আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩০

in hive-129948 •  10 months ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয়ের গভীরে হয়েছে ক্ষত
দেখতে পারে না কেউ,
মনের ভেতর জ্বলছে আগুন
বুঝতে পারে না কেউ।

ভালোবাসা মানে দ্বিগুন জ্বালা
ছড়ায় শুধু নিরব যন্ত্রনা,
বিশ্বাসের সাথে থাকে ধোঁকা
আলোর সাথে অন্ধকারের খেলা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালবাসার অনুভূতিটা সব সময় একই রকমের হয় না, মাঝে মাঝে বিশ্বাসে থাকে অদ্ভুত হৃদয়ের টান আবার মাঝে মাঝে ছড়ায় যন্ত্রণার ঘ্রাণ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

পোড়া হৃদয়ের দাগগুলো রয়েছে সঙ্গোপনে
মানুষের চোখে তা কেবল ছায়া হয়ে অদৃশ্যে,
মনের ভিতরে যন্ত্রণাগুলি কাতরাচ্ছে
যেন ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খাচ্ছে।

ভালোবাসা মানে বিভীষিকা
কালো ধোঁয়ার আস্ফালিকা,
বিশ্বাসের আমোঘ চির ধরা যন্ত্রণা
আর মনের সঙ্গে তরঙ্গের মায়া।

ঠিক বলেছেন আপু মাঝে মাঝে যন্ত্রনা গুলো ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খায়। আর সেই যন্ত্রণা সত্যি অনেক কষ্টের।

ধন্যবাদ আপু।

হৃদয় মাঝে গভীর ক্ষত
শত বেদনার ঢেউ
মনের মাঝে আগুন জলে,
কেউ বোঝে না কেউ।

ভালোবাসায় প্রেম নেই
আছে শুধু জ্বালা,
ইচ্ছে করে অবুঝ মনে
দিয়ে রাখি তালা।

বিশ্বাসকে অবলীলায়
কেমনে যে দেয় ধোঁকা,
তাদের প্রেমে পড়ে যারা
তারাও ভীষণ বোকা।

আলোর সাথে অন্ধকারের
বিচ্ছেদেরই মেলা
অশান্ত মন বিষন্নতায়
কাটায় সারা বেলা।

ঠোঁট দুটো আজ নির্বাক যেন
চোখে নীরব ভাষা,
কোথায় গেলে পাব খুঁজে
খাঁটি ভালোবাসা-?
রেখে গেলাম আশা-----
♥♥

ভালোবাসার আবেগে আজ
আমি কপোকাত
হৃদয়ের রক্ত দিয়ে
গড়েছি যে প্রাসাদ ।।

তোমার ভালোবাসা পেতে চায় মন
হৃদয় মাঝে বহে প্রেমের পবন
মনের রঙে আজ রাঙিয়ে হৃদয়
তোমার অপেক্ষায় গনি যে প্রহর ।।

মাঝে মাঝে হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখেনা। হয়তো হৃদয় দিয়ে গড়ে ওঠে অদৃশ্য কোন প্রাসাদ। অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতার লাইন গুলো। দারুন লিখেছেন আপু।

হৃদয়ের গভীরে হয়েছে ক্ষত
দেখতে পারে না কেউ,
মনের ভেতর জ্বলছে আগুন
বুঝতে পারে না কেউ।

ভালোবাসা মানে দ্বিগুন জ্বালা
ছড়ায় শুধু নিরব যন্ত্রনা,
বিশ্বাসের সাথে থাকে ধোঁকা
আলোর সাথে অন্ধকারের খেলা।

মনের আকাশে মেঘ জমেছে
বুঝতে পারে না কেউ,
হৃদয়ে জমেছে কষ্টের পাহাড়
জানতে চায় না কেউ।

ভালোবাসা মানে কষ্টের হানা
অস্থির মনে শুধুই যাতনা,
রুপের মাঝে থাকে ছলনা
প্রেম ভেবেছো কি শুধুই খেলনা?

এই কবিতাটি ভালোবাসার মূল্যবোধ এবং এর সাথে যুক্ত যন্ত্রণা ব্যক্ত করছে। এটি হৃদয়ে বা মনের ভেতরে অবস্থিত একটি ক্ষত এবং যন্ত্রণা সাথে যোগাযোগ করতে সাহায্য করে। ভালোবাসার সাথে আসা অন্ধকার এবং উজ্জ্বল দুটি দিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপনের একটি ধারণা দেয়, যা অক্সিজেনের মধ্যে আগুন প্রস্তুত করে।

এই কবিতাটি ভালোবাসার মূল্যবোধ এবং এর সাথে যুক্ত যন্ত্রণা ব্যক্ত করছে। এটি হৃদয়ে বা মনের ভেতরে অবস্থিত একটি ক্ষত এবং যন্ত্রণা সাথে যোগাযোগ করতে সাহায্য করে। ভালোবাসার সাথে আসা অন্ধকার এবং উজ্জ্বল দুটি দিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপনের একটি ধারণা দেয়, যা অক্সিজেনের মধ্যে আগুন প্রস্তুত করে।

বক্ষঃস্থল আজ সত্যিই ক্ষতবিক্ষত,
যা বুঝতে পারার নেই কারো সাধ্য।
অদৃশ্য অনলে জ্বলছে মন অবিরত,
বোঝেনা কেউ তার বিন্দুমাত্র।

ভালোবাসা মানে নেই কোন জ্বালার অন্ত,
অভিরাম ছড়িয়ে যায় যা যন্ত্রণার মন্ত্র।
আত্মবিশ্বাসের সাথেই থাকে প্রতারণা,
ভালোর মাঝে যেমন খারাপের মেলা।

ভালোবাসা সে তো এক গভীর অনুভূতি,
তবে ভালোবাসায় অনেক জ্বালা,
সেটা শুনতে আমরা নয় রাজি।
কষ্টের বহর সাজানো ভালোবাসার জালে
পড়লে ধরা সেই ফাঁদে,
মাপ আর হবে না চিরকালে।

হৃদয় আছে যত ব্যাঙ্গাত্মক বেদনা,
আচ করতে পারে না কেউ তার সামান্যটা।
ঘুনে খাওয়া কাঠের মত পিষ্ট হচ্ছে মন,
কেউই তা দেখতে পায় না একটুক্ষণ।

প্রেম মানেই হল যন্ত্রণা নামক স্কয়ার,
শান্ত রাতেই কষ্ট ছড়ায় যার।
আস্থা আছে যাতে বিড়ম্বনার সাথে,
নিশিতে যেমন চাঁদের সাথে অন্ধকার থাকে।

ভালোবাসার অনুভূতিটা বিশাল বড়
তেমনি সেই প্রিয় মানুষটির কষ্ট,
সে তো ভোলার নয়
এ যেন মনের ভেতর
এক বেদনার ক্ষত।
যে আগুন জ্বলে মনে
দেখার মানুষ নাই,
তুমি বীনা জীবনটা
আমার পুড়ে পুড়ে ছাই।
আজ বিষন্নতা সর্বক্ষণ
মনের ভেতর ছিল যত আয়োজন
তুমি ছাড়া কোন কিছুর নেই প্রয়োজন।
আলোর পর যেমন আসে অন্ধকার
সুখ দুখে জীবনটা চলছে সবার।

ভালোবাসা মানে মান-অভিমান
হৃদয়ের শূন্যতা।
ভালোবাসা মানে জগড়া বিবাদেও
একত্র হয়ে থাকা।

ভালবাসা মনে হৃদয়ে ক্ষত
ভুলিতে না পারা।
ভালাবাসা মনে মান অভিমান
নিরবে সহ্য করা।

সত্যি ভাইয়া ভালোবাসা মানেই অভিমান আর হৃদয়ের শূন্যতা। তবুও আমরা ভালোবাসি। আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে ভাইয়া। আমার কাছে বেশ ভালো লেগেছে।

হৃদয়ের যত প্রেম আছে দিয়েছি তোমার,
তাই হয়তো এত কষ্ট পেতে হয় আমার।
ভালোবাসার যন্ত্রণায় পুড়ে যাচ্ছি আমি,
তবুও একবার ফিরে তাকালে না তুমি।

হৃদয়ের মাঝে বেয়ে যাওয়া যন্ত্রণার ঢেউ,
আমি ছাড়া জানবে না যে আর কেউ‌।
তোমার প্রতি আমার অধিক বিশ্বাস,
আজ হয়ে গিয়েছে সবই দীর্ঘশ্বাস।

বাহ্ বন্ধু তুমিও তো অনেক সুন্দর অনু কবিতা লিখেছো দেখছি। ভালোবাসা বিহনে অনেক কষ্টে আছো বুঝতে পারছি। যাই হোক একদিন ভালোবাসার মানুষকে পেয়ে যাবে।

হৃদয়ের মাঝে না পাওয়া ব্যথা
দেখতে পারে না কেউ
মনের মাঝে জ্বলছে আগুন
অনুভব করে না কেউ।

ভালোবাসা মানে শুধু ছলনা
বাড়ায় শুধু মনের যাতনা
মনকে নিয়ে এই যে খেলা
সহ্য হয়না আর।

ভালোবাসার আগুনে পুড়েছি আমি
হৃদয়টা দেখে না কেউ
আগুনের দোলা মনের ভেতর
রাঙ্গিয়ে দিয়ে যাই মুহূর্তেই

ভালোবাসার অনুভূতি এক সময়
প্রশান্তি দেয় ও হৃদয় ভেঙ্গে চুরে চুরমার করে দেয়
এটাই কি ভালোবাসা
নাকি বিশ্বাসের সাথে অন্ধকারের আলোর সাথে খেলা

দেখতে কি পাও প্রিয়
আমার হৃদয়ের ক্ষত
তোমার বিরহে পুড়ছে মন অবিরত।
বিরহের আগুন জ্বলছে দ্বিগুণ
পুড়ে গেছে প্রিয় আমার
হৃদয়ে সাজানো স্বপ্নের সাজ
বিরহের আগুনে পুড়ে প্রিয়
ভালবাসারা নিঃস্ব হয়েছে আজ।
আবেগ দিয়ে বিশ্বাস কিনেছি
ভালোবাসা যেনো আলো-আঁধারির খেলা
বুঝে গেছি প্রিয় মনের মৃত্যু হয়েছে
আর ফুরিয়ে এসেছে জীবনের বেলা।

হৃদয়ের একাকীত্ব বুঝেনা কেউ
হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়
সে কান্না বুঝে শুধু হৃদয়ে
মনের অগোচরে কেঁদে যায় হৃদয়।

ভালোবাসার যন্ত্রণা এমন এক যন্ত্রণা
কাউকে বুক চিরে দেখানো যায় না
কাউকে বলে বুঝানো যায় না,
এই যন্ত্রণা সারা জীবন বুকে ধারণ করে
বেঁচে থাকতে হয়
যে মনের মানুষ সে তো কখনো
বুঝার চেষ্টা করেনা।

ভালোবাসার দ্বিগুণ জ্বালা,
দূর করে দাও তোমার ভালোবাসার পরশে।
দুজন মিলে হারিয়ে যেতে চাই,
অন্ধকারে রাজ্যে।
যে রাজ্যে আলো দিয়ে ভরিয়ে উঠবে,
শুধু তোমার ভালোবাসা পেয়ে।