আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ ভাঙা আয়নায় মুখ দেখতে নিষেধ করে কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই তবে জানতে ইচ্ছুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সব আয়না ব্যবসায়ী দের চক্রান্ত।সবাই ভাঙ্গা আয়না ব্যবহার করতে থাকলে তাদের ব্যবসায় লাল বাত্তি জ্বলবে।তাই এই গুজব ছড়ানো হয়েছে।যাতে ডিমান্ড এর কমতি না হয়,আর ডিমান্ড এর কমতি না হলে সাপ্লাই এর কমতি হবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে মানুষ স্বচ্ছ এবং সুন্দর কিছুর প্রতিচ্ছবি দেখতে পছন্দ করে আর অসম্পূর্ণ কিংবা ক্রুটিপূর্ণ কিছু দেখতে ভয় পায়, তাই ভাঙ্গা আয়নায় ক্রুটিপূর্ণ কিছু দেখা হতে বিরত থাকতেই এই কাজ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এট দারুণ লেগেছে ভাই💕💕।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি ভাঙ্গা আয়নায় মুখ দেখে নিজের জীবনটাও সেই আয়নার মতো ভেঙে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই দুঃখজনক বিষয় দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা আয়না দেখলে নিজের ট্যাকের অবস্থা মনে পড়ে যেত কিনা। :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনিতেই আমরা যেসব আয়না ব্যবহার করি আমাদের নিজেদের মুখ দেখার জন্য সেই সব আয়নায় আমরা যেমন দেখতে তার থেকে তিনগুণ খারাপ দেখায় । আয়না যদি ফ্রেমে থাকা অবস্থায় দুই ভাগ হয়ে যায় সেই আয়নায় মুখ দেখলে অদ্ভুত রকম দেখতে লাগে। আমরা যেন নিজেকে দেখে নিজেরাই ভয় না পেয়ে যাই, সেই জন্য ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নিষেধ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ ভাঙা আয়নায় মুখ দেখতে নিষেধ করে কারন অবিবাহিতদের জন্য প্রেমিক-প্রেমিকা চলে যাওয়ার আশঙ্কা আর বিবাহিতদের বিবাহ বিচ্ছেদ যাতে না ঘটে তাই।😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা আয়নায় মুখ দেখলে
সংসার ভেঙে যায়,,
অনেক আগে শুনেছিলাম
দাদির মুখে হায়।
ভাঙ্গা আয়নায় প্রতিচ্ছবি
স্বচ্ছ আসেনা,,
তাইতো সবাই ভাঙ্গা আয়না
ভালোবাসে না।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা আয়নায় মুখ দেখতে গিয়ে যদি ওপাশের লোকটা টেনে নিয়ে যায় সেই ভয়ে !!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই তাহলে তো ওপারের লোকটাকে একনজর দেখে আসতে পারতেন। সেটা মন্দ হতো না। হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে গেলে তো রিস্ক থেকে যায় যদি ফিরে আসতে না পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আয়নারও একটা মান সম্মান আছে। আয়না কত সুন্দর করে আমাদের প্রতিচ্ছবি দেখায় ভাঙা আয়নাই মুখ দেখলে আয়নার সম্মান হানি হবে।😅 তাই মানুষ ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নিষেধ করেছেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙা অয়নাতে সুন্দর ও সুন্দরীদের ভূত ও পেত্নীর মতো মনে হবে তাই 🤓🤓🤓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই,সকলেই তো সুন্দর ও সন্দরী হতে চায়। তবে তো বেশি করে ভাঙা আয়নায় মুখ দেখবে। বিশেষকরে মেয়েরা। তখন তাদের কষ্ট করে আর ফাউন্ডেশন দেওয়া লাগবে না। হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবনে এভাবেই নানান সমস্যায় জর্জরিত।তাই ভাঙা আয়না দিয়ে মুখ দেখে আর মনকে ভাঙতে চায় না।তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছ্যাকা খাওয়া হৃদয় নাকি ভাঙা আয়নার মত। তাই তো সবাই ভাঙা আয়না দেখতে নিষেধ করে। যদি আবার কাউকে ছ্যাকা দেয়ার কথা মনে পড়ে যায়।🤪🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা দেখতে চায় তা হলো তার নিজের মুখ। ভাঙ্গা আয়না সেতো নিজেই ভেঙ্গে গেছে সেখানে নিজের মুখ বিভৎস দেখাবে, এতে তার আত্মবিশ্বাসের জায়গায় ঘাটতি দেখা যাবে। অনেকটা মন ভেঙ্গে যাবার মতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙা আয়নায় মুখ দেখলে মুখ ভাঙাচুড়া দেখাবে তাই নিষেধ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ এক রকম ভঙ্গুর প্রাণী। যে কোন সমস্যায় সহজে ভেঙ্গে পড়ে। আর ভাঙ্গা আয়না হলো মানুষের মনের মত। যদি ভাঙ্গা আয়না দেখে মানুষের মন ভেঙ্গে যায়, তাই সবাই মানুষ কে ভাঙ্গা আয়না দেখতে নিষেধ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নিষেধ করে কারণ ভাঙ্গা আয়নায় মুখের অর্ধেক দেখা 🤪🤪 তাই সম্পূর্ণ মুখ দেখতে হলে ভালো আয়নার প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা আয়নায় মুখ দেখলে মনটা ভেঙ্গে যেতে পারে কারণ ভাঙ্গা আয়না মুখ দেখার পরে যদি তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে তার মনটা ভেঙে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেহারা যে ভাঙ্গা ভাঙ্গা দেখাবে😜😜,যা দেখলে মানুষ ভয় পাবে তাই হয়তো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আসলে কুসংস্কার টাইপের কথা 😁। ভাঙা আয়নায় পরিপূর্ণ প্রতিফলন হয়না, তাই ভাঙা আয়নায় মুখ দেখা বারণ 😐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যায়,এই গুজব টা ছড়িয়েছে আয়না ব্যাবসায়ীরা বহুকাল আগে।যদি না মানুষ আয়না কিনে, তাহলে তাদের বিজনেস টিকবেনা।আর এই গুজবে কান দিয়ে বয়স্ক মানুষ এটা বিশ্বাস করে বসে আছে।আর এজন্য ভাঙ্গা আয়নায় মুখ দেখেনা মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ ভাবে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে, তার চেহারার মধ্যেও ভাঙ্গার ছাপ পড়ে যেতে পারে,হা হা হা। তাই সেই ভয়ে মানুষ ভাঙ্গা আয়নায় মুখ দেখতে চায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন আস্তো আয়না বিক্রয় বন্ধ হয়ে যাবে সেই জন্য, হি হি হি।😜😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের প্রিয় মানুষটার অন্যের সাথে বিয়ে হয়ে যাবে এই ভয়েতে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit