বেদনার রং নীল হয় লাল নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত গভীরভাবে কখনো ভেবে দেখা হয়নি আপু। এটা অবশ্য ঠিক বলেছেন আঘাতপ্রাপ্ত জায়গা গুলোতে অন্য রকমের রং হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু,বেশি আঘাত পেলে নীলচে হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"বেদনার রং নীল" এমন একটি ভাবনা যে, নীল রংটি সাধারণত বিষণ্ণতা ও গভীর আবেগের প্রতীক। আর লাল রং সাধারণত উল্লাস বা প্রেমের সাথে যুক্ত। তাই বেদনা ও বিষণ্ণতার অনুভূতি প্রকাশ করতে নীল রং ব্যবহার করা হয়, যা আরও গভীর অনুভূতির প্রতীক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা নীল রং সবচেয়ে বেশি পছন্দ করে, আর তাই বেদনার রং নীল। যদি লাল রং পছন্দ করতো,তাহলে বেদনার রং লাল হতো। ভাই আমি সহজ সরল মানুষ,তাই সিম্পল ক্যালকুলেশন পছন্দ করি 😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার মত আমিও সহজ-সরল মানুষ তাই সিম্পল ক্যালকুলেশন পছন্দ করি। যে যেমনটা পছন্দ করে তেমনটাই তো হবে 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা আর নীল, এই দুটোকেই লাগামহীন ভালোবাসা যায়। তাই এর রং নীল। বেদনার দাপটে শরীর নীল হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে ঠিক বলেছেন। এইজন্যই মনে হয় নীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা আর নীল দুটোই একই সুতোয় গাঁথা।
আসলেই দাদা বেদনার দাপটে শরীর নীল হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা পাওয়া সাপের কামড় খাওয়ার একই কথা।আর সাপ কামড়ালে যেমন শরীর নীল হয় তেমনি বেদনার রং ও নীল হয়।আর মানুষ লজ্জা পেলেই শুধু লজ্জায় লাল হয়ে যায় আর বেদনায় নীল হয়ে যায়।তাই বেদনার রং নীল হয় লাল নয়🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাল, নীল দুই ভাই। বেদনা একটি মেয়ের নাম। লাল যেহেতু বিপদের সংকেত নীল যেহেতু সুখবরের প্রতীক। বেদনা মেয়েটা একটু চালাক ছিল 😯। তাই সে নীলকে বিয়ে করে নেয় 🥰। আর লালকে রিজেক্ট করে দেয়। বেদনা আর নীল যেহেতু স্বামী-স্ত্রী। তাই বেদনার রং লাল হওয়ার কোন চান্স নাই। বেদনার রং নীল হওয়াতেই সীমাবদ্ধ। আর লাল বেচারা এ দুঃখে হার্ট অ্যাটাক করে মারা যায় 😄😄।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই কষ্টের রং নীল এই কারণে অনেকে বলে বেদনার রং নীল। তবে আঘাত এবং কষ্ট আমার মতে কোন রং দিয়ে বিবেচনা করা যায় না। এটি কথার কথা অনেকে বলে থাকে। আর আমার মতে বেদনার রং সাদা হওয়া দরকার। তাহলে একসময় মানুষের কষ্ট দূর হয়ে সাদা মনের মানুষ হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু কষ্টের রং নীল বলেই আমরা জানি। তাই কষ্ট পেলে অন্যরকম অনুভূতি হয়। সেজন্যই বেদনার রঙ নীল বলা হয়। দারুন উত্তর দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদানায় হৃদয়ে রক্তক্ষরণ হয়, আর এ রক্ত দেখা যায় না যার কারণে বেদনার রং লাল হয় না, নীল হয়। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদানা লাল তাই বেদনা নীল৷
যাইহোক এই প্রশ্নটা আগেও এসেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ যখন মানুষকে ছোবল দেয় তখন শরীর নীল হয়ে যায় সাপের বিষে। আর বেদনা হয় শরীরে। তাই মানুষ যখন কস্ট পায় মানুষের মনও ব্যাথায় নীল হয়ে যায়। তাই বেদনার রং নীল। আর লাল হলো ভালোবাসার রং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অবশ্য ঠিক বলেছেন আপু বেদনা একদম সাপের বিষের মতই। তিলে তিলে শেষ করে দেয় ভেতর টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার রঙ নীল কারন ভুল করে সে বউকে বলছে তরকারিতে লবণ কম হয়েছে। বেদনার বেদনা আমি বুঝি।আমার সাথেও হয় মাঝে মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা মানুষের সঙ্গে গভীর ভাবে জড়িত। তবে বেদনার কোন রং নেই। দুঃখ কষ্টের অবস্থা অনুযায়ী আকার ধারণ করে। গভীর বেদনায় শোকাহত হয়ে নীল রং দেখা যায়। কিন্তু লালের কোন অস্তিত্ব নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার কারণে মানুষ কষ্টে থাকে তাই চোখমুখে নীল রংয়ের ছাপ পড়ে যায় ঠিকই বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ সভ্যতার শুরু থেকে কিছু ব্যাপার নির্ধারণ করে নিয়েছে
যেমন ভালোবাসার রং লাল
শোকের রং কালো
তেমনই বেদনার রং নীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদানা যে রং আছে এটাই তো আমি জানতাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার রং নীল, কারণ বেদনা যখন আসে, তখন সেটা মনের আকাশে মেঘ জমায় আর মেঘ তো নীল, তাই বেদনাও নীল! আর লাল কেন নয়? কারণ লাল রং মানেই বিপদ সংকেত—সিগন্যালে দাঁড়িয়ে থাকার মতো; বেদনা কি আর থেমে থাকে? সে তো সবসময় চলতে চায়, তাই তার রং নীল! 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার রং যদি লাল হতো তাহলে মানুষ রক্তশূন্যতায় ভুগতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit