আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
কবিতা লেখার কথা শুনলেই আমার দরদর করে ঘাম ঝরতে থাকে। অনেক চেষ্টার পরেও দু লাইন কবিতা লিখতে পারি না। আমার বাংলা ব্লগ থেকে অনুপ্রেরণা পেয়েই আমার প্রথম প্রচেষ্টা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
লিখতে পারি না ছন্দ
তাই মনে নেই আনন্দ
অনুপ্রেরণা পেয়ে করিলাম চেষ্টা
অধীর আগ্রহে কবিতা লেখার তেষ্টা
সবই আমার বাংলা ব্লগের অবদানে
তাইতো খুশি মনে ছন্দ বের হলো কালি-কলমে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকাল বেশ ভালো ভালো কবিতা লিখে আবার নাকি বলা হচ্ছে, লিখতে পারি না ছন্দ।
বেশ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা,😃😃।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখতে না পারলেও দারুণ লিখেছেন😜😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো শুধুমাত্র এখানে দাদার কথার পরিপ্রেক্ষিতে লিখেছি আপু,এমনিই আমি অনেক আগে থেকেই কবিতা লিখি।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে ভয়ে মাথা ঘুরে
ছন্দের দ্বন্ধ উৎকণ্ঠা দেয় বাড়িয়ে
কি নিয়ে লিখবো কবিতা
মনের আকাশে বাড়ে দুশ্চিন্তা।
তবুও এবিবি ফানের আয়োজনে
মেলে ধরি নিজেদের প্রতিভা
তবুও সাহস নিয়ে লিখি কবিতা
এটাই আমার বাংলা ব্লগের স্বার্থকতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাই আমার সেই উৎকণ্ঠা নেই
আপনি ছন্দের যাদুকর।
তাই কবিতা নিয়ে কোন ভয় নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা ব্লগের স্বার্থকতা নিয়ে কইবো কথা দুই,
দুই বাংলা মিলেমিশে হলাম সবাই ভাই-ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবির এমন ছন্দ পড়িয়া
মাথা গেল ঘুরিয়া
কিবোর্ডটা চাপিয়া
লেখা গেল এগিয়া
ব্লগে হচ্ছে লেখা
দেখবে সব সখা
বলবে হাসিয়া
তবে চেষ্টা করবে ঝাঁপিয়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন দারুন। 💕
নব্য কবির আসেনা ছন্দ,
মনটা তার বড়ই অশান্ত,
চেষ্টা করছি অনুপ্রেরণায়
বাংলা ব্লগের ভালোবাসায় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতা লিখব আমি
অন্ত মিলের ছন্দে,
প্রাণ খুলে হাসবো মোরা
কাটাবো সময় আনন্দে।
আমার বাংলা ব্লগ যেন
হাসি খুশির মেলা,
মজায় মজায় কাজে-কর্মে
যায় যে বয়ে বেলা।।
আমার বাংলা ব্লগ নিয়ে
বিশ্বে দেব পাড়ি,
এগিয়ে যাব সবাই মিলে
পুরুষ অথবা নারী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাব্য কথায় ছন্দ
বইছে মনে আনন্দ
অনু কবিতার আসরে
লিখছি বসে বাসরে।
কিংপ্রোজ দার ছন্দ কথায়
মনটা ভরে গেল,,
জীবনের প্রথম কবিতাখানি
কি সুন্দর হল।
ছন্দে ছন্দে গাইবো গান
লিখবো কবিতা,
আমার বাংলা ব্লগে আছে
সজীব স্নিগ্ধতা।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে দিদি 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
♥♥
আমি ধন্য
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মিষ্টি মধুর ভাষার কারণে,
পড়েছি মোরা বাংলা ব্লগের খপ্পরে।
কবিতা ছড়া গান মোরা,
লিখে ফেলি খুব ছট করে।
কতদিন কতরাত বয়ে যাচ্ছে ভেসে,
বাংলা ব্লগের সাথে মোরা লেগে আছি ঠেসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ 🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ কি দারুন মিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু আমার অনুকবিতাটি আপনার কাছে ভালো লেগেছে যে সেজন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো হয়েছে। আমি চট করে লিখতে পারছি কই?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই কমই বা লিখলেন কই? ধন্যবাদ আপনাকে মন্তব্যটি মূল্যায়ন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দারুণ কবিতা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লিখতে গিয়েও পারিনা
এই হল মোর দুখ
কবিতা লেখার অনুপ্রেরণায়
আমার বাংলা ব্লগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আমারও একই দুঃখ। 😭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসি, আড্ডা, আর গল্প গান।
সবসময় লেগে আছে মোর বাংলা ব্লগে।
এই হাসিতে সকলেই একসাথে,
থাকব মোরা জীবন ভরে।
বাংলা ব্লগ আমার হৃদয়ের স্পন্দন।
হৃদয়ের বিট যতদিন শব্দ করে,
বাংলা ব্লগে থাকবো ততদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ বাহ্। দারুন হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই চক্করে পড়িতে পড়িতে,
দেখতেছি কত মজার কাহিনী।
তার সাথে দেখি খাবার দাবার,
হয়ে গেছি মোরা সক্কলে রাধুনী।
শুধু যে লিখি কবিতা তা তো নয়,
চিত্রকলায় রাঙা এ ব্লগ।
অল্প-স্বল্প-গল্প করে,
ডিসকর্ডে রয়েছি আমরা সব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো বাংলা ব্লগের এক্টিভিটি নিয়ে খুব সুন্দর একটি অনু কবিতা লিখেছেন।কবিতাটি প্রশংসার যোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসি আনন্দ খুঁজে পাই,
প্রশ্ন আর উত্তরে।
বাংলা ব্লগের শুরু এখানে,
শেষ টা না জানি কত দূরে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যতদিন থাকবে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছন্দে ছন্দে কবিতা লিখি
সুর হয়ে যায় গান।
আমার বাংলা ব্লগ আছে আমারি প্রাণ।
নিজের ভাষা ছন্দে মেতে উঠে আবেগ প্রবণ। আমরা আছি মোরা আমার বাংলা ব্লগের
একে অপরের আপনজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনজন ই বটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাইয়া আমার বাংলা ব্লগ আমরা একি পরিবারে লোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লক ডাউনে লিখেছি কবিতা
সময় কাটানোর চক্করে,
আবার লিখব এখন আমি,
শুধুই বাংলা ব্লগের চক্করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চক্করে চক্করে কাটবে
মনের যত ভয়
কবিতার ছন্দে ছন্দে
বিজয় আসবে আনন্দে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ বললেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ বেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিন নাই রাত নাই আমার বাংলা ব্লগে,
ঘুরতে ঘুরতে সময় যে যায় চলে
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
আমার ব্লগে কি চলে।
শিখছি মোরা নিত্য নতুন
বাংলা ব্লগের ছলে।
ভালোবাসি বাংলায় লিখতে
মনের আনন্দে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা। কি সুন্দর
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসি তো আছেই সাথে পুরস্কার,
কি বলছ পুরস্কারের নেই দরকার?
হ্যা পুরস্কারের নেই দরকার
তবে কেন লেখ কবিতা?
মেধার বিকাশ হচ্ছে এটাই কম কি বা?
তা ঠিক বলেছ ভাই
এমন উদ্যোগ যে নিয়েছে,তাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলবাত হচ্ছে। মেধার বিকাশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দাদা। আমার মত মানুষ ২লাইন মিলাতে পারছে।আমি কখনো ভাবিই নি আমিও পারব।ধন্যবাদ আপনাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর হলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখতে পারিনি কবিতা কখনো আমি
করতে পারিনি আত্মপ্রকাশ।
আমার বাংলা ব্লগে এসে লিখছি আমি
করছি আমার সৃজনশীলতার বিকাশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি লিখবো ভাবতে বসে
পাইনা ভেবে সাড়া
সারাটা দিন হাতে মোবাইল
মা দিচ্ছে তাড়া।
হুট করে যেই ছন্দ আসে
আমার মানসপটে,
মা বলে চোখ গরম করে,
হচ্ছেটা কী বটে?
মাকে বোঝাই ,ও মা আমি পদ্য লিখি
করে অনেক যত্ন।
খুশি হয়ে মা চেচিয়ে বলেন,
সে কি? ছেলেতো আমার রত্ন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রত্ন-ই বটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা ব্লগ না থাকিলে,
কবিতা লেখা কি আর হইতো?
খোশগল্পে মত্ত থাকিতো সবাই,
ডিসকোডের এই চত্তরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্লাংলা ব্লগ আছে বলেই
কবিতারা হাসে ছন্দে ছন্দে
লুকিয়ে রাখা প্রতিভা সব
ভেসে আসে দারুণ আনন্দে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক বলেছেন দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই মিলে করবো মজা
লিখে সুন্দর সুন্দর কবিতা।
তোমার আমার প্রিয় ব্লগ
সে তো আমার বাংলা ব্লগ।
রিমি দাদার হাতটি ধরে
দুই বাংলার সবাই মিলে।
প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে
আনন্দ উল্লাসে মেতে উঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু বানান ভুল হয়েছে
লাগছে দেখতে অসুন্দর
ঠিক করলে হবে বেশ
কবিতার বাড়বে রেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলম , তুমি লিখতে থাকো আমার বাংলা ব্লগে
অক্ষরে অক্ষরে গিয়েছো মিশে
ভালোবাসা নিয়ে।
আমার বাংলা ব্লগের কবিগণ
ক্লান্তিহীন ভাবে লিখছে কত কাহিনী।
কলম , তুমি কাহিনী লেখো ,
জানো কি তাদের প্রতিভা
তোমার কাহিনীতে জ্বল জ্বল হয়
বাংলা ব্লগের টাইম লাইন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিবোর্ড হয়ে উঠুক আমাদের অস্ত্র।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
-আজকের অনু কবিতা-
ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।
।
সংযোজন
লিখতে লিখতে লেখার মধ্যে,
আসবে সৃজনশীলতা,
কবিতার মধ্যে থাকবে ভাব,
থাকবে প্রকৃতি ও সাহিত্য কথা,
থাকবে কান্না-হাসি আর অনু কথা,
কবিতায় ফিরে পাবে প্রাণ,
সকলের হৃদয় হবে উৎফুল্ল, উচ্ছ্বাস আর অভিলাষ পূর্ণ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা হয়েই তাহলে ফিরুক প্রাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লেখার দক্ষতা
আমি দেখাতে সবাইকে
আগ্রহে হয়ে আছি মশগুল,
তাইতো কবিতা লিখতে
আমি কখনো করি না ভুল।।💞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিমি শুভ সুমন দাদা
সকলেই এরা ভাই ভাই
আমাদের দিতে ডলার পাউন্ড
কখনো বলে না গুডবাই.
এবিবি থেকে শিখছি মোরা
ব্লগিং করার মন্ত্র
মডারেটরগণ সদাই ব্যস্ত
আমাদের শিখাতে তন্ত্র.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবার হয়ে রইবো মোরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আড্ডা, হাসি, গল্প, মজা
থাকবে প্রচুর কাজ।
সবকিছু নিয়েই আমরা আছি,
আমার বাংলা ব্লগে আজ।
আমরা সকলেই ভাই-বোন,
সবাই সৃজনশীলতায় দিলাম মন।
একটুখানি অনুপ্রেরণা পেলে,
বাংলা ব্লগে আছি মন খুলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে ছন্দটা
ঠিক যেন মনের কথা,
মিলেমিশে সবাই আপনজন
আমার বাংলা ব্লগের আয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা ব্লগের শুধু চাওয়া সৃজনশীলতা,
চলুন সবাই চেষ্টা করি আপনা আপনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,দারুণ তো।সব মিলিয়ে অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাঁসতে হাঁসতে হবে পেটে ব্যাথা
আসবে না মুখে কোন কথা,
লিখবো এমন কবিতাআমি
যে কবিতা হবে শুধু ফাজলামি,
হাঁসবে সবাই দম ফাটিয়ে
পড়বে সবাই মাটিতে লুটিয়ে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেবে খুঁজে পায়না
কবিতা লেখার ছন্দ
কি করিব আমি,
বলেন দাদা একখানা ছন্দ
😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখতে লিখতে হয় ছন্দ,
ছন্দে ছন্দে আসে মনে আনন্দ
সেই আনন্দে বুদ্ধির দন্দে,
দুই লাইন লিখে ফেলি চক্ষু করে বন্ধে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit