আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জ্ঞান পাপীরা অন্ধ হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিজ্ঞদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জ্ঞান পাপীরা অন্ধ হয় কারণ তারা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চোখে ধুলো পড়ে যায়! আর এত বেশি ধুলা জমে যায় যে, তারা আর কিছুর আলাদা করতে পারে না। পৃথিবী তাদের কাছে হয়ে যায় এক বিশাল গুগলের সার্চ লিস্ট —কিন্তু Wi-Fi ছাড়া! 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াইফাই ছাড়া সার্চ লিস্ট দেখার উপায় থাকলে তারাই সবচেয়ে সুখী মানুষ হতো ভাইয়া। দারুন বলেছেন। আপনার উত্তর টি দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যখন অজ্ঞতা থেকে ভুল করবেন বা অন্যায়কে সমর্থন করবেন তখন সেটা মানা যায়।
কিন্তু আপনি যখন জানেন এটা ভুল এটা অন্যায় কিন্তু আপনি কিছু বলছেন না। কারণ আপনার স্বার্থ লুকিয়ে আছে ওখানে। মূলত স্বার্থের জন্যই জ্ঞানপাপীরা অন্ধ হয়।
আর আমি মোটেও বিজ্ঞ না ভাই। নিজের স্বল্প জ্ঞান থেকে উওর দেওয়ার চেষ্টা করলাম আর কী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রশ্নেই উত্তর আছে৷ যারা জেনে বুঝে পাপ করে তাদের দৃষ্টিও তাদেরই কন্ট্রোলে৷ আসলে বিষয়টা তো পুরোপুরি মোহ। অতিরিক্তি মাত্রায় মোহ থাকার কারণেই এই সব ঘটিয়ে ফেলে৷ মোহ অতিক্রম করা কি সহজ? তবে তো সে মানুষই থাকবে না৷ মহামানব হয়ে যাবে৷ জ্ঞানপাপী রা আসলে অজ্ঞাতভাবে অন্ধ হয় না৷ জ্ঞাতসারেই অন্ধ হয়। এটা অবশ্য আমার অভিজ্ঞতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞানীয়রা মনে করে জ্ঞান দেয়াই তাদের কাজ। অন্য কোন দিকে তাকানো তাদের কাজ না। তাইতো তাদের চারপাশে যা কিছুই ঘটে না কেনো সেই দিকে তাদের কোন খেয়াল নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞানপাপীরা তাদের জ্ঞান বদ্ধ ঘরে আটকে রাখে। বদ্ধ ঘরে, অন্ধকারে থাকতে থাকতে তাদের দৃষ্টিশক্তি লোপ পায়। এজন্য তারা ভালোমন্দের ভেদাভেদ আর উপলব্ধি করতে পারেনা। এজন্যই তারা অন্ধ হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারণ তাদের সেই চোখ নেই যা তাদেরকে সত্য দেখাবে। তুই মানুষগুলোর মধ্যে রয়েছে অনেক অহংকার এবং অনেক খারাপ মনোভাব 🎭। এজন্য তারা তাদের চোখে কখনো ভালো কিছু দেখেনা। আর এই জন্য তারা অন্ধ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা চায় বেশী করে টাকা কামিয়ে পৃথিবীর পর মঙ্গল গ্রহে বাড়ী বানাবে। তাই তো তারা জ্ঞান বিক্রি করে শুধু টাকা কামাতে থাকে। আর সব কিছু থেকে গুটিয়ে রাখে নিজেকে। আর অন্ধ না হওয়া শর্তেও অন্ধ থাকার ভান করে মাত্র।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মঙ্গল গ্রহে বাড়ি বানিয়ে কি হবে আপু। শেষে তো নিজেই যেতে পারবে না। অন্ধ বলে সবাই তাকে ফেলে চলে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূলত যে জ্ঞান মানুষের উপকারে আসে না বরং তারা মানুষের ক্ষতি করে তারাই জ্ঞান পাপী।তাদের লাইফের জ্ঞানটা সবসময় খারাপ কাজেই ব্যয় করে। আর এটা তাদের জন্য নির্ধারিত সে জন্যই তারা অন্ধ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা সাধারণত অন্ধ হন কারণ তারা নিজেদের অহংকার বা গর্বের কারণে সত্যকে বুঝতে ব্যর্থ হন। তারা জ্ঞান রাখলেও সেই জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করেন না বা গ্রহণ করতে চান না। জ্ঞান থাকা সত্ত্বেও তারা কুসংস্কার মিথ্যা ধারণা বা নিজেদের ভুলের মধ্যে আবদ্ধ থাকেন। এই অন্ধত্ব তাদের নিজেদের অহমিকা ও স্বার্থের কারণে তৈরি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাদের মন আলোকিত তারা ভালো কিছু দেখতে পারে নিজেদের চোখ দিয়ে। আর যাদের মন অন্ধকার তারা তো অন্ধের মতই কালো অর্থাৎ খারাপ জিনিস গুলো দেখবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞানের আলো সবার মনকে আলোকিত করতে পারে না ভাইয়া। যার ভিতরে অন্ধকার লুকিয়ে আছে তার ভিতরে কখনো জ্ঞানের আলো প্রবেশ করতেই পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা অন্ধ হয় কারণ তারা অহংকার এবং সংকীর্ণ মনোভাবের কারণে সত্য এবং জ্ঞানের প্রতি দৃষ্টি হারিয়ে ফেলে। তারা নিজেদের জ্ঞানকে অগ্রাধিকার দেয়, যা তাদের সত্যের প্রতি উদাসীন করে তোলে। ফলে, তারা নিজেদের ভুলে অন্ধকারে পড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার মানুষকে অন্ধ বানিয়ে ফেলে। তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর সেই মানুষগুলো সব সময় অন্ধকারেই ডুবে যায় আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা অন্ধ সেজে থাকে বলেই তো সমাজে এতো এতো অন্যায় অপকর্ম ঘটতে দেখা যায়। আর সেসব অন্যায় অপকর্ম দেখেই তারা শান্তি পায়। কথায় আছে না,পাগলের সুখ মনে মনে 🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে ঠিক বলেছেন ভাইয়া 🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার,অর্থলোভ মানুষকে জ্ঞান শূন্য করে দেয়। এই প্রকৃতির মানুষগুলো কেবলমাত্র আত্মস্বার্থে বিভোর থাকে বিধায় তারা পাপ করতেও দ্বিধাবোধ করে না। চরম সত্য কথা হলো, সমাজ খারাপ লোকের দ্বারা ধ্বংস হয় না ধ্বংস হয় জ্ঞানীদেরই নিষ্ক্রিয়তায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা অন্ধ হয় কারণ তারা নিজেদেরকে জ্ঞানের মহা সমুদ্র মনে করে। সব জ্ঞান অন্যের জন্য নিজের জন্য নয়। তারা এতোটাই মহা জ্ঞানী যে তাদের নিজের স্বার্থে সত্য মিথ্যা কে কখনো পার্থক্য করতে পারে না। নিজের স্বার্থে তারা তাদের জ্ঞানের সব কূটকৌশল অবলম্বন করে। আর তারা সমাজে নিরীহ অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যত প্রকার আইন আছে বাস্তবায়ন করার চেষ্টা করে। সব আইন সমাজের অসহায় মানুষের জন্য নিজের জন্য নয় এটাই এখন প্রকৃত বাস্তবতা এই কারণে জ্ঞান পাপীরা অন্ধ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন তারা অন্ধ না হলে বড় বড় গোঁফ রাখতে পারে না। আর গোঁফ না রাখলে মানুষ তাদেরকে পাগল বলতে পারে না। মানুষ যেন বলে তারা জ্ঞান অর্জন করতে গিয়ে গোঁফ কাটার সময় পায়নি,হা হা হা। 🤪😝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ মজার উত্তর ছিল 😆।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন থেকে তাহলে খুঁজে খুঁজে বড় বড় গোঁফওয়ালা লোকদের বের করতে হবে। কারণ তারা যে বেশ জ্ঞানী মানুষ। 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা শুধু তাদের চিন্তা করে সুখের। আর তারা অন্যকে নিয়ে তেমন ভাবে না। তাই তারা চোখ থাকি তো অন্ধ থাকে। তাদের মধ্যে মনুষ্যত্ব দেখাই যায় না। তাই জ্ঞান পাপীরা অন্ধ থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া পাপীরা শুধু নিজেদের কথাই ভাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা অন্ধ সাজে যাতে কালো চশমার ফাঁক দিয়ে সবকিছু দেখতে পারে আর কি। 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্ঞান পাপীরা অন্ধ হয় ,কেননা বেশি জ্ঞানী পাপিরা অন্যের কথাকে কিছু মনেই করেনা তারা সবসময় নিজের কথা টা বড় মনে করে। আর পাপ করতে করতে তাদের চোখ দুটো তো পাপে ভরে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit