আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০১

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

লেখকঃ

@rme

লেখকের অনুভূতিঃ

প্রতিটি মানুষের হৃদয় থাকে বিশাল, যার অধিকাংশ থাকে অন্ধকারে ঢাকা। তারকারাশি যেমন আকাশের অন্ধকারাচ্ছন্ন দূর করে আলোকিত করে তোলে, ঠিক তেমনি কারো মিষ্টি হাসি কিংবা ভালো লাগার অনুভূতি হৃদয়ের অন্ধকারাচ্ছন্নতা দূর করে হৃদয়কে আলোকিত করে তোলে, প্রেমকে জাগ্রত করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

তোমার সেই মিষ্টি মধুর হাসি

আমার মনে বাজায় দারুন বাঁশি।
তোমার মিষ্টি হাসির মুগ্ধতায়,
ফুল ছড়ায় তার স্নিগ্ধতা।
চেয়ে থাকি তোমাতে অপলক নয়নে,
বাঁচবো কি করে বলো তুমি বিহনে।

অন্ধকারাচ্ছন্ন মনে এখনো
বেঁচে আছে আলোর একটু শিখা
তোমার ঠোঁটের কোণের সতেজ হাসি
আমার চলার পথের দিশা।।

আহ! ভালোবাসার পূর্ণতা যেন এলো হৃদয়ের গভীর হতে। সুন্দর লিখেছেন আপু।

সকলের ভালোবাসাগুলি পূর্ণতা পাক ভাইয়া।হি হি,😊😊

ঠোঁটের কোনের সতেজ হাসিতে সমস্ত অন্ধকার যেন চলে গেল।

😊😊হি হি।

বেশি হাসলে রাত আর আসবেই না

যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে,
অনুভবে কথা হবে ভালোবাসার ই এই মিলনে
মেঘের ই পালকিতে উড়ে উড়ে ,পাখিরা যায় বহু দূরে
আকাশটা থাকে পিছনে ,স্বপ্নের নীল ভুবনে!
হারাবো আজ দুজনে শুধু ভালবেসে!

অনেক সুন্দর হয়েছে বৌদি।

ধন্যবাদ ভাইয়া

বাহ্ বাহ্ বৌদি অনেক ভালো লাগলো লাইনগুলো পড়ে।

বৌদি মানেই কবিতার পূর্ণতা
ছন্দের যাদুতে মিলে কথার মালা।
সত্যি বৌদি এটাই বেষ্ট হয়েছে। দারুণ লিখেছেন।

  • কেমন আছো মেঘ বালিকা, শান্ত শহর অশান্ত দিন।

  • আমার কাছে আছে মস্ত আধার, তলিয়ে যাচ্ছি ক্রমে গহীন।

  • বুকের মধ্যে কষ্ট জমে, জল ফড়িং এর পাখার মত।

  • লোকের থেকে আড়াল করি অন্ধকারের গোপন ক্ষত।

  • দেখবে তুমি মেঘ বালিকা..? এখন তোমার সময় কোথায়।

  • তুমি আমার আনন্দেতে, তুমি আমার সকল ব্যথায়।

অসাধারণ ভাই🤘
তবে লাইন গুলা পয়েন্ট আকারে তুলে ধরায় একটু অন্যরকম মনে হচ্ছে!

অন্যরকম করার জন্যই দিয়েছি। হি হি হি....

বাহ,সুন্দর লিখেছেন হৃদয়ের লুকানো কথাগুলো।

না পারার মত করে একটু লেখার চেষ্টা করলাম আরকি। হি হি হি...

কোথায় ছিল এতদিন এত কষ্ট।

আমার জীবনে কোনো কষ্ট নেই ভাই। অন্যের কষ্ট আমার মাধ্যমে প্রকাশ করলাম আরকি। হা হা হা...

যাক কষ্টগুলো তো খুঁজে পেয়েছেন।

খুবই সুন্দর লিখেছেন ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

মেঘের পরশে অন্ধকার আকাশ
বৃষ্টির ফোটায় সতেজতা জাগায়,
তোমার উষ্ণ স্পর্শে হৃদয়ে আমার
ভালোবাসার ফুল ফোটায়।

অসাধারণ লিখেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো।

বাহ,সুন্দর লিখেছেন ভাইয়া।

ভাইয়া আপনার কবিতা বরাবরই সুন্দর। আজকেও দারুণ লিখেছেন। ♥️♥️

চমৎকার লিখেছেন ভাই 🤗

সত্যি বৃষ্টির ফোঁটা সতেজতা জাগায়। অনেক ভালো লাগলো ভাইয়া।

ফুল ফোটালাম হৃদয়ে তোমার
আশায় বাঁধি বুক,
তোমার কথা ভেবে ভেবে
পাইযে মনে সুখ।

অনেক দারুন লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

এটাই পারফেক্ট এর চেয়ে ভালো আর হতে পারে না।

ভালো লাগলো ভাই, খুবই সুন্দর লিখেছেন

পূর্ণিমা রাতে চাঁদের জোছনা সারা অঙ্গ মেখে ,
কল্পনা দিয়ে আল্পনা এঁকে তোমায় ভালোবেসে ।
চাঁদের আলো আরো ভালো লাগবে তখন
বন্ধু সুজন পাসে এসে বসবে যখন ,
জেগে জেগে দুটি চোখে স্বপ্ন দেখা
ভাবনায় ডুব দিয়ে কল্পনার ছবি আঁকা ।

দারুণ লিখেছেন কিন্তু ভাই, ছন্দটা সত্যি অনেক ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

অজস্র তারকারাজির ভীড়ে,
তুমি ফিড়ে আসো আমার নীড়ে।

আমার হৃদয়ের সেই চঞ্চলতা,
যদি তুমি একবার দেখতে।
সাগর, নদী পাড়ি দিয়ে,
আমার বুকেই ফিরে আসতে।

সুন্দরভাবে মিল রেখে কবিতাটি লিখলেন

অসম্ভব সুন্দর মিলিয়েছেন ধন্যবাদ আপনাকে

আহ্ কি ভালোবাসা

তোমার মিষ্টি হাসিতে,
আমার হৃদয়ের চঞ্চলতা যায় বেড়ে।
তোমার হাসিতে মুক্তা যেন ঝরে পরে।
তোমার মুখের হাসি, আমি খুবই ভালোবাসি।
কবে আসবে প্রিয় তুমি,
দেখবো মন ভরে তোমার মিষ্টি হাসি।

বৃষ্টির পানে চেয়ে তোমার কথা ভাবি
হৃদয় এর গহীন নীড়ে তোমার ছবি আঁকি।
নকশা নেই,রং তুলি নেই,নেই অবছায়া
হৃদয়ের কোঠোরে আছো এটাই যথেষ্ট মায়া।
আলতো করে ছুয়ে দিবো তোমার কালো কেশ
তারকারাজি গাইবে গান তোমায় দেখে বেশ।

তুমি আমার পূর্ণিমার চাঁদ,
আমার ভাঙা ঘরের ছাদ।
তোমার অনুপস্থিতি,
হৃদয়ে ছড়ায় বিষাদ।

চাঁদের আলোয় আলোকিত
তোমার মুখখানার অমলিন হাসি
হৃদয়ে আমার বেজে উঠে
প্রেমের মাতাল বাঁশি। 😜😜

বাবারে,অনেক কষ্টে ৪ লাইন বের করলাম😜😜

আস্তে আস্তে বাজান দিদি, আসে পাশে ইদুরের অভাব নেই কিন্তু হা হা হা

দিলেন তো,যা একটু আকটু শুরু করছিলাম,তাও
না আমি আস্তে আস্তে বাজাবো না,প্রয়োজন হলে আর বেশি করে বাজাবো😜😜😜

যদি প্রেমের বাশি বাজাও সূর ‍তুলে
হৃদয়ের চঞ্চলতা থামাবে কিভাবে?
প্রেমতো কোমল জিনিষ কিন্তু গরম
তাইতো আস্তে আস্তে করিতে হবে নরম।

বাজান না, না করছে কেডা, পোলার বাপে আইসা যখন মাইর লাগাবে তখন বুঝবেন কেমন লাগে, হি হি হি

আহা,,কেন যে এমন ভয় দেখান,😜😜। ভয় কে জয় করে, তবেই তো শুরু থেকে শেষ করবো😜😜

হা হা হা...... আমি শুধু কমেন্ট পড়তে আসছি। এখন আর কিছু বলবো না।

বাঁশির শব্দে ইঁদুর চলে এলে বিপদ আছে।

👌👌👌😅🤪

সেই হাসির স্পর্শ পাওয়ার ব্যাকুলতায়
হৃদয়ের মাঝে জেগে ওঠো বারবার।
ভালোবাসার পূর্ণতা পেতে মন করে আনচান ,
স্বপ্নে জাগ্রত হয়ে মনকে করো বেমানান।

আমার হৃদয়ে জমে যত অন্ধকার,
তোমার হাসিতে সেটা হয় ছারখার।
তোমার হাসিতে আমি হই আত্মহারা,
আমার আকাশে তুমি একমাত্র তারা।

বেশ ভালো লিখেছেন।

ছোট্ট হৃদয়ের মাঝে যত গভীরতা,
ভালোবাসায় পরিপূর্ণ করে তত বিশালতা।
আকাশ ফেটে যেমন বৃষ্টির কান্না,
কালো মেঘ সরে আলোর বন্যা।

তুমি যদি থাকো আমার পাশে
আমি পাড়ি দিতে পারি মহাসাগর একসাথে
আমি হব নৌকা আর তুমি হবে মাঝি
যদি তুমি থাকো আমার প্রস্তাবে রাজি।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

তোমার পায়ের নূপুরের ধ্বনি
কানে বাজে মোর সর্বদা
তোমার মুখের মিষ্টি বোলে
হৃদয় করেছে মোর উতলা
এ তুমি মোর জীবনের পরম পাওয়া।

নিঝুম রাতে ওই দূর আকাশে দেখি তোমায়
তোমার অলৌকিক স্পর্শে হৃদয় শিহরণ জাগে
তাকিয়ে দেখি হাজার তারার মাঝে শুধু তোমার ছবিটা।

আকাশের বুকে ভেসে বেড়ানো লক্ষ তারা
আর তোমার ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি ভালোবাসা
আমায় করেছে দিশেহারা, উন্মাদ
তাইতো আমি হয়েছি গো আজ ছন্নছাড়া

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা


তুমি আমার ভোরের পাখি
আমার ব্যাকুলতা,,
তোমার স্নিগ্ধ পরশ যেন
আমার সফলতা,,,,

তোমার কাজলরেখা চোখ
আমার মনে দেয় দোলা,
তোমার হাতে হাত রেখে
তাইতো আমার এ পথ চলা।

ও গো প্রিয় তুমি যে আমার প্রিয়তমা৷
সারাক্ষণ তোমায় আমি মনের মাঝে খুজি৷
একটু খানি না দেখলে তোমার ওই মুখ
তখনি আমি তোমায় দেখতে আমি স্বপ্নে দেই ডুব৷

ওরে কি স্বপ্নরে ভাই, সাতার শিখে নিন জলদি না হলে কিন্তু ডুব দেয়ার পর আর উঠতে পারবেন না।

হুম ভাই এই প্রথম লিখলাম

তাইতো আমি চেয়ে থাকি তোমার মুখপানে
তোমার মিষ্টি হাসি আমার হৃদয় টানে,
মিষ্টি হাসির ঝলকানিতে হৃদয় উঠে ভরে
তাইতো তুমি এলে আমার জীবন আলো করে।

বাহ বাহ বাহ দারুণ হয়েছে তো ভাই, খুব সুন্দর মিলিয়েছেন।

জীবনের প্রথম চার লাইন লিখলাম ভাইয়া। 😆😆

ভালোবাসায় পূর্ণতা পেয়ে গেলো প্রথম চেষ্টা
কবিতার ছায়ায় প্রকাশ পেলো হৃদয়ের তৃষ্ণা।

ভাইয়া সত্যি আপনি ছন্দের জাদুকর।

বাহ্ দারুন লিখেছেন তো 🤗

ভালোই দেখেছেন তবে কে আসলো ভাবি না অন্য কেউ।

সত্যি ভাই খুবই সুন্দর মিলিয়েছেন, ভালো লাগলো

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

আজ আমার মনের আকাশে
ছেয়ে গেছে ঘন কালো অন্ধকার মেঘ।
তোমার ওইব মায়াবীনি চোখের যাদুতে
মেটাতে চাই হৃদয়ের সকল আবেগ।

এমন মায়াবিনী চোখের জাদুতে আবেগ কি আর ধরে রাখা যায় না।
ভালো লিখেছেন ভাইয়া।

ওরে ভাই কি লিখলেন এটা, আবেগ হারিয়ে গেলে কিন্তু ভালোবাসা পালিয়ে যাবে, হা হা হা দারুণ লিখেছেন।

তুমি আছ বলে হে প্রিয় তম
আমার স্বপ্ন গুলো পেয়েছে ভাষা
কত রাত জাগি কত দিন গুণি
তোমাকে পাব এইতো মনের আশা।

আশায় আশায় আকাশ পানে তাকিয়ে থাকা
বৃষ্টির নিষ্ঠুর আচরণে হৃদয় ভিজে একা একা।
অনেক সুন্দর মিলিয়েছেন, ভালো লেগেছে আমার কাছে।

ধন্যবাদ ভাইয়া , নিজের ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল মনে হচ্ছে ।

ভালোই সবার কবিতা বেরিয়ে আসছে।
ভালো লাগলো ভাই লাইনগুলো।

আজও আমি তারার মাঝে খুজি তোমার মুখ
তোমার মাঝেই খুঁজে বেড়াই আমার সকল সুখ।
হয়তো থাকি ভালোবাসার মিছে প্রতীক্ষায়,
কখনো যদি তোমার হৃদয় আমার উষ্ণতা চায়।

সুন্দর লিখেছেন 👌

ধন্যবাদ ভাইয়া।😍😍

ওরে বাবা, ভালোবাসার জাদুতে হৃদয় করে আনচান, প্রেমের মিষ্টি কবিতা পড়ে অনুভূতিতে তোলপার।

পেটের মধ্যে বোম ফেললেও কবিতার একটা লাইন বের হয় না। অনেক কষ্টে চার লাইন লিখেছি। 😅😅

কষ্ট সার্থক হয়েছে মনে হচ্ছে

যাক বোম ফেলা ছাড়াই, ভালো লিখেছেন আপু

অনেক ভালো লাগলো আপু। প্রত্যেকটা লাইন ভীষণ সুন্দর।

জীবনে প্রথম লেখা কবিতা। যাই হোক আপু প্রশংসা করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ছন্দে ছন্দে বলে দিলেন হৃদয়ের সব কথা।
এখন দেখি মনের মানুষ পালিয়ে যায় কোথা।

আকাশের বুকে এক খন্ড চাঁদ
দূর করে দেয় রাতের আধার।
জোসনা রাতের আলো
আমার লাগে ভালো।
প্রিয়ার মুখের হাসি
বড়ই ভালোবাসি।

সবাই তো একদম ফাটাফাটি লিখেছে।

তুমি দৃষ্টিতে আমার দূর আকাশের তারা
তুমি অনুভবে আমার রাতের জ্যোৎস্না ধারা,
ঠোঁটে তোমার ছড়িয়ে আছে বাঁকা চাঁদের হাসি
হৃদয় গহীনে শুধুই তুমি, তোমায় ভালোবাসি।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

আকাশের মাঝে ঐ মিষ্টি চাঁদ খানা
কেটেছে ঘোর অন্ধকার মিষ্টি জোৎস্নায়,
তোমার চন্দ্রসিক্ত রুপ মনের আয়নায়
তীব্র বাসনা ছড়িয়েছে হৃদয়ের জানালায়।

ছন্দের জাদুতে মুগ্ধতা পেলাম খুঁজে
কবিতার অনুভূতিতে হৃদয় চায় তাকে। খুব সুন্দর হয়েছে ভাই, মিলে গেছে উপরের অংশের সাথে দারুণভাবে।

ধন্যবাদ ভাই। আপনিই আমার গুরু 🤗

ভালোবাসার মায়া বেঁচে থাক কবিতার যাদুতে
ভালোবাসার আকাংখা টিকে থাক ছন্দের সদ্ধিতে।

অনেক ধন্যবাদ ভাই 🤗

অও,দারুণ লিখেছেন ভাইয়া।

ধন্যবাদ দিদি 🤗

ভাই অসাধারণ লিখেছেন।

ধন্যবাদ ভাই।

লাইন গুলো সত্যি খুবই ভালো লেগেছে ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই 🤗

তোমার চোখের ভাষায় যে ফুল ফোটে
হৃদয় আমার যে দোলায় দোলে
ফাগুন হাওয়া বসন্তের ছোঁয়ায়
মন মাতিয়ে যাও তুমি কোন কিনারায়
আমি যে চাঁদের আলোয় দেখি তোমায়
বিশাল গগনে করছো চিকিমিকি
তুমি ছাড়া দুই নয়নে আমার আছে কি?

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

আধার ঘরের আলো তুমি
অমার ধ্রুবতারা,
আমার কাছে তুমি যেন
অনন্য এক ধারা।

খুব ভালো হয়েছে ভাই।
অসাধারণ লিখেছেন।

কবে আসবে তুমি আমার হৃদয়ে
তোমার মুখের মিষ্টি হাসি শুনে
কাটবে রাতের নিরবতা
চঞ্চল হয়ে উঠবে আমার হৃদয়ের সুপ্ত ভালোবাসা।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

যদি তুমি বুঝতে চঞ্চলতার ভাষা
উজাড় করে দিতে তোমার মনের
সকল সংকীর্ণতা
মনের আধাঁরকে আলোকিত করে
ভরিয়ে দিতে আমার হৃদয়
ভালোবাসা দিয়ে।
হৃদয়ের আলিঙ্গনে সজীব হব তুমি আমি
সেই সজীবতাই ফিরে পাবে
ভালোবাসার পূর্ণতা।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

ব্যাকুল হয়ে আকুল আঁখি
দেখে উজ্জ্বলতা
হয়তো ঐ তারার মাঝে
খুঁজে দেখে তোমার ভালোবাসা ।

জীবনে পথচলা ছিল মোর হতাশাগ্রস্ত নিকষ কালো
ব্যর্থতার সাগরে ডুবে যাওয়া যেন আমি এক হিমশৈল
বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু যখন নিভু নিভু ছিল
এমনই এক আঁধারে তুমি হলে প্রেরণার বাতিঘর
সব আঁধার কেটে গেল হৃদয়ে প্রানচঞ্চল্য ফিরে এলো
এখন প্রতিটি সময় যেন মোর ঘুমকাতর মেঘলাভোর।

তোমায় পড়ে মনে আকাশের চাঁদ দেখে
চাঁদের চেয়ে সুন্দর তুমি
আমার মনের তারার মাঝে
রেখেছি যত্নে তোমারে চাঁদ থেকে লুকিয়ে
চাঁদের সাথে তুলনায় তুমি
তোমারে রেখেছি আমি চাঁদেরও উপরে।

ভালবাসা তুমি আছ বলে এখনো বেঁচে আছি
ভালবাসা তুমি আছ বলে এখনো স্বপ্ন দেখি।
তুমি যত দিন থাকবে খোলা থাকবে এই দুইটি আঁখি,
কখনো চলে যেয়না আমাকে দিয়ে ফাঁখি।।।

ভালোবেসেছিলাম তোমার মিষ্টি হাসি,
ডাগর ডাগর নয়নে তোমার বারবার ফিরে আসি।।
হরিণির ন্যায় চঞ্চল তুমি মুক্ত বিহঙ্গ,
তোমায় ভালোবেসে আমি হারালাম জীবনের সর্বস্ব।।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

পূর্ণিমার চাঁদ যেমন জোসনা ছড়ায়
তোমার ঐ রূপের মাঝে নিজেকে হারায়,
মনের আকাশে তুমি এক ফালি চাঁদ
এই জনমে মেটেনা তোমার দেখার সাধ।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

তুমি আমার বিশাল আকাশের বুকের,
লক্ষ তারা মাঝে আমার কাছের একটি মাত্র তারা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি দিবা রাতের আলোয়
তোমায় নিয়ে ভরে উঠুক আমার এই জীবন আলো।

তোমার মুখপানে চেয়ে
মনে হয় কত যুগের চেনা।
এসো কাছে দুহাত বাড়িয়ে
পূরন করো এ মনের বাসনা।

তোমার পাওয়ার প্রত্যাশায়
মন থাকে আমার উতলা।

তুমি আমার মনের রানী
তোমায় ছাড়া কিছু বুঝিনা।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

তোমার নয়নের মিষ্টি চাহনি
অশ্রুতে ঝরে যেন মুক্ত মনি।

তোমার প্রেমের স্নিগ্ধ ঘ্রাণে ,
অশ্রুতেও খুঁজে পাই শান্তি প্রাণে ।

আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।

আকাশে বুকে তারা জ্বলে মিটিমিটি
অন্ধকারে যেনো আলোর ঝলকানি
মনকে করতে পারিনি এখনো স্থির
তোমার হৃদয়ের চঞ্চলতা বাড়িয়ে
দিয়েছে আমার মনের অস্থিরতা,
তোমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা।