আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নেশা করলে কি সত্যি দুঃখ কষ্ট ভোলা যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো কখনো নেশা করে দেখিনি, তাই আমার জানা নেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগে নেশা করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর বোঝা যাবে দুঃখ কষ্ট ভোলা যায় কিনা।তবে আমার মনে হয়, কিছুটা দুঃখ কষ্ট বিড়ি কিংবা সিগারেটের ধোঁয়ার সঙ্গে বের হয়ে যায়☺️☺️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনেছি নেশার ঘোর থাকা পর্যন্ত দুঃখ কষ্ট একেবারেই থাকে না। বরং তখন নাকি তাদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এবং তারা আকাশে উড়তেছে। কিন্তু নেশার ঘোর কেটে যাওয়ার পর,তারা নাকি উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়ে যায় 🤣🤣। সেজন্য আবারও নেশা করে এবং আকাশে উড়তে থাকে 😂😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাই, নেশা কেটে গেল উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়ে যায়😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে নর্দমার ধারে পড়ে থাকতে হয়। তখন পাড়ার লোকে ধরে পেটায়। সেই কষ্টে বাকি সব দুঃখ আর মনে থাকে না। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর জন্য তো আগে নেশা করে দেখতে হবে, তবেই তো বলতে পারবো😂। যারা প্রতিনিয়ত নেশা করে তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারা যাবে এটি আসলে সত্যি কিনা। আর না হলে নিজেকেই এক্সপেরিমেন্ট করতে হবে নিজে নেশা করে🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার জীবনে তো কোন দুঃখ কষ্ট নেই কেন নেশা করবে? 😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রচলিত একটি গান যেটা আমরা সবাই শুনেছি সেটা হল “গাঁজার নৌকা পাহাড় বাইয়া যাই” যদি নেশা করার পর মানুষ এমন গান গাইতে পারে তাহলে অবশ্যয় নেশা করার পর তার দুঃখ কষ্ট মন থেকে বাহির হয়ে পাহাড়ে,আকাশে, বাতাসে অবস্থান করিবে। তাই অবশ্যয় নেশা করার পরে দুঃখ কষ্ট ভোলা যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার যুক্তি অসাধারণ 😧 ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks Ah-agim Vai.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় কিনা জানি না, তবে নিজের ঠিকানা ভুলে যেতে বেশি সময় লাগে না!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করে দুঃখকে ভোলার জন্য, বউ বা গার্লফ্রেন্ড যে পরিমাণ দুঃখ দিয়ে থাকে,আর প্যারা দিতে থাকে, সেটা ভোলার জন্য নেশা করে ধোয়ার সাথে সেই মুহূর্তটা উড়িয়ে দিয়ে ভুলে থাকতে চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হায়রে কপাল! কি যে বলে এসব? নেশাতে যদি দুঃখ চলে যেত তাহলে তো নেশার জিনিস কে স্বস্তা করে দেওয়া হতো। আর সবাই নেশা করে দুঃখ ভুলে যেত। তবে আমার মতে নেশাত দুঃখ কমাতে না পারলেও দুঃখ কে বাড়িয়ে দিতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে কখনোই নেশা করা হয়নি তাই কষ্টটা ভোলা যায় কিনা সে সম্পর্কে কোন ধারণা নেই তবে সিনেমায় ভোলা যায় এটা জানি হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে নাকি দুঃখ কস্ট মনে থাকে না। মনের সুখে আকাশে উড়া যায় পাখা ছাড়া। আকাশ থেকে নিচের দিকে তাকাতে তো বেশ আনন্দ হয়। কিন্তু নেশা কেটে গেলেই ধপাস করে মাটিতে পড়ে বুঝতে পারে নেশায় কাস্ট কাটে না,বরং বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজে তো কোন দিন করি নি,কিন্তু ছোট ভাই এক্স কে ভোলার জন্য নেশা করছিল।কিন্তু করার পর থেকে নাকি আরো বেশি করে এক্সের কথা মনে পড়া শুরু করছিল। তাই সাথে সাথে লেবু পানি খেয়ে নেশা কাটায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা জীবনেও নেশা করে নাই কেবল তারাই এইসব বলতে পারে। আমি নিজে সত্যতা যাচাইয়ের জন্য কয়েকবার প্র্যাকটিস করছিলাম।।যা বুঝলাম তা হইতেছে, নেশা করলে যেই চিজ কয়েক হাজার বছর আগেই ভুইলা গেছি তাও মনে পইড়া যায় আর দুঃখ কমানো থুইয়া বাড়াইয়া যায়। . এইসবই ডাহা মিছা কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়ের অভিজ্ঞতা শুনলে কেউ আর নেশা করার সাহস পাবে না,হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে সব ভুলে গিয়ে তার পেটের কথা সবাইকে বলে দেয় আর যখন সেই নেশা কেটে যায় তখন সে আকাশ থেকে পড়ে। কারণ সেই কথাগুলো সবাই তাকে বলতে থাকে। তখন ভুলার পরিবর্তে নেশা আরও মনে করিয়ে দিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি জীবনে মানুষ প্রথম নেশা করে তার ভালোবাসার মানুষের জন্য। ভালোবাসার মানুষ যদি কষ্ট দিয়ে দূরে চলে যায় তখনই মানুষ নেশা করে সেই কষ্টকে ভুলে থাকতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলেন ভাই তাই নাকি নেশা শুধু ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য করে নাকি? 🥹।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাধারণভাবে বলা যায় যে, নেশা করলে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না। নেশা করা অবস্থায় মানুষের স্বাভাবিক জীবনের কাজকর্ম চিন্তা চেতনা তার মাথার মধ্যে থাকে না। তখন সেই নেশাগ্রস্ত হয়ে বিবেক বুদ্ধির লোপ পায়। সেই কিছুক্ষণের জন্য নেশার জগতে হারিয়ে যায়। নেশা যখন কেটে যায় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে । ঐ মুহূর্তে তার কাছে মনে হয় কিছুক্ষণ সময়ের জন্য দুঃখ ভুলে গেছে । কিন্তু প্রকৃতির বাস্তবতা হলো নেশা করলো কখনো সত্যি দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে ভোলা যায় না । সাময়িক সময়ের জন্য দুঃখ কষ্টের অনুভূতি কিছু ভোলা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিসের নেশা করছি সেটার ওপর নির্ভর করে। কষ্টটাকেই নেশা করে নিলে বেশ উপভোগ করা যায়। আর যদি কোন কিছু খেয়ে নেশা করার কথা আসে তবে তো টাকা খরচ। যত উঁচুদরের নেশা তত বেশি খরচ। সেক্ষেত্রে টাকা খরচের বিষয়টা বেশি মনে ধাক্কা লাগবে, যার দুঃখ পরবর্তীতে অনেক বেশি৷ 🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন নতুন নেশা করতে গেলে শুধু দুঃখ কষ্টই ভুলা যায় না। নিজের জীবনটাও মাঝে মাঝে ভুলে যাওয়া যায় হাহাহা।🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক অবনতি ঘটাতে পারে। তাই দুঃখ মোকাবিলার জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজে নেওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা হলো নেশা করলে দুঃখ কষ্ট কিছুই ভুলা যায়, নেশা করলে নেশা নেশা একটা ভাব হয়,এটা মানুষকে দেখানোর জন্যই মূলত নেশা করা হয়, ঘুম থেকে উঠলে যেই সেই, হা হা হা। 😝
এর দ্বারা আবার কেউ ভাববেন না যে, আমি নেশা করেছি, সিনেমা দেখে তার অভিজ্ঞতা শেয়ার করেছি,হি হি হি😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি,হাহাহা।আপনার কমেন্টেই বুঝতে পারলাম অভিজ্ঞতা আছে😁😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ঠিক বলেছেন 👍😁😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সিনেমা দেখে এতো অভিজ্ঞতা পাওয়া সম্ভব নয় আমরা সব বুঝি ভাই😧।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তো মনে হয় দোকানদারের দুঃখ কষ্ট দূর হয়। ব্যাটা আরামসে বিক্রি করতে পারে। 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে শুধু দুঃখ কষ্ট না, সারা দুনিয়াই ভুলে থাকা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খারাপ কোন নেশায় দুঃখ-কষ্ট কে ভোলা যায় না।তবে ভালো কোন নেশায় দুঃখ-কষ্ট কে ভুলে থাকা যায়। এই যে আমি আমার বাংলা ব্লগে লেগে থাকার নেশায় অনেক কষ্টকেই ভুলে থাকতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেয়ে দেখেনি আপু, তবে দুঃখ পেলে একদিন খেয়ে দেখবো নিজের নাম বলতে পারি কিনা। যদি নিজের নাম বলতে না পারি, তাহলে বুঝবো দুঃখ আর নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাস্তা থেকে একটি নেশাখোর কে ধরে জিজ্ঞেস করলেই পারতেন । শুধু শুধু আমাদেরকে বিরক্ত না করলেই কি হতো না । এখন তো দুঃখ সব চোখের সামনে ভাসছে শুধু নেশা করতে মন চাইছে । এর জন্য আপনি দায়ী একজন নিরীহ মানুষকে নেশার দিকে ঠেলে দেওয়ার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি জীবনে নেশা করিনি।তারপর নেশা করতে হলে যেসব জিনিস দরকার হয় সেগুলো কখনো সরাসরি চোখে দেখিনি।তারপরের কথা হচ্ছে ভদকা,ফেনসিডিল ,গাঁজা ,সিগারেট কেনার মতো সামর্থ্য এখন পর্যন্ত হয়নি।তার চেয়ে বড় কথা এমন দুঃখে পড়ি নাই যে এগুলো খেতে হবে।তবে সিনেমায় ভিলেনদের নেশা করতে দেখছি নায়িকাদের পাওয়ার জন্য অতঃপর পাইনা দুঃখ তাদের থেকেই যায়।😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় কিনা জানিনা আপু তবে প্রিয় মানুষটাকে ভালবাসার নেশায় সারা জীবন জড়িয়ে রাখতে চাই। এতে দুঃখ-কষ্ট ভুলে সবসময় শান্তিতে থাকা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেশা করলে কি সত্যিই দুঃখ কষ্ট ভোলা যায়? | নাহ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit