এবিবি ফান প্রশ্ন- ৪৬১ || মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

in hive-129948 •  3 days ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কারন গাটির খেয়ে পরের চরকায় তেল দেওয়া তাদের অভ্যেস তাই মাথা অন্যের থাকলেও ব্যথা ততাদের হয়।।

একদম ঠিক বলেছেন আপু এমন কিছু মানুষ আছে যারা নিজের চিন্তা না করে সব সময় অন্যের চিন্তায় ব্যস্ত থাকে।

হুম আপু।

কিছু কিছু মানুষ এরকমই হয়, যাদের আর কোনো কাজ নেই।

তাদের কাজ থাকলেও কাজ বাদ দিয়ে তারা অন্যের পিছনে কাঠি নাড়ে আপু☺️☺️.

কথাটি ঠিক বলেছেন কিছু লোক আছে নিজের খেয়ে পরে চরকায় তেল দেই।

ঠিক বলেছেন ভাইয়া।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

এই বিষয়টা এমন যে, যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই 😁 বর্তমান সমাজের মানুষরা এমন যে, নিজের নিয়ে টেনশন করার থেকে বাইরের মানুষের নিয়েই বেশি টেনশন করে 😎 এসব মানুষদের সোজা কথার মলম দিয়ে দিলেই ঠিক হয়ে যায় 🤠

সত্যি ভাইয়া যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শি তো একদম উঠে পড়ে লেগেছে। আমাদের চারপাশের মানুষগুলো আসলে এরকমই।

একদম সত্য কথা বলেছেন যার বিয়ের তার খবর নেই পাড়া পড়শীর ঘুম নেই। আর এই লোক গুলো বলে আপনার ভালোর জন্য বলতেছি।

নিজের মাথা নিজে ঘামানোর সময় পাইনা অন্যেরা বেশি মাথা ঘামায় কারণ একজনের ভালো দেখে অন্যজনের জলে। আর অন্যকে নিয়ে সমালোচনা করতেও বেশি ভালো লাগে তাদের।এজন্যই বলে মাথা আমার ব্যথা অন্যদের।

আমরা নিজেরা নিজেদের মাথা নিয়ে ঘামানোর সময় না পেলেও অন্যরা ঠিকই আমাদের নিয়ে আলোচনা করে আপু।

এজন্যই তো নিজেকে নিয়ে ভাবার সময়টা সবাই ভুলে গেছে।

মানুষের চরিত্রই হলো অন্যের দোষ খোঁজা।নিজের শত দোষ থাকলেও, অন্যের একটু দোষই তাদের মাথা ব্যাথার কারন হয়ে যায়। আর সেই দোষ সংশোধনে উঠে পরে লাগে। এই আরকি।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের তার কারণ মূলত তিনটি।
প্রথমত আপনি যে কাজ করছেন ঐ কাজে যাতে সফল না হন তার জন্য অন্যদের মাথাব্যথা।

দ্বিতীয়ত আপনি যেটা করছেন বা, করবেন ঐ কাজে প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে অন্যদের স্বার্থ জড়িত।

তৃতীয়ত হচ্ছে প্রতিহিংসার কারণে তাদের প্রচন্ড মাথাব্যথা।

বলা যায় যে, তারা হচ্ছে আপনার বিনা টাকার উপদেষ্টা তাই শয়নে স্বপনে প্রতি মুহূর্তে আপনার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। এজন্য তাদের মাথা ব্যথার কোন কমতি নেই 😄😙😉।

আপনি তো দেখছি একদম উদাহরণসহ বর্ণনা করেছেন। তবে প্রতিটা কথাই কিন্তু সত্যি। এরকম মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।

আপনি তিনটি উদাহরণ বাস্তবিক দিক থেকে দিয়েছেন। এবং উদাহরণগুলো একশো পার্সেন্ট সঠিক।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

মাথাব্যথা তো হবেই। কারণ একেবারে সহজভাবে বলে দেই আমার বিষয়ে তাদের এলার্জি বেশি তাই তাদের শরীর চুলকায় বেশি। আর তাই শরীরে ব্যথা না নিয়ে আমার মাথা ব্যাথা তাদের মাথায় নিয়ে নেই। কারণ তারা যে আমায় বড্ড বেশি ভালোবাসে। আমার এলার্জি হলে আমার শরীরে ক্ষত সৃষ্টি হবে যে। তারা কি এগুলো সহ্য করতে পারবে। তাই আমার মাথা থাকা সত্ত্বেও তাদের মাথাব্যথাটা একটু বেশিই হয়। 😎😎

দেশ গ্রামে তো আর অকাল পক্ক মানুষ এর অভাব নেই।তাদের তো আর কাজ নেই, এটাই তাদের প্রধান কাজ। তাই এ দশা আর কি ভাই।

হ্যাঁ ভাইয়া এই লোকদের কোন কাজ নেই এই লোকগুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

এখনকার বেশিরভাগ মানুষ তো অনেক ভালো তাই এমনটা হয়। তারা এতটাই ভালো যে,অন্যের ভালো দেখলে শরীরে চুলকানি শুরু হয়ে যায়। একজন এলার্জি জনিত মানুষ ভুলক্রমে বেগুন খেয়ে ফেললে যেমন চুলকানি হয়,তাদের আরও বেশি চুলকানি হয়।

কথায় আছে যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই। এই হয়েছে অবস্থা। 😆

একদম ঠিক কথা আপু।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

কারণ আন্যের ভালো কেউ দেখতে পারে না, সহ্য হয় নাহ।একজনের সফলতা /ব্যর্থতা যায় হোক না কেন তাকে নিচে নামাতে উঠে পড়ে লাগে সবাই।

এটা অবশ্য আপনি ঠিক বলেছেন অন্যের ভালো কেউ দেখতে পারে না। সব সময় তাকে ছোট করে কথা বলে। এটাই বাস্তবতা।

হ্যাঁ আপু ঠিক বলেছেন এই লোক গুলো অন্যের ভালো দেখতে পারে না।

ভাই মাথা আপনার, তাই বলে আপনি সব ব্যাথা সহ্য করবেন, সেটা তো আপনার আশেপাশের মানুষ মেনে নিতে পারে না। সেজন্য তারাও আপনার কিছু ব্যথার ভাগ নিতে চাই। আপনার প্রতি কতটা ভালোবাসা থাকলে তারা আপনার ব্যথার ভাগ নিতে চায়, একবার নির্জনে নিভৃতে চিন্তা করে দেখুন, হা হা হা।

সমাজে এমন অনেক লোক আছে যারা অন্যদের ভালো দেখতে পারে না বা তাদের সহ্য হয় না এমন লোকদের অন্যদের মাথা নিয়ে ব্যথা হয়।

হ্যাঁ তাদের অন্যের সুখের শরীর একটু বেশি চুলকায়।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

অন্যের কথায় মানুষ যেমন বাম হাত ঢুকিয়ে থাকে এবং নাক গলিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে একজনের মাথা হলেও অন্যজনের ব্যাথা করে😄😁।

বি: দ্র;- so be careful 😃

এটি তো একদম সহজ যে কিছু লোকের খেয়ে দেয়ে কাম নেই। একজনের মাথা অন্যজন সে মাথা নিয়ে ব্যথার কাজ করে। এই লোকগুলো অন্যের পিছে সব সময় লেগে থাকে।

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া যাদের কোন কাজ নেই তারাই এই কাজগুলো করে বেড়ায়।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

এই শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ হাসিলের সুযোগে থাকে এজন্যই মাথা আপনার হলেও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদেরও ব্যথা থাকে।

সুবিধাবাদী মানুষগুলো আমাদের চারপাশে আছে বলেই সব সময় সমালোচনা হচ্ছে। তারা সবসময় সমালোচনা করতেই ব্যস্ত।

কারণ সবার মাথায় ম্যাগনেট থাকে না, সেজন্য যাদের মাথায় ম্যাগনেট আছে তাদের মাথা ব্যথায় না যাদের নেই তাদের মাথা ব্যথায়।🤩

আপনার কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। দারুন লিখেছেন আপনি।

মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?

এমন অনেক মানুষ আছে যাদের কিনা অন্যের সুখে অনেক বেশি জ্বলে। হয়তো তাদের অন্যের কোনো কিছুতে অনেক বেশি মাথাব্যথা হয়।

আমাদের সমাজে কিছু মানুষ আছে বক ধার্মিক। বক ধার্মিক বলার কারণটা হচ্ছে এই মানুষগুলো অকর্মণ্যের ঢেঁকি। সারাদিন খেয়েদেয়ে কাজ নেই অযথা ফাও প্যাচাল পাড়ে। যেটা মানুষের সামান্যতম উপকারে আসে না বরং ক্ষতি হয়। খোঁজ নিয়ে দেখবেন ওরা যে কথাগুলো বলে ওগুলোর সাথে ওর নিজের বা ওর নিজের বাসার কোন মিল নেই। এক কথায় বক ধার্মিক। অন্যের ক্ষেত্রে বকবক নিজের ক্ষেত্রে কিছুই নেই 😄। এদের কথায় কান দিলে হবে না ভাইয়া। সুতরাং অন্যের কথা নিয়ে মাথা ব্যথা করে তারাই যারা বাজে মস্তিষ্কের লোক।