আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
টাকা দিয়ে কি সুখ কেনা যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের মতামত শুনতে বেশি আগ্রহী।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বর্তমান প্রেক্ষাপটে মনে হয় যে টাকা দিয়ে সুখ কেনা যায়। তাইতো আমেরিকান প্রবাসী টম ইমাম, বৃদ্ধ বয়সে টাকার জোরে কম বয়সী মিষ্টিকে বিয়ে করতে পেরেছে। এখন টম ইমাম ও মিষ্টি ইমাম সুখের সংসার করছে এবং ঘুরাঘুরি করে ভিডিও ব্লগ তৈরি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছে। মাঝেমধ্যে তাদেরকে শুধু শুনতে হয় নানা নাতিনের রোমান্স 🤣🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টম ইমাম ও মিষ্টিকে দেখে আমি প্রথমে মনে করেছিলাম এরা বোধয় নানা নাতি। এরপর দেখি সত্যি এরা হাজবেন্ড ওয়াইফ। আসলে টাকার জোরে সব কিছুই সম্ভব হয়। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু অনেকেই এটা ভাবে। আসলে না ভাবার তো কোনো কারণ নেই, লজিক্যালি এটাই তো হয়। তবে টাকার দ্বারা এখন মোটামুটি সবই সম্ভব দুনিয়াতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা বেশ ভালো বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ ভাই অনেক মজা পেলাম। টাকা দিয়ে সুখ কেনা যায় তবে মানুষের থেকে আবার কথাও শোনা লাগে বিভিন্ন রকম 😎🙃
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই মনে মনে আনলিমিটেড সুখ থাকলে, এমন দু'চারটা কথা হজমও করা যায়🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা এবং সুখ একে অন্যের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।টাকাই সকল সুখের উৎস।আমার টাকা নেই আমি ভালো খাবার খেতে পারছি না।আমি ভালো জামাকাপড় পড়তে পারছি না।টাকার জন্য আমি নিজের ও আপনজনের সুচিকিৎসার করতে পারছি না তাহলে আমি সুখি হলাম কি করে।টাকা হলে সুখ আপনা আপনি চলে আসে।অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায় কিন্তুু আমি বলবো সুখ জানালা দিয়ে পালায়।তাই টাকা দিয়েই সুখ কেনা সম্ভব।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দিদি বেশ যুক্তি সঙ্গত মন্তব্য করেছেন। অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। আপনার জন্য শুভকামনা রইল দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই টাকা দিয়ে সুখে কেনা যায়। যেমন ধরেন, আমার যদি লাখ লাখ টাকা থাকতো,তাহলে আমি কয়েকশো প্রেম করতাম,পারসোনাল গাড়ি দিয়ে,মটর সাইকেল দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম,দামি দামি রেস্টুরেন্টে খাবার খেতাম,শুধু সুখ আর সুখ,ভাবতেই কেমন যেন সুখ সুখ অনুভব হচ্ছে,হা হা হা।🤣😂🤣
আর এই কমেন্ট আমার বউয়ের চোখে পড়লে কপালে শুধু দুঃখ আর দুঃখ,হা হা হা।😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো সবাইকে ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এখন তো সবাই ভাবিকে খুজবে এই উত্তরটি দেখানোর জন্য। যাই হোক আপনার উত্তরটি সত্যি দারুন ছিল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেছেন আপনি কিন্তু টাকা ছাড়াও কিছুটা সুখ পেয়ে গেলেন। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই দোয়া করি আপনার বউয়ের সামনে যাতে এই কমেন্ট না পড়ে 😎 যাইহোক একটু সুখ সুখ অনুভব সেটাই তো অনেক 🙃🙃🙃
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না , টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবে সুখের সাময়িক অনুভূতি পাওয়া যায়। প্রকৃত সুখি ব্যাক্তি সে যার কোন দুশ্চিন্তা নেই এবং কাছের মানুষগুলো তার পাশে রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা ছাড়া সুখী হতে হলে সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে নিজের চাহিদাকে সীমিত করে ফেলা। যে ব্যক্তি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারে তার আসলে টাকার প্রয়োজন হয় না সুখী হতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই যায়। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে।টাকা থাকলেই ভাল রমণী আসে। আর ভাল রমণী আসলেই সুখ আসে। তাই বলা যায় টাকা দিয়ে সুখ কেনা বা পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লজিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশি ইউনিক একটা উত্তর দিয়েছেন তো। এভাবে তো চিন্তা করে দেখিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা টাকা থাকলেই ভালো রমনী আসে আর ভালো রমণী আসলেই সংসার সুখের হয়ে যায়। বেশ ভালো উত্তর দিয়েছেন দাদা, লজিক আছে বটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয়, টাকা দিয়ে সুখ কেনা না গেলেও মানুষের মাথা ঠিক কেনা যায়।আর তাতেই মানুষ ক্ষণিকের আনন্দে আত্মহারা হয়ে সুখ খুঁজে পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা এবং সুখের মধ্যে অনেক ব্যবধান। টাকা ক্ষনিকের সুখ দেয় কিন্তু সত্যি কারের সুখ দিতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই যায় আমার যদি ভাই এখন মন খারাপ থাকে। আমি কিন্তু টাকা দিয়ে মনটা ভালো করতে পারব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকায় সুখ এনে দেয় না।আমাদের যতই টাকা থাকুক না কেন? পরিবারের মানসিক শান্তি যদি না থাকে তাহলে কিন্তু কোন টাকায় কোন কাজে আসে না। যার যত টাকা মেলা তার তত অশান্তি মেলা। একজন রিক্সাওয়ালা কিন্তু দিন আনে দিন খায় সে কিন্তু খুব সহজেই কাজ করে এসে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। অনেক টাকা ইনকাম করে তারা কিন্তু ঘুমাতে পারেনা অনেক চিন্তা ভাবনা করতে হয় সারাক্ষণ। কিন্তু একটা কথা কি টাকা এমন একটা জিনিস। জীবনে বেঁচে থাকার জন্য টাকাটা খুবই গুরুত্বপূর্ণ আবার না থাকলেও মানুষ হাড়ে হাড়ে টের পায় টাকা কি জিনিস।টাকা থাকলে আমি বিভিন্ন রেস্টুরেন্টে ভালো জায়গায় যেতে পারবো। টাকা না থাকলে কিন্তু আমার মন খারাপ বেড়েই যাবে। কখনোই আমি মনটা ভালো করতে পারবোনা। কিন্তু টাকা দিয়ে সুখ কিনা গেলেও মানসিক শান্তি কেনা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সুখ কেনা যায় এই কথাটা যথাযথ ঠিক নয় । কারণ , কোটি টাকার ঘর বানালেও মনে যদি শান্তি না থাকে তাহলে সুখ পাওয়া যায় না সেই ঘরে বসবাস করে , আর যদি মনে শান্তি থাকে তাহলে ভাঙ্গা ঘরেও সুখ থাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কিন্তু মতামত ভিন্ন। আমার মতে টাকা দিয়ে সুখ নয় মানুষ দুঃখ আর হতাশা কিনে। কারন পৃথিবীতে যার টাকা বেশী তার চিন্তা বেশী। আর চিন্তা পেরেশানি থেকে এক সময় হাই পেশার ও হয়ে যেতে পারে। অন্য দিকে যার টাকা নেই তার নিশ্চিত ঘুম। কোন টেনশন নাই। যা আনে তাই খায়। তাই আমি মনে করি টাকা দিয়ে সুখ নয়, কেবল দুঃখই কেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবে সুখ বা আনন্দ পাওয়া যায় এমন সবকিছু অর্জন করতে গেলে টাকা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুক্তিসঙ্গত কথা বলেছেন ভাই। আমাদের সুখ অথবা আনন্দ জিনিস নির্ভর হয়ে গেছে। আর এইসব জিনিস কিনতে টাকার প্রয়োজন। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এই কথাই বলা যায়, টাকাই অনেকটা সুখ এনে দিচ্ছে আমাদের ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সব করা যায়। আর সুখ তো খুবই ছোট একটি বিষয়। টাকা ছাড়া পৃথীবিতে কেউ কিছু করতে পারবে না। টাকা না থাকলে সুখ শান্তি কিছুই থাকবে না। আর টাকা থাকলেই তো সব সুখ। তাই টাকা দিয়ে সুখ অবশ্যই কিনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু সুখে থাকার ভাব ভঙ্গি কেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট কথায় বেশ দারুন লিখেছেন আপু। আসলে টাকা দিয়ে সুখ কেনা না গেলেও সুখে থাকার অভিনয়টা বেশ ভালোই করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সুখ কেনা যায় না, সুখ দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। তবে টাকা দিয়ে নিজের সামান্য কিছু চাহিদা পূরণ করা যায়। সুখ পেতে হলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো পূরণ হয় কিংবা চাহিদা গুলো পুরনো হয় তখন আমরা নিজেকে সুখী মানুষ মনে করি। হয়তো সেই দিক থেকে বলতে গেলে সুখের জন্য টাকার প্রয়োজন আছে। তবে সবকিছু দেওয়ার মালিক সৃষ্টিকর্তা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবতা হচ্ছে টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না সুখের উপকরণ কিনা যায়। সুখ হচ্ছে হৃদয় বা, অন্তরে অনুভবের বিষয় । একজন মানুষের সুখ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক বিষয়ের উপর নির্ভর করে টাকা তার মধ্যে অন্যতম। অনেক সময় দেখা যায় খালি পকেটে রাস্তার পাশে শুয়ে প্রশান্তির ঘুম যাওয়া যায়। অতএব টাকা দিয়ে কখনো হৃদয়ের প্রশান্তি অনুভব করা যায় না। শুধুমাত্র সুখের উপকরণ সমূহ সংগ্রহ করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি সরাসরি বলতে হয়, তাহলে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। তবে ইন ডাইরেক্টলি বলতে গেলে টাকাই সব সুখের মূল।টাকা দিয়েই সবকিছু করা সম্ভব ।তাই আমিও একমত যে টাকা দিয়ে সুখ কেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৃত্তিম সুখ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুখ ব্যাপারটাই আপেক্ষিক! সেটা কখনো ছোট বিষয়ের উপর কখনো বা টাকার উপর নির্ভর করে। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় টাকা থাকলে মনে হয় সুখ কেনা না গেলেও ভালো থাকা যেত!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুখে থাকার ব্যপারটা সম্পূর্ণই নিজের কাছে ৷ আপনি যে রকম ভাবনেন , সে রকমি থাকবেন ৷ তবে অনেক ক্ষেত্রে টাকাই সব ৷ টাকার বিনিময়ে সুখে থাকা যায় ৷ সুখ কি ? স্বপ্ন চাহিদা ভালোলাগা এটুকুই তো ৷ আর এ সব কিছুই টাকা বিনিময়ে পাওয়া যায় ৷ সুখ আর টাকা একই ব্যপার বেশিভাগ ক্ষেত্রেই ৷ টাকা থাকলে আপনি সুখি ৷ টাকা দিয়ে ৯৯% সুখ কেনা যায় ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উত্তরটি বেশ ভালো ছিল ভাইয়া। আসলে আমাদের চাহিদা গুলো আমাদেরকে সুখী করে। আর সেই চাহিদাগুলো পূরণ করার জন্য টাকার প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, আমার আগে মনে হতো টাকা দিয়ে সুখ কেনা যায় না, তবে এখন চিন্তাভাবনা কিছুটা বদলে গেছে। কিছুদিন আগে হঠাৎ করে যখন স্টিম কয়েনের দাম বেড়ে গেছিল তখন অনেকটা সুখী হয়ে গেছিলাম। তারপর বুঝলাম টাকার ক্ষমতা আছে মানুষকে সুখী করার। 🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে টাকা দিয়েও সুখ কিনতে পাওয়া যায়। কিন্তু সেটা মনের সুখ। আমরা তো মনে মনে সবাই সুখী।😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা অবশ্য ঠিক কথা বলেছেন আপু আপনি। আমরা সবাই মনে মনে অনেক খুশি।🤭🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাকে দশ হাজার টাকার দশটি নোট হাতে ধরিয়ে দেন, তারপর দেখুন সে অনেক খুশি হয়ে গেছে, এই খুশিই তো সুখের খুশি। টাকা দিয়েই সুখ কেনা যায়, মানুষ টাকা দিয়েই সুখ কিনে নেয়।এখন কথা হচ্ছে আপনার সুখ কিসে? আমার সুখ হচ্ছে পকেট ভর্তি টাকা নিয়ে দুর দুরান্তে ভ্রমণ করা। এটাই আমার কাছে সুখ।আর এই সুখ বয়ে আনতে অবশ্যই টাকা লাগবে।তাই টাকা দিয়েই সুখ কেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে সুখ কেনা গেলে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সুখ বেচার জন্য সব সুখ গুদামে বন্দি করে রাখত। শেষে বস্তা ভর্তি পেঁয়াজের মত সুখগুলো সব পচে যেত 😅। প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখের ফেরিওয়ালার কথা মনে পড়ে গেল। হয়তো কোন একদিন এমন হবে ফেরি করে সুখ বিক্রি হবে। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ পৃথিবীতে মানুষ যা কিছু করতেছেন সবকিছুই টাকার জন্য। তো টাকা থাকলেই আসলে একটু সুখ থাকে সেটা এক দিক দিয়ে সত্য কথা। অন্য দিক দিয়ে বেশি টাকা থাকলে আসলে সুখ থাকেনা। কারণ বেশি টাকার অহংকারে মানুষ অন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে যা হচ্ছে সেটা হচ্ছে টাকায় সুখ দেয় সেই পক্ষে আমি মতামত দিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধরুন, সকালে আপনার খুব জোর হাগু পেয়েছে , কিন্তু আপনি বাথরুমে গিয়ে দেখেন বাথরুমে একজন কেও বসে আছে । তখন আপনার মনে পরবে যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনি আর একটা বাথরুম বানাতে পারতেন এবং এইসময় চরম সুখ পেতেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা বেস্ট হইসে! 🤣🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সুখ টাকা দিয়ে কেনা না গেলেও যেসকল সুখ কিনতে পাওয়া যায় তার কিছু উদাহরণ দেই.. এই যে শীতকাল আসছে, গরীব কিছু মানুষকে গরম কাপড় কিনে দিলে আমি সুখ পাই। আবার উইশলিস্টে যে সকল গল্পের বই আছে, টাকা দিয়ে সে বইগুলো কিনতে সুখ পাওয়া যায়। বাবা-মা তাদের সময়ে যে সকল শখ অপূর্ণ রেখেছিলো আমাকে বড় করার জন্য, সামর্থ্য হলে তার কিছু কিছু শখ যখন টাকা দিয়ে পূরণ করে দিতে পারি, তখন স্বর্গীয় সুখ পাওয়া যায়। টাকায় অনেক সুখ ই কিনতে পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা আংশিক সুখ বয়ে আনে।কিন্তু পুরোপুরি না।যাদের টাকা আছে তাদের শুনি সুখ নেই ।অন্যদিকে যাদের টাকা নেই তাদের ও সুখ নেই। তারা তাদের প্রয়োজন মেটাতে পারেনা এজন্য।তাই আমার মনে হয় টাকা সুখের মূল নয়।সুখী হতে গেলে টাকা যেমনি দরকার তেমনি নিজেদের মানসিকতার পরিবর্তন দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি কিনতে পারি 😉।
আমি টাকা দিয়ে সুখ কিনি কারণ আমি ফুচকা কিনে খাই🥹🥹🥹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা এবং সুখ দুটি বিষয়কে ভিন্নভাবে বলা যায়। যেমন গরিব শ্রেণীর লোকেরা সুখের জন্য সর্বদা টাকার পিছনে ছুটে থাকে কেননা তাদের কাছে টাকাই সবকিছু সুখের মূল। আর উচ্চ শ্রেণীর লোকেরা সর্বদা সুখের পেছনে ছুটে অর্থাৎ সামান্যটুকু সুখ পাওয়ার জন্যই তারা অনেক টাকা নষ্ট করে যাতে সুখ কেনা যায় যদিও বা টাকা দিয়ে ভোগ্য সামগ্রী সহ সমস্ত দিক থেকে সাময়িক সুখ পাওয়া যায় কিন্তু আত্মপ্রশান্তির সুখ মোটেও পাওয়া যায় না। এক কথায় বলতে গেলে টাকা দিয়ে প্রকৃত সুখ নয় সাময়িক সুখ কেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit