আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হৃদয়ে লুকানো কল্পনার
রঙিন যত রঙ,
তোমার আকাশে উড়ার
জাগ্রত গোপন শখ।
আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি খুঁজি
তোমার আকাশে উঠার,
আমি ঠকতে ঠকতে বিদ্রোহী হই
ভালোবাসা ছুঁয়ে দেখার।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা যেমন হৃদয়কে চঞ্চল করে-তেমনি বড্ড বেশী আবেগী করে তোলে। তারপর বাস্তবতার নির্মম আঘাতে বিদ্রোহী হয়ে উঠে তাকে কাছে পাবার জন্য।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার মনের পিঞ্জিরাতে,তোমার বসবাস।
তুমি বিহীন পিঞ্জিরারটার,বড়ই সর্বনাশ।
মনের অতলে থাকে,আরো একটি মন।
সেই মনে আছো তুমি,তুমিই যে আপন।
আমার ভালোবাসায়,ঘেরা যে তুমি।
তোমার ওই হৃদয়ে,থাকতে চাই আমি।
ভালোবাসা ভালোবাসা,যার শেষ নেই।
তোমার কাছ থেকে আমি,শুধু সেটাই যে চাই।
পৃথিবীটা অনেক বড়,তার চেয়ে বড় ভালোবাসা।
তোমার তরে ওগো আমার,যতসব আশা।
ভালোবেশে মনের ভিতর,দিও মোরে ঠাঁই।
তোমার মনে আমি যেন,একটু জায়গা পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! দারুণ হয়েছে কিন্তু আজকের লাইনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো ভাই মহা গুরু,
আপনার কবিতা ধরেই করলাম শুরু।❤❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে যত রং ছিল সাজানো
দিয়েছি ভোরের আঙিনায় বিছিয়ে,
তোমার হৃদয়ে ফোটাবো ফুল
মনে আছে যত রঙ্গিন ফানুসে।
আমি ঠকতে বড্ড ভালোবাসি
যেখানে তোমার আঘাত থাকে,
আমি চলতে চলতে পথ হারায়
তোমাকে খুঁজে পাওয়ার নেশার বাঁকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর হয়েছে আপু লাইনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আকাশের নীল ভবনে
তুমি সুখের তারা
মেঘের ভেলায় ভাসবো মোরা
প্রেমে হবো মাতোয়ারা।।
তোমার চাওয়া তোমার পাওয়া
করেছে আমায় দিশেহারা
মেঘের রাজ্যে গরবো বসত
কেন করো এত তারাহোড়া?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাড়াহোড়া তো করতে হবে যদি কোথায় পালায় যান আবার তাই আরকি😍😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে তাড়াহুড়ো না করলে মেঘতো চলে যাবে অন্যের আকাশে, হা হা হা। মজা পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার জন্যই তো লিখলাম। তা না হলে তো আর মজা পেতেন না। হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের মণিকোঠায় লুকানো তোমার মুখ,
কল্পনাতে দেখি যখন, পাই অপরিমেয় সুখ।
তুমি আমার কল্পনার জগতের রঙিন ঘুড়ি,
ইচ্ছে জাগে তোমায় নিয়ে মুক্ত বিহঙ্গের মতো;
নীল আকাশে ডানা মেলে উড়ি।
তোমার চোখের জলে বিদ্রোহী হয়ে উঠি বারংবার,
ইচ্ছে হয় ভেঙ্গে ফেলি সব কারার প্রাচীর;
ছুটে চলি নাগরাজ্য কিংবা পাতালপুরীতে,
তোমায় নিয়ে বাঁধি সুখের ঘর,
বোমারু বিমান ওড়া কোন পরিত্যক্ত শহরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক সুন্দর লিখেছ তো দেখছি অণু কবিতাটা।👌👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাগরের বুকে ঢেউ যেমন খেলা করে,
তুমিও আমার বুকের তেমনই উত্তাল ঢেউ।
আমার এই বিশাল সাগর জুড়ে,
ভেসে ওঠে তোমারই নাম বার বার।
তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝিনা প্রিয়,
তোমার কাছেই আমার আবেগের পাহাড়।
তবুও তুমি যাও যদি ছেড়ে,
উঠবো জ্বলে বিদ্রোহের আগুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ওই নীল আকাশ দেখতে সবাই ভালবাসে
কিন্তু সেই আকাশে যখন মেঘ জমে
চার দিকটা অন্ধকারে ঘিরে রাখে
তখন মনের ভিতর একটু হলেও ভয় হয়
তোমাকে হারানোর ভয়।
এ ভয় যেন আমাকে নিঃশেষ করে দিচ্ছে।
মনের ভিতরে যে চঞ্চলতা থাকে
তোমাকে পাওয়ার জন্য মনটা
অনেক আবেগী হয়ে থাকে
কিন্তু ভালোবাসা এমনি
যা হারানোর ভয়টা বেশি থাকে।
তারপরও আমি আছি আমি থাকবো
তোমায় ভালোবেসে বাঁচবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপু, অনেক সুন্দর লিখেছেন।👌👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ে লুকানো কল্পনার
রঙিন যত রঙ,
তোমার আকাশে উড়ার
জাগ্রত গোপন শখ।
আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি খুঁজি
তোমার আকাশে উঠার,
আমি ঠকতে ঠকতে বিদ্রোহী হই
ভালোবাসা ছুঁয়ে দেখার।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাইনগুলো সুন্দর হয়েছে, কিন্তু কবিতার ফরম্যাট নষ্ট হয়ে গেছে, আসলে অনু কবিতার মূল উদ্দেশ্য হলো উপরের লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে আরো কিছু লাইন লেখার চেষ্টা করা। আশা করছি বুঝতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া অবশ্যই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার হৃদয়ের কল্পনায়,
তুমি বর্ণীল আলপনা,
তোমার হৃদয়ের স্পন্দন,
আমায় দেখায় রঙিন স্বপন।
তোমার হৃদয় রাজ্যে,
আমি করছি আনাগোনা,
মিটিয়ে নেবো ভালোবাসার,
সকল লেনাদেনা।
বাস্তবতায় বিদ্রোহী হবো,
হবো প্রেমের কবি,
আঁকবো আমি আমার মনে,
তোমার রঙিন ছবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের মাঝে তুমি আমার আঁকা ছবি
আমার হৃদয়ের মাঝে তুমি আঁকা রং তুলি।
দিবা রাত্রি ভাবী তোমায়
কখন হৃদয়ে জড়াবে
হাতে হাত রাখবে বলবে কথা গোপনে।
ফিরে এসো তুমি আমার মন বাগিচায়
রাখবো তোমায় সারা জীবন
আমার এই হৃদয়ের মন মাঝারে
ফিরে এসো তুমি প্রিয়তম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের বিকেলে চাই থেমে থাকতে,
তোমার অভিমানে মন যায় থমকে।
প্রেমের ছোঁয়াতে তাকিয়ে দেখি
এই অন্ধকারের রাতে,
তোমার মধুর আবেগে সুরের ঝর্ণা ঝরে,
ভালোবাসার সব রঙে ঢালি তোমার কথা,
প্রেমের ফুলে সৃষ্টি করি নতুন গান লেখা।
হঠাৎ আমার হৃদয়ে ভেসে ওঠে ,
প্রেমের গল্প কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর লিখেছেন তো ভাই।👌👌👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি পাখি হয়ে উড়তে চাই
তোমার ঐ আকাশে
মিশে যেতে চাই মৃদুমন্দ বাতাসে
কোমল মেঘে হারিয়ে যেতে চাই
গায়ে মাখতে চাই মিষ্টি রোদ
চাই শুধু বজ্রপাত না হোক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা রইল তোমার জন্য,
তুমি আমার হবেই।
হৃদয়ে জমানো কথাগুলো,
তোমাকে বলতে হবেই।
ভালোবাসি আমি তোমায়,
তুমি কি তা জানোনা?
পাখির মতো আগলে রাখবো তোমায়,
উড়ে যেতে ইচ্ছে করবে না।
গোপনে ভালোবাসব তোমায়,
ভুলে যেতে পারব না।
তোমার হৃদয়ে এঁকে দিবো আমি
ভালোবাসার উপমা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্নে আমি সেই প্রাণবন্ত আভার সন্ধান করি
তোমাকে পাওয়ার আশা সঙ্গোপনে রাখি
প্রতি পদক্ষেপে তোমার সেই সিঁড়ি খুঁজে চলি
যা আমাকে তোমার স্বর্গীয় স্পর্শের কাছে নেবে
অবাধ্য এই মন, নিরন্তর করে অন্বেষণ
ভালোবাসার স্নিগ্ধ আদরের প্রতীক্ষায় সারাক্ষণ
এই অনুভূতির ঐকতানে, স্বান্তনা খুঁজি আমি
তোমার ভালোবাসা পাওয়ার আকাঙ্খায়
অনন্ত অয়নকালে আমি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit