আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিয়ের ঘটকের মত যদি প্রেমের ঘটক থাকতো । তাহলে কেমন হতো ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তাহলে সবাই ডজনে ডজনে প্রেম করতো। আর ছ্যাকা খেয়ে ব্যাকা থাকতো । সবার মজার মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
খুবই ভাল হতো ভাই। সিঙ্গেল যে সব ছেলে মেয়েরা রয়েছে তারা একটু আশার আলো দেখতে পেত, এটা যদি থাকতো। প্রেমের ঘটকালী করে অনেক টাকা ইনকামও করতে পারতো প্রেমের ঘটকারা। প্রেমের ঘটক নামে নতুন কর্মসংস্থানেরও সুযোগ হতো এবং তারা দেশের জিডিপি (মোট জাতীয় উৎপাদন) -তে অনেক বড় ভূমিকা রাখতে পারতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে দেখা গেল চারিদিক থেকে আমরা লাভবান হচ্ছি। সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে 🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা আপ!🤭🤭 প্রেমের ঘটক থাকলে শুধু লাভ আর লাভ আমাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ের ঘটকের মত যদি প্রেমের ঘটক থাকতো তাহলে যার বাবার বেশি টাকা আছে সে পৃথিবীর সব সুন্দরী মেয়েকে পটিয়ে ফেলত। কারণ মেয়ে মানুষ টাকা দেখলে সহজেই পটে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার এই কথা মেয়েরা দেখলে কিন্তু আপনার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবে 🤭🤭।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রফেশনালি বিয়ের ঘটকের মত প্রেমের ঘটক থাকলে ঘটক বেটার কপালে দুঃখ হতো। কারণ প্রেমিক প্রেমিকার ঝগড়ার মাঝে তাকে চ্যাপ্টা হতে হতো।🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রেমের জন্য ঘটক থাকলে ভালো হতো। আসলে আপনার এই প্রশ্নের সাথে আমিও একমত। যদিও আমার প্রেম করার আর বয়স নেই। আর সবচাইতে বড় উপকার হতো মেয়ের বাবার। কারণ প্রেম করে মেয়ে প্রেমিকের হাত ধরে চলে যেত। এ ক্ষেত্রে মেয়ের বাবার কোন প্রকার খরচ হতো না। আর ছেলেরা নিজের পায়ে দাঁড়ানোর আগেই বিয়ে করার সাধটা পেয়ে যেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে রাস্তার মোড়ে মোড়ে প্রেমের ঘটকের অফিস খুলতাম। প্রতিদিন ভালো টাকা ইনকাম হতো। আর সেই সাথে আমি বিশ্ব প্রেমিক উপাধি অর্জন করে ফেলতাম,হা হা হা 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমের ঘটকও তো আছে।ছেলেদের বন্ধু আর মেয়েদের বান্ধবী,দেখা গেল বন্ধুর ঘটকালি করতে করতে একসময় ঘটক বন্ধু নিজেও প্রেমের জালে ফেঁসে যায়।তখন বন্ধুকে ঠিক বাঁশ দেয়,এদিকে আসল প্রেমিক বেচারা ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে বসে বন্ধুর সঙ্গ ত্যাগ করার।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আমাদের দেশের বেকার সমস্যা কিছুটা হলেও হ্রাস পাবে। নতুন আরেকটি কর্মসংস্থান চালু হবে।🤭🤭 আর তা ছাড়া প্রেমের ঘটক আছে তো,,, 🥴🥴
বন্ধুবান্ধবরা। ওরাই বা ঘটকের থেকে কম কিসের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমে ঘটক থাকে তো ভাইয়া এটা জানেন না মনে হয় আপনি।বিয়ের ঘটক আছে,এটা জানাজানি হয় বৈধ সম্পর্ক তাই।প্রেমের ঘটক গোপনে কাজ করে।কেননা অবৈধ সম্পর্ক জোড়া লাগিয়েছে পাবলিক জানলে বারোটা বাজাবে তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রেম করার শখ আছে।
আমাকে কেছু tips দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়টা মন্দ হতনা।এমনটা হলে বিয়ের ঘটকের উপর ঠাডা পড়তো। কারণ প্রেমের ঘটক থাকলে কোন ছেলে মেয়ে বিয়ে অব্দি অপেক্ষা করত না ফলে বিয়ের ঘটকের আর ইনকামও থাকতো না।অন্তত তখন ভদ্র ছেলেরাও সিঙ্গেল থাকতো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রেম করার শখ আছে।
আমাকে কেছু tips
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমের ঘটক সবার প্রেমের ব্যবস্থা করে দিতে দিতে নিজেই প্রেম করার সুযোগ পেত না। এই আরকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আমরা খুব সহজে লেডি কিলার হতে পারতাম😄।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রেমেরও ঘটক আছে। বন্ধু বান্ধবীরা ঘটকের থেকেও কম নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনিতেই বর্তমান যুগে প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। প্রেমের ঘটক থাকলে কোনো ছেলে মেয়ে বিয়েই করতো না। সব ছেলে মেয়ে প্রেম করেই সারাজীবন কাটিয়ে দিতো। যুবক যুবতীরা,বৃদ্ধ বৃদ্ধারা শুধু প্রেম করতো। তারপর বিয়ের এবং প্রেমের ঘটকরা মারামারি করতো😂😂। মোটকথা সবদিক দিয়ে তালগোল পেকে যেতো। এদিকে সারাদেশের হিজড়ারা এসব ঘটনা দেখে চরম লেভেলের মজা নিতো 🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর করার তখন ঘটক কে বলতাম ঘটকালি করে কিছু প্রেম করিয়ে দিতে। 🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit