এবিবি-ফান প্রশ্ন-৩১ || বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?

in hive-129948 •  2 years ago 

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

বিয়ের পরে বউকে ভয় পেয়েই বোধহয় ছেলেগুলো বাঘ থেকে বিড়ালে রূপান্তরিত হয়ে যায়।কারণ এক ঘরে দুইটা বাঘ তো আর রাজত্ব করতে পারেনা!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ের পরে ছেলেরা বাঘিনীর পাল্লায় পড়ে। তাই বিয়ের পর ছেলেরা বিড়াল হয়ে বাঘিনীর পায়ের কাছে মিঁয়াও মিঁয়াও করে।

একদম ঠিক,বাঘিনীর হাত থেকে নিস্তার নেই।

হ্যাঁ আপু ছেলেদের কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। ছাড় দিতে গেলেই মুশকিল। 😄😄😄

তাই নাকি আপু এই কথা আমার কাছে মনে হয় না এটা সত্য।

ছেলেরা বিয়ের আগেও বাঘ পরেও বাঘ।। তবে মাঝে মাঝে বিড়ালের অভিনয় করতে হয় 😭🏄‍♀️ বিয়ের পরে ঘরে যখন একটা বাঘডাসা ঢোকে শান্তিটা ঠিক রাখার জন্য।।

তা কি করে! বাঘ তো বাঘ,সে যদি বিড়ালের অভিনয় করে তবে কি করে হবে।😀😀

মেয়েদের মত মাথামোটা দের বুঝদিতে এটুকু ত্যাগ স্বীকার বাঘ কে করতেই হয়। 😆

কচুর বাঘ হলো সেসব!!
🤫🤫

মেয়ে পক্ষের লোক বেঁচে যায় স্বামীর ঘরে পাঠিয়ে ।।কিন্তু সারাজীবন তো থাকতে হবে স্বামীর সাথে স্বামী বেচারা ঘরের শান্তি রক্ষা করতে মানবতা দেখিয়ে সংসার করে চলে কটকটির সাথে। আমাদের ভিতরে মানবতাটা আছে বলেই এখনো পৃথিবীটা টিকে আছে।।

এসব ডেকে লাভ নেই আর,বাঘ বাঘ ই হয়।

আবার যুদ্ধ হবে🚩🚩
হিংস্র বাঘিনির থাবায় আজ সমাজ, দেশ মানব কুল সব মর্মাহত।।বর্জমালার হিংস্র থাবা যেন বিষাক্ত নাগীন।।তাই ওঝা হয়ে বিষ নামানোর নেষ্টা।না হলে যে পৃথিবীর বিষে বিষাক্ত হয়ে যাবে।।

@nusuranur ম্যাম

আপনি পারেনও বটে খুব সুন্দর একটি যুক্তিবাদী কথা বলেছেন।

অভিনয় না করে উপায় আছে ছেলেরা যে শান্তি প্রিয়।

ধুর ধুর। কে বলেছে এসব?? বিয়ের পর আরো ছেলেরা বাঘ থেকে সিংহ হয়ে যায়। মেয়েদের চোখে এত সমস্যা কী যে বলবো। 🤦‍♂️

আমি বলেছি,এই যে আমি আমি।😜😜😜
মোটেও না,পুরাই ভুল কথা।

হ্যাঁ ঠিক বলেছেন। পুরাই ভুল কথা। আপনি পুরাই ভুল বলেছেন। 😅

এটাতে আসলে ছেলেদের কোন দোষ নেই । বিয়ের আগের সব হালুম হুলুম শেষ হয়ে যায় এক মেয়ে বিল্লির সাথে জোড়া বাধার কারণে । সবই সঙ্গদোষ । "সঙ্গ দোষে লোহা ভাসে আর বাঘ হয়ে যায় বিড়াল" ।
বাঘ কখনোই বেড়াল হয়না। তবে ভালোবাসার মানুষের কাছে একটু নিচু হয়ে থাকলে যদি তার ভালো লাগে, সংসারে পরিপূর্ণ শান্তি থাকে তাহলে বেড়াল হতে দোষ কোথায়। আমি মনে করি যে মানুষ টা তোমার জন্য তার পরিবার ছেড়ে, তোমার উপর বিশ্বাস করে আসতে পেরেছে তার জন্য বেড়াল হওয়াটা অপমানের না, বরঞ্চ সম্মানের।

একমত ভাই, আমরা শান্তিপ্রিয়।

এবং সব সময় ঝামেলা মুক্ত থাকতে চাই।

বিয়ের পরে একটা মন্ত্রের সাহায্যে মেয়েরা ছেলেদের বশ করে ফেলে মন্ত্রটি হল:

"যদি থাকো বাঘ পাবে না সোহাগ, যদি হও বেড়াল করব না চোখের আড়াল""

এই মন্ত্রটি শোনার পরে ছেলেদের আর কোন কিছু করার থাকে না, বাধ্য হয়ে তাদের বাঘ থেকে বেড়াল হয়ে যেতে হয়।

বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?

কারণ মেয়েরা ভেজা বেড়ালকে আদর করেই বেশি বেশি মাছ -মাংস খাওয়ায় ।তাই বউয়ের পছন্দকে সঠিকভাবে সম্মান দেওয়ার জন্য ছেলেরা বাঘ থেকে বাঘের মাসি চুড়িবালা পরা বেড়াল হয়।সবশেষে বউয়ের পেছন পেছন মাছ-মাংস খাওয়ার লোভে মাও মাও করে।

প্রকৃতপক্ষে ছেলেরা বাঘ আর মেয়েরা বিড়াল।আর বাঘ কে তো বিড়াল ভয় পায়, তাই ছেলেরা বিয়ের পরে বউয়ের আদর পাওয়ার জন্য বিড়াল এ পরিণত হয়।😀🌱😀

আপনার উত্তরটি একদম পারফেক্ট ছিল ভাই।

ছেলেরা বিয়ের আগে বাঘ থাকলে তো বিড়াল হবে।বিয়ের আগে তারা মনে করে আমরাই অনেক কিছু,কিন্তু যখন বিয়ে করে তখন আসল বাঘিনীর সাথে সংসার করলেই বুঝে যে তারা বিড়াল।আগেরও বিড়াল ছিল,কিন্তু প্রতিপক্ষ কেউ ছিলনা বলে বুঝতে পারে নি।বউয়ের খপ্পরে পরেই আসল পরিচয় প্রকাশ পায়।😎😎😇😄

আসলে মেয়েরা এত বেশি পরিমাণে জল্লাদ হয় ফলে ছেলেদের বিড়াল না হয়ে কোন উপায় থাকে না।

এই উত্তরটা কি বাস্তবাতার উপলব্ধি নাকি ?

বাগ থেকে বিড়াল না হয়ে উপায় আছে,বিয়ের পর হিংস্র বাঘিনী আসে ঘরে,যে যার কারণে বাঘ নিরব হয়ে যায়। না হলে যে সংসার টিকবে না😀

একদম সঠিক একটি কথা বলেছেন আপনি আমি আপনার সাথে সহমত।

ছেলেরা বিয়ের আগেও বাঘ পরেও বাঘ ৷ কিন্তু বিয়ের পর একটু বিড়াল বিড়াল ভাব নেয় কারণ পেত্নির সাথে তো যুদ্ধে জেতা সম্ভব নয় ৷

ফাঁকা বনে সবাই নিজেকে বাঘ মনে করতেই পারে।
কিন্তু আসল বাঘ সামনে আসলে ভুল ধারণা ভেঙ্গে যায়।😜

আহা,কথাটা কিন্তু বেশ ভালো লেগেছে।😛

আসলে ইঁদুর মেরে হাত নষ্ট করার মতন ব্যাপার বুঝেছেন??
তাই ছেলেরা একটু নরম থাকে ইচ্ছে করেই। নরমের সাথে গরম দেখানোটা কখনো বাঘের পরিচয় না। হেহেহে

😝😝

আর সত্যি কর অর্থে ছেলেরা শান্তি প্রিয়।

গায়ে মানে না আপনি মোড়ল, আপনাদের অবস্থা অনেকটাই সেই রকম, আহ বাঘ!

ঘরে যখন একা ছিল তখন নিজেকে বাঘ মনে করতো আর যখন বিয়ে করল তখন ঘরে আর একটা বাঘ আসায় আগের বাঘ বিড়ালে পরিনত হলো।

নিজেকে বাঘ মনে করলেই তো আর বাঘ হয়না,কি আর করার।

বিয়ে আগে ছেলেরা ফাঁকা বনে রাজত্ব করে ত
তাই নিজের বাঘ মনে করে।আসলে বিয়ের পর তো ফাঁকা বন নাই।একটা বনে দুই জন রাজত্ব করতে পারেনা। তাই বাধ্য হয়ে বাঘের পদবি টা বদলাতে হয় আর বিড়ালের পদবিটা সাদরে গ্রহণ করে নিতে হয়।

বেচারা রা তাহলে বন ছাড়া হয়ে থাকতে হবে।এটা বুঝতে পেরেছে।

না আপু বনে/বাসা থাকবে কিন্তু বাঘের পদবি ছাড়া থাকতে হবে। কিছুই করার নাই। কালের বিবর্তনে পরিবর্তন করতে হচ্ছে এটা আর কি।

  ·  2 years ago (edited)

বাঘ যখন গর্তের মধ্যে পড়ে যায়, তখন বিড়াল হয়ে যাওয়াটাই স্বাভাবিক।

বিয়ের পর ছেলেরা সিংহের পাল্লায় পরে, তাই বিয়ের পর ছেলেরা বাঘ থেকে বিড়াল হয়ে যায়।

বাহ! একেবারে বাঘ থেকে সিংহ!!

না আপু, সিংহের পাল্লায় পরে ত, তাই বাঘ থেকে বিড়াল হয়ে যায়।

দর্জাল, হৃদয়হীনদের পাল্লায় পড়লে বুঝতেন ঠ্যালা কারে কয়।

ভাইয়া, তখন সিংহ মেয়েরা বিড়াল হয়ে যায়। 🤣😂😅

কারন মশা মারতে কামান ব্যবহার করা যেমন বোকামি তেমনি ঘরের বউ বিড়ালের সাথে বাঘের আচরন করাটাও সেরকম বোকামি।

মাগোমা!
একদম মিথ্যে কথা দেখছি।

বিড়াল এর সাথে সংসার করতে করতে ছেলেরা বাঘ থেকে বিড়াল হয়ে যায়।

মনে তো হয় না এমন কিছু হবে।😉😉

বিপরীতটাও হতে পারে । যদি প্রতিপক্ষ বাঘিনী হয় । হালুম 🐅 ।

হুম ঠিকই বলেছেন। খুব ডেঞ্জারাস হয় মেয়েরা।

হাহাহাহা এমনটাই হয়।

সব মেয়েরা বিড়াল হয়না। কিছু কিছু মেয়ে হিংস্র বাঘিনী ও হয়। আশেপাশে তাকালেই বুঝতে পারবেন।

মেয়েকে বললো কে বেড়াল,😛😛

সদা সত্য কথা বলেছেন ভাইজান আশেপাশে তাকালেই বুঝা যায়।

জমরাজ মৃত্যুর ভয় দেখায়, যদি বিড়াল না হয় তাকে মেরে ফেলবে...

ওহহ,,দারুণ বলেছেন তো।সোজা জমরাজ!!

বিয়ের আগে ছেলেরা যখন নিজেকে বাঘ ভাবে তখন টেস্টোস্টেরন হরমোন এর অপব্যবহার করে বেশি।।আর বিয়ের পরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে বাঘ থেকে বিড়াল হয়ে যায়,,,,,মূলত বর্তমান প্রেক্ষাপট এমনি।।

বউরা ভাতে মারে না পাতে মারে তাই যত বাঘ থাকুক না কেনো বিড়াল হয়ে যায়।

যেহেতু ছেলেরা বিয়ের আগে বাঘ এবং বিয়ের পরে বিড়াল হয়ে যায় কারণ বিড়ালের সাথে সারা জীবন থাকতে হবে সেজন্য বিড়াল হওয়ার অভ্যাসটা করে থাকে।

সংসারে বাঘিনীর অত্যাচার যখন বেড়ে যায় তখন বিড়াল না হয়ে উপায় কি। 😆😆

বাঘিনীর এই কমেন্ট দেখলে তাহলে আর নিস্তার নেই।

এটা একদম সত্য কথা

সব ছেলারাই নয়,যারা নারীর প্রতি নেগেটিভ দৃস্টিভংঙ্গি পোষণ করেন তারাই বিড়াল হয়ে যায়।

কখনো দেখেছেন একই ঘরে বাঘ এবং বিড়াল দুজন একসাথে বসবাস করে?? যেহেতু বউ বিড়াল সেহেতু বিড়ালের সঙ্গ দিতেই ছেলেরাও বিড়াল সাজার চেষ্টা করে, কিন্তু সব সময় সে বাঘ এই থাকে।

হাহাহা,এ এতো একেবারেই মিথ্যে। 😜😜

ঠিক বলেছেন ভাই

আলবত সত্যি বলেছেন, তবে নিশ্চিত থাকে এটা তারা কোনদিনও স্বীকার করবে না, হি হি হি

১০০% মিথ্যা কথা।

কারন , ছেলেরা মেয়েদেরকে সম্মান করে তাই নিজের হাজার কষ্টেও চুপ থাকে-কেনো না ছেলেরা রেগে গেলে ঐ মেয়ের কপালে দুঃখ সঙ্গি হবে, তাই ছেলে বিড়ালের মত তার বউয়ের কাছে চুপ থাকে ।

বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?

সব কৃতিত্ব হোম মিনিস্টারের ।

হাহাহা ভাই, ঠিক বলেছেন।

কারণ যেদিন ছেলেরা বিয়ে করে ঐদিন পরিবারের চাপে বাঘ ছোট হয়ে বিড়াল হয়ে যায়।

বিয়ের আগে ছেলেরা একা থাকে, স্বাধীনভাবে চলাফেরা করে, পিছনে কাটি কাটার মত কেউ থাকে না তাই নিজেকে বাঘ মনে করে জীবন কাটায়। বিয়ের পর ঘরের বউ তার আধিপত্য চায়, আর যদি না দেয় তাহলে লংকাকান্ড ঘটিয়ে বসে। ছেলেরা শান্তিপ্রিয় নিরিহ তাই হট্টগোল যেন নাহয় বেড়ালের মত সব মেনে নেয়।

তাহলে তো ঠিকই ধারণা করে নিয়েছি আমি।😜

বেলুন পুলালে বড় হয় ঠিকই, একটা আলপিন দিয়ে টুস করে ডুখালে ঠাস পরে ফুটে যায়। তেমনি বিয়ের পর ছেলেরাও চুপসে যায়। অর্থাৎ আমরা আলপিন🥴🥴

বর্তমানে দেশের দ্রব্যমূলের যে অবস্থা বাঘ হয়ে বসে থাকলে খাবার জুটবে না। তাই বিয়ের পর বিড়াল সেজে বাঘিনী মানে স্ত্রীর হাতে সংসারের চাবিকাঠি গোছে দেয়‌। বিড়াল বেটা টেনশন মুক্ত তার উপর সংসারের দায়ভার আসে না। আর মেয়েরা ছেলেদের এই চালাকি বোঝেনা বেচারা সংসারের চাবিকাঠি পেয়ে কলুর বলদের মত খেটে যায়। এটাই বাঘের বিড়াল হওয়ার কারণ।

ছেলেরা তাদের বউদের অনেক ভালোবাসে। সেজন্য তাদের কথাগুলো মেনে নেয়। এখন এটাকে যদি আপনারা ভয় পাওয়া ভেবে থাকেন তাহলে সেটা আপনাদের বোকামি।

আর মনে রাখবেন মন রাখার জন্য একটু ঐ রকম করতে হয়।তাছাড়া বাঘ বাঘই থাকে হি হি।।

বউয়ের ভয়ে সব ছেলেরা বিড়াল হয়ে যায়। 😅

😂😂
বেচারাদের জন্যে তো বিশাল চাপের।

বউ যদি দজ্জাল হয় বিড়াল না হয়ে উপায় আছে? ছেলেরা বিড়াল হয়ে যায় কারন তারা শান্তি প্রিয় ।

ঘরের শান্তি রক্ষা করতে হলে একটু না হয় বিড়াল হয়েই থাকলো ছেলেরা।😅😅

এখনও বিয়েই করিনি। আপাতত বাঘ আছি। বিয়ের পরে আপনার প্রশ্নের উত্তর দিবো 😄

কারন ছেলেরা বিয়ের আগে আরেক বাঘ মায়ের কাছে থাকে তাই বাঘ হলেও জোর দেখাতে পারে না।আবার বিয়ের পরেও আরেক বাঘের কাছে পরে তাই দুই বাঘের পাল্লায় পরে একদম বিড়াল হয়ে যায়।

এইটা কিন্তু একদম ঠিক বলেছেন, যত বড় মিনিস্টার হোক না কেন, হোম মিনিস্টার এর কাছে আসলে ভেজা বিড়াল হয়ে যায়😜😜😜😅😅😅

আসলে ছেলেরা বিয়ের আগে এবং পরে সবসময় বাঘ, বিয়ের পরে বিড়াল মারার জন্য বিড়ালের চরিত্র ধারণ করে মাত্র আর কিছু না।

বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?

বিয়ের পরে ছেলেরা ঘরে একটা বাঘ নিয়ে আসে। তাই দুই বাঘ এক জায়গায় কখনো রাজত্ব করতে পারে না। তাই যেকোনো একজনকে বেড়ালের রূপ নিতে হয়।

বাঘিনীর সামনে বাঘ একটু সেক্রিফাইস করে চলে সবকিছু ম্যানেজ করার জন্য হা হা হা। বিড়ালের চেহারা কিন্তু অনেকটা বাঘের মত তাই এরকম মনে হয়।

বাঘ দেখে বেড়াল পালানোর পথ পাইনা। তাই বউ পালিয়ে যেতে পারে এজন্য ছেলেরা বউ এর কাছে সাময়িকভাবে বিড়ালের ছদ্মবেশ ধারণ করে।

প্রশ্নের উত্তর আপনার মতামতের মাঝেই রয়েছে, এক ঘরে দুই বাঘ থাকতে পারে না, তাইতো আমরা ভালোবাসার কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দেই এবং রাজত্ব বউয়ের হাতে তুলে দেই। এটা বুঝার মন ও মানসিকতা দুটোই থাকা লাগে।

এটাই মেয়েরা না বুঝে শুধু লাফালাফি করে। আমরা পুরুষ, আমরা শান্তিপ্রিয়।

একদমই, আমরা না চাইলে বনে বছরের পর বছর শুধু আগুন জ্বলতো।

আসলে মেয়েদের প্রতি সহানুভূতি দেখানর জন্য ছেলেরা বিড়ালের রুপ নেই।বাস্তবিক পক্ষে বাঘ তো বাঘ।

আমার মনে হচ্ছিল রা কখনো বাগবা সিংহ থাকে না.বিয়ের আগে গার্লফ্রেন্ডের কাছেবিড়াল হয় ম্যাও ম্যাওকরে.আর বিয়ের পরে বউয়ের কাছে ম্যাও ম্যাওকরে.আর এটাই হল ছেলেদের স্বভাব.

ছেলেরা বাঘ সবসময় বাঘই থাকে। কিন্তু বিয়ের পর পরিবারকে সুখী করার জন্য একটু বিড়ালের ভান ধরে। এ আর কি।

এসব ভান ধরা টরা সব তো বাহানা।

আমরা জানি, ভালো মানুষের সংস্পর্শে কেউ থাকলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। আবার খারাপ মানুষের সংস্পর্শে যদি কেউ থাকে তাহলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। তদ্রুপ বিয়ে করার পর বিড়ালের সাথে থাকতে থাকতে বাঘও বেড়াল হয়ে যায়। ধন্যবাদ।

এটা একটা জটিল রাসায়নিক বিক্রিয়া । বিয়ের পরে এই বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে । বিচিত্র দুই রসায়নের মিলনে আদুরে পুসি ক্যাট থেকে মেয়েরা হয়ে ওঠে বাঘিনী আর ব্যাঘ্র পুরুষ পরিণত হয় হুলো বেড়ালে । সবই প্রকৃতির খেলা :)