আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার কি কি রং রয়েছে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই আপনার থেকে জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার রং তো পুরো রংধনু!
শুরুতে লাল, প্রেমের আগুন;
পরে গোলাপি, রোমান্সের ঝলক;
তারপর সবুজ, হিংসার কাঁটা;
হলুদ, ভুল বোঝাবুঝির রোদ্দুর;
নীল, বিচ্ছেদের কান্না;
বেগুনি, স্মৃতির বিষাদ।
আর শেষমেশ? ধূসর, দোষারোপের ধোঁয়া!
ভালোবাসা মানেই এক্সপ্রেশন প্যালেট! 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে কিন্তু এটা বেশি দারুন লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার রং নীল হতো।কারণ ভালোবাসার ওপর নাম বেদনা,আর বেদনার রং নীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং সাদাকালো। সাদা অর্থাৎ আলো আর কালো অর্থাৎ অন্ধকার। অন্ধকার আর আলো নিয়েই ভালোবাসা।সাদা অর্থাৎ আলোর প্রকারভেদ আছে তবে কালো অর্থাৎ অন্ধকারের কোনো প্রকারভেদ নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলো এবং অন্ধকার একে অপরের পরিপূরক। আর ভালোবাসায় একে অপরের পরিপূরক হওয়াটা আবশ্যক। ঠিক বলছি তো !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু, বেদনার রং নীল, সুখের রঙ সাদা, শোকের রঙ কালো ।তাই আমি মনে করি ভালোবাসার রং লাল। তবে, অন্যদিক দিয়ে হিসাব করলে ভালোবাসার কোন রং নেই। যে যে রঙে ভালোবাসাকে রাঙিয়ে তোলে ভালোবাসা সে রঙেই উজ্জীবিত হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ভালবাসার নিজস্ব কোন রং নেই। যে যেভাবে ভালোবাসাকে দেখে তার কাছে সেই রঙেরই মনে হয়। ভালোবাসা নয় মানুষই পাল্টায়। তাইতো ভালোবাসা জিনিসগুলো রং হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু ভালোবাসার রং নিজের কাছে। ভালোবাসা যেই যেভাবে নিবে ওইভাবে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুখ-দুঃখ সব কিছু নিয়েই ভালোবাসা। রংধনুর সাতটি রং যেমন পরিপূর্ণতা পায় ঠিক একইভাবে সুখ-দুঃখ সব কিছু একসাথে মিলেই ভালোবাসার পরিপূর্ণ পায়। এজন্য ভালবাসার অনেকগুলো রং যা রংধনুর সাথে তুলনা করলে বোঝা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃত ভালোবাসার কখনো রং পাল্টায় না,তাই প্রকৃত ভালোবাসার রং হচ্ছে সাদা। অর্থাৎ যারা সাদা মনের মানুষ, তারা মানুষকে প্রকৃত ভাবে ভালোবাসে। আর যেটা নকল ভালোবাসা, তার রং হচ্ছে লাল। তাই নকল ভালোবাসা অর্থাৎ লাল রং বিপজ্জনক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং হয় না। ভালোবাসার রং মানুষ নিজেই তৈরি করে। ভালোবাসার সুন্দর সম্পর্ককে মানুষ নিজেদের মতো করে গড়ে তোলে। কেউ কেউ রঙিন করে তোলে আবার কেউ কেউ রংহীন করে তোলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভালোবাসার রং হয় না। ভালোবাসা যে যেভাবে নেই সেভাবে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা কোনো রং পাল্টায় না, শুধু রং পাল্টায় মানুষরা। ভালোবাসার প্রকৃত রং লাল। এরকম কিছু মানুষের জন্য কালো রংটাও ধারণ করে মাঝে মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কোন কথা হলো ভাই আমার কমেন্ট আর আপনার কমেন্ট তো প্রায় সেম হয়ে গেল🙃🙃।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার তো অনেক রং রয়েছে যেমন:লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপী,সাদা,কালো। প্রত্যেকটি রং কোন না কোন অর্থ বহন করে। সুতরাং ভালোবাসা রং পাল্টায়।
এখন অনেকে বলবেন রংগুলো দেখলেন কোথায়? দেখেছি তো ইমোজিতে রিয়েক্ট ভালোবাসার😀😀। অনেক রঙের ভালোবাসার রিয়েক্ট রয়েছে। যেমন:♥️🩷💙🤍🖤💚 । বর্তমানে তো এভাবেই প্রকাশ করে থাকে সবাই 😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরিব্বাস ভালবাসার এতগুলো রং থাকলে কোনটা খাঁটি রং আপু?বলেন তো একটু তাহলে সুবিধের হবে 😃।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাঁটি রং ও আছে নাকি জানা ছিল না 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ভালই লাগলো আসলেই খাঁটি ভালবাসা নেই বর্তমান সময়ে।এটাই চরম সত্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোয়াসার অনেক রং। পরিস্থিতি অনুযায়ী ঠিক হয় কোন রঙ । ভালোবাসা জীবনে থাকলে সব কিছু রঙিন লাগে তাই না? ভালোবাসার আপডাউনের সাথে সাথে রঙের শেডিংও ওপর নিচ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দিদি, এটা পরিস্থিতি হিসেবে ঠিক হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং কখনো ধরাও যায় না ছোয়াও যায় না। যদি দেখা যেত বা ছোঁয়া যেত তাহলে কোন রং কেমন ভালোভাবে বুঝা যেত হাহাহা।🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ভাই 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভালোবাসার রং কখনো ধরা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং লাল আবেগ হতে পারে, গোলাপি প্রকাশ করে কোমলতা, নীল শান্তির প্রতীক আবার সবুজ বুঝায় ভরসা, হলুদ হচ্ছে খুশির প্রকাশ, সাদা হলো পবিত্রতা, ও শেষমেশ কালো যা রহস্য আর সন্দেহ প্রকাশ করে। আবেগ অনুযায়ী রং পাল্টায় এটা সত্য। তবে সবার ভালবাসা কালো না হোক সেই শুভকামনা 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মতে ভালোবাসার রং পাল্টায় না ৷ ভালোবাসা হলো মনের আবেগ অনুভূতি শ্রদ্ধা আর সম্মানের একটা সম্পর্ক ৷ তারপরও যদি ভালোবাসার রং যদি পাল্টায় তাহলে সেই ভালোবাসার রং হবে রংধনুর মতো , সাত রঙের ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, এই সম্পর্কটা এরকমই অনেক বেশি সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে সেই ভালোবাসা বিষাদে পরিণত হবে। তাই আমি মনে করি ভালোবাসার রঙ এখানে মলিন মুখ হয়ে যাবে। নিজের চেহারাটা কাউকে দেখানোর মত অবস্থা থাকবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে ঠিক কথা বলেছেন ভাইয়া। আপনার কথার সাথে আমিও একমত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রং পাল্টালে সেটা তো গিরগিটি হয়ে গেল! গিরগিটি একেক সময় একেক রং পাল্টায়! যখন তার সুবিধা মনে হবে তখনই সে রং ধারণ করবে 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আচ্ছা তাহলে ভালোবাসার রং গিরগিটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং সাদা হওয়া দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসার ভালবাসার রং হতো লাল, কারণ লাল কার্ড দিয়ে যেন মাঠ থেকে বেড় হতে হয়।তেমনি জীবনের হাসি আনন্দ সুখ গুলো ভালোবাসা কারণে বের হয়ে যায় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে ভালোবাসার মধ্যে লাল কার্ড আছে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং যদি পাল্টায় তাহলে ওই রং হবে বিষাক্ত রং। আর ভালোবাসার রং এমনিতে বিষাক্ত। আর ভালবাসার রং সব সময় বদলায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবার আগে লাল হবে। কারণ ভালোবাসার পর মানুষ বেশি করে খাওয়া দাওয়া করে। আর তাতে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে। এরপর হবে সবুজ। কারণ অত্যাধিক ভালবাসার বলে শরীরে ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যাবে পাতার মতো। ফলে সবুজ হয়ে উঠবে। তারপর সাদা রং আসবে। কারণ সবকিছুই কেমন কনফিউস দেখাবে। আর তারপরে একেবারে বিষাক্ত শরীরের মতো নীল হয়ে যাবে। তখন সেই নীল রঙ বের করবার জন্য নিজেকে কালো রং ধারণ করতে হবে। সুতরাং ভালবাসলে এতগুলো রঙের সমষ্টি মিলেমিশে যাবে। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার রং কখনো বদলায় না। বদলে যায় মানুষ যার ফলে ভালবাসাকে আমাদের কাছে বিভিন্ন রংয়ের মনে হয়। মানুষ দুটো যদি একই রকম থাকে তাহলে ভালোবাসা চিরকাল এক রঙের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মোট কথা এটাই ভালোবাসা রং বদলায় না, মানুষের রং বদলায় যার ফলে আমাদের মনে হয় যে ভালোবাসা রং বদলায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit