আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

লেখকঃ

@alsarzilsiam

লেখকের অনুভূতিঃ

ভালোবাসার মানুষ যখন ছেড়ে দূরে চলে যায় তখন সবকিছুই যেন অচেনা মনে হয়। বিশেষ করে একতরফা ভালোবাসা গুলোতে এইসব বেশি দেখা। না বলতে পারা যায় না সহ্য করা যায়। সেই নিয়েই এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। তাছাড়াও কবিতার মধ্যে বিরহের অনুভূতি লেখার মজাই আলাদা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

উৎসাহ দিয়েছি প্রেরণা দিয়েছি
মনে জাগিয়েছি আশা,,
তোমার প্রেমে অন্ধ হয়ে
দিয়েছি ভালোবাসা।

ভালোবাসার আঘাতে তুমি
ঝড়ালে চোখের পানি,,
কথা শুনে মনে হয়
ব্রিটিশ বুড়ি নানী,,,,,,
♥♥

সবাই প্রেমে এত অন্ধ হয়ে যায় কেন বলেন তো সাথী আপু...? কানা, খোড়া, বোবা হয়না কেনো।

কানা, খোরা, বোবা,,হলেতো প্রেম হতোনা।

একদম মিলে গিয়েছে আম্মু।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।
মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

বুঝবে তুমি নিঃস্ব হয়ে
আমায় হারালে,
খুঁজলে ও আর পাবে নাকো
স্বপ্নে জড়ালে।

থাকতে সময় নাও বুঝে নাও
আমার মর্ম তুমি
তোমার ব্যথায় হব ব্যথিত
কথা দিলাম আমি।।

অসাধারন হয়েছে আপু। সময় থাকতে ভালোবাসার মানুষকে বুঝতে হবে।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।
মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

সুখ চেয়েছি, কষ্টে ভেসেছি
জীবনে ঘোর ধোঁয়াশা।
হারিয়ে আমি যাবোই একদিন
পাবে না যতোই করো আশা।

হৃদয় ছুঁয়েছি, সুখ খুঁজেছি
দিয়েছি ভালোবাসা,
বিনিময়ে দিলে তুমি
জীবনে হতাশা।

নাই বা দিলে প্রেম টা তোমার

বাসলে না আর ভালো

জানবে তুমি, তোমায় ছাড়া

স্বপ্ন গুলোও কালো।

তোমার ছায়ায় তোমার মায়ায়

জীবন নদী মধু

তুমি হীনা জীবন যেন

মরুভূমি ধূ ধূ।।

অন্য কাউকে ছাড়া জীবন কেন ধু ধু মরুভূমি হয়ে যাবে ঠিক বুঝতে পারলাম না। নিজেকে ভালোবাসুন দেখবেন জীবন কত মধুময়, কত সুন্দর। হা হা হা... খুব সুন্দর লিখেছেন আপনি।

আমি ও সেটাই বলি নিজেকে ভালোবাস। তবে মোন মেয়ের ভালোবাসায় পড়লে বুঝবেন, ভালোবাসা ছাড়া জীবন কেন ধু ধু মরুভূমি!! হাহাহা।

নিজেকে ভালো বাসতে জানলেই তো অন্যকে ভালোবাসা যায়, আর তারপর ছ্যাঁকা খেলে চারিদিক বালুময়।

অসাধারন ছন্দ মিল হয়েছে ভাই। আমার অনেক ভালো লেগেছে।

ছন্দের মিলেই তো কবিতার আনন্দ, চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

যেখানে তুমি এগিয়ে এসেছো
দেই নি কো আমি বাঁধা
সব যাত্রা যে সুখকর নয়
তা ভুলে ছিলে তথা ।

হয়তো ব্যাথা ছিল কপালে
বুঝলে পরে তা
এখন বাছাধন পিছু ছাড়ো
নইলে বিপদ বাড়বে তথা ।।

এখন বাছাধন পিছু ছাড়ো
নইলে বিপদ বাড়বে তথা ।।

যাক শুভ দা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এটাই অনেক। অনেকে তো প্রেমের ঠেলায় দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

অসাধারন ছন্দমিল ভাই। মনে হচ্ছে কবিতাটি পূর্নতা পেয়েছে।

ব্যথায় যে বুক কুঁকড়ে উঠে,
বুঝো না তো তুমি।
কে হয়েছে এত আপন,
আর পর হয়েছি আমি।

চাঁদ তারাকে সাক্ষী রেখে,
বেসেছিলাম তোমায় ভালো।
সাক্ষীরা সব ঠিকই আছে,
শুধু তোমার চোখে অন্য আলো।

বিরহেরও ব্যাথায় আমার এই হৃদয় পুড়ে ছাই
জীবন আমার পূর্ণ হবে তোমায় যদি পাই
তোমার দেওয়া ব্যথাগুলো হৃদয় আমার সয়
ভালোবাসার নামে ছিল মিথ্যে অভিনয়।

অসাধারন হয়েছে আপু।

চাপা ভালোবাসা ছিল দামী
প্রকাশ্যে হলে তুমি অভিমানী,
বেঁধেছি তোমায় মনের আঙিনায়
আজ তা হয়েছে পথের ধুলোময়।

দিয়েছি জীবনের এক একটি
সুন্দর,স্মৃতিমুখর মুহূর্তগুলি
সব এখন পোড়ামনের স্তুপ
তোমার দেওয়া ব্যথার শশ্মানভূমি।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

তোমাকে ভালোবেসে দিয়েছি মনের,
সবটা ভালোবাসা উজার করে।
বিনিময়ে তুমি আমাকে দিয়েগেলা শুধুই যন্ত্রণা।
এত যন্ত্রণা আমি কোথায় রাখবো,
ওগো প্রিয় প্লিজ ফিরে আসো না।

অসাধারন ভাই, ভালো লাগলো আপনার অনু কবিতাটি।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

এই ব্যথা বুকে নিয়ে
চলেছি আমি বহুদূরে,
সেই পথের ঠিকানা
আমি নিজেও জানিনা।

জানোনা যখন তাহলে যাওয়ার দরকার কি। চুপচাপ ঘরে এসে পোস্ট রেডী করো। সুপার এক্টিভ লিস্ট এ থাকতে পারবে অন্তত।

হিহি 🤣.... জানিনা তাই বলে কি খুঁজবো না নাকি?

ভালো বলেছেন দাদা।

মাঝে মাঝে ঠিক বলে মনের ভিতর একটু শান্তি পাওয়া যায়।

ঠিকানা না জানলে নতুন ঠিকানা তৈরি করে নিতে হয়, ভাই। হাহাহা। ভালো হয়েছে আপনার অংশটি।

সেটাই দাদা কোথাও খুঁজে না পাওয়া গেলে সবশেষে এসে গুগল সার্চ করে ঠিকানা খুঁজতে হবে। হিহি 🤣

প্রেমের ব্যথায় প্রেমের জ্বালায়
হৃদয়টা হয়ে যায় ফানা ফানা
অন্ধ প্রেমে অন্ধ আমি
প্রেমের গন্ধে মাতোয়ারা তুমি

মনের মাঝে ছিলে তুমি
হৃদয়ের এক কোণে
ভালোবেসে ছিলাম গহীন গভীরে
কখনও বুঝতে চাও না
আমার এই না বলার ভালবাসার কথা।

চেয়েছিলাম যা তোমার কাছে
খুব কি ছিলো দামী?
এই দুনিয়ায় তোমার কাছে
কিছুই কি ছিলাম না আমি।।
ভালোবেসে তোমায় আমি
দিয়েছিলাম এই মন,
বিনিময়ে দিয়েছ তুমি আমায়
দুঃখ কষ্ট জ্বালাতন।।
বুঝবে যেদিন তুমি আমায়
থাকবো না সেদিন আমি,
বুঝবে সেদিন তোমার জীবনে আমি
ছিলাম কতো দামী।।

কি দিয়েছি কি পেয়েছো
ভাবছ কি কখনো?
চোখ মেলিয়া দেখেছ
যখন এই পৃথিবীর আলো,
তখন তোমার লেগেছিল কত ভালো!!

একটু কি মনে পড়ে না সেদিনের কথা
সব ভুলে গেছ এখন তুমি,
কথায় কথায় এখন দাও
তুমি আমার মনে ব্যথা!!

ব্যথা পেয়ে এখন আমি
পথে পথে ঘুরি,
তোমার দেয়া ব্যথা পেয়ে হারাইলাম
সুখের পৃথিবী।
তবুও তুমি স্বপ্নে আসো, স্বপ্নে বলে যাও
ভালোবাসার মূল্যটুকু রাখতে আবার আসো।

অসাধারন হয়েছে ভাই, কবিতায় বিরহের ব্যাথাটি ফুটিয়ে তুলেছেন।

চেষ্টা করেছিলাম একটু 🤗🤗

তোমর দেয়া ব্যাথায় আমি জ্বলি দিবানিশি
পেছন ফিরে চেয়ে দেখো আছি পাশাপাশি।
তোমার প্রেমে পাগল হয়ে ছাড়লাম ঘরবাড়ি
তুমি ছিলে আমার কাছে একমাত্র দামি।
ভালোবাসার দোহাই দিলাম থেকে যাও তুমি,
দূরে গেল মরণ হবে থাকবো না আর আমি

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

তোমার ব্যাথা বুকে নিয়ে যাচ্ছি শপিং মলে।

পটিয়ে আনবো তোমার থেকেও বেশি সুন্দরী,
যে কোনো কলে কৌশলে।

তারপর তুমি দেখবে মজা আমি কি জিনিষ

সারা জীবন হা হুতোষ করে যাবে,
পাবে না আমার কোনো হদিস।

চলে গেছো তাতে কি... নতুন একটা পেয়েছি.... যেটা তোমার থেকেও সুন্দরী ....এই গানটার কথা মনে পড়ে গেল আপনার কবিতা পড়ে...

ওটার সাথে সামঞ্জস্য রেখেই আমার আজকের কবিতা। আমার নিজের লেখা কবিতা পড়ে আমি নিজেই হাসছি। হা হা হা....

তাহলে আপনার সেন্স অফ হিউমার অনেক ভালো যা বোঝা যাচ্ছে। হাসতেও পারেন, হাসাতেও পারেন।

যখন তুমি ছিলে বিরহে
পাশে ছিলাম আমি
এখন তুমি আছ সুখে
দূরে গেছ তুমি।

কিছুই কি পাওনি তুমি
আমার কাছ থেকে
কেন চলে গেলে এমন করে
কিছু না বলে।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

ব্যথাই আমার গলারমালা;
ব্যাথাই আমার প্রেম।
ব্যথা দিয়ে ভুলতে কি চাও !
তোমার আমার প্রেম?

তুমি কি জানো যে এই আমি,
তুমি তো আমার কাছে সব থেকে দামী।

একসাথে আছি তুমি আর আমি,
আমাদের ভালোবাসা সব থেকে দামী।

একটা নৌকার মাঝি আমি,
পাল তুলবো একসাথে তুমি আর আমি।

স্বপ্ন ভরা জীবনে
দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায়
থাকে পাশে শুধু কষ্ট
যখন মনের মাঝে বয়ে যায় ব্যথা
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।
মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

এই ব্যথা গুলো রাখব কোথায়
বলতে পার কি?
তোমার কাছে ভালবাসা ছাড়া
আর কিবা চেয়েছি।
সেই ভালবাসার বিনিময়ে
পেলাম শুধু ব্যাথা
তোমাতে মুখর জীবন টাতে
এখন শুধুই নীরবতা।

কি দরকার ভাই বেকার ভালোবাসা নামক মরীচিকার পেছনে ছোটাছুটি করা। তার থেকে পোস্টা আর কমেন্টের দিকে বেশি মনোযোগ দেন সুপার অ্যাক্টিভ লিস্টে চলে আসবেন সবসময়। হা হা হা... খুব সুন্দর লিখেছেন আপনি।

আমি সিংগেল দাদা। আপনার উপদেশ মানার চেষ্টা করব।অনেক ধন্যবাদ দাদা।

ভালোবেসে তোমার কাছে চেয়েছিলাম পূর্ণতা,
তুমি শুধু দিয়ে গেলে এক বুক শূন্যতা ।
তোমার বুকে মাথা রেখে দিয়েছিলাম কথা,
থাকবো মোরা সারা জীবন একই শুতোয় গাঁথা।
এখন তুমি ভালোবাসার গাঁথা মালা ছিন্ন করিয়া,
আমায় তুমি রেখে গেলে একালা করিয়া।

যখন আমি রাজা ছিলাম,
তখন ছিলাম দামী,
ফকির হওয়ায়-
তোমার কাছে অচেনা
এই 'আমি'।
মূল্যহীনের পৃথিবীতে,
অমূল্য এক তুমি,
সব উজার করেও আজ,
মূল্যহীন এই স্বামী।

যে আপনাকে রাজা থেকে ফকির বানালো, সে আবার আপনার কাছে অমূল্য... এতটাও ভালোবাসা ঠিক না। ভালোবাসার ডায়রিয়া হয়ে যাবে তো। হা হা হা... তবে সুন্দর লিখেছেন আপনি।

ধন্যবাদ। 😊

হাহাহা, আপনার কমেন্ট গুলো পড়ে সত্যি অনেক মজা পাই।

বাহ বাহ, অসাধারন ছন্দমিল আপু।

ব্যথা ছাড়া কিইবা আছে,
আমাকে দিবার, তোমার কাছে।
চেয়েছি শুধু ভালোবাসতে,
পাইনি ভালোবাসা।

মন দিয়েছি মন চেয়েছি
পাইনি তোমার সাড়া।
তাইতো আমি বাঁচতে শিখেছি
এখন তোমাকে ছাড়া।

ব্যথা নিয়ে বেঁচে আছি,
থাকবো বেঁচে একা।
এ জীবনে কখনও আর,
মিলবে না দেখা।
প্রিয় মানুষ হারিয়ে গেলে
ফিরে না আর আসে,
হারিয়ে গেলে সবাই তার
মূল্যটা বোঝে।

কবিতায় বিরহের ব্যাথাটি অসাধারন ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।

মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

ভেবোনা তোমায় মনে রেখেছি
মনে তো তখনই ছিলে
যখন তুমি আমার ছিল
এখন তোমায় ঘৃণায় ভেজাই
অশ্রুসিক্ত নয়নের জলে।

তুমি আমার স্বপ্ন ছিলে তুমি সাধনা
তোমার জন্য পাগল ছিলাম হলাম দেওয়ানা।
সুখে থেকো ভাল থেকো এই কামনা করি
আমাকে বানালে ভালবাসার মিথ্যে আসামি।
কি ভুল ছিল আমার বলো না তুমি
তোমার জন্য পাগল হয়ে ধারে ধারে ঘুরি।