এবিবি ফান প্রশ্ন- ৪৯০ || মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

in hive-129948 •  3 days ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী মধুও মনে হয় বিষ হয়ে থাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বলা হয় যাদের মুখে মধু বেশী তাদের অন্তরে বিষ থাকে। তাছাড়া খুব মিষ্টি মিষ্টি কথা বলে সেই মিষ্টি কথা আড়ালে অনেক ব্যথা দিয়ে থাকে মানুষকে। মৌমাছিরও মনে হয় একই অবস্থা 😂

আমিও আপনার সাথে একমত।

একদম ঠিক বলেছেন আপু যাদের মুখে মধু তাদের অন্তরে বিষ থাকে।

সেটােই তো ভাবছি বসে বসে। বিষয়টা হলো মুখ দিয়ে তো আর কামড় দেয় না । কামড় তো দেয় দাঁত দিয়ে। তাই মুখে যতই মধু থাক না কেন দাঁতে তো বিষ আছে। যেমন মিষ্টি কথার মানুষগুলোর মত। হি হি হি

মিষ্টি কথা বলা মানুষগুলোর মধ্যেও এরকম বিষ।

আসলে মিষ্টি কথা বলা লোকগুলো কিন্তু সবসময় ডেঞ্জার হয় আপু

হুম, দাঁত ভেঙ্গে দিতে হবে দেখছি তাহলে কামড় দিয়ে আর বিষ ঢেলে দিতে পারবে না হা হা হা।

হি হি হি। এটা একদম ঠিক।

ঠিক যেন পাশের বাসার ভাবি। মুখে মধু অন্তরে শুধুই বিষ। পাশের বাড়ির ভাবি হতে সাবধান। 😆

আপনি পাশের বাড়ির ভাবির পিছনে লাগলেন কেন...? একজন ভাবি ১০টা গার্লফ্রেন্ডের সমান।হা হা হা 🤭🫣

সত্য কথা ভাই।ব্যাপক বিনোদন পাইলাম🤣🤣🤣।

এই ছিল তাহলে মনে। একবার যদি পাশের বাড়ির মৌমাছির কামড় খান তাহলে বুঝবেন বিষ কত প্রকার ও কি কি।

এইডা কিছু হলো, কি প্রশ্ন করা হলো আর কি উত্তর দেয়া হলো। ধুর, ভাবিদের ভুল ধরতে নেই, হি হি হি

একদিন ঠিক বলেছেন ভাইয়া ভাবীদের ভুল ধরলে ভাইদের কপালে দুঃখ আছে। ভাইদের কপালে দুঃখ হলে তাতে আমার কি। 😆

ওই জন্যই তো হানি ট্র‍্যাপ কথাটার প্রচলন৷ মিষ্টি দেখে বোঝাই যাবে না ভেতরের বাঁশটা কত খানি আছোলা। আরও একটা বিষয় আছে। সেটা হল, মিষ্টি মুখের জয় সর্বত্র। তাই সূচ হয়ে ঢুকে মিষ্টি মুখে কাজ হাসিল করে ফাল হয়ে বেরিয়ে যাওয়া যায়। এই আর কি৷

সেটাইতো আপু, মুখ দেখে বুঝা বড়ই দায় তার ভিতরে কত বড় কুমন্ত্রণা গেথে রেখেছে।

যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের অন্তরে বিষ থাকে কারণ মিষ্টি কথা বলেই তারা মানুষকে ঘায়েল করে। আর মৌমাছির ও আমি মনে করি তাই।

কারণ মৌমাছির মুখে মধু থাকে তার দাঁতে আর হুলে মধু থাকে না তাই কামড় দিলেই ব্যথা লাগে☺️☺️

ঠিক বলেছেন দিদি।

মৌমাছির মুখে মধু থাকে কিন্তু কামড় দিলে ব্যথা লাগে এই কারণে তাদের দাঁতে অনেক বিষ। কিছু মানুষ আছে তাদের মুখে মধুর ভাষা আর ভিতরে বিষ থাকে কথার মধ্যে।

একবার সত্য কথা বললেন।

মৌমাছির মুখে মধু থাকলে, মনে হয় যেন সে "বিশ্বের সেরা স্ন্যাক" খাচ্ছে! কিন্তু যদি কামড় দেয়, সেটা যেন 'মধুর স্বপ্ন' ভেঙে গিয়ে, একেবারে হাড়ে হাড়ে ব্যথা পাঠিয়ে দেয়। মধু খাওয়ার সময় হাসি আর কামড়ের সময় কান্না—এভাবেই মৌমাছির দুটো গুণ!

একেই বলা হয় মুখে মধু আর অন্তরে বিষ।

মৌমাছি যদি কিস করতো তাহলে মুধর জন্য মিষ্টি লাগতো। কিন্তু সমস্যা হলো মৌমাছি তো কামড় দেয় তাই ব্যাথা লাগে,হা হা হা।😂

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

মৌমাছি কখনোই মুখ দিয়ে কামড় দেয়না। অন‍্যকে আক্রমণের ক্ষেত্রে মৌমাছি তার পেছনের অংশ ব‍্যবহার করে থাকে। ঐ পেছনের অংশে একটা বিশেষ অংশ থাকে যেটাকে গ্রাম বাংলায় হুল বলে থাকে। ঐটা মানুষের অঙ্গে ফুটিয়ে দেয়। সুতরাং মুখে মধু থাকলেও সেটার ব‍্যবহার সে করে না আক্রমনের ক্ষেএে।

সমস্যাটা হইলো মৌমাছি তো মুখ দিয়ে কামড় দেয় না। কামড় (মূলত হুল ফুটায়) তো দেয় পিছন দিয়ে। পিছন দিকে তো আর মধু থাকে না।

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

প্রিয় মানুষদের আঘাত যেমন অনেক বেশি কষ্টকর হয়, তেমনি মৌমাছির মুখে মধু থাকলেও ব্যথা অনেক বেশি হয়।

কঠিন কথা বলেছেন আপু।

মৌমাছির মুখে থাকে মধু কিন্তু আমাদের শরীরে যেটা ফোটায় সেটা হলো হুল। হুলে কখনো মধু থাকে না। সেটাতে মৌমাছি তার বিষ সংরক্ষিত রাখে। যার ফলে মৌমাছির মুখের চারিদিকে মধু থাকলেও আমাদের শরীরে হুল ফোটানোর কারণে ব্যথা অনুভব হয়।

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

কারণ মৌমাছির মুখে মধু হলেও অন্তরে তার পুরোপুরি বিষ জমে রয়েছে😁। আর এই জন্য আদর করে কাউকে কিস দিলে তা বিষে পরিণত হয়🤣😅।

ঠিক বলেছেন মৌমাছির মুখে মধু হলে অন্তরে তার পুরোপুরি বিষ জমে রয়েছে।

মৌমাছি হলো সেই সকল মানুষের মত যাদের মুখে মধু আর অন্তরে বিষ। তাই মৌমাছির কামড়ে বিষ কিন্তু মুখে মধু।

কোথায় আছে মুখে মধু অন্তরে বিষ। আর সেরকম হচ্ছে মৌমাছি। এরকম কিছু মানুষ আছে তাদের কামড় গুলো হয় বিষাক্ত। এবং মুখে হাসিখুশি কথা বলে বিষাক্ত দাঁত দিয়ে ক্ষতি করে হাহা।

কথায় আছে না মুখে মধু অন্তরে বিষ। তবে মৌমাছির ক্ষেত্রে মুখে মধু সূলে বিষ। মৌমাছি আমাদের শিখিয়ে দেয় যে
মুখের মিষ্টতা দেখেই গলে যেও না, অন্তরে কিন্তু বিষে ভরপুর।

কিছু মানুষ আছে যারা এমন টাইপের,
" মুখে বিষ অন্তরে মধু! "। মৌমাছারিও তাই মনে হয়। তাই তার মুখে মধু থাকলেও দাতেঁ বিষ থাকে। যার কারণে কামড় দিলে ব্যথা লাগে 😁

মানুষের যেমন একটা রূপের পিছন আর একটা রূপ থাকে সেটাই মৌমাছির এই আচরণে বুঝা যায় আর কি।

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

কামড় দিলে ব্যথা অবশ্যই লাগবে, তার কারণ হলো বিষাক্ত দাঁত দিয়ে কামড় দেয় তাই ব্যথা অনুভব হয়। দাঁতে মধু নেই, মুখে মধু। কামড় দেওয়ার সময় রাগ প্রবাহিত হয়,এ সঙ্গে বিষ বের হয়।