এবিবি-ফান প্রশ্ন-২৯ || বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

এটা প্রমাণ দেওয়ার জন্য যে বিয়ের দিন ছেলেরা মেয়েদের থেকে বেশি লাজুক থাকে।
(আসলে এতটা লাজুক না আমরা। সব ই বউএর মন পাওয়ার ধান্দা, সত্যি টা বলে দিলাম কিন্তু। )🤪

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজ কাল তো সবাই প্রেম এর পর প্রেম করে। বিয়ের সময় এই জন্যই নাকে রুমাল দেয় যেন প্রাক্তন কোন গার্লফ্রেন্ড বরকে চিনতে না পারে। 😄

কারণ বিয়েতে যদি দুর্ভাগ্যজনক কোন এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি, সেজন্য নাকে মুখে রুমাল দিয়ে রাখে।

এই অ্যাঙ্গেল থেকে তো কখনো চিন্তা করে দেখিনি। চমৎকার অবজারভেশন। কথাটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন নাকি?🤣😂

কিছুটা ওই রকমই ভাই।😀😀

বিয়ের বাড়ীর খাবার খাওয়ার পর অনেকেই বায়ুদূষণ করতে পারে।তাই বায়ুদূষণের হাত থেকে রক্ষা পেতে নাকে রুমাল দিয়ে রাখে।

এখানে লজ্জার কিছু না, শাশুড়ি যেনো আবার স্কুল জীবনের বান্ধবী না হয়ে যায়। তাই একটু সাবধানতা অবলম্বন 🥴🥱

বুইড়া বয়েসে প্রথম বিয়ে করলে এমন হওয়ার চান্স থাকে অবশ্য।

যাতে এক্স গার্লফ্রেন্ড এসে চিনে ফেলতে না পারে 🤭

আজীবন তো বউয়ের অত্যাচার সহ্য করতেই হবে আর চুপচাপ থাকতে হবে। তাই রুমাল মুখে দিয়ে বউকে বোঝানো হয় "আমি শান্ত শিষ্ঠ পত্নিনিষ্ঠ ভদ্রলোক 🤪"

বিয়ের পর কেমন থাকতে হবে, তা বিয়ের দিন দেখিয়ে দেয়া হয়, হি হি হি

মনের খুশি লুকানোর জন্য বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেয়। বিয়ে করে পস্তানোর পর সেই রুমাল চোখের জল মুছার কাজে লাগে।
😆😆

হা হা হা খুব ভালো বলেছেন।

রুমাল মুখে দেওয়া তো একটা বাহানা মাত্র আসল কারণ তো অন্য জায়গায়। ওইদিন একজন যুবক ছেলে বুঝতে পারে ওটাই তার জীবনের শেষ হাসিখুশি থাকার দিন ছিল। আর এই কথা মনে পড়তেই ছেলের চোখ দিয়ে টুপ টুপ করে জল পড়তে থাকে। তবে সেটা তো বিয়ে বাড়ির লোকদের বুঝতে দেওয়া যাবে না। তাই মুখ থেকে রুমালটা উপরে তুলে মাঝে মাঝে বর চোখ মুছে নেয়। তবে মাঝে মাঝে বউয়ের ভুতুড়ে মেকআপ দেখেও হাসি পায়। এবং এই হাসি লুকানোর জন্যও বর অনেক সময় রুমাল ব্যবহার করে থাকে।

যে দুটো কারণ উল্লেখ করেছেন। দুটোই যুক্তিসঙ্গত কারণ।

এবং বাস্তব।

বিয়ের দিন অনেকটা সময় কাজের চাপে না খেয়ে থাকতে হয় তাই মুখে রুমাল চেপে , মুখ লুকিয়ে রেখে কিছু খাবার খেয়ে নেয় বেচারা ছেলেগুলো।

বিয়ের দিনের শালি গুলো যে পরিমাণ মেকআপ দিয়ে দুলাভাই সামনে আসে, সেই দুর্গন্ধ দূর করতে নাকের রুমাল পরে।

এইবারই সেরেছে। এখন মেয়েদের আক্রমণ শুরু হবে এখানে।

ছেলেরা তার মুখের দুর্গন্ধ লুকানোর জন্যই বিয়ের সময় নাক এবং মুখ রুমাল দিয়ে ঢেকে রাখে। তাছাড়া যৌতুক নেয়ার লজ্জাতে ও তারা নাক-মুখ ঢেকে রাখে রুমাল দিয়া।♥♥হা, হা, হা,,,

এমন দুটো কারণ বলেছেন কোনো উত্তর দিতে পারছি না। একটা না হলে আরেকটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

একদম,,,,হা হা হা,,,

ছেলেরা বিয়ের সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রাখার কারণ হচ্ছে তারা মনে মনে তার বৌ এর কথা চিন্তা করে আর বলে কবুল বলে তোমাকে আমি আমার করে নিব। তাই তোমার নিকটে আসার জন্য আমি আমার জবান ঢেকে রাখি প্রিয় শুধু ভালবাসি এই কথাটা বলার জন্য।

আরে ভাই বিয়ের সময় কনে যে পরিমান মেকাপ মাখে, তার গন্ধ দূর করার জন্যই নাকে রুমাল দিতে হয়।

সেই লেভেলের মজা পায়ছি ভাই....

মেয়েদের মেকাপ এর ঘ্রান যা মিষ্টি, আপনার নাকে তা গন্ধ মনে হলো।বুঝছি নাকটায় ভালো না😉😉

ঘ্রান সেটাতো আপনাদের নাকে, তাইতো ইচ্ছে মতো মাখতে থাকেন। ধুর এইডা কোন ঘ্রাণ হলো?

দাড়ান,আজকে থেকে বাসার ভাত খাওয়া বন্ধ করার ব্যবস্থা করছি।ভাবিকে বলে😜

তাহলে বেশ হবে, পরটা ডিম খাবো।

পরটা কিন্তু মেকাপ দিয়েই বানানো হবে।

কাজ না জানলে যা হয়, কি যে খাওয়ান আমার ভাইকে আল্লাহ ভালো জানে

কার ভাই, কোন ভাই। আমি তো চিনিই না।😜😉😝

সর্বনাশ! এরপর থেকে পরোটা বানানোর সময় কাছে দাড়িয়ে থাকতে হবে।

তার চেয়ে ভালো নিজেরটা নিজে বানিয়ে খাওয়া😉

মেকাপে দুর্গন্ধ আগে তো জানা ছিল না🙄

বাহ!নতুন একটি উত্তর জানলাম ভাই, তবে মজা পাইছি🥰

ভাই আপনার কমেন্টটা ভাবি দেখলে আপনার খবর আছে।

বিয়ে করে যে ছেলেদের নাক কাটা যায় তাই নাক ঢেকে রাখে। যাতে তার কাটা নাক কেউ দেখতে না পায়😜।

কারণ একটাই যে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় তো তুমি কাঁদবেই। তাই আপাততঃ রাখো। কিন্তু আমার বাড়ি গেলে যখন আমি কাঁদব(তুমি ছড়ি ঘোরাবে তাই) , তখন ওই রুমাল টাই আমার লাগবে। তাই আগে থেকেই স্টক করে রাখছি।

বাড়িতে কান্না মোছার জন্য তো গামছা ছিল। ছোট রুমাল দিয়ে কি কান্নার স্রোত সামাল দেওয়া সম্ভব।

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

যাতে ছেলেদের মুখ থেকে মদের গন্ধ বের হয়ে ধরা না পড়ে যায় এইজন্য তাছাড়া সঙ্গে আবার ফোকলা দাঁতের ও চিন্তা আছে।যাতে ফাঁস না হয়ে যায় এইজন্য নাকে রুমাল দেয় যাতে মুখ ও ঢাকা পড়ে।হি হি😃😃

সব ছেলেরা কি মদ খায়। বিয়ে করতে বর মদ খেয়ে যায় বাপের জন্মে শুনিনি।🤣

ওটাই তো মজা দাদা।🤣🤣

বিয়ের দিন ছেলেরা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখার কারণ হলো ছেলেরা প্রেম করতে বেশী পছন্দ করে আর বিয়ে করতে চাইনা। বিয়ে করলে তো সব তিড়িবিড়ি বাদ যাবে! কিন্তু করার কি বেচেরার বিয়ে তো করতেই হবে! তাই বিয়ের দিন বিগত দিনের ফেলে আসা প্রেমের কাহিনী স্মরণ করে, আর কান্না চলে আসে। এই কান্না যেন কেউ না দেখেতে পায় তাই চুপি চুপি চোখের জল মুছে আর কান্নার মুখ ঢেকে রাখে!!!

বউ এর অনেক কিছু পছন্দ মত না হলে বিয়ের পরে বরের মুখে অনেক জিনিস ছুড়ে মারবে, তাই বিবাহিত পুরুষদের পরামর্শ অনুযায়ী প্রথম দিন থেকে মুখ রক্ষা করার প্রশিক্ষণ এটি।

লজ্জা পাওয়া ভান করে। আসলে লজ্জা পাই না। মুল কারণ হচ্ছে নাকের সাথে মুখটাও ঢেকে রাখে যাতে মুখ থেকে দূর গন্ধ বের না হয়। সবাই ভাববে আহারে বর কত লজ্জা পাইছে।

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেয় কারণ লজ্জা পাওয়ার যে অনুভূতিটা সেটা আড়াল করার জন্য যাতে অন্যরকম মনোভাব দেখে মেয়েরা যাতে হাসাহাসি করতে না পারে। 🤩🤩

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

কান্না ঢাকার চেষ্টা করে,কারণ বিয়ের সময় সুন্দরী ‍শালিকাদের দেখে দেখে ভাবে আর কান্না করে এত সুন্দর সুন্দর মেয়ে এত দিন কোথায় ছিল... হি হি হি....

ছেলেরা মেয়েদের চেয়ে অনেক সুন্দর হয়। শালীদের নজর থেকে বাঁচার জন্য নাকে রুমাল ব্যবহার করা হয়। যাতে বউয়ের বোনেরা নজর না দিতে পারে।😃😃

আচ্ছা তাহলে মনের ভিতর অন্য কিছু আছে, তাইতো বিয়ের পর টের পাওয়া যায় শালী কি জিনিষ, হি হি

আনন্দে ছেলেদের পেটে মনে ধরে যায়.আর তখন বিয়ে বাড়ির সকল খাবার-দাবার তারা যে গন্ধ লাগতে শুরু করে.এজন্য বিয়েবাড়িতে ছেলেরা রুমাল দিয়ে মুখ ঢাকে.

"বিয়ে যে কত্ত মজা গো" এটা ভাবতে ভাবতে আনন্দের মুচকি হাসি লুকাতে রুমাল দিয়ে মুখ ঢেকে হি হি হি।

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেওয়ার অর্থ হলো মেয়ের বাড়ির লোকদের এক প্রকার ধোকা দেওয়া।ছেলেরা মনের গভীরতা বুঝতে দেয় না।

এটা হচ্ছে নোস (নাক) সেফটি মাকস। মেয়েরা সাজুগুজু করতে করতে গোসলের সময় পায়না। তাই গন্ধ থেকে বাঁচার জন্য নাকে রুমাল দেয়

ভাই এখনো তো বিয়ে করি নাই তার সেই অনুভূতির সম্মুখীন ও হই নি। তবে আমার মনে হয় ছেলেরা বিয়ের সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রাখার মূল কারণ হচ্ছে ছেলেরা বিয়ের আগে চিন্তা করে জীবনে মেয়েরা অনেক জ্বালিয়েছে আজকে মেয়েদের প্রতি যত রাগ আছে সব রাগ ঝেড়ে ফেলবো। রাত্রে এমন পিটানো পিটাবো একদম সব রাগ শরীর থেকে ঝেড়ে ফেলবো আর সেই খুশিতেই হাসে আর রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে।

আপনার বিয়ের সময় আমি তাহলে কয়েক ডজন বেত উপহার দিয়ে আসবো, হি হি হি

হা হা হা ভাই আমার কিন্তু মেয়ে মানুষের উপর খুব রাগ কারণ বেশিরভাগ মেয়েরাই ছলনাময়ী।

নারী নির্যাতন মামলা খাবেন তো।

হা হা হা

Hahaha

অনেক ভালো বলেছেন নিজেও আবার সাবধান থাকেন মার খাওয়ার হাত থেকে

ঠিক বলেছেন। দজ্জাল মহিলার পাল্লায় পড়লে উল্টো মার খাওয়ার সম্ভাবনা আছে।

বিয়ের সময় রুমাল ব্যবহার করা পোশাকেরই একটি অংশ। ছেলেরা মনে করে পাজামা, পাঞ্জাবি, মাথার পাগড়ি ছাড়া যেমন বিয়ে করা যায় না তেমনি রুমাল মুখে না দিলেও বিয়ে হবে না।

বিয়ের দিন টেনশনে ছেলেদের চেহারা খুব খারাপ দেখায়, আর মেয়েরা ত ওলয়েস সুন্দর পার্লারে সেজে আরো বেশি সুন্দর হয়। বউ যাতে চেহারা দেখে অজ্ঞান হয়ে না যায় তাই বিয়ে হওয়ার আগ পর্যন্ত রুমাল দিয়ে নাক - মুখ ঢেকে রাখে।

শুধু নাকে রুমাল দেয়, সেরকম না। তারা মূলত নাক সহ মুখ ঢেকে রাখে।
কারন তারা দাঁত ব্রাশ করে না।
তাই রুমাল দিয়ে মুখ ডেকে রাখে😁😁

হুম, বিয়ের পর বউ দাত ব্রাশ করে দিবে, হা হা হা

অরে অলস 🙊

আপনার উত্তর শুনে আমার তে হাসি থামছেই না🤣🤣

লজ্জা পায় তাই।

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

বিয়ের সময় যখন দেখে, যার সাথে বিয়ে হচ্ছে তার বান্ধবী গুলো তার থেকে বেশি সুন্দর। তখন মনে অনেক রাগ হয়, এই গুলো মেয়ে আগে কোথায় ছিল।রাগ সামলাতে নাকে মুখে রুমাল দিয়ে বসে থাকে😡😡

আগের দিনে ঘর ভরা বউ ছিল সেজন্য অন্য বউরা যেন দেখতে না পাই সেই জন্য দাদারা, রুমাল ব্যবহার করতেন বিধায় এখনো এই জন্য বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল ব্যবহার করে

বিয়ে করার আনন্দময় মুখটি যেন কেউ না দেখে।তার আনন্দময় মুখটি যদি তার বন্ধুরা এবং শালিরা দেখে বরকে নিয়ে ঠাট্টা মশকরা করে সেজন্য রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখে।

বিয়ের সময় নাকে রুমাল দেওয়ার কারন হচ্ছে, বিয়ে বাড়িতে অনেক ধরনের রান্নাবান্না হয় সেগুলোর গন্ধে পেট ভরে যায় তখন খাওয়ার রুচি অনেকটাই কমে যায়, তাই রুমাল দিয়ে নাক ঢেকে রাখে যাতে করে গন্ধে বরের পেট ভরে না যায় আর খাওয়ার সময় বেশি করে খেতে পারে। এজন্যই বর রুমাল দিয়ে নাক ঢেকে রাখে।

গোঁফের নীচে মিস্কি হাসিটা রুমাল দিয়ে ঢেকে রাখে।

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেয় যাতে খাবারের ঘ্রাণ নাকে না আসে কারণ ছেলেরা তো একটু পেটুক খাবারের ঘ্রাণ নাকে আসলেই সব একসাথে সাবাড় করে দেবে। বর মানুষ একটু লজ্জা থাকা তো উচিত তাই নাকে রুমাল দেয়😁😁

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

বিয়ের দিনে শালীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছেলেরা নাকের রুমাল দেই।

নতুন দুলাভাইয়ের সুন্দর মুখ দেখে শালীরা ক্রাশ খেয়ে চুমাচুমি করার সর্বনাশ দৃশ্য ঘটাতে পারে, তাই শালীদের পরিবেশ ঠিক রাখতে রুমাল ব্যবহার করতে হয়।

এটা একটা শিক্ষা।এখানে শেখানো হয় কখনোই বউ এর মুখের উপর কথা বলবে না,যদি একান্তই বলতেই চাও আড়ালে গিয়ে বলো যাতে কেউ শুনতেও না পায়।শুনলে রুমাল এর জায়গায় বালিশ চাপা দিবে।

শালিগুলো পাদ মারবে তাই আগে থেকেই সাবধান হয়ে থাকে....

বিয়ের দিন ছেলেরা নাকে রুমাল দিয়ে বোঝায় আজ থেকে আমার স্বাধীনতা শেষ। নিশ্বাস নিতে গেলেও বউয়ের পারমিশন নিয়ে নিঃশ্বাস নিতে হবে। 😅😅

আশেপাশের এলোমেল হাওয়া যেন মুখে না লাগে , এই জন্য।

এলোমেলো হাওয়া গায়ে লাগে শুনেছি। মুখে লাগে এই প্রথমবার শুনলাম। বেশ মজার ছিল শুভ দা উত্তর টা। হে.. হে.. ..হে...

বিয়ে বাড়িতে যে পরিমানে মানুষের ভিড় হয় সেখানে বায়ু দূষণ হওয়ার সম্ভবনা থাকে। তাই জামাই আগে থেকেই নাকে মুখে রুমাল দিয়ে সতর্কতা অবলম্বন করে। জামাই বলে কথা.... হাহাহাহা🤣🤣🤣

বিয়ের সময় বরের এলার্জি বেরে যায় এবং সেই সময় কনের সাজানোর ফাউন্ডেশনগুলো এলার্জি জাতীয়। তাই মুখ ঢেকে না রাখলে এলার্জি বেড়ে যেতে পারে। তাই

বহুদিন আগে হাবাগোবা এক ছেলে ছিল। যার দাঁতগুলো ছিল আঁকাবাঁকা ও নাক ছিল বোচা। তাই কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি ছিলনা। সবাই সিদ্ধান্ত নিল বিয়ের সময় সে মুখে রুমাল দিয়ে থাকবে যেন কথা না বলে ও তার দাঁত, বোচা নাক কেউ দেখতে না পারে। তখন থেকে ছেলেদের নাকে রুমাল দেয়ার বিষয়টি প্রচলিত ‌।

কথায় আছে ছেলেদের নাক ঘামলে তার বৌ বেশি ভালবাসবে,বিয়ে করতে গিয়ে তাদের নাকে রুমাল দেয় যাতে নিজেদের নাক ঘামে আর নিজের মনে সাহস সঞ্চয় করে যে অন্যের বৌয়ের মত আমার বৌ অত্যাচারের বদলে বেশি ভালবাসবে।

আমাদের চট্টগ্রামের ছেলেরা নির্লজ্জ😜 কখনো মুখে রুমাল দিতে দেখিই নাই 🤔তাই বলতেও পারবোনা😅

বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?

25 বছর সিঙ্গেল থাকার পর যখন একটা ছেলে বিয়ে করে। বিয়ের সময় সে মহা খুশি হয় খুশি হওয়ার কারণ তার হাসি কেউ দেখতে না পায় তাই ছেলেরা নাকে রুমাল দেয়।

আসলে বিয়ে বাড়িতে অনেক ভালো মন্দ খাবারের সুবাস থাকে কিন্তু লজ্জায় খেতে পারে না তাই বিয়ে বাড়িতে ছেলেরা নাকের উপর রুমাল দিয়ে থাকে।

বিয়ে বাড়িতে শত শত শালীদের মুখে মাখা ময়দার সুগন্ধ যাতে নাকে না লাগে সেজন্যই ছেলেরা বিয়ে বাড়িতে নাকে রুমাল দিয়ে থাকে। এমন অবস্থায় নাকে রুমাল না দিলে শালীর প্রতি আকৃষ্ট হয়ে ছেলেরা আবার কবুল বলতে গিয়ে আবুল বলে ফেলায়।

জেনে শুনে কিভাবে এত বড় একটা ভুল সে করলো? এই লজ্জায় মুখে রুমাল চাপা দিয়ে রাখে।

বিয়ে বাড়িতে বরের আশে পাশে যারা থাকে তারা নানা রকম ইয়ার্কি বা রসের কথা বলে আর হাসাহাসি করে।তখন বরেরও এসব কান্ড দেখে হাসি পায়।আর বিয়ে করতে এসে বরের মুখে হাসি থাকাটা একটা মান সম্মানের ব্যাপার।তাই বরের হাসি যাতে কেউ দেখতে না পায় সেজন্য বর মুখে রুমাল দিয়ে রাখে।