আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আকাশ কুসুম ভাবনারা,
ডানা মেলেছে কোন পাড়ায়?
আমার তোমার মিলন বুঝি,
হবে না আর এই বেলায়?
ভালোবাসার যাতনা এতো!
সইতে কত পারি শত?
ভালোবেসে মরবো বুঝি?
প্রেম যে যেনো দিচ্ছে ফাঁকি।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসায় দুজন মানুষ কতো আকাশ কুসুম ভাবনাই না ভাবে।কিন্তু তাদের সে ভাবনা সবসময় জয় লাভ করেনা।তাই তাদের মনে এক অজানা ভয় থেকেই যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ইচ্ছে হাওয়ায় ভালোবাসার স্বপ্ন
কল্পনায় রঙিন,
বাস্তবতায় ভীতিতে মন
ধূসরে বেরঙিন।
কষ্টে আঁকা নীলচে বেদনা
ঘিরেছে মনে অবেলায়,
পূর্ণতার জোয়ারে বাঁধা
পড়বো কি তবে শেষ বেলায়?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও বন্ধু বেশ দারুণ ও কবিতা লিখেছো দেখছি। আসলেই বন্ধু বাস্তবতার ভয়ে মন ধূসর হয়ে থাকে। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে কষ্টের নীল বেদনা অবহেলায় ফিরে ধরে। অসাধারণ লিখেছেন ভাইয়া। দারুন লাগলো কবিতার লাইনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপেক্ষার প্রহর গুনি,
জেগে রই নিশেথে,
তোমার জন্য হৃদয়ে জাগে,
প্রেমেরই আবেস চুপিসারে ।।
জানি আসিবে না প্রিয়
তবুও তোমায় খুঁজে,
প্রেমময় দু নয়ন,
সিক্ত হৃদয় আর,
ব্যাথিত হৃদয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপেক্ষার প্রহর সত্যি অনেক কঠিন। হয়তো রাত পেরিয়ে ভোরের আলো ফুটে ওঠে। তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। দারুন লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবনাগুলো ডানা মেলে
ইচ্ছেরা দেয় ইশারা
তোমায় পাওয়ার ব্যাকুলতা
করেছে দিশেহারা।
প্রেমের পাখি দিচ্ছে ফাঁকি
ডাকছে ইসারায়
আশারা সব ঘুরে বেড়ায়
নীড় খুঁজে নাহি পায়।
ভালোবাসার যাতনায় প্রিয়
ব্যাকুল এই মন
তুমি ছাড়া শূন্য হৃদয়
শূন্য এই জীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অমবস্যায় পূর্ণিমা স্বপ্নগুলো
হারিয়েছে কোন অচিন মেলাতে
মিলন আমার তোমার সনে
হবে না বুঝি এই ধরাতে।।
প্রেমের মাঝে এত বেদনা
মন সইতে তা পারে না।
তবে কি ভালোবেসে
যেতে হবে হারিয়ে?
প্রেমের মায়া যে আজ
গেলো অসারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আকাশ কুসুম ইচ্ছেরা আমার,
ছড়িয়ে পড়েছে চারিদিকে।
কবে হবে তোমার সাথে দেখা,
উড়ে যাবো হাতে হাত রেখে।
ভালোবাসা এক পাখির মত,
শুধু উড়ে বেড়ায়।
ধরতে চাইলেও ধরা যায় না,
শুধুই হাত ফসকে বেরিয়ে যায়।
নিশ্চুপ নির্মল থাকি আমি,
ভাবনারা ডানা মেলে উড়ে।
আমার সেই ইচ্ছে গুলো,
চারিদিকে ছড়িয়ে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপু আপনার অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে বেশ দারুন অনু কবিতা লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবনাগুলো বড্ড এলোমেলো,
বাঁধা নেই তো কোনো নিয়ম?
দুজনার-ই সংযোগ বুঝি
হবে না আর এই শুভক্ষণে?
ভালোবাসায় বিরহ এতো!
সবই তো মনেরই ক্ষত?
যায় না তো দেখানো কাউকে?
প্রেম যেন সবই মিছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের মাঝে উত্তাল ঢেউ,
নেই তো কেউ দেখার।
নিজের মাঝে নিজেই হারি,
করে অস্তিত্ব পারাপার।
যেথায় আমি আত্মভোলা,
সেথায় আমি দুঃখী,
কপালে যদি না থাকে সুখ,
জোর করে হয়না কেউ সুখী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্নিগ্ধ পরশে কল্পনাতে
ইচ্ছেরা মেলেছে রোজ ডানা
তোমার আমার মিলনমেলা
তবে কি আজ দূরহ আশা।।
ভালোবাসাতে বিরহ এত
সইবে এই মন কত?
ভালোবেসে হারিয়েছি আজ
প্রেম যে করেছে নিরাশ ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মিষ্টি শিহরণ,
ছড়িয়েছে পুরোটা হৃদয়ে কেন?
তোমার আমার সুখের মিলন,
স্বপ্নীল চাদরে ঘেরা কেন?
ওফ তীব্র যাতনা হৃদয় হেন!
পারি কি মুখে আর কইতে?
মরণ যেন না ছোঁয় প্রেমিক হৃদয়,
ধুকপুক প্রাণ তোমার কথাই কয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ ভাই আপনি এবিবি ফানের অনু কবিতার সাথে আরও আটলাইন যুক্ত করে পূর্ণাঙ্গ একটি কবিতা তৈরি করে ফেললেন। অনেক সুন্দর লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার আমার মিলন,
ওই আকাশের মতন কি সরল!
প্রেমের পথে রয়েছে হাজার বাধা
এই মিলন হবে কি এত সোজা!
প্রেমের আঁধারে আমাদের ভালোবাসা,
খুঁজে পাই না কোনো দিশা।
আশা নিয়ে তাও অপেক্ষায় বসে
কাটাচ্ছি একা এই বেলা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাতাসে মেঘের মেলা,
আকাশে তারার মেলা।
তোমার আমার মিলন বুঝি,
হবে না এই দুনিয়ার মেলায়।
তোমার আমার খাঁটি প্রেম,
রেখে যাব এই দুনিয়ায়।
মরে গিয়েও বলবো আমি
তোমায় ভালোবাসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিকাশ আমার যেন আটকে রয়
সর্বদা কেবল তোমায় হারাবার ভয়!
মনের ভেতর গহীন আঁধার
হবে না কি তুমি আমার??
তোমার-আমার কল্পনার যে ঘর
তা কি আসলেই হয়ে যাবে পর?
এ কেমন ভয় মনকে পোড়ায়!
কেন এত যাতনা পবিত্র ভালোবাসায়!?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা ও ভাবনা কাকে বলে
আজ আমি ভেবে মরি,
এই ভালোবাসার জন্য
আমি জীবন দিতে পারি।
প্রেমে রয়েছে নানান বাধা,
প্রেম ছাড়া জীবন ফাঁকা
ভালোবাসার বাঁধনে বেধেছি তোমায়,
মিলন মালা পরবো গলে,
তুমি ছাড়া এ ভুবনে
আপন আছে কোন জনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
okk
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শত কষ্ট বুকে বেঁধে
যাচ্ছি ছুটে প্রেমের পিছে
প্রেম যেনো এক সোনার হরিণ
যন্ত্রণাতে যায় দিন কেটে।
ভালোবাসা মিছে মায়া
মায়ার বাঁধনে বেঁধেছি মন
কুল কিনারা পাই বা না পাই
ঝাঁপ দিয়েছি ভালোবাসায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমের এই যন্ত্রনা,
আজও আমি ভুলতে পারিনা।
কিভাবে চলে গেলে তুমি,
ভালবাসার বাঁধন ছেড়ে।
এই ভালোবাসার বাঁধনে,
আবদ্ধ হয়েছি যে আমি,
তাইতো তোমায় আজো,
ভালোবাসি শুধুই আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিন রাত তোমাকে নিয়ে
ভালোবাসার মালা গাঁতি,
আকাশ কুসুম চিন্তা ভাবনায়
আমার মনে তোমার ছবি আঁকি।
হারিয়ে গেলে আমায় ছেড়ে
কোথায় খুঁজবো এ আধারে,
মিলন কি হবে আমাদের?
শুধু কাঁদায় অজানা ভয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবী সম চিন্তা ধারায়,
এ মন ভাসছে কোন ভেলায়?
ওগো প্রিয়সী,তোমার সাথে আর দেখা,
হবেনা কি এই অমোঘ বেলায়?
ভালোবাসার এত যন্ত্রণা!
ওগো,সইতে তো আর পারিনা।
তোমার প্রেমে হয়তো হব নিঃশেষ,
নিরাশ না করে দিও,প্রেমের একটু রেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit