আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
বন্ধু মানেই হাসির জোয়ার একটুখানি অভিমান
বন্ধু মানেই সাথে আছি মনের কত টান।
বন্ধু মানেই শতরকম কথা আর অফুরন্ত হাসি
বন্ধু মানেই , বন্ধু তোদের অনেক ভালোবাসি।
বন্ধু মানেই হাত থেকে খাবার কেড়ে খাওয়া
বন্ধু মানেই সবকিছুতে তোকে পাশে চাওয়া।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে আছে অফুরন্ত হাসি ঠাট্টা আর একটুখানি অভিমান। বন্ধুত্বের সম্পর্কটা হয় অনেক মধুর। বন্ধুত্বের সম্পর্ক হয়ে থাকে চিরদিনের। আর এই কাছের প্রিয় বন্ধুগুলোই জানে নিজের মনের সব অজানা কথা। বন্ধুত্ব হয় সবসময় দুষ্ট মিষ্টি কথার মাঝে ভালোবাসার সাজে বেঁচে থাকে চিরকাল। যে সম্পর্ক হয়তো অন্য কোনো সম্পর্ক থেকেও শক্ত ও মধুর।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বন্ধু মানেই সুখের পরশ দুঃখের পরেই হাসি
বন্ধু মানেই না বলাতেও অনেক ভালবাসি
বন্ধু মানেই চাওয়ার আগেই অনেক কিছু পাওয়া
বন্ধু মানেই তপ্ত দুপুরে একটু শীতল হাওয়া
বন্ধু মানেই অভিশাপেও দোয়ার আহবান
বন্ধু মানেই দুজনাতে একটি যেন প্রাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই দুজনে একইসাথে চলা,
বন্ধু মানেই মনের গহীনের সব কথা বলা।
বন্ধু মানেই তুমি নয়,তুই করেই সম্বোধন,
বন্ধু মানেই রাগ অভিমান হবেই সারাক্ষণ।
বন্ধু মানেই যুদ্ধ ক্ষেত্রেও একইসাথে যাওয়া,
বন্ধু মানেই সুখ-দুঃখের সাথী হওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই, বন্ধু মানেই হৃদয়ের বন্ধন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, চেষ্টা করছি কবিতা লিখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর লিখেছেন তো ভালো লাগলো বন্ধুকে নিয়ে লাইনগুলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে নিঝুম রাতে জোসনা তারা দেখা,
বন্ধু মানে বর্ষাকালে নৌকা ভ্রমণ করা.
বন্ধু তোরে ভালোবাসি হৃদয় থেকে বলি
তুই যে আমার মন কোটরেরনিঃশব্দ সেই ধ্বনি.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার লিখেছেন। কবিতার লাইন গুলি পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা আপনাকে আসলে সত্যি আমি কবিতা লিখতে জানিনা কিন্তু মনের অজান্তেই কেমনে যেন লেখা হয়ে গেল.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে হাসি আনন্দ,
বন্ধু মানে অভিমান
বন্ধু মানে দূরত্বের মাঝেও
হৃদয়ে গভীর টান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম বেশী টান লাগলে ছিড়ে যেতে পারে হৃদয়, হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার হৃদয় মেগী নুডুলস এর মত নয় যে দুই মিনিটে সিদ্ধ হয়ে ছিড়ে যাবে।😅😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে,বিপদে যে সবার আগে বুক পাতে
বন্ধু মানে, ঘোর বিপদে যে ছায়ার মত থাকে
বন্ধু মানে, দুঃখ গুলো নয় শুধু তোর একার
বন্ধু মানেই,আমরা তো আছি দরকার কি তোর এত ভাবার
বন্ধু মানে, শত্রুর সাথে লড়াই করার অসি
বন্ধু মানেই, সারাজীবন চলা পাশাপাশি
বন্ধু মানেই, জীবন যুদ্ধের গর্জে ওঠা মেশিন গান
বন্ধু মানেই, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই বাঁধন হারা
হাওয়াই ভেসে চলা
বন্ধু মানেই আড্ডা বাজি
একসাথেতে চলা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখা
বন্ধু মানে সাঝের বেলা মিষ্টি আড্ডা দেয়া
বন্ধু মানে দলবেধে নদীতে সাঁতার কাটা
বন্ধু মানে আগুনা জ্বালিয়ে মাঠে গল্প করা
বন্ধু মানে সুখের অনুভুতি, হৃদয়ের চঞ্চলা ভাব
বন্ধু মানে দুখের সাথি, স্বার্থহীন ভালোবাসার নাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে সকাল বেলা
বন্ধু মানেই রোদ্দুর,ঝড়-বৃষ্টির মধ্যে খেলা
বন্ধু মানে একফালি চাঁদ
বন্ধু মানেই নেই কোনো বাঁধ
বন্ধু মানেই এগিয়ে দেওয়া হাত
বন্ধু মানেই পার করা শত স্নিগ্ধতার রাত
বন্ধু মানেই দক্ষিণ হাওয়া
বন্ধু মানেই একসঙ্গে বসে খাওয়া
বন্ধু মানেই কান্না-হাসি
বন্ধু তোকে অনেক ভালোবাসি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ, হৃদয়ের কথাগুলো যেন বেড়িয়ে আসলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই তাই ভাইয়া😊.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু -মানে নদীর জলে সবুজ ঘাসে
শিশির হয়ে থাকবে পাশে,
মানবে না বাঁধা, ভাংবে শিকল
চলবে আড্ডা, চুমুক চায়ের কাপে
জ্যোৎস্নায় বুনবে স্বপ্নজাল।
বন্ধু -মানে বিশ্বাস নিঃশ্বাসের মত
সত্যি হয়ে যায় ভালো বন্ধু বন্ধুর জন্য
মানবতা, বিশ্বাস, সততা আর ভালোবাসা
দৃঢ় হোক বন্ধুর জন্য।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই হাসি মুখে সকল কষ্ট মেনে নেওয়া।
বন্ধু মানে হাতে হাত রেখে জীবনের পথ চলা।
বন্ধু মানে সারা জীবন একসাথে চলার প্রতিজ্ঞা।
বন্ধু মানেই হাজার সুখের ও দুঃখের মাঝেও পাশে থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই স্বার্থহীন ভালোবাসার নাম, বন্ধু মানেই আজীবন পাশে থাকার নাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে হাজার ভিড়ে আপন কাউকে পাওয়া
বন্ধু মানে স্বার্থপর দুনিয়ায় নিজের কেউ থাকা।
বন্ধু মানে সুসময় নয়, দুঃসময় এর সাথী
বন্ধু মানে হাজার কষ্টে এক মুঠো হাসি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই কথার ছলে একটু বেশি অনুভূতি,
বন্ধু মানেই চোখ পাকিয়ে একটু খুনসুটি।
বন্ধু মানেই মনের টান অন্তরের ভালোবাসা,
বন্ধু মানেই, সুবিশাল পথ সংকীর্ণ হয়ে আসা।
বন্ধু মানেই অনেক আবেগ ভালবাসার ছল,
বন্ধু মানেই, মনের কথা রাখবি কিনা বল।
বন্ধু মানেই, জটিল পথ দেওয়া যায় পাড়ি,
বন্ধু মানেই, কথার ছলে দিতে পারি আড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে সুখ দুঃখের ভাগা ভাগি
বন্ধু মানে একটু রাগা রাগি
বন্ধু মানে এক সাথে সঙ্গ দেওয়া
বন্ধু মানে পুরোনো দিনের স্মৃতি ফিরে পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই, সবকিছুতে আছি আমি পাশে।
বন্ধু মানেই, তুই ছাড়া জীবন বৃথা যে।
বন্ধু মানেই, সুখ দুঃখ ভাগ করে নেওয়া,
বন্ধু মানেই, চলার পথ সুদূর প্রসার করা।
বন্ধু তোদের নিয়ে আমি ভাল থাকতে চাই,
তোদের ছাড়া এ জীবনে চাওয়ার কিছু নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দারুন করে বন্ধুকে নিয়ে লাইনগুলো লিখেছেন ভালো লাগলো ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।সবার ভাল লাগলেই কবিতা লেখা আমি সব সময়ের জন্য চালিয়ে যাব ,নয়ত না । অনেক ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কবিতা সবসময় চালিয়ে যান এই কামনা করি ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে পথের বাঁকে হাতে হাত রাখা
বন্ধু মানে হাত রেখে সামনে পথ চলা।
বন্ধু মানে দুখের মাঝে অনেকটুকু হাসি
বন্ধু মানেই হৃদয়ের মাঝে সমুদ্র ঢেউয়ের হাসি।
বন্ধু পাশে থাকলে আমি পাহাড় দিব পাড়ি
বন্ধুর জন্য ছেড়ে দেব হাজারটা নারী🤪🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে আলো-বাতাসে
মন খুলে নিশ্বাস নেয়া
বন্ধু মানে জীবন মরনে
তোমায় পাশে পাওয়া।
বন্ধু মানে হানাহানি
অনেক ব্যথার দান।
বন্ধু মানে ভালোবাসায়
থাকে অনেক অভিমান।
বন্ধু মানে অনেক শেয়ার
অনেক গল্প ঝুড়ীতে রাখা।
স্বার্থবিহীন বন্ধু পেলে
জীবন হবে ধন্য
সে তো বন্ধুরি জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে শত দুঃখের মুখ দেখলেই দূর
বন্ধু মানে হাজার মাইল ক্লান্ত বিহীন চলা
বন্ধু মানে শর্ত বিহীন হাজার বছর চলা
বন্ধু মানে ই শত দুষ্টামির এক কথায় রাজি হওয়া
বন্ধু মানেই ভাবনাহীন একসাথে পথ চলা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কথা যায়না কাউকে বলা
সে কথা বন্ধুকে যায় বলা
বন্ধু আমার জানের জান
বন্ধু ছাড়া বাঁচেনা আমার প্রাণ
জীবনে মরণে পাশে যাকে পাই
সে আমার বন্ধু তাই বন্ধুর গুন গেয়ে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের অনু কবিতাঃ
বন্ধু মানেই হাসির জোয়ার একটুখানি অভিমান
বন্ধু মানেই সাথে আছি মনের কত টান।
বন্ধু মানেই শতরকম কথা আর অফুরন্ত হাসি
বন্ধু মানেই , বন্ধু তোদের অনেক ভালোবাসি।
বন্ধু মানেই হাত থেকে খাবার কেড়ে খাওয়া
বন্ধু মানেই সবকিছুতে তোকে পাশে চাওয়া।
।
।
সংযোজন
বন্ধু মানেই ছোটবেলায় মহা আনন্দে চুড়ই ভাতী,
হাডুডু আর কানামাছি।।
বন্ধু মানেই পাশে থেকে ওই পাড়ার ছেলেদের সাথে
ফুটবল খেলা নিয়ে মারামারি।।
বন্ধু মানেই একসাথে হই হুল্লোড় আর ঘোরাঘুরি,
আসবে কি সেই দিন আর কখনো ফিরি।।
বন্ধুরা এখন দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কর্মপ্রীতি,
বন্ধু মানে এখন শুধু স্মৃতি আর স্মৃতি ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে শত কষ্টেও
পিছু টেনে ডাক
বন্ধু মানে কান্না হাসির
সমান সমান ভাগ।
বন্ধু মানে ফুরফুরে হাওয়া
নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে দিনের প্রথম প্রহর
বন্ধু মানে ক্লান্ত দুপুর বেলা পাশে থাকে কেউ
বন্ধু মানে একাকী বিকেলের সঙ্গী
বন্ধু মানে একসাথে বসে পূর্ণিমার চাঁদ দেখা
বন্ধু মানে একসাথে সারা জীবন পথ চলা
বন্ধু মানে একটি বিশ্বস্ত হাত
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই হৈ হুল্লোড় আর মাতামাতি
বন্ধু মানেই ভর দুপুরে মাঝ পুকুরে দাপাদাপি
বন্ধু মানেই চুপিচুপি অন্যের ফল বাগানে চুরি
বন্ধু মানে বাবার পকেট মেরে একসাথে সিনেমা দেখা
বন্ধুত্বের নাই কোনো জুড়ি
বন্ধুত্বের ব্যাখ্যার নাই কোনো শেষ
বন্ধু মানেই সুখদুখে একসাথে
একটা জীবন পারি দেওয়ার অঙ্গীকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে পাশে থাকা
বন্ধু মানে ভালোবাসা
বন্ধু মানে আড্ডা দেওয়া
বন্ধু মানে সিক্রেট জানা
বন্ধু মানে ভরসা
বন্ধু মানে তোর আমার সম্পর্কটা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই বিভিন্ন দুষ্টামিতে মেতে ওঠা।
বন্ধু মানেই জীবনের দুঃসময়ে পাশে থাকা।
বন্ধু মানেই ভালোবাসার অকুতোভয় পিছে ফেলা।
বন্ধু মানেই জীবনের স্মৃতি কাব্য রচনার সাক্ষী হওয়া।
বন্ধু মানেই জীবনের একাংশে পূর্ণতা পাওয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে আবেগ, ভালোবাসা,
বন্ধু মানে আস্তা ভরসা,
বন্ধু মানে অন্ধকার পথে আলোর ঝালকানি,
বন্ধু মানে একটাই প্রতিঙ্গা পাশেই আছি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে ধনী-গরীবের নেই তো ব্যবধান,
বন্ধু মানে জাত বেজাতের নেই তো পিছুটান।
বন্ধু মানে চায়ের আড্ডায় একসাথে গাই গান,
বন্ধু মানে সারা জীবন এক আত্মা এক প্রাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তোমাকে নিয়ে কিছু সপ্ন
সাথে কিছু ভালোলাগার গল্প।
এখন আমি একলা নিঝুম
বসে থাকি নির্জনে নির্ঘুম।
কত সুন্দর এই সুপ্রভাত
দিওনা বন্ধু এই আঘাত।
আমার মনের মাঝে শুধু তোমারই সুর বাজে
আর আমার পাশে শুধু তোমাকেই সাজে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই আড্ডাবাজি, সকলে মিলে মিশে এক প্রাণ।
বন্ধু মানে কথায় কথায় হাসি-ঠাট্টা আর গান।
বন্ধু আমার প্রাণের প্রাণ, দুটি শরীর এক মন।
বন্ধু আমার আমার সুখ দুঃখের সাথী, আমার কমফোর্ট যোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে বিনে সুতায় একটি শক্ত বন্ধন,
বন্ধু মানে দুটি হৃদয় শান্তি সুখের ক্রন্দন।
বন্ধু মানে বিলিয়ে দেওয়া জীবনের হাসি-খুশি,
বন্ধু মানে অবলীলায় বলা তোকে ভালোবাসি।
বন্ধু মানে শতকষ্টে ও দু হাতে আঁকড়ে ধরা,
বন্ধু মানে মরন এলে ও একই সাথে মরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে নির্ভরতার শেষ আশ্রয়স্থল
বন্ধু মানে বিপদে হাত বাড়িয়ে দেওয়া।
বন্ধু মানে সুখে তে মুখে অট্টহাসি
দুঃখে তে অশ্রু জল।
বন্ধু মানে এক ডাকে হাজার ব্যস্ততার মাঝেও ফিরে আসা।
বন্ধু মানে পড়ন্ত বিকেল দক্ষিণা হাওয়াতে
বাদাম ভাগাভাগিতে গল্পে আড্ডা মেতে উঠা
বন্ধু মানে মৃত্যু পর্যন্ত ভালোবাসার অটুট বন্ধন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে বিপদ আপদে সহযোগিতার হাত
বন্ধু মানে সুখের সময় আনন্দে মাতোয়ারা
বন্ধু মানে একাকিত্ব পার করা আনন্দের জোয়ার
বন্ধু মানে অসুস্থ হলে সুস্থতার মেডিসিন
বন্ধু মানে শত্রুপক্ষের আক্রমণের হাতিয়ার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে এক কালারের পাঞ্জাবি পড়া
বন্ধু মানে ঈদের খুশি ভাগাভাগি করা।
বন্ধু মানে রাত বিরাতে রাস্তা দিয়ে হাটা
বন্ধু মানে চুপি চুপি মুভি দেখতে যাওয়া।
বন্ধু মানে সবাই মিলে একই খাটে থাকা
বন্ধু মানে এক সিগারেট সবাই সেয়ার করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানেই চায়ের টলে আড্ডা দেওয়ার সাথী
বন্ধু মানেই সকল কথা শেয়ার করার ঘাঁটি,
বন্ধু মানেই তর্কাতর্কি অনেক মান অভিমান করি।
বন্ধু মানেই সব ভুলে হাত ধরার সাথী।
বন্ধু মানেই বিশ্বাস এ গড়া ভালোবাসার পাহাড়।
বন্ধু মানেই সুখে দুঃখে পাশে থাকার বটগাছ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখিয়েন পরে কিন্তু সব কথা বেচে দিবে বেশী দামে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে বট গাছের নিচে গিয়ে আড্ডা দেওয়া যাবে বন্ধুদের কে নিয়ে মজা করলাম সুন্দর হয়েছে আপনার লাইনগুলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু মানে সুখ দুংখ ভাগভাগি
বন্ধু মানে প্রাণ খুলে শেয়ার করা মনে কথা
বন্ধু মানের কোন বিষয় রেগে গিয়ে
তিন সেকেন্ড পরে আবার মনের প্রাণের ভালবাসা
থাকবে অটুট প্রেমেবাঁধা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit