আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
অনলাইন শপিং নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অনুগল্প:
অনলাইনে কেনাকাটা মোটামুটি হয়েই থাকে।বিশেষ করে আমাজন আর ফ্লিপকার্ট এ বেশি হয়।কারন এগুলো বিশ্বস্ত কোম্পানি কিন্তু মিশো বলে যে কোম্পানি সেটার বিজ্ঞাপনও টেলিভিশন কিংবা অনলাইনে প্রায় দেখা যায়।যদিও আগের কোম্পানি থেকে অনলাইনে জিনিস কিনে কখনো ঠকিনি তাই ভাবলাম মিশো থেকেই অর্ডার করি।তাই দুটি পালাজো পছন্দ করে করলাম অর্ডার।কিন্তু দিতে অনেকখানি সময় তো নিল-ই তার উপরে আবার দেওয়ার সময় একটি ঠিক দিল আরেকটি সম্পূর্ণ আলাদা পালাজো দিয়ে দিল।তবে যে পালাজোটি ভিন্ন দিয়েছে সেটা দেখতে আর্মিদের প্যান্টের মতন।সেটা আবার আমার পছন্দ নয় কিন্তু বাড়ির বাকিদের পছন্দ হলো।যখনই আলমারি থেকে পালাজোটি বের করে দেখি তখনই কেমন আর্মি আর্মি মনে হয়।।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বামী:- এই জুতা গুলো তো আমরা শোরুমে দেখেছিলাম। ৪ হাজার টাকা মূল্য ছিল,কোন ডিস্কাউন্ট দেয়নি, তাই আমরাও কিনি নাই। এখন এগুলো বাসায় আসলো কিভাবে..?
স্ত্রী:এগুলো অনলাইন থেকে শপিং করেছি।
স্বামী:-অনলাইনে কতটাকা দিয়ে নিলো...?
স্ত্রী:- তুমি তো অনলাইনে শপিং করতে চাও না, অনলাইনে মূল্য ছিল ৯ হাজার টাকা। তবে ৫০% ডিস্কাউন্ট ছিল। তাই দ্রুত অর্ডার করে নিয়েছি। ভালো করেছি না....?
স্বামী:- অবশ্যই ভালো করেছো,৪ হাজার টাকার জুতো সাড়ে ৪ হাজার টাকা নিলো।
স্ত্রী:- অ্যা....আমি তো সেটা খেয়াল করি নাই,আমি তো ৫০% ডিস্কাউন্ট দেখে তারাতারি অর্ডার করে নিয়েছি। 😜 হা হা হা 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নামে মাত্র ডিসকাউন্ট দিয়েছে। আসলে অনলাইন ব্যবসা গুলো এরকমই হয়। লোভনীয় সব অফার গুলো দিয়ে সবাইকে বোকা বানায়। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অভিজ্ঞতাটা অবশ্য কেনার ক্ষেত্রে না বেচার ক্ষেত্রে
আমি অনলাইনে কাপড় কেনাবেচা করতাম, একবার এক লোক অর্ডার করার জন্য নক দিয়েছে। আমি রিপ্লাই দিলাম,দাম জানতে চাইল আমি দাম ও বললাম। এরপর জিজ্ঞেস করল ভাই মেয়েটাকে কি পালটানো যায় না? আমি লাল জামা নেব, কিন্তু কালো জামার সাথে যে মেয়ে আছে পছন্দ সেটা।ওটা লাল জামার সাথে ওটা দেওয়া যাবে না?আমি তো অবাক,আমি বিক্রি করি জামা এ বেচারা চায় মেয়ে,কাহিনী কি? পরে লোকটা বলল আপনি যে দাম দিয়েছেন, তাতে ভেবেছি জামার সাথে মেয়ে দিবেন ফ্রি। পরে আমি হাসতে হাসতে শেষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জামার সাথে মেয়ে ফ্রি। ব্যাপারটা বেশ জটিল। লোকটা কত আশা করে দামাদামি করল। আহারে বেচারা। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইনে আমি প্রচুর পরিমাণে শপিং করে থাকি। একবার অনলাইনে আটা-ময়দা, তেল এরকম অনেক আইটেম অর্ডার করেছিলাম তবে সেই অর্ডার এর মধ্যে দুই কেজি ডাল অর্ডার করা না থাকলেও চলে এসেছিল। আমি তো ২ কেজি ডাল ফ্রিতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম । এই ব্যাপারটা তখন আর বাড়িতে বলিনি , তবে ওই দুই কেজি ডালের দাম আমি বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম । মধ্যে দিয়ে আমার কিছুটা টাকা লাভ হয়ে গেছিলো। 🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইন ব্যবসায়ীরা দেখি আপনার কাছে এসে বোকা হয়েছে। ওরা তো সব সময় আমাদেরকেই বোকা বানায়। আপনার ভালো লাভ হয়েছে জেনেও ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিহি🤭🤪 আমিও তাই দেখছি আপু!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কয়েকদিন আগে বাসায় ফিরে দেখি ছোট বোন একটি পুরাতন জামা পড়ে বসে আছে। আমি বললাম কিরে জামার কি অভাব পড়ছে নাকি। এরপর আম্মু এসে বললো ১২০০ টাকা দিয়ে অনলাইন থেকে জামা কিনেছে। এবার বোন বললো নিজেকে সান্তনা দেয়ার জন্য এই জামা দুইদিন পড়বে এরপর ঘর মুছে ফেলে দিবে। তবুও তো একটু কাজে লাগাতে পারবে।🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক ব্যক্তি ডিস্কাউন্ট দেখে ফুলদানীর রেক অর্ডার দিলো অনলাইনে।সে যখন হাতে পেলো দেখলো নিউবর্ন বেবির কাঁথা।হাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন আমি একটি প্যান্ট অনলাইনে অর্ডার করেছিলাম ১০০০ টাকা দিয়ে । ওমা হাতে পেয়ে দেখলাম এটাতো আমি ভাঙ্গারি ওয়ালার কাছে ১০০ টাকায় বিক্রি করে পাতিল কিনেছিলাম। তবে যাই বলেন জায়গার জিনিস জায়গায় ফিরে এলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit