আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৪

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

লেখকঃ

@hafizullah

লেখকের অনুভূতিঃ

তুমি শব্দটা খুবই ছোট কিন্তু এর প্রতি আবেগ কিংবা অনুভূতির গভীরতা ব্যাপক। যাদের তুমি আছে তারা যেমন এর মর্ম বুঝতে পারে ঠিক তেমনি যাদের তুমি নেই তারাও এর আকাংখা অনুভব করতে পারে। আমার তুমি-আমার হৃদয়ের স্পন্দন, তাকে ঘিরেই আমার আকাশ- আমার ভালোবাসার জগৎ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার

তুমি আছ বলে এ মনে বসন্ত রঙিন
তুমি আছ বলে স্মৃতিগুলো হয় নি মলিন।
তুমি আছ বলে এ হৃদয়ে বাজে শিঞ্জিনী।
তুমি আছ বলেই আমার জগৎ মরু হয়ে যায় নি।
তুমি আছ তাই রাত-দিন এত পাগলামি,
তুমি আছ বলেই মনে হয় এ জীবনটা দামী।

সত্যি দারুণ হয়েছে, শেষের দুই লাইন যেন হৃদয়ের কথা বলে দিচ্ছে।
ভালোবাসার অপর নাম আমার কাছে পাগলামি
সকাল বিকেল তাকে নিয়ে আকাশে উড়ার দুষ্টমি।

অনেক ধন্যবাদ আপনাকে। ☺

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।
তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি আছো তাই,বাচার অর্থ খুজে পাই
তুমি আছ তাই,পৃথিবীতেই স্বর্গ যেন পেয়েছ ঠাই
তুমি আছো তাই,জীবনে কোন দুঃখ নাই
তুমি আছো তাই,সব সুখ তোমাতেই খুজে পাই
যেদিন থাকবে না তুমি,
এজীবন হবে মরুভূমি
বাচার রইবে না কোন কারন
সেদিন যেন আপন করে,
নেয় মোরে মরণ।

আহ, যেন ছন্দের যাদুতে মুগ্ধতায় ঢেকে গেলো হৃদয়, আবেগ এর সুন্দর অনুভূতি যেন নতুন করে হারালো আবার। দারুণ হয়েছে।

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।আপনার থেকেই অনুপ্রেরণা পাই।

তুমি আছো বলে বেঁচে আছি আমি
তুমি আছো বলে স্বপ্নের জাল বুনি
তুমি আছো বলে ভালো থাকা হয়
তুমি আছো বলে জীবন মধুময়।
তুমি ছাড়া জীবন বড়ই কঠিন
তুমি ছাড়া হব আমি স্বপ্নহীন
তুমি ছাড়া জীবন অনুভূতিহীন
তুমি ছাড়া জীবন বেদনায় নীল।

খুব মিষ্টি হয়েছে, ছন্দগুলো হৃদয়ে গেঁথে গেছে একদম। দারুণ

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পেয়ে সত্যি খুব ভাল লাগলো।🥰🥰🥰 অনেক ধন্যবাদ ভাইয়া। 😊🙏

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি আছো বলে ভালোবাসা সীমাহীন
তুমি আছো বলে স্বপ্নগুলো রঙিন
তুমি আছো বলে আনন্দের স্রোতধারা
তুমি আছো বলে মন পাগল পারা।

তুমি ছাড়া জীবন মরুভূমি ময়
তুমি ছাড়া নিঃশ্বাস বড্ড ভারী
তুমি ছাড়া শূন্যতা ছেয়ে যায়
তুমি ছাড়া জীবন কালো ধোঁয়াশায়।

ভাই আপনিও কিন্তু দিন দিন বেশ ভালো ছন্দের তালে কবিতা লিখছেন, আজকেরটা সত্যি দারুণ লেগেছে।

অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাদের উৎসাহ পেয়ে চেষ্টা করে যাচ্ছি।
ভালো থাকবেন ভাই।।।

তুমি আছো বলে, হৃদয়ের মাঝখানে রঙিন।
তুমি আছো বলে, হৃদয়ের গহীনে মসৃন।
তুমি আছো বলে, ভালোবাসাটা অমর।
তুমি আছো বলে, স্বপ্নে থাকি বিভোর।

তুমি ছাড়া, হৃদয়ের আকাশে ঘন মেঘ।
তুমি ছাড়া, স্বপ্নগুলো নির্জীব।
তুমি ছাড়া, আবেগী এই মন।
তুমি ছাড়া, শুধু কষ্টের জীবন।

মনে হলো নতুন করে আবেগের সাগরে আবার ভাসছি
মনে হলো স্বপ্ন নিয়ে নতুন করে রঙিন আকাশে উড়ছি, খুব সুন্দর লিখেছেন আপু।

আমার ভাবনায় মিশেল হাওয়া তুমি
তুমিই আমার নিদারুণ স্বপ্নভূমি
আমার নিঝুম হৃদয়ের উম্মাদ ঝংকার তুমি
তুমিই আমার প্রানের সঞ্চারনী।

তুমি ছাড়া আমার চিন্তারা সব মৃত
তুমি ছাড়া এই জগৎ বিস্মৃত
তুমি ছাড়া আমার অনুভবেরা শুন্য
তুমি ছাড়া এই জীবন গহীন অরণ্য।

তুমি তুমি ছাড়া কিছু ভাবতে পারিনা
তুমি আমার অবারিত সুখেরই ঝর্ণা।
তুমি আমার আনমনে উদাস করা ঢেউ
প্রাণের চেয়ে প্রিয় তুমি জানে না তো কেউ।

তুমি আমার ধ্রুবতারা,আমার আকাশ জুড়ে
সারা জীবন থাকবো পাশে রইবো না গো দূরে,
ভালোবাসার পাখি তুমি থাকো মনের খাঁচায়
তোমার স্নিগ্ধ মধুর হাসি আমাকে বাঁচায়
,,,
♥♥

তুমি আছ বলে মন উদাসীন
তুমি আছ বলে স্বপ্নগুলো রঙিন
তুমি আছ বলে হৃদয়ের কোনে
স্বপ্নেরা ছোটাছুটি করে আনমনে।

তুমি ছাড়া আমি দিশাহীন
তুমি ছাড়া আকাশটা বর্ণহীন
তুমি ছাড়া কবিতার লাইনগুলো ছন্দহীন
তুমি ছাড়া জীবন আমার অর্থহীন।

তুমি আছো বলে পৃথিবীটা এত আপন
তুমি আছো বলে ভালোবাসায় ভরা এ ভুবন।
এহৃদয় শূন্য মরুভূমি তুমি হারিয়ে গেলে
তুমি আছো বলেই স্বপ্নেরা ডানা মেলে।
তুমি আছো বলে তোমাতে মেতে আছে এই মন
তোমাকেই পাশে চাই জীবন মরণ।

তুমি আছো বলেই সকালটা
এতো সুন্দর !
তুমি আছো বলেই আমি পৃথিবীর
বিচিত্রতা দেখি !
তুমি আছো বলেই স্বপ্নগুলো
এত মধুর !
তুমি আছো বলেই তোমার অভাবে
বিরহের গান গাই !
তুমি আছো বলেই হৃদয়ের বেদনা ভুলে
বেঁচে থাকি !
তুমি আছো বলেই
আমি তোমাকে খুব ভালোবাসি !!

তুমি আছো বলে স্বপ্নরা কথা বলে
তুমি আছো বলে হৃদয় রং মাখে,
তুমি আছো বলে হৃদয় আকাশে পূর্ণিমা হয়,
তুমি আছো বলে ভালোবাসা বাঁধাহীন।

সুন্দর হয়েছে ভাই, ছন্দের সাথে আবেগ মিশে একাকার হয়ে গেছে।

ছন্দ করেছে আমাকে অন্ধ,
তাইতো করিনি লেখা বন্ধ।

আপনাকে‌ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।

তুমি আছ বলে স্বপ্নেরা বলে কথা
ভালবাসার উষ্ণতায় ভেঙ্গেছে নীরবতা
তোমাকে পেয়ে জীবন পেয়েছে পূর্ণতা

তুমি ছাড়া এ জীবন ধূ ধূ মরু ময়
হৃদয় মাঝে প্রণটা যেন মুমুর্ষ প্রায়
নিস্বার্থ ভালবাসা শুধু তোমাকে চাই

তুমি আছো বলেই হৃদয়ে আছে স্পন্দন
তুমি আছো বলেই আবেগে বাড়ে কম্পন
তুমি ছাড়া শূণ্যতা ঢেকে নেয় হৃদয়
তৃমি ছাড়া নির্জীবে বিষন্ন হয় হৃদয়।

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

এই তুমি তুমি করেই
আজ আমার এই গতি
কেন যে সেই তুমিতে দিয়েছিলাম ডুব
তা বুঝছি আজ হারে হারে

কেন তুমি স্বপ্ন দেখিয়েছিলে
যদি স্বপ্নই না দেখাতে
তাহলে তো আর আঁকড়ে ধরে
বাঁচার স্বাদ মনে জাগ্রত হতো না ,
তারপরেও বেঁচে আছি,
সেই তুমি হীনা ।।

ভাই সত্যি করে বলেন তো ডুব দিয়ে জল খেয়েছিলেন কিনা, হা হা হা মজা পাইছি লাইনগুলো পড়ে।

তোমার জন্য পৃথিবী আজ সুন্দর
তুমি আছো বলে ভালোবাসা নিরন্তর,
ভালোবাসি তোমাকে আমি সীমাহীন
তোমার জন্যই পৃথিবী আজ রঙ্গিন।
তুমি ছাড়া পৃথিবী আজ গদ্যময়
পৃথিবীর সব কিছুই অন্ধকার মনে হয়,
ভালোবাসি তোমাকে অনেক অনেক বেশি
তোমার জন্যই পৃথিবীটা আজ সুখের হাসি।।

তুমি আছো বলে এই জীবন হয়েছে রঙিন,
তুমি আছো বলে সাজিয়েছি জীবনের ছন্দের সুর।
তুমি আছো বলে মনে লাগে দোলা
তোমায় ছাড়া, এই জীবন হয় ছন্দ ছাড়া।
আকাশে, বাতাসে, ফুলের সুভাষের
সবখানে রয়েছে তুমি হৃদয় জুড়ে।

  ·  2 years ago (edited)

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।
তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

আমি সেই অন্ধকারেও,তোমাকে খুঁজি।
কারণ আলোকিত করার,
তুমি তো আমার একমাত্র পুঁজি।

আমি একাকীত্বে যখন সময় কাটাই,
নিঃসঙ্গতায়ও আমি,
তোমাকে খুঁজে পাই।

সকাল বেলার চায়ের কাপের ধোঁয়ায়,
তোমায় দেখতে পাই।
রূপকথার রাজ্যে গিয়েও তোমায় নিয়ে করি বড়াই।

আমি কবি, তুমি কবিতা,
তুমি প্রেম, প্রেমিক আমি,
তোমার মনের বারতা,
হীরার চেয়েও দামি!

তোমার ঐ মনের ঘরে,
রেখো মোরে সদা,
দিও না পর করে,
মনের সাথে মন থাক বাঁধা।

তুমি ছাড়া আকাশ রং বিহীন সমুদ্র ঢেউ বিহীন
তুমি ছাড়া হৃদয় প্রেম বিহীন আর মন উদাসীন
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
আমারি মনের মনিকোঠায় স্বপ্নচারিনী হয়েগো
রাখিবো তোমায় বাধিয়া আমি আমারি মনের গহীন সমুদ্রে
দেব না যাহিতে দেবো না মরিতে
করিব যে প্রেম তোমারি সনে।

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি আছো বলে শান্তি কি বুঝেছি
তুমি আছো বলে আপন ঠিকানা পেয়েছি
তুমি আছো বলে ভালবাসা বুঝেছি
তুমি আছো বলে কাছের মানুষ চিনেছি।

তুমি আছো বলে স্বপ্নেরা ডানা মেলে
তুমি আছো বলে পাখির আকাশে উড়ে
তুমি আছো বলে আমি এখনও রাত জাগি
তুমি আছো বলে ভোরের আকাশে সূর্য্য দেখি।
তুমি ছাড়া জীবনের গতি থমকে যায়
তুমি না থাকলে স্বপ্নগুলো পথ ভুলে যায়।

একদমই ভাই হৃদয়ের কথাগুলো যেন আকাশে ডানা মেলে উড়লো, খুব সুন্দর লেগেছে আমার কাছে।

ধন্যবাদ ভাইয়া।
আমরা কবিতা গুলো পড়ে বারবার অনুপ্রাণিত হই।

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি নাই বলে আমি পথ হারা
তুমি নাই বলে আমি দিশাহারা
তুমি নাই বলে আমি নিদ্রাহীন রাত
তুমি নাই বলে আমি করি প্রানপাত।

আরে বাহ! আপনি দেখছি কম না, বেশ সুন্দরভাবে লাইনগুলো সাজিয়েছেন এবং ছন্দগুলোও দারুণ হয়েছে।

তুমি আছো বলেই বেচেঁ থাকার সাহস পায়,
তুমি আছো বলেই স্বপ্ন দেখতে পারি,
তুমি আছো বলেই শরৎ এর কাশফুল সুন্দর,
তুমি আছো বলেই তোমাতেই মিশে থাকা,
তুমি আছো বলেই শক্তি পায়,
তুমি আছো বলেই যতসব পাগলামী,
তুমি আছো বলেই প্রতিটি সকাল সুন্দর,
তুমি আছো বলেই আমি হাসি