আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালবাসলে কেন সবাই চোখের জলে বুক ভাসায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ব্যান্ড শিল্পী হাসানের একটি গান দিয়ে শুরু করলাম "এত কষ্ট কেন ভালোবাসায়"? আসলেই অনেককে দেখেছি বিশেষ করে প্রেমিক-প্রেমিকাকে, সকালবেলা উঠে দেখা যায় চোখ লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে,কোন ঘুম নেই। তাই আমার প্রশ্ন ভালবাসলে কেন কাঁদতে হয়? কি এমন আছে ভালবাসায়? তাহলে এই ভালোবাসায় লাভ কি আর? দূরে থাকাই ভালো। আশা করি সবাই অনেক মজার মজার উত্তর দিবেন, অপেক্ষায় রইলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে ভালোবাসায় যত বেশি কষ্ট সেই ভালবাসার গভীরতা তত বেশি।পৃথিবীতে মা ও সন্তানের মধ্যে নিবিড় ভালোবাসা আর কোথাও দেখা যায় না সেই মা যখন প্রসব বেদনায় কাতর হয় সেটা এতই তীব্র পৃথিবীর সকল যন্ত্রনা একসাথে হলেও এত কষ্ট হবে না।তাইতো পৃথিবীর সেরা ভালোবাসা মায়ের ভালোবাসা। কষ্ট আছে বলেই ভালোবাসা এত সুন্দর।ভালোবাসাকে আরো গভীর আরো আপন করার জন্যই এত কষ্ট করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাঁতার জানে কি না সেটা পরীক্ষা করার জন্য, না হলে প্রেমিকার বাবা কিংবা বড় ভাই দৌড়ানি দিলে পুকুরে বা নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে। তার চেয়ে ভালো না বুকের জলে সাঁতার কাটা শিখে নেয়া, হা হা হা হা ।
কথিত আছে ভালোবাসার নদীর সাথে হৃদয়ের একটা সংযোগ আছে, ভালোবাসতে গেলেই সেই নদীতে ঝড় উঠে জল গড়িয়ে পরে। আর বেশী ব্যাখ্যা দিলে মাথা আউলাইয়া যাইবো হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসলে প্রতিটা প্রেমিক-প্রেমিকার বুকের ভিতর একটা স্পন্দন তৈরি হয় এবং হার্ট বিট বেড়ে যায়.যেখানে সারাটি খন ধুক ধুক ধুক ধুক শব্দ হয়.আর এই শব্দের চোটেভালবাসার মানুষগুলোর বুক শুকিয়ে যায়.আর শুকনো বুক ভিজানোর জন্য ভালোবাসার মানুষগুলোচোখের পানিতে বুক ভাসায়.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা জল উৎপাদক হিসেবে কাজ করে তাই শরীরে বেশি বেশি জল জমে।চোখ দিয়ে কিছু বের করে দেওয়া দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুক্তি আছে দাদার কথায়, এতো জল রেখে কাজ কি কিছু বের করে দেয়াই উত্তম কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিয়েটিভ উত্তর। 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিতো জানি অতিরিক্ত ভালোবাসায় মনের জল শুকিয়ে যায় দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা এক উৎপাদিত জিনিস, যার কারণে বেশি উৎপাদন হলে উপরোক্ত গুলো পড়ে যাবে। যার কারণে যিনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসা থাকায় কিছু ভালোবাসা কান্নায় পরিণত হয় এবং সেটিই বুক ভাষায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে চোখের জল দিয়ে যতক্ষণ না গঙ্গা, পদ্মা,যমুনা না বয়ে যায় ততক্ষণ না পর্যন্ত ভালোবাসার সঠিক প্রমান মেলে না।তাই সবাই ভালোবাসার গভীরতা পরিমাপ করতে গিয়ে চোখের জলে বন্যা সৃষ্টি করে প্রমান করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার পেছনে থাকে এক বুক জালা। আর এই জ্বালার গোডাউন নিয়ে বসে থাকে মেয়েরা। কারণ মেয়েরা বেশির ভাগ প্রকৃত ভালোবাসে না। তারা ভালোবাসার নামে অভিনয় করে। যার কারণে মেয়েরা অভিনয় করে যখন চলে যায় তখন সেই জ্বালাটা ছেলেদের নিতে পাড়ে না, যার কারণে ভালোবেসে চোখের জলে ভাসতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসায় চোখ জলার মলম আছে তাই ভালবাসলে সবাই চোখের জলে বুক ভাসায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবেসে ছ্যাকা খাওয়া মানুষের অভিজ্ঞতা কাজে না লাগানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা ও চোখের জলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু আগে থেকেই , তাই এমনটাই হয় প্রতিনিয়ত ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চোখের পানিতে বুক ভাসাতে কখনো দেখিনি 😁😁। ডিরেক্ট মাটিতে চোখের পানি টলটল করে পরেছে, এ যেন বৃষ্টির মতো 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চোখের জলে বুক না ভাসিয়ে উপায় কি। তুলার যে দাম বেড়েছে বালিশ ভিজালে তো নতুন বালিশ কিনতে হবে। 😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসা অপর নাম অশ্রু ভেজা জল। চোখের জলে যদি বুক না ভাসে প্রেম আর ভালবাসা হয় না তাতে। ভালবাসলে কাদতে হয়,এটা জগতে নিয়ম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নামটা বেশ ভালোই দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা এখন পেঁয়াজের মত। পেঁয়াজ কাটলেও কাঁদতে হয় ভালবাসলেও কাঁদতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন বিছানা বালিশ বাপ মায়ের।তাই বালিশ বা বিছানা ভেজালে বাপ মা বাড়ি থেকে বের করে দেবে এজন্য উপায় না পেয়ে নিজের বুক ভেজায়।এতে আবার গোসলের অতিরিক্ত পানির অপচয় যাতে না হয় সেজন্য চোখের জল দিয়ে হাল্কা ভিজিয়ে নেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ ভালবেসে কাঁদে,কারন দেশে যাতে লবনের চাহিদা নিজেরাই পুরন করতে পারে,তাই। 🤣চোখের পানি লবনাক্ত 😅😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন অন্য জল দিয়ে বুক ভাসালে তো ঠান্ডা সর্দি লেগে যাবে। চোখের জল গরম তাই সারা রাত কেদেঁ বুক ভাসালেও ঠান্ডা সর্দি লাগার চান্স নাই। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন আরেক জনের প্রতি মায়া লাগানো জন্য। কারন চারদিকে নকল প্রেমিক/প্রেমিকা ভরে গেছে।আর সময়ের সাথে তাল মিলিয়ে চলা ছাড়া কোন উপায় ও তো নাই।কি আর করার তাই চোখের জলে সবাই বুক ভাসায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা ভালবাসে তাদের চোখে মেঘ লাগে, আর মেঘ লাগলে বৃষ্টি হয়,বৃষ্টি হইলে চোখের জলে বুক ভাসাটাই স্বাভাবিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসতে গেলে মানুষ প্রতিনিয়ত শুধু কষ্টই পায়। তাই জল দিয়ে বুকের কষ্টটাকে ধুয়ে মুছে ফেলার জন্য চোখের জলে বুক ভাসায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসায় যে কত ধরনের ন্যাকামি আছে তা আপনারা জানেন না। ভালবাসতে গিয়ে একটু মনের অমিল হলেই মেয়েরা কেদে চোখের জলে বুক ভাসায়। কেন করে জানেন কারন তার প্রেমিক এসে সেই চোখের জল মুছে দিবে এই ভেবে।😉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভা=ভালো-মন্দ না বুঝা,
ল=লজ্জা পরিত্যাগ করা,
বা=বাবা-মার মায়া ত্যাগ করা,
সা=সাগরে ঝাপ দেওয়া।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে চোখের জলের জন্য তো আর ট্যাক্স লাগে না তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেম ভালোবাসার ক্ষেএে একটা জিনিস দেখবেন
যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন না। আবার আপনি যাকে ভালোবাসেন সে আবার আপনাকে না অন্য কাউকে ভালোবাসে। এইভাবে চলতে থাকে। এইজন্যই দিনশেষে সবাইকে ভালোবেসে চোখের জলে বুক ভাসাতে হয়।
যদিও এটা আমার ব্যক্তিগত মতামত।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক চমৎকার উত্তর দিয়েছেন ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💕💕💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসলে ভালবাসার মানুষকে সব সময় গিফট করতে হয়। আর এখন বর্তমান সময়ে আটা, ময়দা সুজি ,কলরেট এবং এমবি প্যাকেজ এর দাম এমন হারে বেড়েছে যে ভালোবাসার মানুষকে সুখী রাখা সম্ভব হচ্ছে না ।এজন্যই চোখের জলে বুক ভাসছে দুজনের দু খুলে😂😂😂😂।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসলে কাঁদতে হবে কারন - বাবু তুমি খাইছো এই নামক নানান সব প্যারা তারা করে দুটি প্রেমিক হৃদয়ে। যা সহ্য করতে না পেরে রাতে না ঘুমিয়ে কাঁদতে মন, যখন চিন্তা করে সেই মানুষটির। ভালোবাসলে লাভ একটাই - ঐ যে প্যারা এক্সটা ভাবে ফ্রি পাওয়া যায়। দূরে থাকলে তো সন্দেও হয় কারো সাথে আবার প্রেম হয়ে যাচ্ছে নাকি আবার প্রেম করছে নাকি। সব শেষ ভালোবাসায় মধ্যে কাঁদতে হয় এই সন্দেহর কারনে। তাই ভালোবাসায় সন্দেহ থাকলে আর সম্মান না থাকলে-আমি মনে করি কাঁদতে হবে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার বন্যায় যখন প্রেমিকার ত্বকের ময়দা ধুয়ে যায় তখন কয়লা দেখে প্রেমিক চোখের জলে বুক ভাসায় ভাসায়। আহা বেচারা!😁😁😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারণ যারা ভালবাসে তাদের চোখে অনেক জল তাই আর ধরে রাখতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, এইটা একটা কথার কথা, আমি আজ পর্যন্ত কাউকেই দেখি নাই যে ভালোবেসে চোখের জলে বুক ভাসিয়েছে, বড় জোর চোখের জল গলা পর্যন্ত পৌঁছেছে। আমি এই কথার ঘোর বিরোধিতা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারে সাঁতার কেটে কেটে হৃদয়ে জেতে পারে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন এক মহান ব্যক্তি বলেছিল, যাকে ভালোবাসো তাকে একটু কষ্ট দাও এবং সেই কষ্টের কারণেই মূলত ভালবাসলে কাঁদতে হয়। ভালোবাসায় সুখ, দুঃখ-কষ্ট সবকিছুই থাকবে। তাই দুঃখের সময় কাঁদতে হয় এবং সুখের সময় উপভোগ করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসায় ল্যাক্রিমেটর আছে, তাই ভালবাসলে চোখের জলে বুক ভেসে যায়। খিক খিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসলে সবাই চোখের জলে বুক ভাসায় কারণ ভালোবাসা প্রচন্ড গরম ৷ ভালোবাসার প্রচন্ড গরম সইতে না পেরে চোখে পানি দিয়ে বুক ঠান্ডা করে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেন ভালবাসলে কাঁদতে হবেনা?ভালবাসা নামের শব্দটিতে প্রচুর পরিমাণের পেঁয়াজের ঝাঁজ থাকে 🤪🤪 তাই প্রেমে পড়ার সাথে সাথে কান্না শুরু হয়ে যায়😪😪😪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসা হলো আলু, পটলের মতো,। বাজার থেকে সবাই বেছে বেছে কেনে।বাড়িতে নিয়ে রান্না শেষ তো খাওয়াও শেষ । স্বাদ ভালো হলে বলবে মজা,স্বাদ ভালো না হলে বলবে , আলু পটল নষ্ট আর ভালবাসায় কষ্ট.......
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit