আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
কল্পনা যেখানে মুগ্ধতা
বাস্তবে সেখানে পূর্ণতা,
তুমি আছো বলেই চঞ্চল কল্পনা
তুমি আছো বলেই হৃদয়ে পূর্ণতা।
লেখক:
লেখকের অনুভূতি:
ভালোবাসার অনুভূতিগুলো এমনই যেখানে কল্পনা থেমে যায় বাস্তবে সেখানে পূর্ণতায় ভরে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আছো বলেই বেজে উঠে হৃদয়ের সুর,
তুমি আছো বলেই সুখ মিশে যায় মধুর।
তোমার ছায়ায় শীতল মন আমার,
তুমি আছো বলেই মোর জীবনে তারার আলোকার।
তুমি আছো বলে জীবন রঙিন হয়ে ওঠে,
তোমার কাছে এসে মন শান্তি খোঁজে।
তুমি আছো বলে পূর্ণতা এই আকাশে,
তুমি আছো বলে থাকে আশা নবজাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কল্পনা যেখানে রঙ্গিন জগৎ
বাস্তবে সেখানে তামাশা-যুক্তিবোধ
তুমি আছো বলেই অস্থির মননতা
তুমি আছো বলেই হৃৎ সম্পূর্ণতা।
তুমি আছো বলেই অধীর জল্পনা
তুমি আছো বলেই অন্তঃকরনের প্রাচুর্যতা,
তুমি আছো বলেই ব্যাকুল আবেগ
তুমি আছো বলেই বক্ষস্থলের পূর্ণত্ব।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভোরের আলোতে জাগে প্রহর
তোমায় ভাবলেই শিহরিত হয় অন্তর।
তুমি আছো বলেই জাগে হৃদয়ের আশা
তুমি আছো বলেই থামে সব নিরব ভাষা।
হৃদয়ের জোছনার চাঁদে মেশে যে স্বপ্ন,
তোমার ছোঁয়াতেই হয় তা মমত্ব,
তুমি আছো বলেই মন পায় আলোর দিশা,
তুমি আছো বলেই বাঁচে মনের সকল আশা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি না থাকলে কল্পনা নিঃস্ব,
তোমার ছোঁয়াতেই গড়ে অনুভবের মহারাজ্য।
হৃদয়ে যে আলো জ্বলে প্রতিদিন,
তা কল্পনার নয়,তোমারই নিঃশব্দ উপস্থিতি।
তোমার আভাসেই আলো খুঁজে পায়,
আমার ছায়াঘেরা সকাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আছো বলেই জীবনে রং ছড়িয়ে পড়ে,
তুমি আছো বলেই আলো গোধূলিতে মেলে।
হৃদয়ের কোণে তুমি এক অমল স্বপ্ন,
তুমি আছো বলেই সুখের জোয়ার বয়ে চলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন যেখানে জাগরণ,
তুমি আছো বলেই আলোয় বিস্তার।
তুমি আছো বলেই মন শান্ত-নির্ভর,
তোমায় ঘিরেই জীবনের উৎসব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অনু-কবিতা:
তোমার চিন্তায়ই সকাল শুরু হয়,
তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অপূর্ণ লাগে।
তোমার সঙ্গেই তো জীবন রঙিন,
তোমাকে ছাড়া সব কিছু যেন কেবল একটি ছবি মাত্র।
আমার অনুভূতি:
যখন কেউ হৃদয়ের খুব কাছের হয়, তখন প্রতিটি স্বপ্নে সেই মানুষটিই ভেসে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit